মূখ্য শব্দ দনুজমর্দন দেব, নূর কতুবুল আলম, সুবর্ণধেনু ও খলিফাতুল্লাহ
রাজা গণেশ
ইলিয়াস শাহী বংশের রাজত্বকালে রাজা গণেশের আবির্ভাব বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। রাজা
গণেশ ও তাঁর বংশধরগণ ১৪১৪ খ্রিস্টাব্দ থেকে ১৪৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ২৮ বছর বাংলায় রাজত্ব করে করেছেন।
সুদীর্ঘ ২০০ বছরের অধিক সময় ধরে বাংলায় মুসলিম শাসন নিরবচ্ছিন্ন ভাবে অব্যাহত থাকার পর হঠাৎ করে হিন্দু
রাজত্বের পুনরুত্থান ইতিহাসের এক চমকপ্রদ ঘটনা। বাংলার ইতিহাসে রাজা গণেশ ও তাঁর বংশধরদের শাসনকাল ছিল এ
দেশে মুসলিম শাসনের বিরতিকাল।
রাজা গণেশের উত্থান
ইলিয়াস শাহী বংশের শাসকদের উদার ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে তাঁদের রাজত্বকালে হিন্দু-মুসলিমদের মধ্যে স¤প্রীতি বজায়
ছিল। তাঁরা অনেক হিন্দুকে উচ্চ রাজপদে নিয়োগ করেন। এ সুযোগে তাঁর রাজত্বকালে হিন্দু সামন্ত রাজাগণ বেশ
শক্তিশালী হয়ে উঠেন। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখ্য ছিলেন দিনাজপুরের ভাতুরিয়া পরগণার শক্তিশালী জমিদার রাজা
গণেশ। কোন কোন বর্ণনায় তিনি রাজা কানস্ নামে পরিচিত ছিলেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের অধীনে রাজা
গণেশ রাজস্ব এবং শাসন বিভাগের কর্মকর্তা ছিলেন। আজম শাহের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারীদের ব্যর্থতায় রাজা গণেশ
সমকালীন বাংলার সুলতানি রাজনীতির উপর বিশেষ প্রভাব বিস্তার করেন। আজম শাহের মৃত্যুর পর তাঁর পুত্র হামযা শাহ
সিংহাসনে বসলে রাজনৈতিক গোলযোগ শুরু হয়। প্রভাবশালী রাজা গণেশের ষড়যন্ত্রে হামযা শাহ ক্রীতদাস শিহাব
উদ্দিনের হাতে নিহত হন। হামযা শাহের পর শিহাবউদ্দিন বায়েজীদ শাহ নাম গ্রহণ করে সিংহাসনে উপবেশন করেন।
কিন্তু বাংলার প্রকৃত ক্ষমতা কুক্ষিগত করেন রাজা গণেশ। এরপর রাজা গণেশ সুযোগ বুঝে ১৪১৪ খ্রি. বায়েজীদকে হত্যা
করে বাংলার সার্বভৌম ক্ষমতার অধিকারী হন। এভাবে বাংলার ক্ষমতায় রাজা গণেশের বংশ প্রতিষ্ঠিত হয়। বায়েজীদের
পুত্র আলাউদ্দিন ফিরোজ দক্ষিণ বঙ্গে পলায়ন করেন। অতঃপর রাজা গণেশ দনুজমর্দন দেব উপাধি ধারণ করে মুদ্রা চালু
করেন এবং বাংলায় স¦াধীনভাবে রাজত্ব করতে থাকেন।
ইসলামের প্রতি রাজা গণেশের বৈরি আচরণ ও মুসলিম নির্যাতন
রাজা গণেশের ক্ষমতালাভের ফলে বাংলায় হিন্দু প্রাধান্য প্রতিষ্ঠার সূচনা এবং ইসলাম ও মুসলমানদের দুর্দিন শুরু হয়।
তিনি মুসলমানদের উপর নির্যাতন শুরু করেন। তাঁর উদ্দেশ্য ছিল বাংলা থেকে ইসলাম ধর্মকে সমূলে উৎপাটন করা।
এজন্য গণেশ প্রখ্যাত মুসলিম সাধক বদর-উল-ইসলামসহ বেশ কয়েকজন দরবেশকে হত্যা করেন। এতে মুসলিম জনগণ
অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে উঠে। গণেশের এরূপ অত্যাচারে অতিষ্ঠ হয়ে সুফি সাধক নূর-কুতুব-উল-আলম শঙ্কিত হয়ে জৈনপুরের
শাসনকর্তা ইব্রাহিম শর্কীর সাহায্য প্রার্থনা করেন। তাঁর আমন্ত্রণে ইব্রাহিম শর্কী সসৈন্যে অগ্রসর হয়ে পথে ত্রিহুত দখল
করেন। তিনি বাংলায় প্রবেশ করলে তাঁর বশ্যতা স¦ীকার করে রাজা গণেশ সিংহাসন ত্যাগ করেন। অতঃপর তাঁর পুত্র যদু
ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে জালালউদ্দিন মাহমুদ শাহ নাম ধারণ করে বাংলার সিংহাসনে বসেন। এরপর ইব্রাহিম শর্কী
জৌনপুরে ফিরে গেলে রাজা গণেশ পুনরায় জালালুদ্দিনের নিকট থেকে তাঁর ক্ষমতা পুনরুদ্ধার করেন।
রাজা গণেশ
রাজা গণেশের দ্বিতীয় শাসন
প্রথমবার মাত্র কয়েকমাস ক্ষমতায় থাকার পর ইব্রাহিম শর্কী কর্তৃক ক্ষমতাচ্যুত হবার পর ১৪১৫ খ্রিস্টাব্দের মাঝামাঝি
দ্বিতীয়বার সিংহাসনে আরোহণ করে রাজা গণেশ তাঁর পুত্র জালালউদ্দিনকে সুবর্ণধেনু
অনুষ্ঠানের মাধ্যমে শুদ্ধি করে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনেন। রাজা গণেশ সর্বমোট চার
বছর রাজত্ব করে ১৪১৮ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
জালালউদ্দিন মাহমুদ শাহ (১৪১৮-১৪৩২ খ্রি.)
১৪১৮ খ্রিস্টাব্দে রাজা গণেশ পরলোকগমন করলে তাঁর কনিষ্ঠপুত্র মহেন্দ্র দেব উপাধি নিয়ে
সিংহাসনে বসেন কিন্তু দু-এক মাসের বেশী তিনি রাজত্ব করতে পরেন নি। এসময়
জালালউদ্দিন (যদু সেন) মহেন্দ্র দেবকে অপসারণ করে সিংহাসন দখল করেন। তিনি
ইসলাম ধর্মের একজন একনিষ্ঠ সেবক ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে তিনি
নিজেকে খাঁটি মুসলমান হিসেবে পরিচয় দিতে বেশি উৎসাহী ছিলেন। তাঁর আমলে ইসলামের বিশেষ উন্নতি সাধিত হয়।
ক্ষমতালাভ করে তিনি পিতা কর্তৃক নিবার্সিত দরবেশ নুর-কতুব-উল আলমের দৌহিত্র শেখ জাহিদকে সোনারগাঁও থেকে
রাজধানীতে ফিরিয়ে আনেন। তিনি একজন সুযোগ্য শাসক ছিলেন। তিনি তাঁর রাজ্যের রাজধানী পাÐুয়া থেকে গৌড়ে
স্থানান্তরিত করেন। তাঁর সময়ে গৌড় একটি সমৃদ্ধ নগরীতে পরিণত হয়। সেখানে মসজিদ, ¯œানাগার, জলাশয়, সরাইখানা
প্রভৃতি নির্মিত হয়। এ সময় ইব্রহিম শর্কীর রাজ্যের কিছু অংশ জালালউদ্দিনের দখলে আসে। তাঁর অসাধারণ ব্যক্তিত্ব
রাজনৈতিক মেধা ও সামরিক দক্ষতার পরিচয় পাওয়া যায়। তাঁর সময় অনেক মসজিদ ও মাদ্রাসা স্থাপিত হয়। তিনি তাঁর
মুদ্রায় নিজেকে খলিফাতুল্লাহ বা আল্লাহর খলিফা হিসেবে উল্লেখ করেন। তিনি চীন, পারস্য, মিশর ও দামেস্কের সঙ্গে দূত
বিনিময় করেন। জালালউদ্দিন মাহমুদ শাহের পর তাঁর পুত্র শামসউদ্দিন আহমদ শাহ সুলতান হন। তিনি ন্যায়পরায়ণ
ধর্মপ্রাণ ও বিচক্ষণ সুলতান ছিলেন। আহমদ শাহ তাঁর দুই ক্রীতদাস সাদী খান ও নাসির খানের ষড়যন্ত্রের শিকার হয়ে
১৪৪২ খ্রিস্টাব্দে নিহত হন। এভাবে রাজা গণেশ ও তাঁর বংশধদের প্রায় ত্রিশ বছরের শাসনের অবসান হয়।
শিক্ষার্থীর কাজ রাজা গণেশের শাসনামলে সুফিদের ভ‚মিকা চিহ্নিত করুন।
সারসংক্ষেপ :
গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যুর পর তাঁর উত্তাধিকারীদের দুর্বলতার সুযোগে রাজা গণেশ নামক একজন হিন্দু
সামন্তরাজা ক্ষমতা দখল করেন। তিনি মুসলমানদের উপর নির্যাতন করতেন। জৌনপুরের সুলতান ইব্রাহিম শর্কীর
বাংলায় অভিযানের কারণে গণেশ ক্ষমতা ছাড়াতে বাধ্য হন। তাঁর পুত্র যদু সেন জালালউদ্দিন নাম ধারণ করে ইসলাম
ধর্মে দীক্ষিত হন এবং সিংহাসনে বসেন। জালালউদ্দিনের পর সুলতান হন তাঁর পুত্র শামসুউদ্দিন আহমদ শাহ। রাজা
গণেশ এবং তাঁর বংশধগণ প্রায় ৩০ বছর বাংলা শাসন করেন।
পাঠোত্তর মূল্যায়ন-৫.৪
১। রাজা গণেশ বাংলার কোন অঞ্চলের জমিদার ছিলেন?
ক) গৌড় খ) পাÐুয়া গ) সোনারগাঁও ঘ) ভাতুড়িয়া
২। রাজা গণেশের নির্যাতন থেকে মুসলমানদের রক্ষায় এগিয়ে আসেন-
ক) ইব্রাহিম শর্কী খ) বাবুর গ) ইব্রাহিম লোদি ঘ) হুমায়ূন
৩। ইসলাম গ্রহণের পূর্বে জালালউদ্দিনের নাম কি ছিল?
ক) হেমন্ত সেন খ) যদু সেন ঘ) বল্লাল সেন ঘ) মধু সেন
৪। কোন অনুষ্ঠানের মাধ্যমে জালালউদ্দিনকে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনা হয়েছিল?
ক) রথযাত্রা খ) চড়ক অনুষ্ঠান গ) স্নান যাত্রা ঘ) সুবর্ণধেনু
সৃজনশীল প্রশ্ন:
সোহাগ প্রতিদিনকার মত সকালে পত্রিকা পড়ছিল। হঠাৎ তার নজরে আসে ঢ রাষ্ট্রের একটি রাজনৈতিক দল ণ রাজ্যে
বসবাসরত জ সম্প্রদায়ের কিছু লোককে তাদের পূর্বের ধর্মে ফিরিয়ে আনতে ‘ঘর ওয়াাপসি’ বা “ঘরে ফেরা” অনুষ্ঠানের
আয়োজন করেছে। কলেজে গিয়ে এ বিষয়ে সোহাগ তার ইতিহাসের শিক্ষককে জিজ্ঞেস করলে শিক্ষক জানান বাংলায়
সুলতানি শাসনামলে এ ধরণের একটি ঘটনা ঘটেছিল।
ক. ‘দনুজমর্দন দেব’ কার উপাধি ছিল? ১
খ. ইব্রাহিম শর্কীর সাথে রাজা গণেশের সম্পর্কের প্রকৃতি কেমন ছিল? ২
গ. উদ্দীপকে নির্দেশিত ঘটনার সাথে বাংলার কোন শাসকের ঘটনার মিল খুঁজে পাওয়া যায়? এর অবস্থান নিরূপণ করুন। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে সাযুজ্যপূর্ণ সুলতানি বাংলার শাসকদ্বয়ের কার্যাবলির তুলনামূলক বিশ্লেষণ করুন। ৪
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র