মুখ্য শব্দ চিত্তরঞ্জন দাস, শুদ্ধি ও সংগঠন, তাবলীগ ও তানজীম এবং স্বরাজ (পার্টি) দল
ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে বেঙ্গল প্যাক্ট (১৯২৩) একটি উল্লেখযোগ্য মাইল ফলক। বেঙ্গল প্যাক্ট
সম্পাদনের ক্ষেত্রে যাদের অসামান্য অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন চিত্তরঞ্জন দাস। খিলাফত ও
অসহযোগ আন্দোলনের এক পর্যায়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি হলেও অসহযোগ আন্দোলনের কর্মসূচি নিয়ে
তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। কিন্তু চিত্তরঞ্জন দাশ ছিলেন বাস্তববাদী রাজনীতিবিদ। তিনি হৃদয় দিয়ে অনুভব
করেছিলেন যে বাঙলার শতকরা ৬০ জন মানুষ মুসলমান অথচ সরকারি চাকুরি ও অন্যান্য সংস্থায় তাদের সংখ্যা অত্যন্ত
নগণ্য। বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসরমানদের দাবি অগ্রাহ্য করে এবং তাদের অবমূল্যায়ন করে ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব
নয়। তিনি আরো বিশ্বাস করতেন, এদেশের মুক্তির জন্য দরকার হিন্দু মুসলিম নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টা। তাই সর্বপ্রথম
তিনি হিন্দু মুসলিম সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর এই উদ্যোগের সাথে যারা সহমত পোষণ করে এগিয়ে
এসেছিলেন তাঁরা হলেন- এ কে ফজলুল হক,আবদুল করিম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এ সকল নেতাদের যৌথ
উদ্যোগেই বেঙ্গল প্যাক্ট আনুষ্ঠানিক ভাবে গৃহীত হয়। এই চুক্তির অন্যতম স্বাক্ষরদাতা ছিলেন বাংলা কংগ্রেসের জনপ্রিয়
নেতা সুভাষ চন্দ্র বসু।
বেঙ্গল প্যাক্টের শর্তাবলী
১৯২৩ সালের ১৬ ডিসেম্বর বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয়। প্রকৃতপক্ষে বেঙ্গল প্যাক্ট ছিল বাংলায় হিন্দু- মুসলমানদের মিলনের
জন্য একটি বলিষ্ঠ পদক্ষেপ। বেঙ্গল প্যাক্ট-এর প্রধান প্রধান শর্তগুলো নি¤œরূপ১. স্বায়ত্বশাসন প্রতিষ্ঠিত হলে বাংলার প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ অধিকার পাবে এবং লোকসংখ্যার অনুপাতে ও স্বতন্ত্র
নির্বাচন প্রথায় আইন পরিষদে প্রতিনিধিত্ব লাভ করবে।
২. স্থানীয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে প্রত্যেক জেলার সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় শতকরা ৬০টি আসন পাবে এবং
সংখ্যালঘু সম্প্রদায় শতকরা ৪০ টি আসন পাবে।
৩. সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা ৫৫ ভাগ চাকরি সংরক্ষিত থাকবে। যে পর্যন্ত এ সংরক্ষিত পর্যায়ে না ওঠে,
ততদিন মুসলমানদের মধ্যে থেকে ন্যূনতম যোগ্যতার ভিত্তিতে শতকরা ৮০ জনকে সরকারি চাকরিতে নিয়োগ করতে
হবে। অমুসলমানরা শতকরা ৪৫ ভাগ চাকরি পাবে এবং মধ্যবর্তী সময়ে হিন্দুরা শতকরা ২০ জন চাকুরি পাবে।
৪. কোন সম্প্রদায়ের ধর্মীয় ব্যাপারে আইন পাস করতে হলে আইনসভায় নির্বাচিত উক্ত সম্প্রদায়ের তিন-চতুর্থাংশ
সদস্যের সম্মতি নিতে হবে।
৫. মসজিদের সম্মুখে গান-বাজনা সহকারে মিছিল করা যাবেনা এবং গরু জবাই করার ব্যাপারে কোনরূপ হস্তক্ষেপ করা
যাবে না।
বেঙ্গল প্যাক্টের গুরুত্ব:
বেঙ্গল প্যাক্টের গুরুত্ব নি¤œরূপক. এই চুক্তির ফলে হিন্দু- মুসলিম সম্প্রীতি বৃদ্ধি পায়। ১৯২৩ সালের অবিভক্ত বাংলার আইন পরিষদ নির্বাচনে স্বরাজ দল
অভূতপূর্ব সাফল্য অর্জন করে। বাংলায় ৩৯ টি মুসলিম আসনের মধ্যে ২১টি এবং হিন্দু এলাকার ৪৭ টি আসনের মধ্যে
স্বরাজ দল ৩৬টি আসন লাভ করে। বেঙ্গল প্যাক্টের শর্ত অনুযায়ী কর্পোরেশনে ২৫ জন মুসলমান চাকুরি পায়।
পাঠ-৮.১৩
এইচএসসি প্রোগ্রাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র
ইউনিট ৮ পৃষ্ঠা ২৩৮
খ. বাংলার গভর্নর লর্ড লিটন চিত্তরঞ্জন দাশকে মন্ত্রীসভা গঠনের আমন্ত্রণ জানান। কিন্তু তিনি ১৯১৯ সালের দ্বৈতশাসন
ব্যবস্থাকে অচল করার লক্ষ্যে উক্ত আমন্ত্রণ প্রথ্যাখ্যান করেন।
গ. বেঙ্গল প্যাক্ট বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণাধিকার চেতনা দান করে এবং ১৯৪০ সালে লাহোর প্রস্তাবে ভারতের পূর্বাঞ্চলে
স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা প্রনয়নের পথিকৃৎ হিসেবে কাজ করে।
ঘ. বেঙ্গল প্যাক্ট এর ফলে মুসলমানরা ব্যবস্থাপক পরিষদ, কলকাতা কর্পোরেশনসহ প্রতিনিধিত্বশীল সংস্থাগুলোতে
মুসলমানরা বেশী পরিমাণে অংশগ্রহণের সুযোগ পায়। ফলে মুসলিম নেতৃত্ব বিকশিত হয়। মুসলমানরা শেষ পর্যন্ত
নিজেদের একটি আবাসভূমির দাবি নিয়ে সামনের দিকে অগ্রসর হয়।
বেঙ্গল প্যাক্ট বিলুপ্তি
বেঙ্গল প্যাক্ট সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার ক্ষেত্রে একটি আশা জাগানিয়া পদক্ষেপ হলেও শেষ পর্যন্ত এটি
ব্যর্থতায় পর্যবসিত হয়। গান্ধীর সমর্থক কংগ্রেস দল এবং স্বরাজ দল বিরোধী হিন্দুরা বেঙ্গল প্যাক্টের তীব্র বিরোধিতা করে।
হিন্দু মহাসভার ‘শুদ্ধি ও সংগঠন’ নামক আন্দোলন এবং মুসলমানদের ‘তাবলীগ ও তানজিম’ নামক আন্দোলন উভয়
সম্প্রদায়ের মধ্যে ইতোমধ্যে স্থাপিত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। তাছাড়া ১৯২৫ সালের ১৬ জুন বেঙ্গল প্যাক্টে অন্যতম
প্রধান প্রবক্তা চিত্তরঞ্জন দাশের অকাল মৃত্যু হলে হিন্দু-মুসলিম ঐক্যের শেষ সম্ভাবনাটুকুও তিরোহিত হয়। অন্যদিকে স্বরাজ
দলের নেতৃবৃন্দ হতাশ হয়ে কংগ্রেসে যোগদান করলে বেঙ্গল প্যাক্ট এবং স্বরাজ দল টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে।
শিক্ষার্থীর কাজ বেঙ্গল প্যাক্টের সফলতা ব্যর্থতা সম্পর্কে আলোকপাত করুণ।
বেঙ্গল প্যাক্টের উদ্দেশ্য
কী?
বেঙ্গল প্যাক্টের কী সফলতা
ছিল?
বেঙ্গল প্যাক্টের উদ্যোক্তা
কারা?
কেন বেঙ্গল প্যাক্ট বিলুপ্ত
হল?
সারসংক্ষেপ :
ব্রিটিশ ভারতে হিন্দু-মুসলিম ঐক্যের ক্ষেত্রে বেঙ্গল প্যাক্ট (১৯২৩) একটি উল্লেখযোগ্য মাইল ফলক। এই চুক্তি
সম্পাদনের ক্ষেত্রে যাঁদের অসামান্য অবদান রয়েছে তাঁদের মধ্যে অন্যতম হলেন শ্রী চিত্তরঞ্জন দাস। খিলাফত ও
অসহযোগ আন্দোলনের এক পর্যায়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি হলেও অসহযোগ আন্দোলনের কর্মসূচি নিয়ে
তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। কিন্তু চিত্তরঞ্জন দাশ ছিলেন বাস্তববাদী ও দুরদর্শী রাজনীতিবিদ। তিনি জানতেন,
বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দাবি অগ্রাহ্য করে এবং তাদের অবমূল্যায়ন করে ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব নয়।
তিনি আরো বিশ্বাস করতেন, এদেশের মুক্তির জন্য দরকার হিন্দু মুসলিম নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টা। তাই সর্বপ্রথম
তিনি হিন্দু মুসলিম সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ করেন। যা ইতিহাসে বেঙ্গল প্যাক্ত নামে পরিচিত।
পাঠোত্তর মূল্যায়ন-৮.১৩
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১. বেঙ্গল প্যাক্টের প্রধান উদ্যোক্তা কে?
ক. এ কে ফজলুল হক খ. চিত্তরঞ্জন দাশ
গ. বালগঙ্গাধর তিলক ঘ. নেতাজী সুভাষ চন্দ্র বসু
২. বেঙ্গল প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয়?
ক. ১৯২৩ খ. ১৯৩৩ গ. ১৮২৩ ঘ. ১৮৩৩
৩. বেঙ্গল প্যাক্ট অনুসারে সংখ্যালঘু সম্প্রদায় শতকরা কতটি আসন পাবে?
ক. ৬০ খ. ৪০ গ. ৬৫ ঘ. ৩০
সৃজনশীল প্রশ্ন:
মধুপুর গোপালগঞ্জ সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস তবে হিন্দুরাই
এখানে সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরা রয়েছে দ্বিতীয় স্থানে। হিন্দুদের নেতা বাবু তরুণ কুমার দাশ মনে করলেন যে, গ্রামের
উন্নয়নের জন্য হিন্দু- মুসলিম ঐক্য জরুরী, সেকারণে তিনি উভয় সম্প্রদায়ের নেতাদের উপস্থিতিতে একটি চুক্তি স্বাক্ষর
করলেন যাতে হিন্দু ও মুসলমানদের সুযোগ-সুবিধা এবং প্রতিনিধিত্বের ধরণ সম্পর্কে উল্লেখ রয়েছে।
(ক) বেঙ্গল প্যাক্ট কী? ১
(খ) বেঙ্গল প্যাক্টে মুসলমানদে কী ধর্মীয় সুবিধা প্রদান করা হয়েছিল? ২
(গ) উদ্দীপকের আলোকে স্বাক্ষরিত চুক্তির প্রধান ধারাগুলো লিখুন। ৩
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র