মু‘মিন, মুত্তাকি, গায়েব, আকীদা, রিয্ক, সালাত, ইহজগত, পরজগত।
মু‘মিন-মুত্তাকির পরিচয়
মু‘মিন মানে বিশ্বাসী। আর মুত্তাকি অর্থ হল পরহেযগার ও আল্লাহভীরু, আল্লাহর প্রিয় বান্দা। হযরত ইবনে
আব্বাস (রা) বলেন, যারা ঈমান গ্রহণ করে শিরক, কবীরা গুণাহ, অশ্লীল কাজ হতে দূরে থাকে এবং আল্লাহর হুকুমআহকাম পালন করে, তারাই মুত্তাকি। প্রকৃত মু'মিন-মুত্তাকির বৈশিষ্ট্য হল৪.১ তারা গায়েব বা অদৃশ্যে বিশ্বাসী
মু‘মিন-মুত্তাকির প্রথম গুণটি হল তারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। ইসলামি আকীদা-বিশ্বাস ও প্রত্যয়-সংস্কৃতি এবং
আদর্শের মৌলিক বিষয় এটাই। এ বিশ্বাসের মূল কথা হচ্ছে :
“যারা অদৃশ্যে বিশ্বাস করে।” (সূরা আল-বাকার-২ : ২)
অদৃশ্যের বিষয়াবলির মধ্যে আছে- মহান প্রভু আল্লাহর সত্তা ও গুণাবলি, ফেরেশতা, ওহী, আখিরাত, বেহেশত-দোযখ
ইত্যাদি। অদৃশ্যে বিশ্বাস মু‘মিন-মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বস্তুবাদীরা এ অদৃশ্যে বিশ্বাস না করে ধ্বংসের
মধ্যে নিপতিত হয়েছে।
৪.২ তারা সালাত কায়েম করে
সালাত প্রতিষ্ঠা করা মু‘মিন-মুত্তাকির দ্বিতীয় বৈশিষ্ট্য। আল্লাহ বলেন- “তারা সালাত কায়েম করে।”
(সূরা আল-বাকার-২ : ২)
সালাতের মধ্য দিয়ে তারা এক আল্লাহর ইবাদাত ও আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটায়। শুধু গায়েবে বিশ্বাস করে চুপচাপ বসে
থেকে ‘জপ' করলেই মুত্তাকি হওয়া যায় না। আনুগত্যের বাস্তব নমুনা দেখাতে হবে সালাতের মাধ্যমে। দিবা-রাত্র পাঁচবার
ফরয সালাত ও সিজদার মাধ্যমে তারা শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলে।
৪.৩ তারা আল্লাহর দেওয়া রিয্ক থেকে ব্যয় করে
মু‘মিন-মুত্তাকির তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে- “তাদেরকে যে রিয্ক দিয়েছি তা থেকে ব্যয় করে।”
(সূরা আল-বাকার-২ : ২)
যা কিছু ধন সম্পদ আছে তা মহান আল্লাহর দান। এর প্রকৃত মালিক আল্লাহ তা‘আলা। এ বিশ্বাস অর্থের মোহ থেকে মুক্ত
করে। কাজেই মু‘মিন-মুত্তাকি অর্থের পূজারী হয় না। তার ধন-সম্পদে আল্লাহ ও অন্যান্য মানুষের যে অধিকার আছে সে
তা থেকে ব্যয় করে।
৪.৪ তারা আসমানি কিতাবে বিশ্বাস করে
মু‘মিন-মুত্তাকিদের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে“এবং তোমার প্রতি যা নাযিল হয়েছে ও তোমার পূর্বে যা নাযিল হয়েছে তাতে তারা ঈমান আনে।” (সূরা বাকার-২ : ৩)
মানব জাতির পথ নির্দেশনার জন্যে আল্লাহ তাআলা যে সব আসমানি কিতাব যুগেযুগে নাযিল করেছেন- মু‘মিন-মুত্তাকিগণ
তা স্বীকার করে।
৪.৫ তারা আখিরাত জীবনে সুদৃঢ় বিশ্বাসী
মু‘মিন-মুত্তাকির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে“এবং যারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে।” (সূরা আল-বাকার-২ : ৩)
এ বিশ্বাস কর্মকে কর্মফলের সাথে এবং সূচনাকে পরিণতির সাথে যুক্ত করে। এ বিশ্বাস মানুষকে এ চেতনা দান করে যে,
পৃথিবীতে তার সৃষ্টি, তার কর্মকাÐ, তৎপরতা, বিশ্বাস, জীবনাচার কিছুই বৃথা যাবে না। সে নিরর্থক সৃষ্টি নয়। তাকে তার
কর্মের জন্যে মহাবিচারকের নিকট হাযির হতে হবে। ভাল কাজের জন্যে পুরস্কার এবং মন্দ কাজের জন্যে শাস্তি পেতে
হবে। এরূপ বৈশিষ্ট্যের অধিকারী মু‘মিন-মুত্তাকির জীবনই সাফল্যময় হবে ইহজগতে ও পরজগতে।
সারসংক্ষেপ
মহান আল্লাহ আল-কুরআনকে বিশ্ব মানবতার পথনির্দেশনা হিসেবে নাযিল করেছেন। সূরা আল-বাকারার শুরুতে বলা
হয়েছে- ‘এটা একটা হিদায়াত ও পথ নির্দেশনার গ্রন্থ'। আর এ গ্রন্থ যদিও মানবজাতির প্রত্যেক সদস্যের জন্যই
হিদায়াত গ্রন্থ, তবুও যারা হিদায়াত পাবার জন্য নিজেরা অগ্রসর হবে না, তাদেরকে এ গ্রন্থ হিদায়াত করতে পারবে না।
কুরআন থেকে হিদায়াত লাভের উপযুক্ত করা, তাদের একটি সংক্ষিপ্ত পরিচয় সূরার প্রথমেই তুলে ধরা হয়েছে। তাছাড়া
এর থেকে হেদায়াতের উপযুক্ত মু‘মিন-মুত্তাকির ও কতিপয় মৌলিক বৈশিষ্ট্যের কথা হয়েছে।
বহু নির্বাচনী প্রশ্ন
১। মুত্তাকি অর্থ কী ?
র.আল্লাহভীরু রর.পরহেযগার ররর.আল্লাহর প্রিয় বান্দা
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
২. মুত্তাকির দ্বিতীয় গুণটি হচ্ছে Ñ
(ক) সালাত প্রতিষ্ঠা করা (খ) কালেমা পাঠ করা
(গ) হজ্জ করা (ঘ) যাকাত দেওয়া
৩. মুত্তাকির তৃতীয় গুণটি হচ্ছে Ñ
(ক) সালাত প্রতিষ্ঠা করা (খ) কালেমা পাঠ করা
(গ) আল্লাহর দেওয়া রিযিক থেকে ব্যায় করা (ঘ) যাকাত দেওয়া
৪। গাইবুন শব্দের অর্থ কী ?
(ক) সালাত প্রতিষ্ঠা করা (খ) অদৃশ্যে বিশ্বাস করা
(গ) হজ্জ করা (ঘ) যাকাত দেওয়া
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দিননিলুফার এলাকার কয়েকটি বাড়িতে গৃহকর্মির কাজ করেন। তিনি ঐ সকল বাড়ীতে রান্নার কাজ করেন এবং কাপড় ধোয়ার
কাজ করেন। একদা তিনি কাপড় কাঁচতে গিয়ে প্যান্টের পকেটে দশ হাজার টাকা দেখতে পান। তিনি তা আত্মসাৎ না করে
আমানতদারিতার সহিত মালিকের নিকট ফেরৎ দিলেন।
৫। উদীপকে নিলুফার কোন পরিচয়টি ফুটে উঠেছে ?
(ক) মুত্তাকি (খ) দানশীল (গ) ফকিহ (ঘ) আলিম
৬। এর ফলে নিলুফার আল্লাহর কাছে -
র.মুত্তাকি বলে বিবেচিত হবে রর. আল্লাহর ভালোবাসা লাভ করবে
ররর.পরকালে নাজাত লাভ করবে।
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও র
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
আবদুছ্ ছাত্তার ও আবদুল কাদের গ্রামের দু’জন কৃষক। তাদের চরিত্রের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আব্দুছ ছাত্তার অন্যের
জমিতে কৃষিপণ্য উৎপাদন করে বাজারে বিক্রয় করেন। তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো সে পচা মাল বিক্রয় না করে
ফেলে দেয়। পক্ষান্তরে আবদুল কাদেরও নিজ জমিতে কৃষিপণ্য উৎপাদন করে বাজারে বিক্রয় করে। কিন্তু সে পঁচা মালে
ফরমালিন মিলিয়ে পরের দিন বিক্রয় করার জন্য রেখে দে।
ক. তাকওয়া কী ? ১
খ. নামাযের শিক্ষা বর্ণনা করুন । ২
গ. আবদুছ্ ছাত্তার ও আবদুল কাদের এর চরিত্রের পার্থক্য নির্ণয় করুন। ৩
ঘ. মুত্তাকির আখিরাত জীবনের সফলতা সূরা আল-বাকারার আলোকে ব্যাখ্যা করুন। ৪
উত্তরমালা: ১। ঘ ২। ক ৩। ক ৪। খ ৫। ক ৬। ঘ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র