মুনাফিকের সংজ্ঞা মুনাফিকের লক্ষণগুলো জানতে পারবেন।

মুনাফিক, নিফাক, ধোঁকাবাজ, অন্তর্ঘাত, মুশরিক, বহুত্ববাদ, দো-দেলবান্দা।
মুনাফিকের পরিচয়
মুনাফিকি মানে কপট বিশ্বাসী। নিফাক বা মুনাফিকি অত্যন্ত জঘন্য পাপ। সমাজ, দল, রাষ্ট্র তথা সমষ্টিগত
জীবনে নিফাকের দুষ্ট ব্যাধি সর্বদা বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করে। তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করে সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস
করে দিতে তৎপর থাকে। তাই ইসলামে একে অমার্জনীয় পাপ বলা হয়েছে।
মুনাফিক সামাজিক সুযোগ-সুবিধা পাবার জন্য মুসলিম সেজে গোপনে ইসলামের মারাত্মক ক্ষতির চেষ্টায় লিপ্ত থাকে।
‘মুনাফিক' প্রতি যুগেই কিছু না কিছু ছিল। মহানবীর (স) সময়ে মদীনায় আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে মুনাফিক শ্রেণির
সৃষ্টি হয়। এখানে কুরআনে কারীমের সূরা আল-বাকারার দ্বিতীয় রুকুতে নির্দেশিত মুনাফিকদের জীবনাচারের বর্ণনা দেওয়া হলো।
৬.১ এরা প্রকৃত বিশ্বাসী নয়
মুনাফিকরা প্রকাশ্যভাবে নিজেদেরকে আল্লাহ ও পরকালে বিশ্বাসী বলে দাবি করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়।
বরং অন্তরে তারা ইসলামের প্রতি ঘোর অবিশ্বাস পোষণ করে থাকে। সূরা আল-বাকারায় বলা হয়েছে‘তারা ঈমানদার নয়'। (সূরা আল-বাকারা ২ : ৮)
৬.৩ মুনাফিকরা ধোঁকাবাজ
মুনাফিকরা ধারণা করে যে, তারা আল্লাহ, তাঁর রাসূল এবং মু‘মিনদেরকে ধোঁকা দিচ্ছে। প্রকৃতপক্ষে তারা কেবল
নিজেদেরকেই ধোঁকা ও প্রবঞ্চনার জালে আবদ্ধ করে ধ্বংস ও ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে, অথচ তারা এ সহজ কথাটি
বুঝতে পারে না।
৬.৩ মুনাফিকরাই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী
মুনাফিকরা গোপন ষড়যন্ত্রের মাধ্যমে পৃথিবীতে অশান্তির আগুন জ্বালিয়ে রাখে। এ ব্যাপারে যখন তাদেরকে বলা হয় যে,
তোমরা পৃথিবীতে বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করো না। তখন তারা সাধু-তপস্বী সেজে বলতে থাকে:
“আমরাই তো শান্তি স্থাপনকারী” (সূরা আল-বাকারা ২ : ১১)
প্রকৃতপক্ষে এরাই যাবতীয় অশান্তি ও বিপর্যয় সৃষ্টিকারী।
৬.৪ মুনাফিকের হৃদয়ে কপটতার রোগ
মুনাফিকদের হৃদয়ে রয়েছে কপটতা ও প্রবঞ্চনার রোগ। কখন কাকে ক্ষতি করবে, কখন কার বিরুদ্ধে লাগবে, কখন সমাজে
অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করবে- এ হীন চারিত্রিক রোগ নিয়ে তারা সর্বদা ঘুরে বেড়ায়।
ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র
ইউনিট দুই পৃষ্ঠা-৬১
৬.৫ মুনাফিক দ্বিমুখী
মুনাফিকরা যখন ঈমানদারদের সঙ্গে মিলিত হয় তখন বলে, তারা ঈমান এনেছে। আবার যখন তাদের দুষ্ট দলপতির সাথে
মিলিত হয় তখন বলে, তারা তাদের সঙ্গেই রয়েছে। এরা দ্বিমুখী চরিত্রের। কোথাও তাদের স্বস্তি নেই।
৬.৬ মুনাফিক নির্বোধ
মুনাফিকদেরকে খাঁটিভাবে ঈমান আনতে বলা হলে তারা মুখের উপর বলে দেয়, তারা কি নির্বোধদের ন্যায় অন্ধভাবে ঈমান
আনবে? মহান আল্লাহ বলেন- “প্রকৃতপক্ষে তারাই নির্বোধ ও অজ্ঞ। কিন্তু এতটুকু বাস্তবতা তারা বুঝতে পারে না।”
৬.৭ মুনাফিক পথহারা, অন্ধ ও বধির
মুনাফিকরা পথহারা, তাদের অন্তর ঘোর অন্ধকারে আচ্ছন্ন। তাই মহান আল্লাহ তাদেরকে স্পষ্ট ভাষায় বধির, মূক ও অন্ধ
বলে আখ্যায়িত করেছেন। মহানবী (স) মুনাফিকদের কিছু লক্ষণ তুলে ধরে বলেন মুনাফিকরা-
(ক) কথায় কথায় মিথ্যা বলে;
(খ) প্রতিশ্রæতি দিলে ভঙ্গ করে;
(গ) আমানতের খিয়ানত করে এবং
(ঘ) ঝগড়া বিবাদে অশ্লীল গালমন্দ করে।
এসব লক্ষণ ও চরিত্র যাদের মধ্যে পাওয়া যায় তারাই মুনাফিক। এদের হীন ষড়যন্ত্র ও অনিষ্ট হতে সর্বদা সতর্ক থাকতে কুরআন ও হাদিসে সাবধান করা হয়েছে।
সারসংক্ষেপ
মহানবী (স)-এর নবুওয়াত লাভের প্রাথমিক যুগে মাক্কী জীবনে মূলত মানুষ দু'টো দলে বিভক্ত ছিল। প্রথমটি মহানবী (স)
অনুগত একত্ববাদী মুসলিম আর অপর দলটি ছিল বহুত্ববাদী, কাফির ও মুশরিক। কিন্তু মহানবীর (স) মদীনায় হিজরাতের
পর সুবিধাবাদী একটি তৃতীয় দলের সৃষ্টি হয়। এরা হৃদয়ে কুফরি ও শিরক গোপন রেখে কেবল সুবিধাভোগের লক্ষে
প্রকাশ্যে ইসলাম গ্রহণের দাবি করত। মহানবীর (স) প্রতি কপট আনুগত্য দেখাত। এ অন্তর্ঘাতমূলক দলটি মুনাফিক নামে পরিচিত।
বহু নির্বাচনী প্রশ্ন
১। মুনাফিকী হলো-
(ক) প্রবঞ্চনার রোগ (খ) অসুস্থতার রোগ
(গ) শারীরিক রোগ (ঘ) মানসিক রোগ
২. কারা মুনাফিক হিসেবে পরিচিত ?
(ক) যারা প্রকাশ্য পাপ কাজে লিপ্ত থাকে (খ) যারা অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকে
(গ) যারা মীমাংসার কাজে লিপ্ত থাকে (ঘ) যারা কুফরি কাজে লিপ্ত থাকে
৩. আল-কুরআনে বলা হয়েছে- ‘তারা ঈমানদার নয়’ এখানে কাদের কথা বলা হয়েছে
(ক) কাফিরদের কথা (খ) জালিমদের কথা
(গ) মুনাফিকদের কথা (ঘ) মুশরিকদের কথা
৪। মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে -
র.কথায় কথায় মিথ্যা বলে রর.প্রতিশ্রæতি দিলে ভঙ্গ করে ররর.আমানতের খিয়ানত করে
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
মুস্তাফিজ ও মুক্তাদির দুই বন্ধু। মুস্তাফিজ ইসলামের পূর্ণ অনুসরণ করার চেষ্টা করে থাকেন। কিন্তু মুক্তাদির ইসলামের
ব্যাপারে সম্পূর্ণ অমনোযোগী। এমনকি মুক্তাদির সুদ, ঘুষ, হালাল ও হারামের তোয়াক্কা করেন না। মুস্তাফিজ তার বন্ধু
মুক্তাদিরকে এসব ইসলাম বিরোধী কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানালে সেও নিজকে ঈমানদার বলে দাবি করে।
ক. বনী ইসরাঈল কারা ? ১
খ. মুনাফিকের আচরণ কীরূপ ? ব্যাখ্যা করুন। ২
গ. ‘আমরাই তো শান্তি স্থাপনকারী’ -এখানে কাদের কথা বলা হয়েছে ? ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত মুক্তাদিরের কর্মকান্ড ইসলামের আলোকে ব্যাখ্যা করুন। ৪
উত্তরমালা: ১। ক ২। খ ৩। গ ৪। ঘ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]