সূরার পরিচয়
সূরা ( ) একবচন,
উচ্চতর অবস্থানস্থল।
সূরার পারিভাষিক সংজ্ঞা:- “সূরা হলো আল
সর্বনি¤œ পরিমাণ হলো তিন আয়াত।
কুরআনের সূরা সংখ্যা ১১৪টি।
২.২ আয়াতের পরিচয়
আয়াত ( )
একবচন, এর বহুবচন (
কুরআন মাজীদের বাক্যসমূহকে আয়াত বলা হয়,
২.৩ কুরআনের আয়াতের বিভাগ
কুরআন মাজীদের সূরা ও আয়াতগুলো নাযিলের
(ক) মাক্কী : যা মহানবী (স)-এর হিজরত পূর্ব ১৩ বছরের মক্কা জীবনে
(খ) মাদানী : যা মহানবী (স)-এর হিজরতের পর ১০ বছরের মদিনা
২.৪ আল-কুরআনের বিভিন্ন তথ্যভিত্তিক পরিসংখ্যান
১. কুরআন মাজীদে সর্বমোট সূরা সংখ্যা ১১৪টি।
২. আল-কুরআনে মাক্কী সূরা ৯২টি।
৩. আল-কুরআনে মাদানী সূরা ২২টি।
৪. মাক্কী সূরার আয়াত সংখ্যা কারও মতে ৪৬০২টি এবং সংখ্যা ৬২৩৬টি।
৫. সূরা আল-বাকারা আল-কুরআনের সবচেয়ে বড় সূরা। এতে ৪০টি রুকু ও ২৮৬টি আয়াত আছে। এ সূরার ২৮২ নং
আয়াতটি কুরআনের সবচেয়ে বড় আয়াত।
৬. আল-কুরআনের ১০৮ নং সূরা আল
আনের কাঠামোগত বিষয়
কুরআনের সূরা ও আয়াতের সংজ্ঞা বলতে পারবেন
কুরআনের বিভিন্ন তথ্যভিত্তিক পরিসংখ্যান দিতে পারবেন।
সূরা, আয়াত, মাক্কী, মাদানী, রুকু, পারা, মঞ্জিল।
এর বহুবচন (সুয়ারুন)। আভিধানিক অর্থ হলো- দীর্ঘ ও সৌন্দর্যমÐিত,
“সূরা হলো আল-কুরআনের একটি অংশবিশেষ, যা নির্দিষ্ট নামে নামকরণ করা হয়েছে।
যেমন- সূরা আল-বাকারা, সূরা আল-ইখলাস, সূরা আল
একবচন, এর বহুবচন ( )
। এর অর্থ চিহ্ন, নিদর্শন, শিক্ষা, মু‘জিযা ইত্যাদি।
কুরআন মাজীদের বাক্যসমূহকে আয়াত বলা হয়, যাকে বিশেষ বিরাম চিহ্ন দ্বারা অপর বাক্য হতে পৃথক করা হয়েছে।
নাযিলের দিক দিয়ে দু'শ্রেণিতে বিভক্ত:
হিজরত পূর্ব ১৩ বছরের মক্কা জীবনে নাযিল হয়েছিল।
হিজরতের পর ১০ বছরের মদিনার জীবনে নাযিল হয়েছিল।
কুরআনের বিভিন্ন তথ্যভিত্তিক পরিসংখ্যান
সংখ্যা ১১৪টি।
মাদানী সূরা ২২টি।
রার আয়াত সংখ্যা কারও মতে ৪৬০২টি এবং মাদানী সূরার আয়াত সংখ্যা ১৬৩৪টি এ মত অনুযায়ী আয়াত
কুরআনের সবচেয়ে বড় সূরা। এতে ৪০টি রুকু ও ২৮৬টি আয়াত আছে। এ সূরার ২৮২ নং
আয়াতটি কুরআনের সবচেয়ে বড় আয়াত।
কুরআনের ১০৮ নং সূরা আল-কাউছার কুরআনের ক্ষুদ্রতম সূরা।
দীর্ঘ ও সৌন্দর্যমÐিত,
কুরআনের একটি অংশবিশেষ, যা নির্দিষ্ট নামে নামকরণ করা হয়েছে। এর
আল-কাওসার ইত্যাদি।
ইত্যাদি।
া অপর বাক্য হতে পৃথক করা হয়েছে।
এ মত অনুযায়ী আয়াত
কুরআনের সবচেয়ে বড় সূরা। এতে ৪০টি রুকু ও ২৮৬টি আয়াত আছে। এ সূরার ২৮২ নং
৭. পূর্ণ কুরআন যাতে মাসে একবার তিলাওয়াত (খতম) করা যায় সে জন্য কুরআন মাজীদকে ৩০ জুয্ বা পারায় ভাগ
করা হয়েছে। প্রত্যেক পারা আবার ৩/৪, ১/৪ ও ১/২ অংশ হিসেবে বিভক্ত।
৮. সপ্তাহে একবার যাতে কুরআন খতম করা যায় সেজন্য সাত মনযিলে বিভক্ত করা হয়েছে।
৯. কুরআনে রুকুর সংখ্যা ৫৪০টি।
১০. পবিত্র কুরআনে পঁচিশজন নবী ও রাসূলের নাম উল্লেখ আছে।
১১. সূরা আল-আলাকের প্রথম পাঁচ আয়াত সর্বপ্রথম নাযিল হয়।
১২. কুরআনের সর্বশেষ নাযিলকৃত আয়াত সূরা আল-মায়িদার ৩৫তম আয়াত।
সারসংক্ষেপ
আল-কুরআন মহান আল্লাহ তা‘আলা নাযিলকৃত পবিত্র গ্রন্থ। এ গ্রন্থে বর্ণিত বিধি বিধান মেনে চলার মাধ্যমে মানবজাতী
ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করতে পারে। কুরআনে বাক্যকে আয়াত এবং বড় ভাগকে সূরা বলা হয়। আলকুরআন পাঠ করার সুবিধার্থে ৩০পারা ও ৭ মঞ্জিলে ভাগ করা হয়েছে। এতে ১১৪ টি সূরা এবং ৬২৩৬ আয়াত রয়েছে।
বহু নির্বাচনী প্রশ্ন
১। সূরা শব্দের অর্থ কী ?
(ক) মর্যাদা (খ) অংশ বিশেষ
(গ) শোনা (ঘ) নিদর্শন
২। কুরআনে সর্বমোট কয়টি সূরা রয়েছে ?
(ক) ১১৪ টি (খ) ১১৬ টি
(গ) ১১৮ টি (ঘ) ১২০ টি
৩। কুরআন কোথায় নাযিল হয় ?
(ক) শুধু মক্কায় (খ) শুধু মদীনায়
(গ) মক্কা ও মদীনায় (ঘ) আরব দেশে
৪। কুরআনে আহকাম সম্পর্কিত আয়াত হচ্ছে -
(ক) ১৫০ টি (খ) ২৫০ টি
(গ) ৩৫০ টি (ঘ) ৫০০ টি
৫। কুরআনে কয়টি মনযিল রয়েছে ?
(ক) ০৭ টি (খ) ১৫টি
(গ) ৩০ টি (ঘ) ৫০ টি
৬। মাক্কী সূরার বৈশিষ্ট্য হল এটি
র.আকারে ছোট রর. দীর্ঘাকার হয় ররর. সংক্ষিপ্ত হয়
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
উদ্দীপক,
অধ্যাপক জামালুদ্দিন মানজুর এক বক্তৃতায় বলেন- যে কোন প্রতিষ্ঠান সুষ্ঠুভবে পরিচালনার জন্য কোন না কোন
নীতিমালার প্রয়োজন হয়, যাকে গাইড বুক গঠনতন্ত্র বা সংবিধি বলা হয়। ব্যক্তি, পরিবার,সমাজ ও রাষ্ট্র
পরিচালনার জন্যও একটি পরিপূর্ণ গাইডবুক রয়েছে। তাই মানুষ যদি সত্যিকার অর্থেই ব্যক্তি, পরিবার,সমাজ ও
রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেই গাইডবুকটি অনুসরণ করে তাহলে তা কল্যাণকর পথ দেখাতে পারে।
ক. সূরা কী ? ১
খ. আল-কুরআনকে নূর বলা হয় কেন ? ২
গ. ‘আল-কুরআন মানব জাতির হিদায়াতের গাইড বুক ? ব্যাখ্যা করুন । ৩
ঘ. উদ্দীপকের আলোকে আল-কুরআনের গুরুত্ব বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা:১। খ ২। ক ৩। গ ৪। ঘ ৫। ক ৬। ঘ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র