কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণে হাদিসের গুরুত্ব হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

উম্মাতে মুহাম্মাদী, হুকুম-আহকাম, বিধি-বিধান, শরীআতের উৎস, সালাত কায়েম।
২.১ হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
কুরআন মাজীদের পরেই হাদিসের স্থান এবং এ হিসেবে হাদিস ইসলামি শরীআতের দ্বিতীয় উৎস। হাদিস
হচ্ছে রাসূল (স)-এর জীবনালেখ্য ও কুরআনের ব্যাখ্যা। তাই ইসলামি শরীআতে হাদিসের গুরুত্ব অপরিসীম। পবিত্র
কুরআনে যে সমস্ত হুকুম-আহকাম সংক্ষেপে বর্ণিত হয়েছে, সেগুলোর বিস্তারিত বিবরণ হাদিসে রয়েছে। উদাহরণস্বরূপ
সালাত ও যাকাতের কথা বলা যেতে পারে। কুরআনে শুধু বলা হয়েছেÑ “সালাত কায়েম কর এবং যাকাত দাও।” কিন্তু
কীভাবে সালাত কায়েম করতে হবে এবং কীভাবে যাকাত দিতে হবে তার বিস্তারিত বিবরণ কুরআনে নেই। তাঁর হাদিসে
এর ব্যাখ্যা ফুটে ওঠেছে। হাদিস ও সুন্নাহর মাধ্যমেই আমরা এ সমস্ত বিষয়ের বিস্তারিত বিবরণ জানতে পারি। সুতরাং
উম্মতে মুহাম্মদীর জন্য হাদিস শিক্ষা করা অতীব গুরুত্বপূর্ণ।
২.২ দৈনন্দিন জীবনে হাদিসের গুরুত্ব
মহান আল্লাহ ও তাঁর প্রিয় রাসূল সম্পর্কে সঠিকভাবে অবগত হওয়া এবং ইসলাম সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয়
সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার জন্যই হাদিস অপরিহার্য। উম্মতে মুহাম্মদীর দৈনন্দিন চলাফেরা, খাওয়া-দাওয়া, পোশাকপরিচ্ছদ ইত্যাদি সকল কাজেই হাদিসের প্রয়োজনীয়তা অপরিসীম।
মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্ববিষয়ে হাদিসের প্রয়োজনীয়তা অপরিসীম। জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, ব্যবসায়বাণিজ্য, বিচার-আচার, যুদ্ধ-বিগ্রহ, সন্ধি-চুক্তি, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক
ক্রিয়াকর্মের প্রত্যেকটি বিষয় সম্পাদনের জন্য হাদিসের প্রয়োজন। হাদিসকে অস্বীকার করার অর্থ হল ইসলামকেই অস্বীকার
করা। কেননা আল্লাহ ঘোষণা করেন- “হে মানবজাতি! রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন
তা থেকে বিরত থাকো।” (সূরা হাশর-৫৯ : ৭)
তাই হাদিসের বিধানগত গুরুত্ব হচ্ছে- তা শরীআতের বিধান নির্ধারণ ও নীতিমালা প্রণয়ন করে।
২.৩ অনুসরণীয় আদর্শ
ইসলামি শরীআতের নিরিখে মহানবীর (স) আদেশ-নিষেধ, তাঁর যাবতীয় কর্মকাÐ, কথা-বার্তা-তথা গোটা জীবনই উম্মাহর
জন্য অনুসরণীয় আদর্শ। আল্লাহ তা‘আলা বলেনÑ
“আল্লাহ রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।” (সূরা আহযাব ৩৩ : ২১)
রাসূল প্রেরণের উদ্দেশ্যও তাই। মহান আল্লাহ বলেনÑ“রাসূলকে অনুসরণের জন্যই প্রেরণ করেছি।” (সূরা নিসা ৪ : ৬৪)ُ
“বলুন, অনুসরণ কর আল্লাহ ও রাসূলের।” (আলে ইমরান ৩ : ৩২)
সুতরাং রাসূলের আনুগত্যের জন্য তাঁর সামগ্রিক জীবন তথা হাদিসের প্রামাণ্য দলিল অনুসরণ করা ঈমানদার হওয়ার জন্য অপরিহার্য।
২.৪ কুরআন বুঝার জন্য হাদিসের গুরুত্ব
হাদিসের ব্যাখ্যা ব্যতীত মহাগ্রন্থ আল-কুরআনের সকল বিধি-বিধান সঠিক ও যথাযথভাবে বুঝা সম্ভব নয়। সুতরাং
কুরআনের মর্ম সঠিকভাবে বুঝতে হলে নবী (স) যে ব্যাখ্যা করেছেন তা অবশ্যই জানতে হবে। কারণ রাসূলে করীম (স)-
এর সমস্ত জীবনই কুরআনের ব্যাখ্যা। একবার হযরত আয়েশা সিদ্দিকা (রা)-এর নিকট কিছু লোক এসে রাসূলুল্লাহ (স)-
এর চরিত্র সম্বন্ধে জিজ্ঞেস করলেন। তিনি তাঁদের জিজ্ঞেস করলেন, “তোমরা কী কুরআন পড় না? তাঁরা বললেন, হাঁ।
তখন তিনি বললেন, কুরআনই তাঁর চরিত্র।”
অতএব হাদিস ছাড়া রাসূল (স) কে জানা, বুঝা ও অনুসরণের কোন উপায় নেই। সুতরাং রাসূলের অনুকরণ ও অনুসরণের
জন্যও হাদিসের একান্ত প্রয়োজন।
২.৫ ঐতিহাসিক দলিল হিসেবে হাদিসের গুরুত্ব
হাদিস ইসলামের ইতিহাসের প্রামাণ্য উৎস। হাদিস পর্যালোচনা ও বিশ্লেষণ দ্বারা ইতিহাস চর্চার পথ উন্মোচিত হয়েছে।
হাদিস বর্ণনাকারী অগণিত ব্যক্তির জীবন, কর্মতৎপরতা ও চরিত্র উদঘাটন করতে গিয়ে বিপুলায়তন নতুন তথ্যের ভিত্তিতে
ইসলামের ইতিহাস গড়ে ওঠেছে। হাদিসের মাধ্যমে সমকালীন আরবসহ সমগ্র বিশ্ব পরিস্থিতি ও জীবন যাত্রার তথ্য মিলে।
এ ছাড়াও পৃথিবীর আদি ইতিহাসের অনেক নির্ভুল-সঠিক তথ্যও এর মাধ্যমে পাওয়া যায়।
২.৬ হাদিস জ্ঞান-বিজ্ঞানের উৎস
হাদিস কেবল মহানবীর (স) জীবন ও উপদেশের সংকলনই নয়; বরং এটা তাঁর সকল কর্মতৎপরতার পূর্ণাঙ্গ দলিল। ধর্ম,
যুদ্ধ, শান্তি, বৈদেশিক নীতি, অর্থনীতি, রাজনীতি, যুদ্ধের নিয়ম-কানুন, রীতি-নীতি সবই হাদিসের অন্তর্ভুক্ত। জ্ঞানবিজ্ঞানের উৎস হিসেবে হাদিসের গুরুত্ব ও অপরিহার্যতা তুলে ধরে শাহ ওয়ালী উল্লাহ (র) লিখেনÑ
“ইলমে হাদিস সকল প্রকার জ্ঞান-বিজ্ঞানের তুলনায় অধিক উন্নত, উত্তম এবং দ্বীন ইসলামের বিভিন্ন বিষয়ের ভিত্তি। হাদিস
সর্বশ্রেষ্ঠ নবী ও তাঁর সাহাবিদের কথা, কাজ ও সমর্থন বিধৃত। বস্তুত হাদিস অন্ধকারে আলোক স্তম্ভ, যেন সর্বদিক
উজ্জ্বলকারী পূর্ণ শশী। যে এর অনুসারী হবে, একে আয়ত্ত করবে, সে সুপথ প্রাপ্ত হবে; সে লাভ করবে বিপুলায়তন
কল্যাণের ফলগুধারা।” (হুজ্জাতুল্লাহিল বালিগা)
সারসংক্ষেপ
দৈনন্দিন জীবনে মহাগ্রন্থ আল-কুরআনের ন্যায় মহানবী (স)-এর হাদিসেরও অপরিসীম গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে।
এ গুরুত্ব ও প্রয়োজনের কথা উপলব্ধি করে হাদিস শিক্ষার প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করতে হবে।
বহু নির্বাচনী প্রশ্ন
১। ইসলামি শরীআতের দ্বিতীয় উৎস কোনটি ?
(ক) হাদিস (খ) কুরআন
(গ) ইজমা (ঘ) কিয়াস
২। কার জীবনে উত্তম আদর্শ রয়েছে ?
(ক) পিতা-মাতার (খ) রাসূল (স)-এর
(গ) শিক্ষকের (ঘ) বড় ভাইয়ের
৩। ‘কুরআনই তাঁর চরিত্র’ -তিনি কে ?
(ক) হযরত আবূ বকর (রা.) (খ) হযরত উমর (রা.)
(গ) হযরত মুহাম্মাদ (স) (ঘ) হযরত আয়েশা (রা.)
৪। হাদিসের ভাষা কার ?
(ক) আল্লাহর (খ) সাহাবির
(গ) তাবেয়ীর (ঘ) রাসূল (স)এর
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দিনমানিক সাহেব নিয়মিত কুরআন তিলাওয়াত করেন এবং অর্থ বুঝার চেষ্টা করেন। কিন্তু অনেক আয়াতের ব্যাখ্যা
তার নিকট স্পষ্ট নয়। তাই- শরীআতের পূর্ণ অনুসরণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
৫। জনাব মানিক মিয়ার সমস্যা সমাধানের উপায় কী ?
(ক) হাদিস অধ্যয়ন (খ) ফিকাহ অধ্যয়ন
(গ) ইসলামি সাহত্যি অধ্যয়ন (ঘ) আইন অধ্যয়ন
৬। হাদীস অধ্যয়ন করলে জনাব মানিক মিয়া -
র. শরীআতের পূর্ণঙ্গ ধারণা লাভ করতে পারবেন
রর. রাসূল (স) কে অনুসরণ করতে পারবেন ররর. ইসলামে পূর্ণভাবে প্রবেশ করতে পারবে
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
কায়েস সাহেব সমাজের একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি একজন দানশীলও বটে। নামায-রোযাও আদায় করেন।
কুরআন মাজীদকেই তিনি ইসলামের উৎস মনে করেন। কিন্তু হাদিসের ব্যাপারে তার জ্ঞান কম।
ক. হাদিস কী ? ১
খ. الله رسول محمد الله ا اله-  এর ব্যাখ্যা করুন। ২
গ. সিহাহ সিত্তাহ হাদিস গ্রন্থ গুলো কি কি ? ৩
ঘ. অনুসরণীয় আদর্শ হিসেবে হাদিসের প্রয়োজনীয়তা নিরূপণ করুন। ৪
উত্তরমালা: ১। ক ২। খ ৩। গ ৪। ঘ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]