হাদিস সংগ্রহ, হাদিস সংকলন, ইসলামি হুকুমাত, মুহাদ্দিস, ইন্তিকাল।
৩.১ হাদিস সংগ্রহের প্রয়োজনীয়তা
মহানবী হযরত মুহাম্মাদ (স)-এর জীবদ্দশায় হাদিস পুস্তকাকারে সংকলিত হয়নি। এর প্রয়োজনও ছিল না।
কেননা, তখন উদ্ভূত যে কোন সমস্যার তিনিই সরাসরি সমাধান দিতেন। কিন্তু তাঁর তিরোধানের পর নব উদ্ভূত পরিস্থিতি
সমাধানের জন্য হাদিস সংগ্রহের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে পড়ে।
ঐতিহাসিক ও বাস্তবতার নিরিখে প্রতীয়মান হয় যে, মহানবীর (স) ইন্তিকালের পর পৃথিবীর বিভিন্ন ভ‚খÐে ইসলাম ছড়িয়ে
পড়ে। মরু আরবের চৌহদ্দি পেরিয়ে তা সাম্য ও শান্তি জ্যোতির বিচ্ছূরণ ঘটায় দেশ হতে দেশান্তরে, এক মহাদেশ থেকে
আরেক মহাদেশে। দেশে দেশে প্রতিষ্ঠিত হয় ইসলামি শাসন। এ শাসন ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে হাদিসের জ্ঞানের
প্রয়োজনীয়তা দেখা দেয়। নানা সমস্যা ও সংকট উত্তরণের জন্যও হাদিসের প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে উঠে।
মহানবীর (স) ইন্তিকালের পর ইসলামের সম্প্রসারণের সাথে সাথে তাঁর সাহাবিগণ বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েন ও
বসতি স্থাপন করেন। ফলে এক এলাকায় বসবাসরতদের স্মৃতিতে রক্ষিত হাদিস সম্পর্কে অন্য অঞ্চলে বসবাকারীরদের
অবহিত হওয়া কষ্টসাধ্য ছিল। কাজেই সকল হাদিস সম্পর্কে সমগ্র বিশ্বের সব জায়গার লোকদের প্রয়োজনীয় জ্ঞান লাভে
হাদিস সংগ্রহ ও সংকলনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
ইসলামি হুকুমাত সম্প্রসারিত হওয়ার সাথে সাথে রাজনৈতিক, শাসনতান্ত্রিক ও বিচার সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য
কুরআনের পরই হাদিসের নির্দেশাবলীর প্রয়োজনীয়তা তীব্রভাবে দেখা দেয়।
মহানবীর (স) অবর্তমানে কুরআনের কোন কোন আয়াতের ব্যাখ্যা অনুধাবন করা কঠিন হয়ে পড়ে। তাছাড়া সাহাবিদের
শাহাদাতবরণ ও তিরোধানে হাদিস অবলুপ্তির আশঙ্কা দেখা দেয়। অধিকন্তু এভাবে স্মৃতিপটে হাদিস রক্ষিত হয়ে থাকলে
সেগুলোর বিলুপ্তি এবং বিভ্রান্তির সম্ভাবনা থেকে যায়। সুতরাং হাদিস সংগ্রহ ও সংকলনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভ‚ত
হয়।
উপরিউক্ত পরিস্থিতি বিবেচনায় খ্যাতনামা রাবী ও মুহাদ্দিসগণ হাদিস সংগ্রহ ও সংকলনের নিরলস প্রয়াস চালান এবং
চিরদিনের জন্য হাদিস সংকলনের ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন।
৩.২ হাদিস সংকলনের উদ্যোগ
সাহাবায়ে কিরামের যুগের শেষের দিকে- খারেজি, রাফেজি, মুতাযিলা ও বিদআতি প্রভৃতি সম্প্রদায়ের উদ্ভব হলে তারা
অনেকেই মহানবী (স) এর হাদিসে পরিবর্তন এনে হাদিস বর্ণনা শুরু করে। এহেন যুগ সন্ধিক্ষণে হাদিসের সত্যাসত্য
নির্বাচন একান্ত জরুরি হয়ে পড়ে। এ সময়ও বেশ কিছু সাহাবি জীবিত ছিলেন। তাঁদের থেকেই সঠিক হাদিস সংগ্রহ শুরু
হয়।
প্রথম হাদিস সংকলনকারী কে? সর্বপ্রথম হাদিসশাস্ত্র সংকলন করার মহৎ কাজে কে ব্রতী হয়েছেন, তা নির্দিষ্ট করে বলা
দুঃসাধ্য। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যসমূহ উপস্থাপন করে বিশ্লেষণ করা যেতে পারে।
ক্স হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) সর্বপ্রথম হাদিস লিখে রাখার ব্যাপারে বিপুল উৎসাহ উদ্দীপনা
সহকারে কাজ শুরু করেন। এ সময় অনেক সাহাবিই হাদিস সংকলনে নিজ নিজ শক্তি ব্যয় করেন। তাঁদের
প্রচেষ্টার এ গতি হযরত উমর ইবনে আবদুল আযীযের সময়কাল পর্যন্ত অব্যাহত ছিল। অতঃপর তিনি মদীনার
কাজী আমর ইবনে হাজমকে হাদিস সংকলনের নির্দেশ প্রদান করেন।
ক্স এ ছাড়াও সাধারণ রাষ্ট্রসমূহে তিনি মুহাদ্দিস, উলামায়ে কিরামসহ সকল সুধী মহলে সঠিক হাদিস সংকলনের
নির্দেশ দেন। এ সময় থেকেই প্রধানত রাষ্ট্রীয়ভাবে হাদিস লিখন শুরু হয়। এদিক থেকে হযরত উমর ইবনে
আবদুল আযীযকে প্রথম সংকলনকারী না বললেও প্রথম বাস্তব নির্দেশ প্রদানকারী ও হাদিস সংকলনে যথার্থ
পদক্ষেপ গ্রহণকারী বলা যায়। আর ইবনে শিহাব যুহরীই হলেন হাদিস সংকলনের প্রথম রূপকার।
হযরত উমর ইবনে আবদুল আযীযের ইন্তিকালের পরে হাদিস সংকলনের কাজ আরো বেগবান হয়।
ইমাম মালিক (র) সংকলন করেন ‘মুয়াত্তা'। তাছাড়া, আবু আমর (সিরিয়ায়), আওযাঈ (সিরিয়ায়), সুফিয়ান সাওরী
(কুফায়), আবু সালামা (বসরায়) হাদিস সংকলন করেন।
হাদিস সংকলনের এ কাজ দ্বিতীয় ও তৃতীয় হিজরি শতাব্দীতে এসে পরিপূর্ণতা লাভ করে। সংকলিত হয় মহানবীর (স)
হাদিসের বিশাল বিশাল সংকলন।
সারসংক্ষেপ
মানব জীবনে ইসলামি বিধিবিধান অনুসরণে হাদিস সংগ্রহ ও সংকলনের প্রয়োজনীতা দেখা দেয়। মহানবী (স) এর
জীবদ্দশায় ও সাহাবায়ে কিরামের যুগে তাঁর সকল হাদিস ছিল লেখকদের মুখে মুখে এবং আমলি যিন্দেগিতে। কালক্রমে
বাস্তবতার নিরিখে হাদিস সংগ্রহ ও সংকলন করা হয়।
বহু নির্বাচনী প্রশ্ন
১। মহানবী (স)-এর সময় হাদিস-
(ক) পুস্তিকাকারে সংকলিত হয় (খ) পুস্তিকাকারে সংকলিত হয়নি
(গ) মুখে মুখে ছিল (ঘ) লিখিত হয়েছিল
২। হযরত মুহাম্মদ (স)-এর পর ইসলাম হয়ে উঠে-
(ক) দিগন্ত বিস্তারী (খ) সীমিত এলাকায়
(গ) শুধু এশিয়ায় (ঘ) শুধু মদিনায়
৩। হাদিস সংগ্রহের প্রথম রূপকার হলেন-
(ক) হযরত আবূ বকর (রা.) (খ) হযরত উমর (রা.)
(গ) হযরত ইবনে শিহাব যুহুরী (ঘ) হযরত আলী (রা.)
৪। মুয়াত্তা গ্রন্থটি কে রচনা করেন ?
(ক) ইমাম শাফিঈ (র) (খ) ইমাম মালিক (র)
(গ) ইমাম আবু হানিফা (র) (ঘ) ইমাম মুহাম্মদ (র)
৫। হাদিস সংকলনে কখন পরিপূর্ণতা আসে ?
(ক) হিজরি দ্বিতীয় ও তৃতীয় শতাব্দিতে (খ) হিজরি প্রথম শতাব্দীতে
(গ) হিজরি দ্বিতীয় শতাব্দিতে (ঘ) হিজরি তৃতীয় শতাব্দিতে
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
জনাব আশিকে এলাহী একজন ধার্মিক ব্যক্তি। খাবারের টেবিলে প্রায়ই তিনি তার ছেলেমেয়েদের উদ্দেশে বলেন, আল্লাহ
এক। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর প্রেরিত বান্দা ও রাসূল। মানবজাতির জন্য তিনি যা বলেছেন ও যা করেছেন সব
কিছুই হাদিছ। হাদিছ ইসলামী জীবন বিধানের দ্বিতীয় উৎস। তাই সর্বদা আল্লাহর ও রাসূলের দেওয়া সকল আদেশ নিষেধ
ঠিকমত মেনে চলবে। অপরদিকে কায়েস সাহেব সমাজের একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি একজন দানশীলও বটে। কিন্তু
হাদিসের প্রামাণিকতা নিয়ে তিনি সন্দিহান । তিনি মনে করেন, মৃত্যুই জীবনের পরিসমাপ্তি। ইসলামের অন্যান্য বিষয়েও
তিনি উদাসীন।
ক. প্রথম হাদিস সংকলনকারী কে ? ১
খ. কখন হাদিস গ্রন্থ সংকলন শুরু হয় ? ২
গ. সাহাবায়ে কিরামের যুগের শেষ দিকে কোন সম্প্রদায়ের উদ্ভব হয় ? ৩
ঘ. হাদিস সংকলনের পটভূমি বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। খ ২। ক ৩। গ ৪। খ ৫। ক
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র