হাদিস সংরক্ষণের ইতিহাস হাদিস সংরক্ষণের উপায় বলতে পারবেন;

বিশ্বমানব, হিফাযতকারী, তাবিঈন, তাবি তাবিঈন, মুসলিম উম্মাহ, জারাহ-তা‘দীল,
তান্কীদ।
৪.১ হাদিস সংরক্ষণ
ইসলাম বিশ্বমানবের জন্য এক চিরন্তন জীবনব্যবস্থা। এর প্রধান ভিত্তি কুরআন মাজীদ, যার হিফাযতকারী
স্বয়ং আল্লাহ। ইসলামের দ্বিতীয় ভিত্তি মহানবীর (স) হাদিসকেও তাঁর সাহাবীগণ, তাবিঈন ও তাবি-তাবিঈন এবং পরবর্তী
উম্মতগণ হিফাযত করে রেখেছেন।
৪.২ হাদিস সংরক্ষণের উপায়
মুসলিম উম্মাহ হাদিস হিফাযতের জন্য প্রধানত চারটি পদ্ধতি অবলম্বন করেছিলেন :
১. মুখস্থকরণ ২. লিখন ৩. শিক্ষাদান ও ৪. আমল বা জীবনে বাস্তবায়ন।
৪.৩ বিভিন্ন যুগে হাদিস সংরক্ষণ
হাদিস সংগ্রহ, সংরক্ষণ ও সংকলনের ক্রমবিকাশের চারটি যুগ রয়েছে:
প্রথম যুগ: রাসূলের (স) নবুওয়াত প্রাপ্তি থেকে হিজরি প্রথম শতাব্দীর শেষভাগ পর্যন্ত।
এ যুগে হাদিসের সংগ্রহ, সংরক্ষণ ও প্রচারের কাজ চলছিল বিশেষভাবে চারটি উপায়েÑ
(ক) মুখস্থকরণ (মৌখিকভাবে)
(খ) শিক্ষাদান
(গ) বাস্তব আমল
(ঘ) লিপিবদ্ধকরণের মাধ্যমে। তবে এ সময়ও বিচ্ছিন্নভাবে হাদিসের বহু লিখিত সম্পদ পাওয়া যায়।
দ্বিতীয় যুগ : হিজরি ১০০-২০০ পর্যন্ত ১০০ বছর। এ যুগ দ্বিতীয় শতাব্দীর প্রথম হতে তৃতীয় শতাব্দীর প্রথম পর্যন্ত।
এটা তাবিঈন ও তাবি-তাবিঈন-এর যুগ। এ যুগেও হাদিস মুখস্থকরণ, ব্যাপক চর্চা ও সংকলনের বিকাশ শুরু হয় এবং
হাদিস শাস্ত্রের ক্রমবিকাশের ও সংরক্ষণের সর্বোত্তম ধারাটি ক্রমোন্নতির পথে অগ্রসর হতে থাকে। হাদিস লিখনের ব্যাপারে
উমর ইবনে আবদুল আযীয (র) এক সরকারি ফরমান জারি করেন। এ ফরমানের ফলে হাদিস সংগ্রহ-সংকলনের যে প্রবাহ
সৃষ্টি হয়েছিল তা অদ্যাবধি অব্যাহত রয়েছে।
এ শতাব্দী শেষ হওয়ার আগেই হাদিসের অসংখ্য সংকলন তৈরি হয়ে সর্বত্র প্রচারিত হয়েছিল। সেই সঙ্গে হাদিসের ব্যাপক
চর্চা অনুশীলন ও শিক্ষা দান চলছিল। এ সময়ে অসংখ্য হাফিয-ই-হাদিস জীবিত ছিলেন। তবে এ যুগের তিনজন বিশিষ্ট
হাদিসের ইমাম ও তাঁদের সংকলিত হাদিসগ্রন্থ বিশেষভাবে বিখ্যাত ছিলÑ
১. ইমাম মালিক (র) ও তাঁর মুআত্তা গ্রন্থ; ২. ইমাম শাফিঈ (র) ও তাঁর কিতাবুল মুসনাদ এবং
৩. ইমাম আহমদ ইবনে হাম্বল (র) ও তাঁর মুসনাদ।
তাছাড়াও ইমাম আবূ হানিফা ও ইমাম মালিকের ছাত্রগণ হাদিসের বিপুল জ্ঞানসম্ভার বক্ষে ধারণ করে সমগ্র মুসলিম
জাহানের কেন্দ্রে ছড়িয়ে পড়েছিলেন। আর এর প্রচার ও শিক্ষাদানে আত্মনিয়োগ করেছিলেন।
তৃতীয় যুগ : হিজরি তৃতীয় শতাব্দীতে হাদিস চর্চা
হাদিস চর্চার স্বর্ণযুগ : হাদিস সংগ্রহ সংকলন ও সংরক্ষণের পরিপূর্ণতার যুগ। এ যুগে এমন সকল হাফিয-ই-হাদিসের জন্ম
হয়, যাঁদের নজীর নেই এ যুগে হাদিস একটি পূর্ণাঙ্গ বিজ্ঞানের মর্যাদায় প্রতিষ্ঠিত হয়। এর এক একটি শাখা এবং বিভাগ
সম্পূর্ণ ও স্বতন্ত্রভাবে গঠিত হয়।
এ শতাব্দীর মুহাদ্দিস ও হাদিস বর্ণনাকারীগণ হাদিসের অনুসন্ধানে জলে-স্থলে পরিভ্রমণ করেন। মুসলিম জাহানের প্রতিটি
কেন্দ্রে এবং প্রতিটি অঞ্চলে হাদিসের খোঁজে তন্ন তন্ন করে বেড়িয়েছেন।
পূর্ণ সনদসম্পন্ন হাদিসসমূহ স্বতন্ত্রভাবে বিন্যাস করেন। সনদ ও বর্ণনা সূত্রের ধারাবাহিকতা এবং এর বিশুদ্ধতার ওপর
পূর্ণ মাত্রায় গুরুত্বারোপ করেন। এ প্রয়োজনে আসমাউর রিজাল বা (চরিত বিজ্ঞান) সংকলিত ও বিরচিত হয়। ফলে হাদিস
যাচাই-বাছাই, পরীক্ষা-নিরীক্ষা, সত্য-মিথ্যা নির্ধারণের সূ² তত্ত¡ তথা والتعديل ح الجر لم এবং الحديث تنقيد এক
একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে গড়ে ওঠে। সিহাহ সিত্তাহও এ শতকেই সংকলিত হয়।
চতুর্থ যুগ : হিজরি চতুর্থ শতাব্দীতে হাদিস চর্চা
তারপর এলো চতুর্থ যুগ। এ যুগ ছিল হাদিসের বিন্যাস, অলংকরণ, সংক্ষেপণ ও ব্যাখ্যা বিশ্লেষণের যুগ। এ চতুর্থ শতকে
ইলমে হাদিস পূর্ণ পরিণতি লাভ করে। তৃতীয় শতকে ইলমে হাদিসের যে চর্চা ও উন্নয়ন সাধিত হয়, তা অতীত সকল
কাজকে অতিক্রম করে। তৃতীয় শতকেই হাদিসের সনদকারীদের ইতিহাস, জীবন-চরিত পুঙ্খানু পুঙ্খভাবে যাচাই-বাছাই
হয়, সর্বতোভাবে ইলমে হাদিস এক স্বয়ংসম্পূর্ণ বিজ্ঞান হিসেবে গড়ে ওঠে।
আর এ চতুর্থ শতকে পূর্বের শতকের কাজ-কর্মেরই ধারাবাহিকতা চলতে থাকে। তবে হাদিস গ্রন্থ প্রণয়নে এ শতকে
স্বতন্ত্রভাবে কিছু কাজও সম্পাদিত হয়েছে।
এভাবে হাদিস শাস্ত্র নির্ভুল ও পূর্ণাঙ্গভাবে সংকলিত ও সম্পাদিত হয়।
সারসংক্ষেপ
ইসলামি জীবনব্যস্থার দ্বিতীয় উৎস হাদিস সংরক্ষণ ও সংকলনে অবলম্বিত হয়েছে অত্যন্ত নিয়মতান্ত্রিক পদ্ধতি ও উপায়।
মহানবী (স) -এর যুগ থেকে সাহাবায়ে কিরাম, তাবিঈন ও তাবি তাবিঈনের যুগে নির্ভরযোগ্য ও প্রামাণিকভাবে হাদিস সংকলিত ও গ্রন্থিত হয়ে।
বহু নির্বাচনী প্রশ্ন
১। হাদিস হিফাযতের পদ্ধতি কয়টি ?
(ক) ৪টি (খ) ৬টি
(গ) ৮টি (ঘ) ১০টি
২। হাদিস সংকলনের যুগ কয় ভাগে বিভক্ত ?
(ক) ২ ভাগে (খ) ৩ ভাগে
(গ) ৮টি (ঘ) ১০টি
৩। হাদিস সংকলনের প্রথম যুগের ব্যাপ্তিকাল কত ?
(ক) ৯৯ বছর (খ) ১০০ বছর
(গ) ১১২ বছর (ঘ) ১২০ বছর
৪। হাদিস সংকলনের দ্বিতীয় যুগের ব্যাপ্তিকাল কত ?
(ক) ৮০ বছর (খ) ১০০ বছর
(গ) ১১২ বছর (ঘ) ১২০ বছর
৫। হাদিস চর্চার স্বর্ণযুগ কোনটি ?
(ক) তৃতীয় যুগ (খ) চতুর্থ যুগ
(গ) পঞ্চম যুগ (ঘ) ষষ্ঠ যুগ
৬। কোন যুগে ইলমে হাদিস পরিপূর্ণতা লাভ করে ?
(ক) ১ম যুগে (খ) ২য় যুগে
(গ) ৩য় যুগে (ঘ) ৪র্থ যুগে
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
হাদিস সংরক্ষণ, সংকলন ও গ্রন্থাবব্ধ করণের ইতিহাস বুঝাতে গিয়ে উদাহরণ স্বরূপ শাকির স্যার বলেন- যেভাবে
কবি কাজী নজরুল ইসলামের গান-কবিতা ও সাহিত্য ও কর্ম সংগ্রহ ও সংকলনের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়
উদ্যোগ গ্রহণ করা হয়, প্রতিষ্ঠা করা হয় নজরুল একাডেমি ও নজরুল ইনস্টিটিউট এবং নজরুল গবেষণা কেন্দ্রহাদিস শাস্ত্রও রাষ্ট্রীয় ও ব্যক্তি উদ্যোগে প্রথম যুগ থেকে হিজরি তৃতীয় শতাব্দী পর্যন্ত হাদিস মুখস্থ, সংগ্রহ,
একত্রকরণ, সংকলন, সঠিকতা যাচাই-বাছাই করণ প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান যুগ পর্যন্ত এমন কি কিয়ামত দিবস
পর্যন্ত তা সংরক্ষিত আছে।
ক. হাদিস সংগ্রহের জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করেন কোন খলিফা ? ১
খ. কোন সময় থেকে হাদিস সংগ্রহ করা হয়েছে ? ২
গ. হিজরি ১ম শতাব্দীতে হাদিস সংগ্রহের কাজের বিবরণ দিন। ৩
ঘ. হিজরি তৃতীয় শতাব্দীতে হাদিস সংকলনের জন্য কী কী কাজ হয়েছিলো ? ৪
উত্তরমালা: ১। ক ২। খ ৩। গ ৪। খ ৫। ক ৬।

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]