ইসলামি জীবনবিধান, মুতাওয়াতির, অকাট্য দলিল, পরোক্ষ ওহী, মু‘জিযা, ইল্হাম।
৫.১ কুরআন ও হাদিসের পার্থক্য
কুরআন ও হাদিস ইসলামি জীবন বিধানের উৎস। কুরআন মাজীদ ইসলামি শরীআতের প্রথম ও প্রধান উৎস
এবং হাদিস দ্বিতীয় উৎস। ইসলামের যাবতীয় জ্ঞান-বিজ্ঞান এ দুটোকে কেন্দ্র করেই আবর্তিত। এ দুটো একই উৎস থেকে
উৎসারিত। তবে কুরআন মাজীদ স্বয়ং আল্লাহ পাকের ভাব-ভাষা মর্ম সম্বলিত আর হাদিস আল্লাহর পরোক্ষ ইঙ্গিত যা
রাসূলের ভাষায় প্রকাশিত। উভয়ের মধ্যে পার্থক্য নি¤œরূপ:
কুরআন :
১. কুরআন মাজীদ আল্লাহর পক্ষ থেকে প্রত্যক্ষ ওহী।
২. কুরআন হযরত জিবরাঈল (আ)-এর মাধ্যমে নাযিল হয়েছে।
৩. কুরআনের শব্দাবলি ও ভাষা উভয়ই আল্লাহর নিজের।
৪. কুরআনকে বলা হয় “ওহীয়ে মাতলু।
৫. নামাযে কুরআন পাঠ করা ফরয।
৬. কুরআনের সবকিছুই মুতাওয়াতির বা সর্বসম্মতভাবে বর্ণিত।
৭. কুরআন শরীআতের অকাট্য দলিল।
৮. কুরআনে রাসূলের কোন কিছুই সংযোজন কিংবা বিয়োজনও নেই।
৯. কুরআনের যে কোন বিষয় অস্বীকার করলে কাফির হয়।
১০.অপবিত্র অবস্থায় কুরআন স্পর্শ করা নিষেধ।
১১. কুরআন রাসূলের এক চিরন্তন মুজিযা।
১২. কুরআন ইসলামি শরীআতের প্রধান ভিত্তি।
হাদিস : ১. হাদিস আল্লাহর পক্ষ থেকে পরোক্ষ ওহী।
২. হাদিস অপ্রকাশ্য ওহী এবং মহানবী (স)-এর বাণী।
৩. হাদিসের শব্দাবলি রাসূলের নিজস্ব।
৪. হাদিসকে বলা হয় “ওহীয়ে গায়রে মাতলু” বা অপঠিতব্য প্রত্যাদেশ।
৫. নামাযে হাদিস পাঠ করা যায় না।
৬. হাদিস একক ব্যক্তির থেকেও বর্ণিত হয়েছে।
৭. হাদিস কুরআনের মত ততটা অকাট্য দলিল নয়।
৮. বিনা উযুতে হাদিস স্পর্শ করা যায়।
৯. হাদিস মুজিযা নয়।
১০. হাদিস ইসলামি শরীআতের দ্বিতীয় ভিত্তি।
শরীআতের দৃষ্টিতে কুরআন ও হাদিসের পার্থক্য সুস্পষ্ট। মর্যাদা ও মূল্যমানের দিক থেকে আল-কুরআন প্রথম এবং
হাদিসের স্থান দ্বিতীয় ।
৫.২ কুরআন ও হাদিসে কুদ্িস
মোল্লা আলী কারী হাদিসে কুদ্সির সংজ্ঞা প্রসঙ্গে বলেন- হাদিসে কুদসি সেসব হাদিসকে বলা হয়, যার বর্ণনাধারা পূর্ণ
চন্দ্রের ন্যায় উজ্জ্বল, এবং অত্যন্ত নির্ভরযোগ্য। হযরত মুহাম্মদ (স) কখনও জিবরাঈলের মাধ্যমে জেনে আবার কখনো
সরাসরি ওহী কিংবা ইলহাম বা স্বপ্নযোগে জেনে নিজ ভাষায় বর্ণনা করেছেন।”
আল্লামা আবুল বাকা বলেন-“ কুরআনের শব্দ, ভাষা, অর্থ, ভাব ও কথা সবই আল্লাহর নিকট হতে সুস্পষ্ট ওহীর মাধ্যমে
প্রাপ্ত। আর হাদিসে কুদ্সির শব্দ ও ভাষা রাসূলের (স) নিজস্ব; কিন্তু এর ভাব ও কথা আল্লাহর নিকট হতে ইলহাম কিংবা
স্বপ্নযোগে প্রাপ্ত।”
অন্যান্য হাদিসের চেয়ে হাদিসে কুদসীর গুরুত্ব বেশি। আল-কুরআন ও হাদিসে কুদসীর মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
যেমনআল-কুরআন
১. আল-কুরআন মহান মহান আল্লাহর বাণী এবং তা ‘লাওহে মাহ্ফ‚য' হতে নাযিল হয়েছে।
২. কুরআন তিলাওয়াত ছাড়া নামায সহীহ হয় না।
হাদিসে কুদ্সি
১. হাদিসে কুদ্সির মূল বক্তব্য আল্লাহর নিকট হতে প্রাপ্ত, কিন্তু ভাষা রাসূল (স) এর।
২. কুরআনের পরিবর্তে হাদেিস কুদসি নামাযে পাঠ করলে নামায হয় না।
৩. হাদিসে কুদ্সি মু'জিযা নয়।
সারসংক্ষেপ
আল-কুরআন মহান আল্লাহর বাণী, জিব্রাইল (আ) এর মাধ্যমে সরাসরি ওহী যোগে হযরত মুহাম্মাদ (স) -এর প্রতি
নাযিল হয়। আর হাদিস রাসূলের (স) কথা, কাজ ও অনুমোদিত কথা-কাজের বিবরণ। হাদিস রাসূলুল্লাহর বাণী। আর
কুরআন স্বয়ং আল্লাহর বাণী।
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোনটি আল্লাহর প্রত্যক্ষ কথা ?
(ক) কুরআন (খ) হাদিস
(গ) তাওরাত (ঘ) যাবুর
২। কোনটি আল্লাহর পরোক্ষ ইঙ্গিত ?
(ক) কুরআন (খ) হাদিস
(গ) তাওরাত (ঘ) যবুর
৩। কুরআনকে বলা হয় -
(ক) ওহী গায়রে মাতলু (খ) ওহী জলী
(গ) ওহী মাতলু (ঘ) ওহী খফী
৪। হাদিসকে বলা হয় -
(ক) ওহী গায়রে মাতলু (খ) ওহী জলী
(গ) ওহী মাতলু (ঘ) ওহী খফী
৫। হাদিসের শব্দাবলী কার পক্ষ থেকে এসেছে ?
(ক) রাসূলের নিজস্ব (খ) আল্লাহর নিজস্ব
(গ) আল্লাহ ও রাসূল উভয়ের (ঘ) কিছু আল্লাহর কিছু রাসূলের
৬। কুরআন কী ধরনের গ্রন্থ ?
(ক) কুরআন কেবল ধর্মীয় গ্রন্থ (খ) কুরআন কেবল তিলাওয়াতের গ্রন্থ
(গ) কুরআন কেবল সম্মান প্রদর্শনের গ্রন্থ (ঘ) কুরআন শরী‘আতের অকাট্য দলিল গ্রন্থ
সৃজনশীল পশ্ন
উদ্দীপক,
ক. ওহীয়ে মাতলু কী ? ১
খ. হাদিস ও কুরআনের মধ্যে দুটি পার্থক্য লিখুন ২
গ. উদ্দীপকে উল্লিখিত চিত্র দুটির বৈশিষ্ট্য উল্লেখ করুন ? ৩
ঘ. সামাজিক সমস্যা সমাধানে চিত্র : ১-এ উল্লিখিত গ্রন্থের ভূমিকা আলোচনা করো।
উত্তরমালা: ১। ক ২। খ ৩। গ ৪। ক ৫। ক ৬। ঘ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র