ইমাম, সহীহ মুসলিম, সিহাহ সিত্তাহ।
ইমাম মুসলিম (র)
জন্ম ও শৈশব
সিহাহ সিত্তাহ বা ছয়খানি বিশুদ্ধ হাদিস গ্রন্থের অন্যতম গ্রন্থ সহীহ মুসলিম শরীফের প্রণেতার পুরো নাম
আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল-কুশাইরী আন-নিশাপুরী। তিনি হিজরি ২০৪ সনে (মোতাবেক ৮১৯ খ্রি.)
খুরাসানের অন্তর্গত নিশাপুর নগরে জন্মগ্রহণ করেন।
শিক্ষা জীবন
হাদিসের ওপর প্রাথমিক জ্ঞান অর্জন করার পর ১৮ বছর বয়স হতে তিনি পূর্ণমাত্রায় হাদিস শিক্ষা শুরু করেন। হাদিস
শিক্ষার জন্যে তাকে দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্তে ছুটে যেতে হয়েছে। তিনি ইরাক, হিজাজ, সিরিয়া, মিসর প্রভৃতি
শহরে গমন করে সে স্থানে অবস্থানকারী বড় বড় মুহাদ্দিসের নিকট হাদিস শিক্ষা করেন।
শিক্ষকবৃন্দ
ইমাম মুসলিম (র) সমসাময়িক কালের শ্রেষ্ঠ উস্তাদগণের সাহচর্য লাভ করার সুযোগ লাভ করেন। তাদের মধ্যে ইমাম
বুখারী, ইমাম আহমাদ ইবনে হাম্বল, ইসহাক ইবন রাহওয়াই প্রমুখ অন্যতম। তিনি নিশাপুরেই বুখারীর শিষ্যত্ব লাভ
করেছিলেন। হাদিস শাস্ত্রে তাঁর পাÐিত্য ও জ্ঞানের গভীরতা সম্বন্ধে তাঁর ছাত্র ও শিক্ষক সবাই একমত।
তাঁর ছাত্রবৃন্দ
সে সময়কার বড় বড় মুহাদ্দিসগণ তাঁর নিকট হাদিস শিক্ষা গ্রহণ করেন। তাঁর ছাত্রদের মাঝে যাঁরা অন্যতম তারা হলেন
আবু হাতিম আর-রায়ী, মূসা ইবন হারুন, ইমাম তিরমিযি (র) প্রমুখ উল্লেখযোগ্য।
মর্যাদা ও শ্রেষ্ঠত্ব
ইমাম মুসলিম (র) অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন লোক ছিলেন। তিনি কোন তোষামোদীর প্রশংসায় প্রভাবিত হননি। তাই তিনি
বিশিষ্ট ব্যক্তি হাতিম আর রাযী, মূসা ইবনে হারুন, আহমদ ইবনে সালামা সহ অনেকের নামই শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তিনি সরাসরি উস্তাদগণের নিকট শ্রæত এবং গৃহীত তিন লক্ষ হাদিস যাচাই বাছাই করে রচনা করেন অমর গ্রন্থ সহীহ
মুসলিম।
হাদিস শাস্ত্রে অবদান
হাদিস শাস্ত্রে ইমাম মুসলিমের অবদান আকাশচুম্বী। এই মহাপÐিতের অধিকাংশ সংকলনই হাদিস সংক্রান্ত। এর অন্যতম
সহীহ মুসলিম। সহীহ মুসলিম ছাড়া তাঁর অন্যান্য গ্রন্থগুলো হলো-১. আল-মুসনাদুল কাবীর, ২. কিতাব আল-আসমা, ৩.
কিতাব আল-জামি, ৪. কিতাব আল-তামীম, ৫. কিতাব আল-ইলম।
ইমাম মুসলিমের সহীহ মুসলিম সহীহ ও শুদ্ধতার বিচারে এ গ্রন্থখানি বুখারীর পরেই শ্রেষ্ঠ তম। তিনি কেবল নিজের জ্ঞান
বুদ্ধিতেই এ হাদিসগ্রন্থ সংকলন করেননি বরং পÐিতদের পরামর্শ নিয়েছেন। তাঁর মতে-“কেবল আমার বিবেচনায়ই সহীহ
হাদিসসমূহ কিতাবে সন্নিবেশিত করিনি বরং সেসব হাদিসই সন্নিবেশ করেছি যাদের বিশুদ্ধতা সম্পর্কে মুহাদ্দিসগণ
একমত।”
তিনি দীর্ঘ ১৫ বছর ধরে অবিশ্রান্ত পরিশ্রম ও সাধনা করে এ গ্রন্থখানি প্রণয়ন করেন। সহীহ মুসলিমে মোট ‘বার হাজার'
হাদিস সন্নিবেশিত আছে। তবে একাধিকবার উদ্ধৃত হাদিস বাদ দিলে এর সংখ্যা দাঁড়ায় প্রায় চার হাজার। এর বিশুদ্ধতা
সম্পর্কে ইমাম মুসলিম (র) নিজে বলেন, “মুহাদ্দিসগণ দুইশত বছর পর্যন্ত যদি হাদিস লিখতে থাকেন তবুও তাদেরকে
অবশ্যই এই সনদযুক্ত বিশুদ্ধ গ্রন্থের ওপর নির্ভর করতে হবে।”
চরিত্র
তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। তিনি যে একজন উন্নত চরিত্র, উচ্চ মর্যাদা এবং বিশাল জ্ঞানের ভাÐার ছিলেন এ
প্রসঙ্গে সকল মনীষীই একমত। পরনিন্দা ও পরশ্রীকাতরতাকে তিনি অত্যন্ত ঘৃণা করতেন। সকলের মঙ্গল কামনা ছিল তাঁর
চরিত্রের ভ‚ষণ।
ইন্তেকাল
ইমাম মুসলিম (র) ৫৭ বছর বয়সে ২৬১ হিজরিতে নিশাপুরে ইন্তেকাল করেন। তাঁকে নিশাপুরে সমাহিত করা হয়।
সারসংক্ষেপ
ইমাম মুসলিম (র) হাদিস জগতে অন্যতম দিশারী। তাঁর বিস্ময়কর সাধনার বদৌলতে আমরা সহীহ হাদিস পেয়েছি।
হাদীস শাস্ত্রে ইমাম মুসলিমের অবদান আকাশ চুম্বী। তাঁর রচিত মুসলিম সহীহ ও শুদ্ধতার বিচারে বুখারীর পরেই
শ্রেষ্টতম। তিনি ছিলেন উন্নত চরিত্রের অধিকারী। ৫৭ বছর বয়সে তিনি নিশাপুরে ইন্তেকাল করেন।
বহু নির্বাচনী প্রশ্ন
১। ইমাম মুসলিমের পুরো নাম কী ?
(ক) নাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল-কুশাইরী আন-নিশাপুরী
(খ) আবূ আবদুল্লাহ মুহাম্মদ বুখারী
(গ) আবূ আবদুল্লাহ মুহাম্মদ ফয়সল (ঘ) আবূ আবদুল্লাহ আল-বুখারী
২। ইমাম মুসলিমের জন্ম তারিখ কত ?
(ক) ৯৪ হিজরি (খ) ২০৪ হিজরি
(গ) ২৯৪ হিজরি (ঘ) ৩৯৪ হিজরি
৩। আল-মুসনাদুল কাবীর গ্রন্থের রচয়িতা কে ?
(ক) ইমাম বুখারী (র) (খ) ইমাম নাসায়ী (র)
(গ) ইমাম মুসলিম (র) (ঘ) ইমাম তিরমিযী (র)
৪। ইমাম মুসলিম কত হিজরিতে ইন্তেকাল করেন ?
(ক) ২৬১ হিজরিতে (খ) ২১০ হিজরিতে
(গ) ২৩০ হিজরিতে (ঘ) ২৪০ হিজরিতে
৫। ইমাম মুসলিমের ছাত্র হলোর. আবু হাতিম আর-রায়ী রর. মূসা ইবন হারুন ররর. ইমাম তিরমিযি (র)
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
উদ্দীপক,
ইমরান সাহেব সাধারণ শিক্ষায় শিক্ষিত। তবে তিনি তার জীবনকে ইসলামী ধারায় পরিচালিত করার চেষ্টা করেন। তাই
তিনি ঘরে বসে কুরআন-হাদিস চর্চা করেন এবং ছেলে-মেয়েদের কুরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য ইসলামি
বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। তার ছেলে-মেয়েরা কুরআন হাদিসে পান্ডিত্য অর্জনের জন্য মনোযোগ সহকারে অধ্যয়ন
করেছ। পড়া- লেখার পাশাপাশি সুন্নাতের ওপর আমল করার আগ্রহ বেড়েছে। তারা নবি (স) -এর প্রতিটি সুন্নাতের আমল
করার চেষ্টা করছে। তাদের বন্ধু-বান্ধবরাও তাদের দেখে সুন্নাতের ওপর আমল করা শুরু করেছে। পবিত্র কুরআনের পরেই
তারা হাদিসকে ইসলামি শরীআতের উৎস হিসেবে গ্রহণ করেছে।
ক. ইমাম মুসলিম কে ছিলেন ? ১
খ. সহীহাইন বলতে কী বুঝেন ? লিখুন। ২
গ. উদ্দীপকের আলোকে হাদিসের ওপর আমল করা জরুরি কিনা ? আলোচনা করুন। ৩
ঘ. হাদিস শাস্ত্রে ইমাম মুসলিমের অবদান উল্লেখ করুন। ৪
উত্তরমালা: ১। ক ২। খ ৩। গ ৪। ক ৫। ঘ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র