ইমাম আবু দাউদ (র) ও ইমাম তিরমিযি (র)

সুনান, জামে, তিরমিযি, নাসাঈ।
১১.১ ইমাম আবু দাউদ (র)
নাম-সুলায়মান, উপাধি-আবূ দাউদ, পুরো নাম- সুলায়মান ইবনে আশআছ সিজিস্তানী। তাঁর জন্মভ‚মিকান্দাহারের নিকটবর্তী সিজিস্তান। তিনি ২০২ হিজরিতে জন্মগ্রহণ করেন। শিক্ষা ও হাদিস অনুসন্ধানার্থে ইমাম আবু দাউদ
(র) বহু দেশ সফর করেন। ইরাক, খোরাসান, সিরিয়া, হিজাজ, মিসর ও আরবের অন্যান্য দেশের মুহাদ্দিসগণের নিকট
তিনি হাদিস শুনেছেন। তিনি ইমাম বুখারী (র)-এর সমসাময়িক। তাঁর প্রসিদ্ধ উস্তাদ হলেন- ইমাম আহমাদ ইবনে হাম্বল
(র), ইবনে মুঈন (র), উসমান ইবনে আবূ শাইবা (র), কুতাইবা (র), কানাবী (র) ও তায়ালুসী (র) প্রমুখ। ইমাম আবু
দাউদ (র) তাঁর উস্তাদগণের থেকে পাঁচ লাখ হাদিস লিখেন। ইমাম তিরমিযি (র), ইমাম নাসায়ি (র) ও ইমাম আহ্মাদ
ইবনে খিলাল (র) তাঁর নিকট হাদিস শুনেছেন। তাঁর পুত্র আব্দুল্লাহ লু'লুভী ইবনুল আরাবি এবং ইবনে ওয়াসা (র) প্রমুখ
তাঁর মশহুর শিষ্য।
ইমাম আবূ দাউদ (র) ছিলেন উঁচুস্তরের হাদিসের হাফিয। ইবাদাত, আত্মশুদ্ধি ও ফাত্ওয়ার অলংকার দ্বারা তাঁর জীবন ছিল
সুসজ্জিত। বহুবার বাগদাদ এসেছিলেন। বসরায় তিনি স্থায়িভাবে বসবাস করতেন। ১৫ শাওয়াল ২৭৫ হিজরিতে তিনি
ইন্তেকাল করেন। তাঁর প্রসিদ্ধ কিতাব হলো সুনানে আবু দাউদ ও মারাসীল।
১১.২ ইমাম তিরমিযি (র)
জন্ম ও শৈশব
সিহাহ সিত্তাহ, অন্যতম গ্রন্থ জামে তিরমিযি প্রণেতা ইমাম তিরমিযি (র)-এর পুরো নাম আল-ইমাম আল-হাফেয আবু
ঈসা মুহাম্মাদ ইবন ঈসা আত-তিরমিযি।
খলিফা আব্দুল্লাহ আল-মামুনের শাসনামলে মধ্য এশিয়ার ট্রান্স অক্সিয়ানার পার্শ্বে জীহুন নদীর বেলাভ‚মিতে অবস্থিত
‘তিরমিয' নামক স্থানে হিজরি ২০৯ সনে এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ইমাম তিরমিযির বাল্যকাল
তিরমিয শহরেই অতিক্রান্ত হয়। ছোটবেলা থেকেই তিনি প্রখর স্মৃতি শক্তির অধিকারী ছিলেন। ফলে কোন হাদিসে একবার
চোখ বুলালে তা পুনরায় দেখার প্রয়োজন হতো না। তাঁর মেধার বিকাশ দেখে অনেকেই অবাক হয়ে যেতো।
শিক্ষা জীবন
ইমাম তিরমিযি প্রাথমিক শিক্ষা শেষ করেই হাদিস অধ্যয়ন ও সংগ্রহে আত্মনিয়োগ করেন। উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য
তিনি মুসলিম জাহানের বিখ্যাত হাদিস শিক্ষাকেন্দ্রসমূহে গমন করে হাদিস শ্রবণ ও সংগ্রহ করেন। এমনও সময় গেছে যে,
কোন স্থানে হাদিস সংগ্রহে তাকে নিরুদ্দেশ থাকতে হয়েছে পরিবার-পরিজন থেকে।
শিক্ষা সফর
তিনি হাদিস সংগ্রহের জন্য বছরের পর বছর ধরে মুসলিম জাহানের জ্ঞানের পাদপিঠ বসরা, কুফা, ইরাক, রাই, খুরাসান,
হিজাজ প্রভৃতি স্থানে ব্যাপক সফর করেন। সেখানে অবস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের নিকট থেকে তিনি হাদিস সংগ্রহ করতেন।
তিরমিযি (র)-এর ওস্তাদগণ
ইমাম তিরমিযি (র)-এর সৌভাগ্য যে, তিনি সমসাময়িক বড় বড় উস্তাদ ও আলিম -ওলামার সাহচর্য লাভ করার সুযোগ
পেয়েছিলেন। তাঁদের মধ্যে যারা অন্যতম তাঁরা হলেন- ইমাম বুখারী, কুতাইবা ইবনে সাঈদ, ইসহাক ইবনে মূসা, মাহমুদ
ইবনে গাইলান, সাঈদ ইবনে আব্দুর রহমান (র) সহ আরো অনেকে।
তাঁর ছাত্রবৃন্দ
ইমাম তিরমিযির যেমন বড় বড় উস্তাদ ছিলেন ঠিক তেমনি তাঁর হাত থেকে বেরিয়েছে সে সময়কার তুখোড় তুখোড় বেশ
কয়েক জন শিষ্য। তাঁরা হলেন- আবু হামেদ আহমাদ ইবনে আব্দুল্লাহ মারুফী, আহমদ ইবনে ইউসুফ নাসাফী ও মুহাম্মাদ
ইবনে মাহমুদ (র) প্রমুখ শিষ্যগণ।
স্মৃতি শক্তির গভীরতা
তিনি ছিলেন বিস্ময়কর স্মৃতিশক্তির অধিকারী। তাঁর স্মৃতিশক্তির প্রখরতা সম্পর্কে কথিত আছে যে, একবার তিনি
জনৈক শাইখের বর্ণিত কয়েকটি হাদিস সংগ্রহ ও লিপিবদ্ধ করেন। কিন্তু বর্ণনা ভালোভাবে শোনেননি বলে তা ঠিকমতো
লিপিবদ্ধ করতে পারেননি। একদিন ঘটনাক্রমে পথিমধ্যে শায়খের সাথে সাক্ষাত হলে তাঁর নিকট থেকে সম্পূর্ণ হাদিস
শোনার ইচ্ছা করেন। শাইখ বললেন“আমি পাঠ করি তুমি তোমার লিখিত অংশ বের করে মিলিয়ে নাও। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও ইমাম তিরমিযি (র)
তাঁর লিখিত অংশটি পেলেন না। তাই তিনি একটি সাদা কাগজের টুকরা ধরেই শাইখের বক্তব্য শুনতে লাগলেন।
এমতাবস্থায় শাইখ বললেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করছ? তিনি বললেন না, আপনি যা বলেছেন তা আমি বলে দিতে
পারি। এই বলে তিনি মুখস্থ বলে দিলেন। শাইখ এতে বিস্মিত হয়ে গেলেন।”
অবদান
ইমাম তিরমিযি (র) সমসাময়িককালের হাদিস বিশারদদের অন্যতম ছিলেন। হাদিস শাস্ত্রের উৎকর্ষের জন্যে তিনি সারা
জীবন সাধনা ও শ্রম বিনিয়োগ করেছেন। তিনি হাদিস শাস্ত্রের ওপর বহু মহামূল্যবান গ্রন্থ রচনা করেন। সেগুলোর মধ্যে-
আল জামিউত তিরমিযি, কিতাবুল আসমা ওয়ালকুনা, শামায়েলুত তিরমিযি অন্যতম। তবে তাঁর সংকলনগুলোর মধ্যে
জামে আত্তিরমিযি অমর সংকলন।
জামে আত্ তিরমিযি
ইমাম তিরমিযির অন্যতম সেরা সংকলন ‘আল-জামিউত তিরমিযি’ কে ‘সুনান'ও বলা হয়। ব্যাপকতায় এটি সহীহ বুখারী,
হাদিস বিন্যাসে মুসলিম এবং আহকামে আবু দাউদের স্থান দখল করে আছে। গ্রন্থটিতে তিন হাজার আটশত বারটি হাদিস
সংগৃহীত হয়েছে। ইমাম তিরমিযি (র) তাঁর সংকলনটি সম্পর্কে বলেন“যার ঘরে এই কিতাবখানি থাকবে মনে করা যাবে যে, তাঁর ঘরে স্বয়ং নবী (স) অবস্থান করছেন এবং কথা বলছেন।”
চরিত্র
ইমাম তিরমিযি (র) অত্যন্ত নির্মল চরিত্রের অধিকারী ছিলেন। তিনি শিক্ষকদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্বোধন করতেন।
তিনি অত্যন্ত পরহেজগার ও আল্লাহভীরু লোক ছিলেন।
সারসংক্ষেপ
হাদিস বিদগণের আরো দু’জন মহামণীষী হলেন- ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিযি (র)। এ দু’জন হাদিস বিজ্ঞানীর
অশেষ পরিশ্রমে হাদিস বিজ্ঞান বিশুদ্ধ ও পরিচ্ছন্ন হয়।
বহু নির্বাচনী প্রশ্ন
১। ইমাম আবু দাউদের পুরো নাম কী ?
(ক) সুলাইমান ইবনে আশআছ সিজিস্তানি (খ) সুলাইমান নাসিরউদ্দীন
(গ) সুলাইমান ইবনে ইয়াসীন (ঘ) সুলাইমান ইবনে মামুন
২। ইমাম আবু দাউদ কত হিজরিতে জন্মগ্রহণ করেন ?
(ক)১০২ হিজরি (খ) ২০২ হিজরি
(গ) ৩০২ হিজরি (ঘ) ৪০২ হিজরি
৩। ইমাম আবু দাউদ কত হিজরিতে ইন্তেকাল ছিলেন ?
(ক) ১৭৫ হিজরিতে (খ) ১৯৫ হিজরিতে
(গ) ২৭৫ হিজরিতে (ঘ) ৩৭৫ হিজরিতে
৪। ইমাম তিরমিযির পুরো নাম কী ?
(ক) আল-ইমাম আল-হাফিয আবূ ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিযি (র.)
(খ) ইমাম আল-হাসান (গ) আল-ইমাম হাফিয আবূ ঈসা নায়িম (র) (ঘ)
ইমাম আবু নাঈম
৫। ইমাম তিরমিযি কত হিজরিতে জন্মগ্রহণ করেন ?
(ক) ১০৯ হিজরি (খ) ২০৯ হিজরি
(গ) ৩০৯ হিজরি (ঘ) ৪০৯ হিজরি
৬। আত-তিরমিযি কী ধরনের গ্রন্থ ?
(ক) জামে (খ) সুনান
(গ) যায়ীফ (ঘ) হাসান
৭। ইমাম নাসায়ির পুরো নাম কী ?
(ক) আবদুর রহমান আহমদ আলী
(খ) আবদুর রহমান আহমদ হাসান
(গ) আবদুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসায়ি
(ঘ) আবদুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসায়ি
উত্তরমালা: ১। ক ২। খ ৩। ক ৪। ক ৫। ক ৬। ক ৭। ৮। ক

সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
আহমাদ সাহেব একজন সাংবাদিক। তিনি ইসলামি জীবনব্যবস্থায় তেমন আগ্রহী নহেন। তবে মাঝে মাঝে তিনি জুমুআর
সালাত আদায় করেন। আল-কুরআনকে আল্লাহর কালাম হিসেবে বিশ্বাস করেন। তিনি মাঝে মধ্যে কুরআনের অনুবাদ,
আয়াতের শিক্ষা প্রভৃতি চর্চা করেন। তবে হাদীসের ব্যাপারে তার অজ্ঞতা রয়েছে। মহানবীর (স.) হাদিস ও ইসলামের
দলীল বিষয়টি তিনি জানতেন না। স্থানীয় মসজিদের ইমাম ও খতীব মুফতী তানভীর আহমাদ সিদ্দিকী বিষয়টি জানতে
পেরে তার সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিলেন। একদিন খতীব সাহেব তার বাসায় গিয়ে হাদিসের গুরুত্ব, মর্যাদা সম্পর্কে
আলোচনা করতে গিয়ে রাসূলের বিখ্যাত হাদিসটির উদ্বৃতি দিলেন যার অর্থ হচ্ছে- “জেনে রেখো ! সর্বোত্তম বাণী হচ্ছে
আল্লাহর কিতাব। আর সর্বোত্তম কর্ম বিধান হচ্ছে মুহাম্মাদ (স) এর উপস্থাপিত জীবন বিধান।
ক. ইমাম আবু দাউদ কোথায় জন্ম গ্রহণ করেন ? ১
খ. জামে আত-তিরমিযি কোন্ শ্রেণির হাদিস গ্রন্থের অন্তর্ভুক্ত ? বুঝিয়ে লিখুন। ২
গ. উদ্দীপকে বর্ণিত সাংবাদিক আহমাদ সাহেব যেভাবে ইমলামি জীবন যাপন করছেন-
তা কি শরীআত সম্মত ? আপনার মতের পক্ষে যুক্তি উপস্থাপন করুন। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত হাদিসের আলোকে ইবাদাত করার গুরুত্ব আলোচনা করুন। ৪

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]