বিশ্বনবী হযরত মুহাম্মদ (স)-এর বাণী, কর্ম এবং সমর্থনকে হাদিস বলে। মূলত রাসূলুল্লাহ (স)-এর জীবনাদর্শের লিখিত
রূপই হাদিস। ইসলামি জীবন ব্যবস্থার দ্বিতীয় প্রধান উৎস হচ্ছে হাদিস। আল-কুরআন ইসলামি জীবন বিধানের মূলনীতি
উপস্থাপন করেছে, আর হাদিস তার ব্যাখ্যা-বিশ্লেষণ ও বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেছে। ইসলামি শরীআতের বিধিবিধান ও হুকুম-আহকাম সম্পর্কে বাস্তব জ্ঞানার্জন রাসূলুল্লাহ (স)-এর হাদিসের মাধ্যমেই সম্ভব।
রাসূলুল্লাহ (স)-এর হাদিসের সংখ্যা লক্ষাধিকবুনিয়াদ,নামায, সালাত, মাবুদ, মনিব, বান্দা, একত্ববাদ, যাকাত, হজ্জ, মুত্তাফাকুন
আলাইহি।
অনুবাদ
১. হযরত ইবনে উমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: ইসলাম পাঁচটি ভিত্তির ওপর সুপ্রতিষ্ঠিত :
এ কথার সাক্ষ্য প্রদান করা যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ্ (মাবুদ-মনিব) নেই এবং অবশ্যই হযরত মুহাম্মদ (স) তাঁর
বান্দা ও রাসূল, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, হজ্জ পালন করা এবং রমযান মাসের রোযা রাখা। (বুখারি ও
মুসলিম)
শব্দার্থ
عنথে-েক, হতে। ابن-পুত্র, ছেলে। (
বলেছেন। الاسلام بنى -ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে। -উপরে। خمس-পাঁচ। شهادة-সাক্ষ্য দেওয়া। ان-েয। لا
اله-েকান ইলাহ নেই। الا-বরং, ব্যতীত। االله الا-আল্লাহ ব্যতীত। االله الا له ا لا ان شهادة -সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া
কোন ইলাহ নেই। محمد وان-এবং নিশ্চয় মুহাম্মদ (স)। عبده -তাঁর বান্দাহ। ورسوله-এবং তাঁর রাসূল। اقام-কায়েম
করা। الصلوةসালাত। الصلوة واقام -এবং সালাত কায়েম করা। يتاء وا -এবং দেওয়া, প্রদান করা। الزكوة-যাকাত।
الزكوة يتاء وا-এবং যাকাত প্রদান করা। والحج-এবং হজ্জ করা। رمضان وصوم-এবং রমাযান মাসে রোযা রাখা।
ব্যাখ্যা ও শিক্ষা
ইসলাম মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। পাঁচটি স্তম্ভ বা ভিত্তির ওপর এই জীবন বিধান প্রতিষ্ঠিত। আলোচ্য
হাদিসটিতে উক্ত পাঁচটি স্তম্ভের গুরুত্বের কথা বলা হয়েছে। কোন একটি তাঁবু কিংবা প্রাসাদ যেমন কতগুলো স্তম্ভের ওপর
দাঁড়িয়ে থাকে, তেমনি ইসলামি জীবন বিধানও মূল পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। প্রাসাদ বা তাঁবুর কোন একটি স্তম্ভ যদি
দুর্বল হয়, তবে পুরো প্রাসাদ এবং তাঁবু উভয়ই দুর্বল ও ত্রæটিযুক্ত হয়ে যায়। আর যদি ঐগুলো মজবুত ও ত্রæটিহীন হয়
তাহলে প্রাসাদ এবং তাঁবুটিই মজবুত ও সুদৃঢ় হবে। অনুরূপভাবে ইসলামি জীবন বিধানের ভিত্তিগুলো যত মজবুত হবে
ইসলামের ভিত্তি তত মজবুত ও সুদৃঢ় হবে। ইসলামের ভিত্তির বিস্তারিত বিবরণ দেওয়া হলো।
১. ঈমান গ্রহণ
ইসলামের মূল ভিত্তিগুলোর মধ্যে প্রথম ও প্রধান ভিত্তি হল ঈমান। ইমানের অর্থ হল তাওহীদ বা আল্লাহর একত্ববাদ এবং
রাসূলুল্লাহ (স)-এর রিসালাতের স্বীকৃতি। প্রত্যেক মুমিন-মুসলিমের এ কথার স্বীকৃতি দিতে হবে যে, নেই এবং হযরত
মুহাম্মদ (স) তাঁর বান্দা এবং রাসূল। আল্লাহর নিরেট একত্ববাদের পরিবর্তে ইহুদিরা নিজেদের পÐিত-পুরোহিতদের
আল্লাহর আসনে আসীন করে আল্লাহর আনুগত্যের পরিবর্তে তাদের আনুগত্য করছে। তাদের নবী হযরত উযাইর (আ)-কে
আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে প্রকাশ্য শিরকে লিপ্ত হয়েছে। খ্রিস্টানরাও তাদের নবী হযরত ঈসা (আ)-কে আল্লাহর পুত্র বলে
ত্রিত্ববাদে বিশ্বাস করেছে। মুশরিকগণ অসংখ্য দেব-দেবীকে এমনকি সাপ, বিচ্ছু, পাথর এবং তুলসী গাছের মধ্যেও দেবত্ব
আবিষ্কার করে এক আল্লাহর পরিবর্তে তাদের উপাসনা করছে। ইসলাম উপরিউক্ত সব ধরনের শিরক ও শিরকের উপলক্ষ
দূর করে তাওহীদ ও রিসালাতের স্বীকৃতিকেই ইসলামের প্রথম ও প্রধান ভিত্তি হিসেবে ঘোষণা করেছে।
২. সালাত কায়েম
একজন মানুষ যখন আল্লাহর প্রভুত্ব, সার্বভৌমত্ব ও হযরত মুহাম্মদ (স)-এর নবুওয়াতকে স্বীকার করে নেয় তখন সর্বপ্রথম
দিনরাত ২৪ ঘণ্টার মধ্যে তার ওপর পাঁচটি নির্দিষ্ট সময়ে পাঁচবার সালাত আদায় করার কর্তব্য আরোপিত হয়।
৩. যাকাত আদায়
হাদিসে সালাতের পরই যাকাতের উল্লেখ করা হয়েছে। এ থেকে সুস্পষ্টরূপে বুঝতে পারা যায় যে, ইসলামে সালাতের
পরই যাকাতের স্থান। আল-কুরআনে যে যে স্থানে সালাতের উল্লেখ করা হয়েছে, প্রায় সেসব স্থানেই সালাতের সাথে
যাকাতের উল্লেখ করা হয়েছে। ইসলামি রাষ্ট্রে যাকাত আদায় করতে হবে বাইতুলমাল বা ইসলামি রাষ্ট্রের মাধ্যমে। ইসলামি
সমাজে কোন মুসলিম যাকাত দিতে অস্বীকার করলে ইসলামি রাষ্ট্র তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে।
৪. রোযা পালন
প্রতিটি মুমিনের ওপর রমযানের পুরো একমাস রোযা পালন করতে হয় । রোযা পালনের মাধ্যমে সংযম, আত্মশুদ্ধি ও
আধ্যাত্মিক জীবনের উৎকর্ষ সাধিত হয়।
৫. হজ্জ পালন
দৈহিক, আর্থিক ও পথের নিরাপত্তা আছে এমন সামর্থ্যবান মুমিনের জীবনে একবার বাইতুল্লাহ শরীফে হজ্জ পালন করতে
হবে। এ হজ্জ পালনের দ্বারা তার মধ্যে আল্লাহ প্রেম ও বিশ্বমানবতার সাথে একত্মতার বহিঃপ্রকাশ ঘটে।
সারসংক্ষেপ
মানুষ আল্লাহর আনুগত্য প্রধান পাঁচটি উপায়ে পেশ করতে পারে, তাই আরকানে ইসলামকে এ পাঁচটি ভিত্তির ওপর
সীমিত করা হয়েছে। এর অর্থ এটা নয় যে, ইসলাম শাব্দিক অর্থে এ পাঁচটি স্তম্ভের মধ্যেই সীমিত। বরং জীবনের
সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্যের নামই ইসলাম। কেউ এ পাঁচটি কাজ সম্পন্ন করলেই ইসলামের সমগ্র দায়িত্ব পালন হয়ে
যায় না। সুতরাং আমাদের জন্য অপরিহার্য হল আল্লাহর একত্ববাদ ও সার্বভৌমত্ব এবং মুহাম্মদ (স)-এর রিসালাতকে
মেনে নিয়ে সালাত, যাকাত, হজ্জ, সাওম ইত্যাদি ইসলামের ইবাদাতকে যথাযথভাবে সম্পাদন করার মাধ্যমে ইসলামের
ভিত্তিকে সুদৃঢ় করা।
বহু নির্বাচনী প্রশ্ন
১। ইসলামের বুনিয়াদ কয়টি ?
(ক) ৩টি (খ) ৫টি (গ) ৭টি (ঘ) ৯টি
২। ইসলামের প্রথম ভিত্তি কী ?
(ক) ঈমান (কালিমা) (খ) নামায
(গ) রোযা (ঘ) হজ্জ
৩। ইসলামি রাষ্ট্রে কার মাধ্যমে যাকাত আদায় করতে হবে ?
(ক) ব্যক্তির মাধ্যমে (খ) সমাজের মাধ্যমে
(গ) রাষ্ট্রের মাধ্যমে (ঘ) চেয়াম্যানের মাধ্যমে
৪। মুমিনের জন্য কখন হজ্জ ফরয হবে ?
(ক) যখন দৈহিক সামর্থ্য থাকবে (খ) যখন আর্থিক সামর্থ্য থাকবে
(গ) যখন পথের নিরাপত্তা থাকবে (ঘ) যখন দৈহিক, আর্থিক ও পথের নিরাপত্তা থাকবে
৫। ‘মুত্তাফাকুন আলাইহি’ অর্থ কী ?
(ক) ইমাম বুখারি ও মুসলিম (র.) একই বর্ণনাকারী হতে হাদিস সংকলন করেছেন
(খ) ইমাম বুখারি ও মুসলিম (র.) ভিন্ন বর্ণনাকারী হতে যে হাদিস হাদিস বর্ণনা করেছেন
(গ) ইমাম বুখারি (র) হতে হাদিস বর্ণিত হয়েছে
(ঘ) ইমাম মুসলিম (র.) যে হাদিস বর্ণনাকরেছেন
৬। রোযা পালনের মাধ্যমে অর্জিত হয় -
র.সংযম রর. আত্মশুদ্ধি
ররর.আধ্যাত্মিক উৎকর্ষ
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
নাছের মিয়া নিজকে মুসলিম বলে পরিচয় দেন, কিন্তু মুসলিম হওয়ার জন্য যে সব বৈশিষ্ট্য থাকা আবশ্যক তা তার
মধ্যে নেই। মুখে মুখে তিনি নিজকে ইসলামের অনুসারী বলে দাবি করেন। অথচ প্রতিনিয়ত শিরক করে।
নামাযের সময় হলে তিনি অন্য কাজে ব্যস্ত থাকেন। যাকাত প্রদানের সামর্থ্য থাকলেও এ ব্যাপারে তিনি উদাসীন।
অসুস্থতার কথা বলে প্রতি বছরই রোযা ভঙ্গ করেন। এমনকি হজ্জ করা থেকেও বিরত থাকেন। এর পরও নাছের
মিয়া বিভিন্ন সভা-সমাবেশে দাঁড়িয়ে নিজেকে ঈমানদার বলে পরিচয় দিতে পিছপা হন না।
ক. ঈমান কী ? ১
খ. ‘ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত’- ব্যাখ্যা করুন। ২
গ. কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করতে চায় - সে ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব কীরূপ হবে ? ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত নাছের মিয়ার আচরণ হাদিসের আলোকে বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। খ ২। ক ৩। গ ৪। ঘ ৫। ক ৬। ঘ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র