মুনাফিকের পরিচয় সম্পর্কিত হাদিসের অনুবাদ কর

মুনাফিক, নিফাক, ওয়াদা, বিশ্বাসঘাতকতা, খিয়ানত, আলামত।
অনুবাদ
৪. হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি নবী (স) হতে বর্ণনা করেছেন, মুনাফিকের (কপট বিশ্বাসীর) নিদর্শন
তিনটি :
যখন সে কথা বলে মিথ্যা বলে; যখন সে ওয়াদা করে, তখন সে তার বিপরীত করে এবং যখন তার নিকট কোন জিনিস
আমানত বা গচ্ছিত রাখা হয়, সে বিশ্বাসঘাতকতা করে। (বুখারি ও মুসলিম)
শব্দার্থ
ية ا ـ-চিহ্ন, পরিচয়। منافق-কপট। ثلاث -তিনটি। كذب- মিথ্যা বলে। دو - ওয়াদা করে। اخلف-েখলাফ করে, ভঙ্গ
করে। اوتمن-আমানত রাখা হয়। خان-েখয়ানত করে, আত্মসাৎ করে।
ব্যাখ্যা
আলোচ্য হাদিসে মুনাফিকদের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। মুনাফিকরা কপট এবং বন্ধুর বেশে
মারাত্মক শত্রæ। তারা মুখে ইমানের কথা বললেও অন্তরে ঘোর অবিশ্বাস পোষণ করে। তারা মুখে যা বলে; কাজ করে তার
বিপরীত। মহাগ্রন্থ আল-কুরআনের সূরা বাকারার ২য় রুকুতে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এমনকি
তাদের সম্পর্কে সূরা ‘মুনাফিকুন' নামে একটি স্বতন্ত্র সূরাই নাযিল হয়েছে। উক্ত সূরায় তাদের বহুবিধ দোষের কথা উল্লেখ করা হয়েছে।
মুনাফিকরা কাফিরদের চেয়েও মারাত্মক ও জঘন্য। কারণ কাফেররা মুসলিমদের প্রকাশ্য শত্রæ হওয়ার কারণে তাদের
শত্রæতা থেকে আত্মরক্ষা করা সহজ কিন্তু মুনাফিকরা বন্ধুর বেশ ধারণ করে বলে তাদের কবল থেকে আত্মরক্ষা করা খুবই
কঠিন। এমনকি রাসূলে করীম (স) ও তাদের দ্বারা বহু কষ্ট পেয়েছেন। এরা মুসলিমদের চরম শত্রæ। বিশ্বাসঘাকতা এদের
স্বভাব। আল্লাহ তা‘আলা মুনাফিকদের জন্য অত্যন্ত নিকৃষ্ট ও কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন।
আল্লাহ তা‘আলা বলেনÑ
“নিশ্চয় মুনাফিকরা দোযখের সর্বনি¤œস্তরে থাকবে।” (সূরা নিসা-৪:১৪৫)
ছদ্মবেশী গোপন শত্রæদের হাত থেকে আত্মরক্ষার জন্য রাসূলে করীম (স) বিভিন্ন হাদিসে তাদের কতিপয় নিদর্শনের কথা
উল্লেখ করেছেন। এ হাদিসেও তাদের বড় বড় তিনটি আলামত তুলে ধরা হয়েছে। মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা ও
আমানতের খেয়ানত করা তাদের স্বভাব। অপর একটি হাদিসে তাদের আরেকটি স্বভাবের কথা বলা হয়েছে। তা হলকারও সাথে বিতর্ক বা ঝগড়া লাগলে তারা অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।
শিক্ষা
এ হাদিস থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি, তা হল১. মুনাফিকি মারাত্মক গুণাহের কাজ।
২. মুনাফিকরা ইসলামের ঘোর দুশমন। কখনও মুনাফিকি আচরণ করা উচিত নয়।
৩. মুনাফিকরা সুযোগ সন্ধানী। এরা মুসলিম দলের মধ্যে আসে সুযোগের সন্ধানে। সুযোগ ফুরালে এরা কেটে পড়ে। তাই
মুনাফিকদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে।
৪. মুনাফিকদের চেনার উপায় হচ্ছে ৩টি : সত্য না বলা, ওয়াদা ভঙ্গ করা। এবং আমানতের খিয়ানত করা। যাদের মধ্যে
এরূপ দোষ দেখা যাবে, মনে করা হবে এরাই মুনাফিক। কাজেই এদের ধোঁকা থেকে বাঁচতে হবে।
৫. নিজেরা কখনও মুনাফিকি কর্মকাÐে জড়িত হওয়া উচিত নয়।
৬. মুনাফিকরা বিশ্বাসঘাতক ও মুসলিম উম্মাহর ঘোর শত্রæ। তাই এদেরকে চিহ্নিত করা দরকার।
৭. মুনাফিকরা কাফিরদের থেকেও নিকৃষ্ট ও জঘন্য চরিত্রের লোক।
অতএব মুনাফিকির মত জঘন্য ও ঘৃণিত কাজ হতে আমাদের বেঁচে থকতে হবে।
সারসংক্ষেপ
মুসলিমদের মুনাফিকদের সংস্পর্শ থেকে দূরে থাকা উচিত। উপরোক্ত হাদিসে যে তিনটি লক্ষণের কথা বলা হয়েছে মূলত
এ তিনটি লক্ষণই মানুষের গোটা জীবনকে নিয়ন্ত্রিত করে। সুতরাং এগুলো যাতে মানবজীবনে কোন বিপর্যয় সৃষ্টি করতে
না পারে, সেদিকে সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। অন্যথায় সরলমনা বিশ্বাসীরা প্রতি ক্ষেত্রে ধোঁকা খেয়ে তাদের ঈমান
হারিয়ে ফেলবে। হাদিসে মুনাফিকদের স্বরূপ উদ্ঘাটন করে মুসলিমদের সতর্ক করা হয়েছে, যাতে কেউ এ দ্বিমুখী নীতি অবলম্বন না করে।
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘মুনাফিক’ শব্দের অর্থ কী ?
(ক) বিশ্বাসী (খ) কপট
(গ) অবিশ্বাসী (ঘ) খাঁটি মুসলিম
২। ‘মুনাফিকের’ আলামত কয়টি ?
(ক) ৩টি (খ) ৫টি
(গ) ৭টি (ঘ) ৯টি
৩। পবিত্র কুরআনের কোন সূরায় মুনাফিকের কথা বর্ণনা করা হয়েছে ?
(ক) সূরা বাকারায় (খ) সূরা ত্বীনে
(গ) সূরা নাসে (ঘ) সূরা কাউসারে
৪। মানুষের দ্বিমুখী নীতির ওপর ভিত্তি করে কোন সূরা নাযিল হয়েছে ?
(ক) সূরা বাকারা (খ) সূরা মুনাফিকুন
(গ) সূরা নাস (ঘ) সূরা কাউসার
নিচের উদ্দীপকটি পড়–ন ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দিননিশ্চয় মুনাফিকরা জাহজান্নামের সর্বনি¤œস্তরে শাস্তি ভোগ করবে।
৫। মুনাফিকের আলামত কয়টি ?
(ক) ৩টি (খ) ৪টি
(গ) ৫টি (ঘ) ৬টি
৬। মুনাফিকী থেকে বিরত থাকা সম্ভব হলের. মারাত্মক গুনাহ থেকে বাঁচা যাবে রর. শত্রæতা থেকে অত্মরক্ষা করা সহজ হবে
ররর. সকলের ভালোবাসা পাওয়া যাবে
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর (খ) রর ও রর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
একবার টেলিভিশনের টকশোর আলোচনায় আলোচকগণ বলেন, মানুষের মধ্যে দুমুখো নীতি প্রকটভাবে দেখা যায়। কথা
বলে এক রকম আর কাজ করে অন্য রকম। আজকাল নীতিবোধ সম্পন্ন মানুষ সমাজের মধ্যে তেমন দেখা যায় না। তারা
স্বার্থ হাসিলের জন্য প্রতিশ্রæতি দেন বটে, কিন্তু স্বার্থ হাসিল হয়ে গেলে সব প্রতিশ্রæতি বেমালুম ভুলে যান। রহমত আলী
এমনই একজন ব্যক্তি। তার এমন নীতিতে এলাকার জনগণ খুবই অসন্তুষ্ট। রহমত আলীর চরিত্রের মধ্যে ভালো মানুষের
লক্ষণ দেখা যায় না।
ক. মুনাফিকি কী ? ১
খ. ‘নিশ্চয় মুনাফিকরা দোযখের সর্বনিম্ম স্তরে শাস্তি ভোগ করবে’-ব্যাখ্যা করুন। ২
গ. মুনাফিক চেনার উপায় কী ? ব্যাখা করুন। ৩
ঘ. রহমত আলীর চরিত্রে কোন বিষয়গুলো ফুটে উঠেছে-হাদিসের আলোকে বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। খ ২। ক ৩। ক ৪। খ ৫। ক ৬। ঘ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]