হাদিস-৬ : বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন

বন্ধুত্ব, ধর্ম, বিধান, দ্বীন, মুমিন, খোদাভীরু,অসৎ, দুশ্চরিত্র।
অনুবাদ
৬. হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন : মানুষ তার বন্ধুর দ্বীন দ্বারা প্রভাবিত
হয়। অতএব তোমাদের প্রত্যেকেরই দৃষ্টি রাখা উচিত যে, সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে। (মুসানাদে আহমাদ, আবু
দাউদ ও তিরমিযী)
শব্দার্থ
المرء -মানুষ, ব্যক্তি, লোক। ينظرদে-ে খ নেয়। دين-ধর্ম। দ্বীন ইসলাম মানে, আল্লাহর পক্ষ থেকে ইসলাম নামে যে
জীবন বিধান রাসূলুল্লাহ (স)-এর নিকট পাঠানো হয়েছে। অর্থাৎ দ্বীন মানে মতাদর্শ, মতবাদ, ধর্ম ও জীবন বিধান। خليلবন্ধু। يخالل-বন্ধু হিসেবে গ্রহণ করছে।
ব্যাখ্যা
এ হাদিসখানিতে বন্ধু নির্বাচনের ব্যাপারে সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আলোচ্য হাদিসে একটি
স্বতঃসিদ্ধ বিষয়ের ওপরে মহানবী (স) আলোকপাত করেছেন। মহানবী (স) বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্ম ও আদর্শের
দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ মানুষ তার বন্ধুর দ্বারা পরিচিত হয়ে থাকে। কেননা মানুষ সাধারণত তার বন্ধুর মত, পথ, স্বভাব,
আদর্শ ও ধর্মের অনুসারী হয়ে থাকে। তাই এক বন্ধু অপর বন্ধুর প্রভাবে অনেকটা প্রভাবিত হয়ে থাকে। বাংলায় এ মর্মে
একটি প্রবাদ আছে, “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ”।
দুই বন্ধুর একজন যদি ধার্মিক হয়, তবে অন্যজনও বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়ে ধার্মিক হয়ে থাকে। বন্ধুত্ব স্থাপন করার পূর্বে
ভালোরূপে দেখে নেয়া কর্তব্য যে, লোকটি ভালো, না মন্দ স্বভাবের। অপর এক হাদিসে আছে, “যে ব্যক্তি যে জাতির
লোকদের বেশ-ভ‚ষা, চাল-চলন অনুসরণ করবে সে ঐ জাতির মধ্যে গণ্য হবে।” কাজেই যারা মহান আল্লাহ ও তাঁর
রাসূলুল্লাহ (স)-কে বিশ্বাস করে, যারা সৎকাজে অভ্যস্ত, যারা ধর্মপ্রাণ, সদাচারী, সৎস্বভাব বিশিষ্ট, মুত্তাকী-তারাই কেবল
মুমিনদের বন্ধু হওয়ার উপযুক্ত। তাদের সাথেই বন্ধুত্ব স্থাপন করা উচিত।পক্ষান্তরে যারা অসৎ, ঝগড়াটে, অশ্লীল কাজে অভ্যস্ত কিংবা অবিশ্বাসী, কপট প্রকৃতির তাদের সংসর্গ সর্বতোভাবে
পরিত্যাজ্য। কেননা এদের বন্ধুত্ব কেবল লোক দেখানো, যা নিঃস্বার্থ হতে পারে না। এরা সুখের সময় স্বীয় স্বার্থের লোভে
বন্ধুত্ব করবে, কিন্তু স্বার্থের ব্যাঘাত ঘটলে কিংবা স্বার্থ উদ্ধার হলে অথবা বিপদে পড়লে তখন কেটে পড়বে।
বন্ধু নির্বাচনের পূর্বে হবু বন্ধুকে ভালোভাবে দেখে শুনে পরখ করে নিতে হবে। অন্যথায় এর পরিণাম দুনিয়া ও আখিরাতে ভয়াবহ হতে বাধ্য।
শিক্ষা
এ হাদিসের মূল শিক্ষা হচ্ছে১. মানুষ বন্ধুর আদর্শের অনুসারী হয়;
২. মানুষ তাঁর বন্ধুর ধর্মের দ্বারা প্রভাবিত হয়।
৩. এক বন্ধুর স্বভাব-চরিত্র, আচার-আচরণ অপর বন্ধুর ওপর বিরাট প্রভাব বিস্তার করে।
৪. বন্ধুত্ব করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে।
৫. ধার্মিক ও আদর্শবান লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করা উচিত।
৬. অসৎ, দুশ্চরিত্র, লম্পট, অধার্মিক লোকের সাথে কখনও বন্ধুত্ব করা উচিত নয়।
সারসংক্ষেপ
আল-কুরআনে মুমিনদেরকে-মুমিনদের ব্যতীত অন্যদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করা হয়েছে। বস্তুত একজন
মুমিনের বন্ধুত্ব করতে হলে একজন আদর্শবান ও মৌলিক মানবীয় গুণ বৈশিষ্ট্যের অধিকারী মুমিনের সাথেই বন্ধুত্ব করা উচিত।
বহু নির্বাচনী প্রশ্ন
১। মানুষ কার আদর্শ দ্বারা প্রভাবিত হয় ?
(ক) শিক্ষকের আদর্শ দ্বারা (খ) বন্ধুর আদর্শ দ্বারা
(গ) পিতার আদর্শ দ্বারা (ঘ) নেতার আদর্শ দ্বারা
২। ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদের সাথে বন্ধুত্ব করলে কী হয় ?
(ক) অমুসলিম হয় (খ) ক্ষতি হয়
(গ) লাভ হয় (ঘ) হিংসা হয়
৩। কাদের সাথে বন্ধুত্ব করা উচিৎ ?
(ক) ভালো মানুষদের সাথে (খ) ব্যবসায়ী মানুষদের সাথে
(গ) সবার সাথে (ঘ) সুদখোরদের সাথে

উদ্দীপকটি পড়–ন এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দিনমুহাইমিনুল ইসলাম ৮ম শ্রেণি ছাত্র। প্রথম থেকেই সে ভালো ছাত্র ছিল। কিন্তু কিছু দিন হল মহল্লার একটি ছেলের
সাথে তার বন্ধুত্ব হয়। সেও ৮ম শ্রেণিতে পড়ে। ছয়মাস যেতে না যেতেই তারা উভয়ে নানা ধরনের অন্যায় কাজে
জড়িয়ে পড়ে। মুহাইমিনুল ইসলাম স্কুলের পরীক্ষায় খারাপ ফলাফল করতে থাকে।
৪। মানুষ কার দারা প্রভাবিত হয় ?
(ক) বন্ধুর দারা (খ) শিক্ষকের দারা
(গ) ব্যবসায়ীর দারা (ঘ) ডাক্তার দারা
৫। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যেসব বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হয়র. স্বভাব চরিত্র রর. সৎকাজে অভ্যস্থ ব্যক্তি
ররর. মুমিন মুত্তাকী
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর (খ) রর ও রর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
সুমন ও সুজন একই ক্লাসে পড়ে। তবে উভয়ের স্বভাব-চরিত্রে বিস্তর পার্থক্য রয়েছে। সুমন নিয়মিত ক্লাস করে,
যথাসময়ে নামায-রোযা আদায় করে, খেলাধুলা করে, পরীক্ষায় কখনো নকল করে না। সব দিকই তার ভালো।
বছর শেষে পরীক্ষার ফলাফলও খুব ভালো হয়। কিন্তু সুজন নিয়মিত নামায-রোজার ব্যাপরে আন্তরিক নয়।
এমনকি খেলাধুলাও করে না। কেবল আজে-বাজে ছেলেদের সাথে আড্ডা দিয়ে বেড়ায়। পরিশেষে দুষ্ট ছেলেদের
পাল্লায় পড়ে পরীক্ষায় নকল করতে গিয়ে বহিষ্কৃত হয়। তাই সুমন সব সময় সুজনকে এড়িয়ে চলে।
ক. মানুষ কার দ্বারা প্রভাবিত হয় ? ১
খ. “সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ” ব্যাখ্যা করুন ; ২
গ. ভালো বন্ধু কে হতে পারে ? ভালো বন্ধুর গুনাবলি লিখুন। ৩
ঘ. উদ্দীপকে সুজনের কর্মকান্ড হাদিসের আলোকে বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। খ ২। খ ৩। ক

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]