হাদিস-৭ : মুসলিমদের পারস্পরিক সম্পর্ক ও কর্তব্য

জুলুম, ইরশাদ, মুসলিম, আখুন, ইরশাদ, দুশমন, হাজাত, সম্প্রীতি।
অনুবাদ
৭. হযরত ইবনে উমর (রা) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন : “এক মুসলিম অপর মুসলমানের ভাই। সে তাকে
অত্যাচারও করবে না এবং তাকে শত্রæর নিকট সমর্পণও করবে না। আর যে ব্যক্তি তার কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে
এগিয়ে আসে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন।” (বুখারি ও মুসলিম)
শব্দার্থ
المسلم-একজন মুসলিম। اخ-ভাই। يظلمه-েস তাকে অত্যাচার করবে। لايظلمهে -স তাকে অত্যাচার করবে না। لا و
يسلمه -এবং তাকে শত্রæর কাছে সোপর্দ করবে না।
ব্যাখ্যা
এ হাদিসে রাসূলুল্লাহ (স) এক মুসলমানের সাথে অপর মুসলমানের সম্পর্ক কি এবং একের প্রতি অপরের কর্তব্যই বা কি
তা আলোচনা করতে গিয়ে বলেছেন মুসলিমগণ পরস্পর ভাই ভাই। সুতরাং ভাইয়ের কর্তব্য হল তার ভাইকে বিপদাপদে
সাহায্য করা এবং শত্রæর আক্রমণ ও নির্যাতন থেকে রক্ষা করা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে ঘোষণা করেছেনÑ
“নিশ্চয় মুসলিমগণ পরস্পর ভাই ভাই। সুতরাং তোমাদের ভাইয়ের মধ্যে আপস-মীমাংসা করে দাও।” (সূরা আল-হুজুরাত
৪৯ : ১০)
কোন মুসলিমকে অত্যাচার করা যাবে না। এবং তাকে কোন অবস্থাতেই দুশমনের হাতে তুলে দেওয়া যাবে না। আপন
ভাইয়ের বিপদের সময় অপর ভাই যেমন সাহায্য করতে এগিয়ে আসে, তেমনি এক মুসলিম ভাইও অপর মুসলিম ভাইয়ের
বিপদাপদ দূর করার জন্য সম্ভাব্য সকল পন্থায় সাহায্য করবে। এ মর্মে রাসূলে করীম (স) ইরশাদ করেছেনÑ
“আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাঁর বান্দাকে সাহায্য করতে থাকেন ; যতক্ষণ পর্যন্ত সে কোন মুসলিম ভাইয়ের সাহায্যে লিপ্ত
থাকে।” (মুসলিম)
সুতরাং আল্লাহ রাব্বুল আলামীনের সাহায্য পেতে হলে অপর মুসলিম ভাইয়ের সাহায্য করা একান্ত কর্তব্য। এক
মুসলমানের বিপদে অপর মুসলমানের এগিয়ে না আসার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমরা অত্যাচারিত ও নিপীড়িত।
যদি আল্লাহ ও তাঁর রাসূলুল্লাহ (স)-এর নির্দেশ অনুযায়ী মুসলিমগণ নিজেদের ভোগ-বিলাস ও সংকীর্ণ স্বার্থচিন্তা পরিহার
করে মুসলিম ভাইয়ের সাহায্যার্থে এগিয়ে আসতো, তাহলে বিভিন্ন দেশের মুসলিমদের এ দুর্দশা হত না। অত্যাচারিত ও
নির্যাতিত মুসলিমদের সাহায্যার্থে অপর মুসলিম এগিয়ে না আসার কারণে জাতি হিসেবে মুসলিমরা আল্লাহর সাহায্য থেকেও বঞ্চিত।
শিক্ষা
১. মুসলিমগণ পরস্পর ভাই ভাই।
২. এক মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের ওপর অত্যাচার করতে পারে না।
৩. তাকে শত্রæর নিকটও সোপর্দ করতে পারে না।
৪. সর্বদা এক মুসলিম আরেক মুসলিম ভাইয়ের সাহায্যে এগিয়ে আসা কর্তব্য।
৭. মুসলিমদের স্বার্থ হানিকর ও ক্ষতিকর কোন কাজ করা যাবে না।
৮. মুসলিম ভাই কোন অন্যায় করলে তা সংশোধন ও ক্ষমা করে দেওয়া উচিত।
১০. আল্লাহর নির্দেশিত পন্থায় চললে তাঁর সাহায্য পাওয়া যাবে।
সারসংক্ষেপ
এক মুসলিম আরেক মুসলমানের ভাই। পরষ্পর ঝগড়া-বিবাদ করা অনুচিত। অত্যাচার-নিগ্রহ করা অন্যায়। শত্রæতা করা
এবং শত্রæর হাতে সপর্দ করা ইমানের পরিপন্থী কাজ। অতএব, আল্লাহ আমাদের উল্লিখিত হাদিসের শিক্ষা গ্রহণ করে তা
বাস্তব জীবনে অনুশীলনের সামর্থ্য দান করুন। (আমীন)
বহু নির্বাচনী প্রশ্ন
১। একজন মুসলিম অপর মুসলিমের কী ?
(ক) আত্মীয় (খ) ভাই
(গ) প্রতিবেশী (ঘ) শত্রæ
২। এক ভাইয়ের প্রতি অপর ভাইয়ের কর্তব্য হলো -
র.বিপদাপদে সাহায্য করা রর. শত্রæুর আক্রমণ থেকে রক্ষা করা ররর. শত্রæুর নির্যাতন থেকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩। “নিশ্চয় মুসলিমগণ পরস্পর ভাই ভাই” -এটি কোন্ সূরার অংশ ?
(ক) সূরা বাকারা (খ) সূরা নূর
(গ) সূরা হুজুরাত (ঘ) সূরা নাবা
৪। আল্লাহ কতক্ষণ পর্যন্ত তার বান্দাকে সাহায্য করতে থাকেন ?
(ক) যতক্ষণ পর্যন্ত সে মুসলিম ভাইয়ের সাহায্য করতে থাকে
(খ) যতক্ষণ পর্যন্ত সে কোন জীবজন্তুর সাহায্য করতে থাকে
(গ) যতক্ষণ পর্যন্ত সে পরিবেশের প্রতি সাহায্য করতে থাকে
(ঘ) যতক্ষণ পর্যন্ত সে সমাজের প্রতি সাহায্য করতে থাকে
উদ্দীপকটি পড়–ন এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দিননিশ্চয় মুসলিম পরস্পর ভাই ভাই
৫। কার পরস্পর ভাই ভাই ?
(ক) মুসলিম (খ) হিন্দু
(গ) খ্রিস্টান (ঘ) বৌদ্য
৬। এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের দায়িত্ব হলোর. আপদ মিমাংশা করা রর. শত্রæতা না করা
ররর. বিপদ আপদে সাহায্য করা
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর (খ) রর ও রর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
জিসান ও মিনার দুই বন্ধু। তারা উভয়েই কলেজে পড়াশোনা করে। একদা দু’জনই বই কেনার জন্য নীলক্ষেত
বইয়ের মার্কেটে যায়। বিভিন্ন দোকান ঘোরাঘুরি করে তারা দু’জনেই দুটি পছন্দের বই ক্রয় করে। জিসান
যথারীতি বইয়ের দাম পরিশোধ করে। কিন্তু মিনার বইয়ের দাম পরিশোধ করতে পকেটে হাত দিয়ে দেখে যে,
তার টাকা চুরি হয়ে গেছে। এতে মিনারের মন খুব খারাপ হয়। জিসান তার বন্ধু মিনারকে সান্ত¡না দিয়ে বলে বন্ধু
টাকার কোন চিন্তা করবে না-আমি তোমার বইয়ের মূল্য পরিশোধ করে দিচ্ছি।
ক. ‘মুসলিম’ কী ? ১
খ. এক মুসলিম অপর মুসলমানের ভাই’-এর ব্যাখ্যা করুন। ২
গ. জিসানের ভূমিকা উল্লিখিত হাদিসের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ ? ৩
ঘ. বিশ্বমুসলিম ঐক্য প্রতিষ্ঠায় মুসলমানের করণীয় বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। খ ২। ঘ ৩। গ ৪। ক ৫। ক ৬। ঘ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]