মুত্তাফাকুন আলাইহি কী ? বীরত্বের লক্ষণ পেশী শক্তি প্রদর্শনের মধ্যে নয়-

গযব, কুস্তিগীর, বীরশ্রেষ্ঠ।
৮. হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: শক্তিশালী সে ব্যক্তি নয়, যে খুব কুস্তি
লড়তে পারে। বরং প্রকৃত শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি, যে ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে। (বুখারি ও মুসলিম)
শব্দার্থ
سছل-নয়। الشديد -শক্তিশালী। الصرعة -কুস্তি লড়া। ال غضبে - ক্রাধ, রাগ।
ব্যাখ্যা
এ হাদিসখানিতে মহানবী (স) বলেছেন, যিনি শ্রেষ্ঠ কুস্তিগীর তিনি প্রকৃতপক্ষে শক্তিশালী বীর নন। কেননা কুস্তিতে
জয়লাভ করা তার দৈহিক শক্তির একটা কৌশলমাত্র। কিন্তু এতে মানবিক শক্তি ও মনোবলের পরিচয় মেলে না। ক্রোধের
সময় সাধারণত মানুষ নিজকে সামলাতে পারে না। যিনি ক্রোধের বশবর্তী হয়ে হিতাহিত জ্ঞান না হারিয়ে নিজের
মনুষত্ববোধ বজায় রেখে কাজ করতে পারেন, সত্যিকার অর্থে তিনিই প্রকৃত বীর। হাদিসে তাকেই বীরশ্রেষ্ঠ আখ্যায়িত করা হয়েছে।
ক্রোধ দমন করা বীরত্বপূর্ণ কাজ। কেননা ক্রোধের সময় মানুষ যে কোন অঘটন ঘটাতে পারে। মারামারি, খুন-খারাবি
এমনকি সাম্প্রদায়িক দাঙ্গা ও যুদ্ধ বাঁধিয়ে বিশ্বমানবতাও ধ্বংস করতে পারে। যার বাস্তব প্রমাণ আমরা পাই বিশ্ব
ইতিহাসের পাতা উল্টালে বিভিন্ন যুদ্ধের পরিণামের দিকে তাকালে। কিন্তু ক্রোধের সময় নিজকে সংযত রাখা সাধারণ
লোকের পক্ষে আদৌ সহজ ব্যাপার নয়। এটা মহাবীরত্বেরই কাজ।
ক্রোধ একটা হীন কু-প্রবৃত্তি। এ হীন কু-প্রবৃত্তিই সমাজ, রাষ্ট্রে-বিশৃঙ্খলা ও অশান্তির মূল উৎস। ইসলাম তাই এ কুপ্রবৃত্তি ক্রোধকে মোটেই পছন্দ করে না। সুতরাং যিনি নিজকে ক্রোধ অবস্থায় সংযত রেখে আত্মার ওপর আধিপত্য
বজায় রাখতে সক্ষম, তিনিই যথার্থ বীরশ্রেষ্ঠ।
ক্রোধ দমনের উপায়
কখনও কোন মানুষের মধ্যে ক্রোধ নামক কু-প্রবৃত্তি প্রবল হলে একে দমন করার জন্য কয়েকটি উপায় অবলম্বন করা যেতে পারে। যেমনÑ
১. ক্রোধ অগ্নিতুল্য এবং তার গতি ঊর্ধ্বমুখী। তাই ক্রোধের উদ্রেক হলে দাঁড়ানো হতে বসে পড়তে হয়; বসা অবস্থায়ও
দমন না হলে শুয়ে পড়তে হয়। এভাবেই ঊর্ধ্বমুখী ক্রোধ নি¤œগামী হতে পারে।
২. ক্রোধের সময় মানুষের ওপর শয়তান ভর করে। সুতরাং শয়তানকে দূর করার জন্য “আউযুবিল্লাহি” পাঠ করা হলে
অথবা উযু করে নিলে ক্রোধ দমন হতে পারে।
৩. উপরের দুটি উপায় অবলম্বনের পরও যদি ক্রোধ দূর না হয়, তবে দু‘রাকআত নফল নামায পড়তে হয়। নামায পড়ার পর আর ক্রোধ থাকতে পারে না।
শিক্ষা
এ হাদিসের মূল শিক্ষা হলÑ
১. বীরত্বের লক্ষণ বা পরিচয় পেশী শক্তি প্রদর্শনের মধ্যে নয়।
২. সংযম ও ধৈর্যের সাথে ক্রোধ সংবরণের মধ্যে বীরত্ব ফুটে উঠে।
৩. ক্রোধ বা রাগ মুমিন চরিত্রের কাম্য নয়।
৪. ক্রোধ সংবরণ করতে না পারলে জীবনে ও সমাজে বহু অনিষ্ট সাধিত হয় এবং সমাজ-সভ্যতা বহু ক্ষতির সম্মুখীন হয়।
৫. ক্রোধের সময় মানুষের বিবেক লোপ পায় এবং মানুষ তখন পশুর ন্যায় দৈহিক শক্তি প্রদর্শন করে।
৬. জ্ঞানী ও সুস্থ বিবেকবান মানুষের বৈশিষ্ট্য নয়।
সারসংক্ষেপ
যে ব্যক্তি ক্রোধের সময় তা দমন করতে পারে, সেই প্রকৃত বাহাদুর ও শক্তিশালী। ক্রোধের সময় মানুষের বিবেক লোপ
পায় এবং মানুষ তখন পশুর ন্যায় দৈহিক শক্তি প্রদর্শন করে। এটা জ্ঞানী ও বিবেকবান মানুষের বৈশিষ্ট্য নয়। কাজেই
আমরা সর্বদা ক্রোধ নামক কু-রিপুকে দমন করে প্রকৃত বীর হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র তথা বিশ্ব দরবারে ইসলামের
ব্যবহারিক আদর্শ তুলে ধরতে চেষ্টা করব।
উক্ত হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমরা সর্বদা ক্রোধ নামক কু-রিপুকে দমন করে প্রকৃত বীর হয়ে রাষ্ট্র, সমাজ তথা
বিশ্বের দরবারে ইসলামের ব্যবহারিক আদর্শ তুলে ধরা জাতিকে ধৈর্যশীল ও সহনশীল জাতিতে পরিণত করার চেষ্টা করতে হবে।
বহু নির্বাচনী প্রশ্ন
১। প্রকৃত শক্তিশালী ব্যক্তি কে ?
(ক) যিনি ক্রোধের সময় নিজকে দমন করতে পারেন
(খ) পেশি শক্তিতে শক্তিমান ব্যক্তি
(গ) সন্ত্রাসী ও সংগ্রামী
(ঘ) মাস্তান ও বিপ্লবী।
২। ক্রোধ দমন করা কেমন কাজ ?
(ক) কাপুরুষের কাজ (খ) বীরত্বের কাজ
(গ) মুমিনের কাজ (ঘ) মুনাফিকের কাজ।
৩। ক্রোধ দমন করার উপায় হলো -
র. দাঁড়ানো থাকলে বসে পড়তে হয় রর. বসে থাকলে শুয়ে পড়তে হয়
ররর. উযু করতে হয়
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৪। ক্রোধের সময় মানুষের ওপর কী চেপে বসে ?
(ক) জিন (খ) মানুষরূপী শয়তান
(গ) শয়তান ভর করে (ঘ) শত্রæ ভর করে
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দিনমানুষের মধ্যে এমন কিছু কু প্রবৃত্তি রয়েছে যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। তাই সমস্ত রকমের কু প্রভৃত্তির থেকে
দূরে থাকতে হবে৫। উদ্দীপকে যে বিষয়টির প্রতি ইঙ্গিত করে-
(ক) ক্রোধ ইসলামে বৈধ নয় (খ) শক্তি প্রদর্শন করতে হবে
(গ) ক্ষমতা প্রদর্শন করতে (ঘ) বিশৃংখলা সৃষ্টি করতে হবে।
৬। উদ্দীপকের অন্যতম শিক্ষা হলোর. ক্রোধ থেকে বিরত থাকতে হবে রর. মারামারি হতে দূরে থাকতে হবে
ররর. মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর (খ) রর ও রর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
নাসির উদ্দীনরা চার ভাই। তার সর্বশেষ ভাই অষ্টম শ্রেণিতে পড়ে। পাড়ার সব ছেলে দলবেঁধে স্কুলে যায় আবার দল বেঁধে
স্কুল থেকে ফেরে। ফেরার পথে সব বন্ধু মিলে ফুটবল খেলতে মাঠে নামে। খেলা ভালোই চলছিল। হঠাৎ একটা ফাউলকে
কেন্দ্র করে লেগে গেল মারামারি। মারামারিতে এক পর্যায়ে নাসির উদ্দীনের ছোট ভাইয়ের হাত ভেঙ্গে যায়। নাসির উদ্দীনরা
এলাকার মধ্যে খুবই ক্ষমতাশালী। তিনি ইচ্ছা করলে এর প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু তিনি তা করলেন না। বরং
অন্যদেরকে বুঝিয়ে-শুনিয়ে বাড়িতে পাঠালেন এবং নিজের আপন ভাইকে হাসপাতালে ভর্তি করালেন।
ক. মুত্তাফাকুন আলাইহি কী ? ১
খ. বীরত্বের লক্ষণ পেশী শক্তি প্রদর্শনের মধ্যে নয়- ব্যাখ্যা করুন। ২
গ. নাসির উদ্দীনর চরিত্রে কোন গুণের প্রকাশ পেয়েছে ? বুঝিয়ে লিখুন ৩
ঘ. প্রকৃত বীরের পরিচয় হাদিসের আলোকে বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। ক ২। খ ৩। ঘ ৪। গ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]