হাদিস-১১ : ব্যবসায়-বাণিজ্যে সততার গুরুত্ব বিশ্বস্ত ব্যবসায়ী বলতে কী বোঝানো হয়

শহীদ, বিশ্বাসী, সত্যবাদী, ইয়াওমুল কিয়ামাহ, সাদিক।
অনুবাদ
১১. হযরত ইবনে উমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন : একজন বিশ্বস্ত সত্যবাদী মুসলিম
ব্যবসায়ী শেষ বিচারের দিবসে শহীদগণের সাথী হবেন। (মুস্তাদরাকে হাকিম)
ব্যাখ্যা
এ হাদিসে রাসূলুল্লাহ (স) সত্যবাদী ও বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ীর প্রশংসা করে বলেছেন যে, তাঁরা কিয়ামতের দিন
শহীদদের ন্যায় উচ্চ মর্যাদা লাভ করবেন। ব্যবসায়-বাণিজ্যে মানুষ সাধারণত অন্যায় ও অবৈধ পন্থা অবলম্বন করে সাধারণ
লোকদের প্রবঞ্চনা করে থাকে। সাধারণ মানুষকে ব্যবসায়ীদের প্রবঞ্চনা থেকে রক্ষা করার নিমিত্তে হাদিসে সৎ ও বিশ্বস্ত
ব্যবসায়ীদের এই মহাপুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। ব্যবসায়-বাণিজ্য হল জীবনের বৈষয়িক উন্নতি লাভের প্রধান
হাতিয়ার। এটা কৃষি, চাকরি ও অন্যান্য পেশা থেকে বহুগুণে উত্তম। আল্লাহর রহমতের দশ ভাগের নয় ভাগই ব্যবসায়ের
মধ্যে নিহিত। রাসূলে করীম (স) স্বয়ং এবং সাহাবায়ে কিরামের অনেকেই ব্যবসা করেছেন। তাঁদের সকলেই মুসলিমদের
ব্যবসায় করার জন্য উৎসাহিত করেছেন।
কিন্তু ব্যবসায়ে যদি সততার পরিবর্তে দুর্নীতি অবলম্বন করা হয় তবে উন্নতির পরিবর্তে অবনতি অবধারিত। সৎ
ব্যবসায়ীদের দুনিয়ায় উন্নতির সাথে সাথে এ হাদিসে তাদের পরকালের উন্নতির সুসংবাদও দেওয়া হয়েছে। কিয়ামতের
দিন নিষ্ঠাবান মুসলিম ব্যবসায়ীদেরকে শহীদগণের সমমর্যাদা দান করা হবে। কুরআন ও হাদিসের বহু জায়গায় উল্লেখ করা
হয়েছে যে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে শহীদগণ মহাসম্মানের অধিকারী হবেন। সেই শহীদগণের সমমর্যাদা লাভ
করা একমাত্র সৎ ব্যবসায়ীদের পক্ষেই সম্ভব। তাই ব্যবসায়ে দুর্নীতি অবলম্বন করার পরিবর্তে সততা ও বিশ্বস্ততা অবলম্বন করা প্রতিটি মুসলিম ব্যবসায়ীর কর্তব্য।
শিক্ষা
আলোচ্য হাদিস থেকে যেসব শিক্ষা গ্রহণ করতে পারি তা নি¤œরূপ১. ব্যবসায়-বাণিজ্য একটি মহৎ পেশা।
২. মহান আল্লাহর কাছে সৎ ব্যবসায়ীর বিশেষ মর্যাদা রয়েছে।
৩. ব্যবসায়-বাণিজ্যে ফাঁকি-ধোঁকা এবং প্রতারণা গর্হিত কাজ।
৪. সৎ ব্যবসায়ীকে আল্লাহ ও তাঁর রাসূলুল্লাহ (স) ভালোবাসেন।
৫. ব্যবসায়-বাণিজ্যে সততা অবলম্বনের জন্য এবং সৎভাবে টিকে থাকার জন্য অনেক ত্যাগ-তিতিক্ষার পরিচয় দিতে হয়। এটা জিহাদের তুল্য কঠিন কাজ।
৬. মুসলিম সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সাথে থাকবেন।
সারসংক্ষেপ
ব্যবসায়-বাণিজ্যে সততা রক্ষা করা কঠিন কাজ। তাই দুর্নীতিমুক্ত ব্যবাসায়ের ও ব্যবসায়ীর মর্যাদা ইসলামে অনেক উচ্চে। সৎ ব্যবসায়ীকে শহীদের মর্যাদা দেওয়া হবে।
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘তাজের’ শব্দের অর্থ কী ?
(ক) ব্যবসায়ী (খ) চাকরিজীবী
(গ) আমদানীকারী (ঘ) রফতানি কারক।
২। আল্লাহর রহমতের ১০ভাগের কতভাগ ব্যবসায় নিহিত রয়েছে ?
(ক) ৫ ভাগ (খ) ৭ ভাগ
(গ) ৯ ভাগ (ঘ) ১০ ভাগ
৩। কিয়ামতের দিন কারা শহীদের মর্যাদা লাভ করবে ?
(ক) সৎ ব্যবসায়ী (খ) সৎ চাকরিজীবী
(গ) সৎ কৃষক (ঘ) দাওয়াত দানকারী
৪। রাসূলুল্লাহ (স) ছিলেন -
র. একজন সৎ ব্যবসায়ী
রর. একজন নবী ও রাসূলুল্লাহ
ররর. একজন পথ-প্রদর্শক
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উদ্দীপকটি পড়–ন এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দিন-
তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তিই অধিক মর্যাদাসম্পন্ন যে, তোমাদের মধ্যে অধিক মুত্তাকী ?
৫। উদ্দীপকে কয়টি বিষয়ের উল্লেখ রয়েছে ?
(ক) ২দুটি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
৬। কোন ব্যক্তি সর্বোত্তম বলে বিবেচিত ?
র. মুমিন
রর. যে ব্যক্তি নিজের সম্পদ দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করে
ররর. যে নিজের জীবন দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করে
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর (খ) রর ও রর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
হাসান একজন মুদি দোকানদার। প্রথম দিন থেকেই সে সৎভাবে দোকানে খাঁটি মালামাল বিক্রি আরম্ভ করেন। ওজনও
ঠিকঠাক মত দেন। এতে তার সুনাম ও খ্যাতি মহল্লায় ছড়িয়ে পরে। দোকানে বিক্রিও বেড়ে যায়। অপরদিকে পাশের
দোকানি তারেকের কাস্টমার দিন দিন কমে যেতে থাকে। তাই একদিন তারেক হাসানকে বললেন-এত সৎভাবে তুমি
দোকান বেশি দিন চালাতে পারবে না। প্রতি উত্তরে হাসান বললেন, আমার ব্যবসায় লাভ কম হলেও আখিরাতে শহীদগণের
সাথী হওয়ার সুযোগ রয়েছে।
ক. বিশ্বস্ত ব্যবসায়ী বলতে কী বোঝানো হয়েছে ? ১
খ. ‘ব্যবসায় করা রাসূলের সুন্নাত’- ব্যাখ্যা করুন। ২
গ. দোকানদার হাসানের মধ্যে কোন বিশেষ গুণটি প্রকাশ পেয়েছে ? বুঝিয়ে লিখুন। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত হাসানের দৃষ্টিভঙ্গি হাদিসের আলোকে বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। ক ২। গ ৩। ক ৪। ঘ ৫। খ ৬। ঘ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]