জিহাদ মানে কী ? আল্লাহর পথে জিহাদ বলতে কী বোঝায় আল্লাহর পথে জিহাদের গুরুত্ব

ফী- ছাবিলিল্লাহ, মু’মিন, খলিফা, আল্লাহর পথে জিহাদ।
অনুবাদ
১২. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বলাহলো, হে রাসূল! কোন্ ধরণের মানুষ সর্বোত্তম? তখন
রাসূলুল্লাহ (স) বলেন, এমন মুমিন যে নিজের জীবন ও ধন-সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। (বুখারি)
শব্দার্থ
الناس اىে -কান মানুষ। افضل -সর্বোত্তম। مؤمن -মু’মিন। يجاهد -জিহাদ করে। االله يل\س فى -আল্লাহর পথে।
بنفسه -নিজের জীবন। ماله و -এবং তার ধন-সম্পদ।
ব্যাখ্যা
মানুষ মহান আল্লাহ তা‘আলার খলিফা হিসেবে পৃথিবীতে দ্বীনকে কায়েম রাখার জন্য জিহাদে অংশগ্রহণ করবে এবং জীবন
ও ধন-সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। সুতরাং যারা জিহাদে অংশগ্রহণ করবে এবং নিজের ধন-সম্পদকেও
আল্লাহর পথে বিলিয়ে দেবে মহান আল্লাহ ও রাসূলের নিকট ঐ ব্যক্তিই সর্বাধিক প্রিয় ব্যক্তি।
শিক্ষা
আলোচ্য হাদিস থেকে আমরা বাস্তব জীবনে নি¤েœাক্ত শিক্ষাগ্রহণ করতে পারিÑ
১. যে ব্যক্তি কোন বিষয় সম্পর্কে জানতে চায় তার উচিত ঐ বিষয় সম্পর্কে জানেন এমন ব্যক্তিকে বিনয়ের সাথে প্রশ্ন
করা।
২. মানুষে মানুষে কোন পার্থক্য নেই। কিন্তু জ্ঞান গরিমায় ও আমলের কারণে মর্যাদায় পার্থক্য আছে।
যেমন কুরআনে ইরশাদ হয়েছেÑ “নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তিই
অধিক মর্যাদাসম্পন্ন, যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকী।” (সূরা হুজুরাত- ৪৯ : ১৩)
৪. মানুষের মধ্যে তারাই শ্রেষ্ঠ, যারা ইসলামের জন্য নিজেদের জীবন ও সম্পদ উৎসর্গ করে।
৫. জিহাদ বিভিন্ন রকমে হতে পারে- জীবন দিয়ে, ধন-সম্পদ দিয়ে, জ্ঞান-বুদ্ধি দিয়ে কিংবা শিল্প সাহিত্য ও বুদ্ধিমত্তাকে
আল্লাহর পথে ব্যয় করার মাধ্যমে।
৬. মুমিনের আদর্শ হলো সত্য প্রতিষ্ঠা করা। কোন অন্যায় তাকে আদর্শচ্যুত করতে পারবে না।
৭. অন্যায় বিদূরিত করার জন্য প্রয়োজনে জানমাল বাজী রাখতে হবে।
সারসংক্ষেপ
একজন মুসলমানের প্রত্যাশা হলো সর্বোৎকৃষ্ট ও সর্বোচ্চ মুমিন হওয়া। এ প্রত্যাশা পূরণ করতে হলে আমাদেরকে মুমিন
ও আল্লাহর পথের সৈনিক হতে হবে। একজন মুমিনের পরম প্রত্যাশা হলো আল্লাহ তা‘আলার দীদার লাভ করা। মহান
প্রতিপালকের সান্নিধ্য লাভ করার জন্যই আমাদের জীবন ও সম্পদ তাঁর পথে উৎসর্গ করতে হবে।
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘জিহাদ’ শব্দের অর্থ কী ?
(ক) সত্য প্রতিষ্ঠার চেষ্টা করা (খ) বড় নেতা হওয়ার চেষ্টা করা
(গ) বীর হওয়া (ঘ) পরাজিত করা
২। মুমিনের একমাত্র উদ্দেশ্য কোনটি ?
(ক) শিক্ষক হওয়া (খ) আল্লাহর দীদার লাভ করা
(গ) ব্যবসায়ী হওয়া (ঘ) বড় চাকরিজীবী হওয়া
৩। মুমিনের আদর্শ কোনটি ?
(ক) সত্য প্রতিষ্ঠা করা (খ) নিজকে নিয়ে ব্যস্ত থাকা
(গ) পরিবার নিয়ে ব্যস্ত থাকা (ঘ) আত্মীয় নিয়ে ব্যস্ত থাকা
৪। জিহাদ বিভিন্ন রকম হতে পারে -
র. জীবন দিয়ে রর. ধন-সম্পদ দিয়ে
ররর. জ্ঞান-বুদ্ধি দিয়ে
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
আমেনা ও আছিয়া দু’জনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা ব্যক্তিগত জীবনে খুবই ধার্মিক। আমিনা সচ্ছল পরিবারের
সন্তান। তাকে বিভিন্নভাবে টাকা-পয়সা অপচয় করতে দেখা যায়। কিন্তু আছিয়া সচ্ছল হলেও সে টাকা-পয়সা অপচয় না
করে জমানোর চেষ্টা করে। সে গরিব-দুঃখীদের অভাব মোচনের চেষ্টা করে ও আল্লাহর পথে ব্যয় করে। আছিয়ার দেখাদেখি
আমিনাও টাকা-পয়সা জমিয়ে গরিব-দুঃখীর অভাব মোচনে মন দেয় এবং দ্বীনের পথে আত্মনিয়োগ করে।
ক. জিহাদ মানে কী ? ১
খ. আল্লাহর পথে জিহাদ বলতে কী বোঝায় ? ২
গ. কোন ব্যক্তি সর্বোত্তম ? কেন ? বুঝিয়ে লিখুন ৩
ঘ. আমেনা ও আছিয়ার কর্মকান্ড উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। ক ২। খ ৩। ক ৪। ঘ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]