সাদাকায়ে জারিয়া কী ? ইসলামে ভালো বই-এর গুরুত্ব ব্যাখ্যা তিনটি ভালো কাজ যা মৃত্যুর পরও উপকারে আসে

আমল, সাওয়াব, সাদাকা জারিয়া, উপকারি বিদ্যা, সৎ সন্তান, ইনসান।
অনুবাদ
১৪. হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন : যখন মানুষ মারা যায় তখন তার
আমল বন্ধ হয়ে যায়; কিন্তু তিন ধরনের আমল জারি থাকে ১. সাদাকায়ে জারিয়া, ২. এমন ইলম বা বিদ্যা যার দ্বারা
মানুষের উপকার সাধিত হয় এবং ৩ সুসন্তান যে সন্তান তার জন্য দোয়া করে। (মুসলিম)
শব্দার্থ
مات -মৃত্যুবরণ করে। الانسبحن -মানুষ। انفطع -বন্ধ হয়ে যায়। عمله -তার কাজ। جاريه صدقة - সাদাকা জারিয়া।
لم -জ্ঞান। تفعদي -উপকার সাধিত হয়। صالح ولد -সু সন্তান। يدعوله -তার জন্য দু‘আ করে।
ব্যাখ্যা
কোন মানুষই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবে না। একটা নির্দিষ্ট সময়ের পর সে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এমনকি
পরিবার-পরিজনের স্মৃতিপট হতেও মুছে যাবে। কিন্তু এমন কতকগুলো উত্তম কর্ম আছে যেগুলো ঠিকভাবে করে যেতে
পারলে দুনিয়াবাসীর নিকট অমর হয়ে থাকবে। অত্র হাদীসে সেই কাজগুলোর বিষয়ে আলোচিত হয়েছে।
শিক্ষা
হাদিসের মাধ্যমে আমরা বাস্তব জীবনে যে শিক্ষা গ্রহণ করতে পারি তাহলোÑ
১. পার্থিব জীবন পরকালের কর্মক্ষেত্র স্বরূপ।
২. দুনিয়ার জীবনের কাজের ভিত্তিতেই পরকালের সুখ-দুঃখের পুরস্কার নির্ধারিত হবে।
৩. যে জ্ঞান বা বিদ্যা মানব জাতির কল্যাণে আসে, এ ধরনের জ্ঞান অর্জন ও প্রসার করা আমাদের সবার দায়িত্ব ও
কর্তব্য।
৪. ইসলামি শিক্ষা বিস্তারে আমাদেরকে ব্যাপক উদ্যোগ নিতে হবে।
৫. মানব কল্যাণমূলক কর্মকাÐ যেমন হাসপাতাল, সেতু, এতিমখানা প্রভৃতি প্রতিষ্ঠান বেশি বেশি করে গড়ে তোলা প্রয়োজন।
৬. নিজে জ্ঞান অনুযায়ী আমল করব এবং অন্যকেও সে অনুযায়ী আমল করার জন্য তাগিদ প্রদান করব।
৭. পিতা-মাতা যখন আল্লাহর নিকট সন্তান-সন্ততির জন্য দোয়া করে ও রহমত কামনা করে তখন আল্লাহ তা‘আলা তা
কুবল করে নেন।
৮. সন্তানদের সঠিক পথে পরিচালিত করা পিতা-মাতার দায়িত্ব।
৯. সন্তানদের দায়িত্ব হল পিতা-মাতার জন্য আল্লাহর নিকট মাগফিরাত কামনা করা।
সারসংক্ষেপ
মুসলিম হিসেবে আমাদের উচিত ইসলামি আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ জ্ঞান অর্জন করা। যে জ্ঞান ইহকাল ও পরকালের
কাজে আসবে এবং সন্তান সন্ততিকে এমন সুন্দর চরিত্রের অধিকারী করে গড়ে তোলা প্রয়োজন যারা মৃত্যুর পর পিতামাতার জন্য আল্লাহর নিকট মাগফিরাত কামনা করবে। এমন মানব কল্যাণ মূলক কাজ বহুদিন পর্যন্ত কল্যাণ বয়ে আনতে পারে।
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘দু‘আ’ শব্দের অর্থ কী ?
(ক) পিতা-মাতার নিকট চাওয়া (খ) আল্লাহর নিকট প্রার্থনা করা
(গ) ভাই-বোনের নিকট চাওয়া (ঘ) শিক্ষকের নিকট চাওয়া
২। কয় ধরনের আমল সর্বদা অব্যাহত থাকে ?
(ক) ৩ ধরনের (খ) ৫ ধরনের
(গ) ৭ ধরনের (ঘ) ১১ ধরনের
৩। যে কাজগুলো দুনিয়া ও আখিরাতে প্রশংসনীয় তা হলো -
র. সাদাকায়ে জারিয়া রর. উপকারী জ্ঞান ররর. সু-সন্তান
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
মাওলানা আনিস একজন বড় আলিম ও ইসলামি গবেষক হিসাবে পরিচিত ছিলেন। তিনি অনেক হাদিসগ্রন্থের অনুবাদ
করেন। তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে কয়েকটি মূল্যবান গ্রন্থ রচনা করেন। তাঁর পুত্র-কন্যাগণও ইসলামি শিক্ষায় শিক্ষিত
ছিলেন। তিনি অসংখ্য মসজিদ, মাদরাসা, এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। সামাজিক দিক থেকেও তিনি অনেক অবদান
রেখেছেন। বস্তুত তিনি একজন সার্থক মানুষ।
ক. সাদাকায়ে জারিয়া কী ? ১
খ. ইসলামে ভালো বই-এর গুরুত্ব ব্যাখ্যা করুন। ২
গ. নেক সন্তান কীভাবে উপকারী ? বুঝিয়ে লিখুন । ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত আল্লামা রহিমউল্লাহ অবদান হাদিসের আলোকে বিশ্লেষণ করুন ৪
উত্তরমালা: ১। খ ২। ক ৩। ঘ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]