হালাল রিযিক কী ? হারাম খাদ্যের পরিণাম

হারাম, দোযখ, নার, জান্নাত।
অনুবাদ
১৫. হযরত জাবির (রা) হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (স) বলেছেন যে গোশত হারাম দ্বারা গঠিত, তা বেহেশতে
প্রবেশ করবে না। আর প্রত্যেক হারাম মাল দ্বারা গঠিত দেহের জন্য দোযখই শ্রেষ্ঠ স্থান। (আহমদ, দারেমী ও বায়হাকী)
শব্দার্থ
لايدخل-প্রবেশ করবে না। الجنة-জান্নাত, বেহেশত, স্বর্গ। لحم-েগাশত, মাংস نبت -গঠিত, বেড়ে উঠেছে, উৎপন্ন
হয়েছে। السحت -হারাম বস্তু, ঘৃণিতসম্পদ, অসৎ উপায়ে উপার্জিত সম্পদ। لঠ- সমস্ত, সকল, সব। النارদে -াযখ,
আগুন, اولى -অধিক উপযুক্ত, উত্তম, যথেষ্ট, শ্রেষ্ঠতম।
ব্যাখ্যা
আমরা যে সকল বস্তু খাই, তার নির্যাস বা সার পদার্থ আমাদের দেহের শিরা-উপশিরায় ও রক্তে মিশে দেহকে সবল,
সতেজ ও কর্মক্ষম করে। শারীরিক অবকাঠামো গড়ে তোলে, বৃদ্ধি ঘটায়।
আল্লাহ তা‘আলা এ নিখিল বিশ্বে আমাদের জীবিকার জন্য সব রকম আয়োজন করেছেন। আমাদের দেহ গঠন ও পরিপুষ্টির
জন্য যা প্রয়োজন তা আল্লাহ তা‘আলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। তা হালাল ও বৈধ উপায়ে উৎপাদন ও উপার্জন করার
জন্য বলেছেন। আমাদেরকে বৈধটা গ্রহণ করার জন্য অনুমোদন দিয়েছেন। মহান আল্লাহর ঘোষণা“আমি তোমাদেরকে জীবিকারূপে যেসব পবিত্র বস্তু দান করেছি তোমরা তা থেকে আহার করো।” (সূরা বাকারা-২ : ১৭২)
আমাদের এ রিয্ক বা জীবিকা দু'রকমের। হালাল ও হারাম। আল্লাহ হালাল বা বৈধ রিয্ক গ্রহণ করার অনুমতি দিয়েছেন।
আর হারাম বা অবৈধ বস্তু গ্রহণ করতে নিষেধ করেছেন।
আবার দ্রব্যের মধ্যে কিছু আছে যা এমনিতেই আমাদের জন্য খাওয়া বা গ্রহণ করা অবৈধ ও হারাম। এ হারাম বস্তু খেয়ে
আমাদের যে শরীর হবে; তা জাহান্নামের উপযুক্ত।
শিক্ষা
এ মহান বাণী থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি তা হলো :
১. হালাল উপার্জন করে হালাল রিয্ক খেয়ে জীবিকা নির্বাহ করতে হবে।
২. হারাম উপায়ে অর্জিত ও উপার্জিত জীবিকার দ্বারা গঠিত শরীরের রক্ত-মাংস অপবিত্র।
৩. হারামের শরীর কখনও বেহেশতে প্রবেশ করবে না।
৪. হারামের দ্বারা গঠিত শরীর জাহান্নামেরই উপযুক্ত। জাহান্নামের আগুনে তা দগ্ধ হবে।
সারসংক্ষেপ
অবৈধ সম্পদের দ্বারা লালিত-পালিত দেহ জাহান্নামের ইন্ধন হবে। তাই হারাম উপার্জন সর্বতোভাবে বর্জন
করতে হবে। হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে হবে। যত কষ্টই হোক হারাম উপার্জন ত্যাগ করে হালালের দিকে সকলেরই আসা অপরিহার্য।
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘হারাম’ শব্দের অর্থ কী ?
(ক) বৈধ (খ) অবৈধ
(গ) নিরপেক্ষ (ঘ) নিষিদ্ধ
২। ‘রিযিক’ কয় ধরনের ?
(ক) ২ ধরনের (খ) ৪ ধরনের
(গ) ৬ ধরনের (ঘ) ৮ ধরনের
৩। হারাম রিযিকে পরিপুষ্ট দেহ কোথায় যাবে ?
(ক) জান্নাতে (খ) জাহান্নামে
(গ) আকাশে (ঘ) পাতালে
৪। ‘জান্নাত’ শব্দের অর্থ হলো -
র. বেহেশত রর. বাগান ররর. স্বর্গ
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উদ্দীপকটি পড়–ন এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দিন-
তোমরা উত্তম ও পূত-পবিত্র বস্তু খাও, যা আমি তোমাদেরকে জীবিকারূপে দান করেছি।
৫। কোন ধরনে মানুষ বেহেশতে প্রবেশ করবে না ?
(ক) যে মানুষ হারাম খায় (খ) মোটা মানুষ
(গ) খাট মানুষ (ঘ) লম্বা মানুষ
৬। হাদীসে কোন ধরনের রিজিক থেকে বিরত থাকার আদেশ করা হয়েছে ?
র. হারাম পথে উপার্জিত রিজিক রর. অপবিত্র বস্তু
ররর. অপবিত্র পানীয়
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপকএক সময় শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় একদল উশৃঙ্খল তরুণদের রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। তাদের
গলায় থাকত চেইন, হাতে চুরি, চোখে কালো চশমা। তারা মেয়েদের উত্যক্ত করত। কখনো তাদের ব্যাগ ধরে টান দিত।
সময় সুযোগমত তারা পথচারীদের নিকট থেকে মালামাল লুট করে নিত। এরা খুব একটা লেখা-পড়া করেনি।
পরবর্তীকালে একদল শিক্ষিত চোরের আবির্ভাব ঘটে। এরা মানুষকে হয়রানি করে অফিসের কোন কাজ করে দিবে বলে
কিংবা ব্যাংক থেকে উন্নত প্রযুক্তিগত কৌশলে টাকা লুট করে। এরা সমাজের কলংক।
ক. হালাল রিযিক কী ? ১
খ. ‘যে শরীরের মাংস হারাম থেকে গঠিত, তা বেহেশতে প্রবেশ করবে না’- ব্যাখ্যা করুন। ২
গ. হাদিসের শিক্ষা বুঝিয়ে লিখুন। ৩
ঘ. ‘আজকাল একদল শিক্ষিত চোরের আবির্ভাব হয়েছে’-হাদিসের আলোকে এদের পরিণতি
বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। খ ২। ক ৩। খ ৪। ঘ ৫। ক ৬। ঘ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]