ইবাদাতের পরিচয় ও গুরুত্ব


ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র
ইউনিট সাত পৃষ্ঠা-২৪৭
মৌলিক ইবাদাতসমূহ ইউনিট

ভূমিকা
মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদাত করা। আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জন ও নৈকট্য
লাভ হচ্ছে ইবাদাতের মূল উদ্দেশ্য। তিনি একমাত্র মাবুদ। আর আমরা তাঁর বান্দা। বান্দার কাজ হচ্ছে মাবুদের ইবাদাত
করা। ইসলামে কতকগুলো মৌলিক ইবাদাত আছে। যেমন- সালাত, সাওম, হজ্জ, যাকাত ইত্যাদি। ইবাদত, আশরাফুল মাখলুকাত, জিন।
১.১ (عبادة(ইবাদাতের পরিচয়
ইবাদাত আরবি শব্দ। এর অর্থ দাসত্ব করা, বন্দেগি করা, আনুগত্য করা, উপাসনা করা, স্তব-স্তুতি করা,
আরাধনা-অর্চনা করা।
ইসলামের পরিভাষায় আল্লাহর বান্দা হিসেবে আমরা তাঁর সন্তুষ্টি লাভের আশায় তাঁর প্রেরিত নবীর প্রদর্শিত পথে যে কাজ
করি তাই ইবাদাত। আল্লাহর প্রতি মানুষের যে সব দায়িত্ব কর্তব্য রয়েছে তা পালন করাই ইবাদাত। মূলত আল্লাহর সন্তুষ্টি
অর্জন হল ইবাদাতের মূল লক্ষ্য। সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেক আল্লাহ নির্দেশিত যে কোন কাজই ইবাদাত।
মোটকথা আল্লাহ ও তাঁর রাসূল (স) কর্তৃক নির্দেশিত পথের সমস্ত কাজই ইবাদাত। আল্লাহ প্রদত্ত ও রাসূল (স) প্রদর্শিত
পথে চলাই ইবাদাত। এভাবে আমরা যদি আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশিত পথে চলি তাহলে তিনি সন্তুষ্ট হবেন।
আমাদের তিনি পুরস্কৃত করবেন। দুনিয়া ও আখিরাতে আমরা পাব অনাবিল সুখ আর শান্তি।
১.২ মানব জীবনে ইবাদাতের গুরুত্ব
ইবাদাতের জন্যই মানুষের সৃষ্টি
আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ও পালন করছেন। তাঁরই হাতে রয়েছে আমাদের জীবন-মরণ। তিনিই আমাদের মালিকমনিব, প্রভু। আমরা তাঁর বান্দা। আমাদের কাজ হল তাঁর হুকুমমত চলা ও তাঁরই ইবাদাত-বন্দেগি করা। আল্লাহ
আমাদেরকে তাঁরই ইবাদাত-বন্দেগির জন্য সৃষ্টি করেছেন। মহান আল্লাহ বলেন“আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদাতের জন্য সৃষ্টি করেছি।” (সূরা যারিআত ৫১ : ৫৬)
আল্লাহর ইচ্ছার বাস্তবায়নই ইবাদাত
আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব (আশরাফুল মাখলুকাত) হিসাবে অতীব সুন্দর করে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর
অগণিত নিয়ামতরাজির মধ্যে ডুবে আছি। আল্লাহ আমাদেরকে তাঁরই প্রতিনিধি করে এ দুনিয়ায় পাঠিয়েছেন। তাই আমরা
আল্লাহর বান্দা এবং তাঁর প্রতিনিধি হিসেবে একমাত্র তাঁরই আদেশ-নিষেধ মেনে চলব, তাঁরই নিয়মমত পৃথিবীকে চালাব,
এটাই আমাদের কাছে ইসলামের দাবি।
ইবাদাত কেবল আল্লাহর জন্যই
মহাবিশ্বের সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ। তাঁর কোন শরীক নেই। তাঁর সার্বভৌম ক্ষমতায়
আর কারও অংশীদারিত্ব নেই, তার সমকক্ষও কেউ নেই। তাই ইবাদাত করতে হবে একমাত্র তাঁরই জন্য। আল্লাহ বলেন -
“তারা তো কেবল এ জন্যেই আদিষ্ট হয়েছে যে, আল্লাহর জন্যে একান্তভাবে দাসত্ব ও গোলামী করবে।” (সূরা বায়্যিনাহ৯৮ : ৫)ত
ইবাদাত মানে শুধু উপাসনা বা আধ্যাত্মিক ইবাদতকে বুঝায় না। আল্লাহর নির্দেশিত পথে মুমিনের সকল কর্মকাÐ
ইবাদাতের শামিল। আল্লাহর ঘোষণা থেকে তাই বুঝা যায়। তিনি বলেন : “সালাত আদায় করার পর ভ‚-মÐলে ছড়িয়ে
পড়, আর আল্লাহর অনুগ্রহের সন্ধানে ব্যাপৃত হও।” (সূরা জুমুআ ৬২ : ১০)
ইবাদাত সার্বক্ষণিকভাবে আল্লাহর জন্য
মানুষ যাতে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানার যোগ্যতা অর্জনে সক্ষম হয়; সে জন্য আল্লাহ তা‘আলা দয়া করে
আমাদের জন্য সালাত, সাওম, যাকাত ও হজ্জের মত চারটি বুনিয়াদি ইবাদাত বাধ্যতামূলক করেছেন। নির্দিষ্ট সময়ে এই
ইবাদাতগুলোর মাধ্যমে আমরা সর্বক্ষণের জন্যে আল্লাহর ইবাদাত করার এবং ইবাদাতে নিয়োজিত থাকার যোগ্যতা অর্জন
করতে পারি।
সকল নবী ইবাদাতের প্রতি আহŸান করেছেন
পৃথিবীতে যত নবী-রাসূলের আগমন ঘটেছে, সবাই আল্লাহর ইবাদাতগুযার বান্দা ছিলেন। যেমন- আল্লাহ বলেন : “তারা
সবাই আমার ইবাদাতগুযার বান্দা ছিলেন।” (সূরা আম্বিয়া ৭৮ : ৭৩) আর সকল নবী-রাসূলের একই আহŸান ছিল“তোমরা আল্লাহর ইবাদাত কর এবং তাগুতকে পরিত্যাগ কর।”
দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির জন্য ইবাদত
মানুষের পার্থিব জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য যেমন আল্লাহর ইবাদত করা এবং তারই হুকুম আহকাম মেনে চলা
অপরিহার্য, তেমনি পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতের অনন্ত সুখ-শান্তির জন্য ইবাদাত করা প্রতিটি মানব
সন্তানের জন্য অপরিহার্য কর্তব্য।
সারসংক্ষেপ
মানুষ আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেবা জীব। মানুষ সৃষ্টির উদ্দেশ্য অতি মহৎ। মহান আল্লাহ তা‘আলার ইবাদাত
করা। আল্লাহ তা‘আলা মানব জাতিকে তাঁর ইবাদাতের জন্যই সৃষ্টি করেছেন।
আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জন ও নৈকট্য লাভ হচ্ছে ইবাদাতের মূল উদ্দেশ্য। আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জনের জন্য
যাবতীয় উত্তম কাজই হল ইবাদাত। তিনি একমাত্র মাবুদ। আমরা তাঁর আব্দ বা বান্দা। আবদের কাজ হচ্ছে মাবুদের
ইবাদাত করা। ইসলামে কতকগুলো মৌলিক ইবাদাত আছে। যেমন- সালাত, যাকাত, সাওম, হজ্জ।
বহু নির্বাচনী প্রশ্ন
১। সৃষ্টির সেরা জীব কী ?
(ক) মানুষ (খ) ফেরেশতা
(গ) জিন (ঘ) দানব
২। মানুষকে কোন মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে ?
(ক) পিত-মাতার খিদমতের জন্য (খ) একমাত্র আল্লাহর ইবাদতের জন্য
(গ) স্বামীর খিদমতের জন্য (ঘ) মানুষ মানুষের জন্য
৩। ইবাদত মানে হলো -
র. দাসত্ব করা রর. বন্দেগি করা ররর. আনুগত্য করা
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৪। মৌলিক ইবাদত হলো ?
র. নামায রর. রোযা ররর. হজ্জ করা
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৫। আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে ?
(ক) কাজ করার জন্য (খ) খাওয়ার জন্য
(গ) একমাত্র আল্লাহর ইবাদতের জন্য (ঘ) লেখা-পড়ার জন্য
৬। বান্দার সকল ভালো কাজকে কি বলা হবে ?
(ক) দায়িত্ব (খ) ইবাদত
(গ) কর্তব্য (ঘ) মানবাধিকার
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক-১
নিসার উদ্দীনরা চার ভাই ও তিন বোন। বোনদের অনেক আগেই বিয়ে হয়ে গেছে। তাদের পিতা মৃত্যুর সময়
অনেক সম্পদ রেখে গেছেন। পিতার মৃত্যুর কয়েক মাসের মধ্যে সম্পদ নিয়ে ভাই-বোনদের মাধ্যে কলহ সৃষ্টি
হয়। কারণ তিন প্রবাসী বোন জানতে পারে যে, চারভাই মিলে বোনদের বঞ্চিত করে পিতার সকল সম্পত্তি
ভাগাভাগি করে নিয়ে গেছে। এতে বোনরা ক্ষিপ্ত হন। উপায়ন্তর না দেখে চারভাই-এর বিরুদ্ধে বোনেরা
আদালতে মামলা দায়ের করেন।
ক. ইবাদত কী ? ১
খ. ‘আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি’ ব্যাখ্যা করুন। ২
গ. চারভাই ইসলামের কোন বিধানটি লঙ্ঘন করেছেন ? কীভাবে ? ৩
ঘ. মানব সৃষ্টির উদ্দেশ্য কুরআন-হাদিসের আলোকে বর্ণনা করুন। ৪
উদ্দীপক-২
রাজিব ও হুমায়ূন দুই বন্ধু। রাজিব ইসলামের মৌলিক ইবাদতসমূহ পুরোপুরি পালন করার চেষ্টা করেন। কিন্তু
হুমায়ূন কখনো পালন করেন আবার কখনো ত্যাগ করেন।
ক. মানুষ সৃষ্টির উদ্দেশ্য কী ? ১
খ. ইবাদতের হকদার কে ? ব্যাখ্যা করুন। ২
গ. ইসলামে মৌলিক ইবাদতগুলো কি কি ? ৩
ঘ. সালাত মানুষকে কীভাবে সামাজিক হতে সাহায্য করে-বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। ক ২। খ ৩। ঘ ৪। গ ৫। গ ৬। খ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]