কুরআনকে কেন ‘হুদাল লিল-মুত্তাকীন’ বলা হয়েছে ?

কুরআন মাজীদ মানবজাতির হিদায়াতের উৎস ও মুক্তির সনদ। শিক্ষার্থীগণ যাতে কুরআন মাজীদ তিলাওয়াত, অনুবাদ ও
ব্যাখ্যা করতে পারেন সে জন্য এ ইউনিটের অবতারণা। এ ইউনিটে সূরা বাকারার ১ থেকে ৩৯ নং আয়াত এবং এর
প্রতিটি শব্দের অর্থ, অনুবাদ, ব্যাখ্যা, শিক্ষা সহজ ও সরলভাবে উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীগণ এগুলো নিজে নিজে
বুঝতে ও আয়ত্ত করতে পারবেন এবং কুরআনের বাকি অংশ পড়তে ও বুঝতে আগ্রহী হবেন। মুখ্য শব্দ আলিফ-লাম-মীম, কিতাব, হিদায়াত, মুত্তাকি, সীরাতুল মুস্তাকীম, তাফসীরকার।
দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)َ
অনুবাদ
১. আলিফ লাম মীম।
২. এটা সেই কিতাব; এতে কোন সন্দেহ নেই; এটা আল্লাহভীরুদের জন্য পথপ্রদর্শক।
শব্দার্থ
ۤ الم
ۤ - আলিফ-লাম-মিম। كِ َذل- ٰ ঐ। الكتب-গ্রন্থ। لا-না। ريب-সন্দেহ। فى-মধ্যে। ه-এর। هدى-পথ প্রদর্শক। لজন্য। المتقين-আল্লাহভীরুগণ।
ব্যাখ্যা ও শিক্ষা
আলিফ-লাম-মীম (الم (
আলিফ-লাম-মীম, আরবী বর্ণমালার তিনটি হরফ। কুরআন মাজীদে আরও ২৯টি সূরার শুরুতে এরূপ এক বা একাধিক
হরফের উল্লেখ আছে। একে হরফে মুকাত্তায়াত' বা ‘বিচ্ছিন্ন হরফ' বলে। কুরআনের অধিকাংশ তাফসীরকারগণ বলেন- এর
অর্থ একমাত্র আল্লাহ তা‘আলা জানেন। এ জন্য তাঁরা এর ব্যাখ্যা করেন না। তবে আবার কেউ কেউ এর ব্যাখ্যা করে
থাকেন। আল্লাম যামাখশারী (র) বলেন, এটা কুরআনের অন্যতম নাম।
যা-লিকাল কিতাবু ( )

যালিকা (ذلكূদ (র জ্ঞাপক বা দূর নির্দেশক সর্বনাম। এর অর্থ হচ্ছে ঐ,, তা, এট। কিন্তু আরবি ভাষায় ‘যালিকা' কখনও
ইহা, এই অর্থেও ব্যবহৃত হয়। তাফসীরকাগণের মতে যালিকা দ্বারা সেই কিতাবের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যার ওয়াদা
আল্লাহ তা‘আলা রাসূল (স)-এর সাথে ইতঃপূর্বে করেছেন।
কিতাব দ্বারা কুরআন মাজীদকে বুঝানো হয়েছে। এর দ্বারা একথা বুঝানো হয়েছে যে, সূরা ফাতিহাতে যে ‘সীরাতুল
মুস্তাকীম' বা সরল সহজ পথের প্রার্থনা করা হয়েছে, সমগ্র কুরআন সে প্রার্থনারই জবাব। এর অর্থ হচ্ছেÑ “আমি
তোমাদের প্রার্থনা শুনেছি এবং হিদায়াতের প্রোজ্জ্বল জ্যোতি কুরআন নাযিল করেছি, যাতে কোন সন্দেহ নেই। এটা
তোমাদের জন্য পথের দিশারী।”
( ) হুদাল্ লিল্-মুত্তাকীন

  অর্থ হিদায়াত, পথপ্রদর্শন। কুরআন মানব জাতির জন্যই পথপ্রদর্শক।
متقين : অর্থ- কষ্টদায়ক বস্তু হতে সাবধানতা অবলম্বন করা।
تقوى শব্দের আভিধানিক অর্থ-ভয়ের জিনিস থেকে আত্মরক্ষা করা। ইসলামি পরিভাষায় পাপাচার হতে আত্মরক্ষা করার
নাম তাকওয়া (রাগিব)। একবার হযরত উমর (রা) উবাই ইবনে কা‘ব (রা)- কে তাকওয়ার ব্যাখ্যা দিতে অনুরোধ
করেছিলেন। তিনি উত্তরে বলেছিলেন, আপনি কি কখনো কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করেছেন? হযরত উমর বললেন, হাঁ।
তিনি আবার জিজ্ঞেস করলেন, আপনি তখন কী করেছিলেন? তিনি বললেন, আমি সাবধানতা অবলম্বন করে দ্রæত গতিতে
সে পথ অতিক্রম করেছিলাম। হযরত উবাই ইবনে কাব (রা) বললেন, এটাই তাকওয়া (কুরতুবী)। অর্থাৎ সতর্ক ও
সাবধানতার সাথে পথ চলা।
এই কুরআন, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য পথ নির্দেশনা। এ কথার মর্ম হচ্ছেÑ কুরআন মাজীদ হিদায়াত ও
সত্যের পথ-নির্দেশ। তবে এর দ্বারা উপকৃত হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তির মধ্যে কয়েকটি গুণ বর্তমান থাকা আবশ্যক।
ব্যক্তিকে পরহেযগার বা মুত্তাকী হতে হবে। মন্দ, অন্যায় ও পাপ হতে বিরত থাকতে হবে। কল্যাণকে গ্রহণ করার জন্য
প্রস্তুত হতে হবে। সত্যের সন্ধানী হতে হবে এবং সে অনুযায়ী জীবন যাপনের জন্য কাজ করতে হবে। তা হলে কুরআন
থেকে হিদায়াত পাওয়া যাবে।
সারসংক্ষেপ
শরীআতের পরিভাষায় পথভ্রষ্ট করার বিষয়সমূহ থেকে আত্মাকে দূরে রাখার নাম ‘তাকওয়া'। আর এ বৈশিষ্ট্য যে
লোকের মধ্যে পাওয়া যায় তাকে মুত্তাকী বলা হয়।
শিক্ষা
১. হুরুফ আল-মুকাত্তা‘আত (বিচ্ছিন্ন) অক্ষরগুলোর অন্তর্নিহিত তাৎপর্য আল্লাহই অবগত আছেন।
২. কুরআন মাজীদে কোন সন্দেহ নেই। এটি আল্লাহর কিতাব।
৩. আল-কুরআন মুত্তাকীদের জন্য হিদায়াত (পথনির্দেশ।)
বহু নির্বাচনী প্রশ্ন
১। আলিফ-লাম-মীম হলো -
(ক) একটি শব্দ (খ) তিনটি শব্দ
(গ) একটি বাক্য (ঘ) তিনটি হরফ
২. কুরআন মাজীদের কয়টি সূরার শুরুতে বিচ্ছিন্ন হরফ রয়েছে ?
(ক) ১৯ টি সূরাতে (খ) ২৯ টি সূরাতে
(গ) ৩৯ টি সূরাতে (ঘ) ৪৯ টি সূরাতে
২. সূরার শুরুতে বিচ্ছিন্ন হরফসমূহকে বলা হয়-
(ক) হরুফে মুকাত্তা‘আত (খ) হরুফে মুতাশাবিহাত
(গ) স্বরবর্ণ (ঘ) ব্যঞ্জনবর্ণ
৩. হুদা শব্দের অর্থ -
(ক)পথ না দেখানো (খ) পথ প্রদর্শক
(গ) পথ ঘুরিয়ে দেখানো (ঘ) সঠিক পথ না বলা
৪. আল-কুরআনে কী নেই-
(ক) সন্দেহ নেই (খ) মানুষের কথা নেই
(গ) মুত্তাকীর কথা নেই (ঘ) মুনাফেকীর কথা নেই
৫. ‘যালিকাল কিতাব’ অর্থ হলো-
(ক) ঐ কিতাব (খ) এ কিতাব
(গ) তার কিতাব (ঘ) আমার কিতাব
৬. মুত্তাকী শদ্বের অর্থ ?
(ক) প্রবঞ্চক (খ) মিথ্যাবাদী
(গ) আল্লাহভীরু (ঘ) গিবতকারী
৭. কুরআন মাজীদ কাদের জন্য পথপ্রদর্শক ?
(ক) মুনাফিকদের জন্য (খ) মুত্তাকীদের জন্য
(গ) মিথ্যাবাদীদের জন্য (ঘ) গিবতকারীদের জন্য
৮। আলিফ, লাম, মিম বর্ণগুলো পরিচিত -
র.হরুফে মুকাত্তাআত হিসেবে রর. বিচ্ছিন্ন বর্ণ হিসেবে
ররর.স্পষ্ট বর্ণ হিসেবে
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও র
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
জহীর সাহেব প্রতিদিন ফজরের নামাযের পর সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করে থাকেন। কুরআনের সুমধুর তিলাওয়াত
শুনে তার ১০ বছরের ছোট ছেলে তার পাশে এসে বসে। ছেলে নিজ থেকেই বাবার নিকট সুর দিয়ে কুরআন শিখতে আগ্রহ
প্রকাশ করে। ফলে বাবা প্রতিদিন পরিবারের অন্যান্যদের সাথে নিয়ে কুরআন শিখাতে আরম্ভ করেন। বাবা পরিবারের
সদস্যদের আরও বলেন, কেবল কুরআন তিলাওয়াত শিখলেই হবে না বরং কুরআনের শিক্ষা অনুযায়ী জীবনও গড়ে তুলতে
হবে।
ক. আলিফ-লাম-মীম কী ? ১
খ. ‘যালিকাল কিতাব’ আয়াতাংশ দ্বারা কী বোঝানো হয়েছে ? ২
গ. কুরআনকে কেন ‘হুদাল লিল-মুত্তাকীন’ বলা হয়েছে ? ব্যাখ্যা করুন। ৩
ঘ. উদ্দীপকের গুণাবলি মুত্তাকীর গুণাবলী বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। ঘ ২। খ ৩। খ ৪। ক ৫। ক ৬। গ ৭। খ ৮। খ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]