মাক্কী ও মাদানী সূরাসমূহের সংজ্ঞা মাক্কী সূরাসমূহের বৈশিষ্ট্য মাদানী সূরাসমূহের বৈশিষ্ট্য

হিজরত, মাক্কী জীবন, মাদানী জীবন, আকাইদ।
হযরত মুহাম্মাদ (স)-এর তেইশ বছরের নবী-জীবন, মাক্কী ও মাদানী-এ দু'ভাগে বিভক্ত। কুরআনও দু'পর্বে
বিভক্ত। এজন্য কুরআন নাযিলের সময় ও স্থান অনুযায়ী কুরআনের সূরা ও আয়াতকে মাক্কী ও মাদানী
দু'ভাগে ভাগ করা হয়ে থাকে
১. মাক্কী সূরা
হযরত মুহাম্মাদ (স)-এর নবী জীবনে মক্কায় অবস্থানকালে তাঁর মদীনায় হিজরতের পূর্ব পর্যন্ত ১৩ বছরে যে সকল সূরা বা
আয়াত নাযিল হয়, সেগুলোকে মাক্কী সূরা বা মাক্কী আয়াত বলা হয়।
২. মাদানী সূরা
হযরত মুহাম্মাদ (স)-এর মদীনায় হিজরত করার পর জীবনের শেষ ১০ বছরে মদীনায় কিংবা অন্য যে কোন স্থানে যে
সকল সূরা ও আয়াত নাযিল হয় সেগুলোকে মাদানী সূরা ও মাদানী আয়াত বলা হয়।
মাক্কী ও মাদানী সূরাসমূহের বৈশিষ্ট্য
হযরত মুহাম্মদ (স)-এর নবী জীবনের দু'টি অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে নবুওয়াত পাওয়ার পর মদীনায় হিজরত করে
যাওয়ার আগ পর্যন্ত তের বছরের জীবন। তাঁর হিজরত করার পর মদীনার দশ বছরের জীবন হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এ
দু'অধ্যায় মহানবী (স)-কে দুধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এ পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখেই কুরআনের
আয়াত ও সূরাসমূহ নাযিল হয়। তাই এ দু অধ্যায়ের সূরাসমূহের দু'ধরনের বৈশিষ্ট্য রয়েছে।
নিচে মাক্কী ও মাদানী সূরাসমূহের বৈশিষ্ট্য ও বিষয়বস্তু উপস্থাপন করা হলোÑ
মাক্কী সূরার বৈশিষ্ট্য ও বিষয়বস্তুÑ
১. মাক্কী সূরাগুলো আকারে ছোট।
২. এতে আল্লাহর একত্ববাদ বা তাওহীদের বর্ণনা রয়েছে।
৩. এতে রিসালাত ও নবুওয়াতের বর্ণনা রয়েছে।
৪. এতে আখিরাত বা পরকালীন জীবন সম্পর্কে আলোচনা স্থান পেয়েছে।
৫. মাক্কী সূরায় কুরআনের সত্যতার প্রমাণ উপস্থাপন করা হয়েছে।
৬. এতে শিরক ও কুফরের যুক্তি ও উপমা ভিত্তিক বিরোধিতা করা হয়েছে।
৭. এতে জান্নাত ও জাহান্নামের বর্ণনা বেশি এসেছে।
৮. এতে পারলৌকিক বিচার ও হিসাব নিকাশের বর্ণনা উপস্থাপিত হয়েছে।
৯. এ সকল সূরায় আকাইদ ও ইমান সম্পর্কিত ইসলামের মৌলিক বিষয়সমূহের আলোচনা করা হয়েছে।
১০. মাক্কী সূরায় চরিত্র গঠন ও পরিশুদ্ধির নির্দেশনা স্থান পেয়েছে।
১১. এতে নৈতিকতাবোধ, চিন্তাশক্তি ও বিবেকবোধ জাগ্রত করে সত্য গ্রহণে উদ্বুদ্ধ করা হয়েছে।
১২. নুবুওয়াতী দায়িত্ব পালনের উপযোগী উপদেশ প্রদান করা হয়েছে।
১৩. এ পর্বের সূরাগুলোর ভাষা স্বচ্ছ ও ঝরণাধারার মতো ঝরঝরে, হৃদয়গ্রাহী, সহজে মুখস্থ হওয়ার যোগ্য।
১৪. মাক্কী পর্যায়ের সূরার প্রারম্ভ শপথ বাক্য দ্বারা উপস্থাপন করা হয়েছে।
১৫. মাক্কী সূরা ৯২টি ।
মাদানী সূরার বৈশিষ্ট্য ও বিষয়বস্তুÑ
১. মাদানী পর্বের সূরাগুলো আকারে দীর্ঘ।
২. এতে ইবাদাতের বর্ণনা এসেছে।
৩. এতে আহকামে শরীআতের বর্ণনা ব্যাপকভাবে করা হয়েছে।
৪. এতে হালাল ও হারামের বিস্তৃত বর্ণনা এসেছে।
৫. মাদানী পর্বের সূরায় ইসলামী রীতি-নীতির বিশদ বর্ণনা উপস্থাপিত হয়েছে।
৬. এতে অর্থনৈতিক আইন যথা- যাকাত, উশর, ক্রয়-বিক্রয়, লেনদেন ও উত্তরাধিকার আইন ইত্যাদি বিষয়ের বিবরণ
রয়েছে।
৭. ইসলামের ব্যবহারিক জীবন তথা আচার-ব্যবহার, বিয়ে-শাদী, তালাক ইত্যাদির বর্ণনা রয়েছে।
৮. সামরিক আইন ও জিহাদ ইত্যাদি বর্ণনা করা হয়েছে।
৯. পররাষ্ট্রনীতি, সন্ধি, চুক্তি ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে।
১০. সামাজিক-রাষ্ট্রীয় এবং জাতীয়-আন্তর্জাতিক বিষয়াদির বিবরণ উপস্থাপিত হয়েছে।
১১. মুনাফিক, কাফির, জিম্মি, আহলে কিতাব, শত্রæ, মিত্র, তথা অমুসলিম জনগোষ্ঠীর সাথে আচরণ বিধির বিবরণ
রয়েছে।
১২. এ পর্বের সূরায় ঐতিহাসিক বিবরণ এনে সত্য গ্রহণে উদ্বুদ্ধ করা হয়েছে।
১৩. এ পর্বের সূরাগুলোর সুদীর্ঘ-বর্ণনা ধারা ও ছন্দময় আয়াত অত্যন্ত আকষর্ণীয় ও প্রলম্বিত।
১৪. এ পর্বের সূরায় শপথের বাক্য কম।
১৫. মাদানী সূরা ২২টি।
সারসংক্ষেপ
মাক্কী ও মাদানী রাসূলুল্লাহ (স.) -এর নবুওয়াতি জীবনের দু’টি অধ্যায়। মক্কায় ইসলাম ছিল দাওয়াতি পর্যায়ে। আর
মাদিনায় ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার সময়। তাই উভয় পর্যায়ের সূরার বিষয়বস্তু ও বৈশিষ্ট্যে কিছু পার্থক্য লক্ষণীয়।
হিজরতের পূর্বে অবতীর্ণ সূরা ও আয়াতকে মাক্কী সূরা ও আয়াত বলে এবং হিজরতের পরে অবতীর্ণ সূরা ও আয়াতকে
মাদানী সূরা ও আয়াত বলে। মাক্কী সূরাগুলো আকারে ছোট। মাক্কী সূরাগুলোতে তাওহীদ, রিসালাত, নবুওয়াত,
আখিরাত, জান্নাত-জাহান্নাম ইত্যাদি আলোচিত হয়েছে। মাক্কী সূরা সংখ্যা ৯২টি। মাদানী সূরাগুলো আকারে বড়। এতে
ইবাদাত ও আহকামে শরী‘আতসংক্রান্ত বিষয়গুলোর বিশদ বর্ণনা রয়েছে। তাছাড়া হালাল, হারাম, ইসলামি রীতি-নীতি,
অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় আন্তর্জাতিক আইন, বিবাহ শাদী সংক্রান্ত আইন, এবং বিভিন্ন আইন কানুন ও ঐতিহাসিক
বিবরণ রয়েছে। মাদানী সূরাগুলো আকারে বড়। মাদানী সূরা ২২টি।
বহু নির্বাচনী প্রশ্ন
১। মক্কায় কত বছরব্যাপী কুরআন নাযিল হয়েছে ?
(ক) ১০ বছর (খ) ১৩ বছর (গ) ২৩ বছর (ঘ) ৩৩ বছর
২। মদীনায় কত বছরব্যাপী কুরআন নাযিল হয়েছে ?
(ক) ১০ বছর (খ) ১৩ বছর (গ) ২৩ বছর (ঘ) ৩৩ বছর
৩। তাওহীদের বর্ণনা কোন সূরায় ?
(ক) মাক্কী সূরায় (খ) মাদানী সূরায়
(গ) মাক্কী ও মাদানী সূরায় (ঘ) কোনটিতেই নেই
৪। কোন সূরা আকারে দীর্ঘ ?
(ক) মাক্কী সূরা (খ) মাদানী সূরা
(গ) কিছু মাক্কী সূরা (ঘ) কিছু মাদানী সূরা
৫। কোন সূরায় জান্নাত ও জাহান্নামের বর্ণনা এসেছে ?
(ক) মাক্কী সূরায় (খ) মাদানী সূরায়
(গ) কিছু মাক্কী সূরায় (ঘ) কিছু মাদানী সূরায়
৬. মাক্কী সূরার বৈশিষ্ট্য হলোর.তাওহীদের বর্ণনা স্থান পেয়েছে রর. রিসালতের বর্ণনা স্থান পেয়েছে ররর. আখিরাতের বর্ণনা স্থান পেয়েছে
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৭. মাদানী সূরার বৈশিষ্ট্য হলোর.সূরাগুলো আকারে দীর্ঘ রর. আহকামে শরীআতের বর্ণনা স্থান পেয়েছে ররর. সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক
বর্ণনা স্থান পেয়েছে
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৮. শফিক সাহেব মাদানী সূরাগুলোর অনুবাদ পড়া শুরু করেছেন, এর ফলে তিনি জানতে পারবেনর. আহকামে শরী‘আতের বিষয়াবলি রর. ইসলামী রীতি-নীতির বিষয়াবলি
ররর. নবুওয়াতি দায়িত্ব পালনের উপযোগী উপদেশাবলি।
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
উদ্দীপক,
একাদশ শ্রেণির শিক্ষার্থী সুলতানা রাজিয়া মাক্কি ও মাদানী সূরার শ্রেণিবিভাগ জানতে চেয়ে প্রশ্ন করলে অধ্যক্ষ
সুরাইয়া বেগম বলেন, কুরআন এমন একটি মহাগ্রন্থ যা মুসলিম-অমুসলিম সকল মানুষের জন্য নাযিল হয়েছে।
এর প্রতিটি সূরার বিষয়বস্তু অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। পবিত্র কুরআন যুগের চাহিদার আলোকে অল্প অল্প করে দীর্ঘ ২৩
বছরে অবতরণ সম্পন্ন হয়েছে। বিষয়বস্তু বুঝার সুবিধার জন্য কুরআনের সূরাগুলো ভাগ করা হয়েছে। এক
ভাগের সূরাগুলো আকারে ছোট এবং অন্যভাগের সূরাগুলো আকারে বড়। দুটি ভাগের সূরাগুলোই স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ।
কুরআনের সূরাগুলো বিভক্ত করা না হলে এর বিষয়বস্তু আলাদাভাবে উপলদ্ধি করা সম্ভব হত না।
ক. কুরআনের সূরাগুলো কয়ভাগে বিভক্ত ? ১
খ. মাক্কী সূরাগুলো কখন নাযিল হয়েছে ? ২
গ. ‘মাক্কী সূরায় চরিত্র গঠন ও পরিশুদ্ধির নির্দেশনা স্থান পেয়েছে’Ñব্যাখ্যা করুন। ৩
ঘ. মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। খ ২। ক ৩। ক ৪। খ ৫। ক ৬। ঘ ৭। ঘ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]