ইমান কী ? মু’মিনিন শব্দের অর্থ কী ?

ধোঁকা, রোগ ব্যাধি, মিথ্যাচার, কষ্টদায়ক শাস্তি।
৮. আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে- যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি; কিন্তু তারা
মু’মিন নয়।
৯. তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না; কিন্তু তারা বুঝতে পারে না।
১০. তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুত তাদের মিথ্যাচারের দরুন
তাদের জন্য নির্ধারিত রয়েছে কষ্টদায়ক শাস্তি।
শব্দার্থ
৮. و-এবং। من-হতে। الناس-মানবমÐলী, মানবজাতি। من-যারা। يقول-বলে। امنا-ইমান আনলাম, বিশ্বাস করেছি।
ب-প্রতি। االله-আল্লাহর। و-এবং। اليوم-দিবস। الاخر-েশষ। ما-নয়। مؤمنين-বিশ্বাসী।
৯. يخدعون-তারা প্রতারণা করে বা ধোঁকা দেয়। االله-আল্লাহ। و-এবং। الذين-যারা। امنو-তারা ইমান এনেছে। وএবং। ما-না। يخدعون-প্রতারণা করে বা ধোঁকা দেয়। الا-ব্যতীত। انفس-আত্মাসমূহ। هم-তাদের। و-এবং। ماনা। يشعرون-তারা বুঝে।
১০. فى-মধ্যে। قلوب-অন্তরসমূহ। هم-তাদের। مرض-ব্যাধি। ف-অতঃপর। زاد-বৃদ্ধি করে দিয়েছে। هم-তাদের।
مرض-েরাগ। و-এবং। ل-জন্য। هم-তাদের। ذاب৮-শান্তি। اليم-যন্ত্রণাদায়ক। بما-কারণ। بحنواচ-তারা হল।
يكذبون-মিথ্যাবাদী।
৮নং আয়াতের ব্যাখ্যা ও শিক্ষা
এক শ্রেণির মানুষ এমন আছে, যারা প্রকাশ্যভাবে নিজদেরকে আল্লাহ, রাসূল ও আখিরাতে বিশ্বাসী বলে ঘোষণা দেয়। কিন্তু
অন্তরে অন্তরে ঘোর অবিশ্বাস ও মুসলিমদের বিরুদ্ধে চরম বিদ্বেষ পোষণ করে থাকে। মহান আল্লাহ মুসলিমগণকে তাদে
হীনচক্রান্ত শত্রæতা হতে সতর্ক থাকার জন্য তাদের প্রকৃত পরিচয় ও স্বরূপ উন্মোচন করে দিয়ে ঘোষণা করেন- তারা আদৌ মুমিন নয়।
ক্স মুনাফিকরা মুসলিমদের ঘোর শত্রæ। তারা মুখে ইসলামের কথা বলে মুসলিমদের ভÐ দরদী সাজে। কিন্তু অন্তরে
মুসলিমদের ধ্বংস কামনা করে।
ক্স মুসলিমদের সাথে মিলিত হয়ে তারা বলে, আমরা ইমান এনেছি; কিন্তু যখন তারা কাফিরদের সাথে গোপনে সাক্ষাৎ
করে তখন বলে, আমরা তো তোমাদের সাথেই আছি। আমরা মুসলিমদের সাথে ধোঁকা ও প্রবঞ্চনা করেছি মাত্র।
ক্স আল্লাহ ও আখিরাতের ওপর কেবল ইমান আনার কথা বললেই চলবে না, ইসলামের সকল মৌলিক বিষয় এবং শাখাপ্রশাখায়ও ইমান আনতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে। অন্যথায় মুনাফিক বা কাফির বলেই বিবেচিত হবে।
শিক্ষা
ক্স মুখে মুখে ইমান আনলেই প্রকৃত ইমানদার হওয়া যায় না।
ক্স ইমানদার হতে হলে ইসলামের সকল বিষয়ের প্রতি ইমান গ্রহণ করতে হবে।
ক্স মিথ্যাচার ও কবীরা গুনাহ থেকে বিরত থাকতে হবে।
ক্স মুনাফিকরা মুসলিম নয় বরং কাফির। এদের থেকে সদা সতর্ক থাকতে হবে।
৯নং আয়াতের ব্যাখ্যা ও শিক্ষা
মহান আল্লাহ এবং ইমানদার মুসলিমদের সাথে মুনাফিকদের প্রতারণা ও প্রবঞ্চণামূলক আচরণ ও তার পরিণাম সম্পর্কে এ
আয়াতে বলা আলোচনা করা হয়েছে-
ক্স মুখে মুখে ইমান এনেছি- এ কথা বলে মুনাফিকরা মনে করছে যে, তারা আল্লাহ ও মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করছে।
কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকেই নিজেরা ধোঁকার মধ্যে ঠেলে দিচ্ছে। তারা ভাবে তাদের মুনাফিকী চক্রান্ত তাদের
পক্ষে বুঝি খুবই কল্যাণকর হবে। কিন্তু আসলে এ চাল ও চক্রান্ত তাদের দুনিয়ায় সাময়িক লাভবান করলেও পরকালে
তারা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ক্স মুনাফিক ব্যক্তি কিছু দিনের জন্য হয়ত লোকদেরকে প্রতারিত করে রাখতে পারে, কিন্তু তা স্থায়ী হতে পারে না।
ক্স মুনাফিকরা আখিরাতে পীড়াদায়ক নিকৃষ্ট ধরনের শাস্তি ভোগ করবে।
ক্স আসলে আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারে না। বরং রাসূল (স) ও মুসলিমদের সাথে ধোঁকাবাজি করার কারণেই
আয়াতে বলা হয়েছে যে, তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে।
শিক্ষা
ক্স মুনাফিক চক্রের সকল প্রকার ধোঁকা ও প্রতারণার জাল ফাঁস হয়ে যাবে এবং তারা লাঞ্ছিত হয়ে আস্তাকুড়ে নিক্ষিপ্ত
হবে।
ক্স পরকালে তারা ভীষণ শাস্তির সম্মুখীন হবে।
১০ নং আয়াতের ব্যাখ্যা ও শিক্ষা
এ আয়াতে মহান আল্লাহ বলেন, মুনাফিকদের অন্তরে কুফর, নিফাক, সংশয়, হিংসা, বিদ্বেষ ও ষড়যন্ত্রের ব্যাধি রয়েছে।
অতঃপর আল্লাহ তাদের সেই ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন, আর তাদের মিথ্যাচারের কারণে তাদের জন্য কঠিন
পীড়াদায়ক শাস্তি নির্ধারিত রয়েছে।
ক্স আয়াতে (مرض (‘মারাদুন' অর্থ: রোগ-ব্যাধি। ইবনে আব্বাস (রা) বলেন, এখানে এর দ্বারা সন্দেহ-দ্বিধা বোঝানো হয়েছে।
ক্স এ আয়াতের ব্যাখ্যায় মুনাফিকদের অন্তর্নিহিত কুফরকে রোগ বলা হয়েছে।
ক্স আল্লাহ তাদের রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন- এর দ্বারা বুঝানো হয়েছে যে, তারা ইসলাম ও মুসলিমদের উন্নতি ও
ক্রমবিকাশ দেখে জ্বলে-পুড়ে ছাই হতে থাকে। আল্লাহ তো দিন দিন তাঁর ইসলাম ধর্মের উন্নতি দিয়েই যাচ্ছেন। ফলে
তারা শুধু হিংসায় জ্বলছে। তাদের সেই অন্তরজ্বালা বাড়তেই থাকে।
শিক্ষা
(ক) মুনাফিকী বা কপট বিশ্বাস মারাত্মক রোগ।
(খ) মুনাফিকীর ব্যাধি মানসিক দিক দিয়ে যেমন অশান্তির কারণ, শারীরিক দিক দিয়েও তেমনি ধ্বংসাত্মক।
(গ) এ ব্যাধি যার হৃদয়ে স্থান পেয়েছে, সে দুনিয়া ও আখিরাতকে বিনষ্ট করেছে।
(ঘ) মিথ্যাচার তাদের জীবনাচার, তাই পীড়াদায়ক শাস্তি তাদের জন্য অবধারিত।
(ঙ) কাজেই মুনাফিকী বর্জন করে খাঁটি মুসলিম হয়ে জীবন-যাপনের মধ্যেই শান্তি নিহিত।
সারসংক্ষেপ
মানুষ তিন শ্রেণিভুক্ত: বিশ্বাসী, অবিশ্বাসী ও কপট বিশ্বাসী। মানুষের মধ্যে ঐ কপট বিশ্বাসীরা খুবই ধূর্ত ও মানব
সমাজের জন্য ভয়ানক ক্ষতিকর। এদের থেকে সতর্ক থাকা জরুরি। মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনি¤েœ।
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘আ-মান্না’ أمنا
َّ
َ
َ)) শব্দের অর্থ কী ?
(ক) বিশ্বাস স্থাপন করেছি (খ) অদৃশ্য
(গ) অস্পষ্ট (ঘ) সন্দেহ
২। মু’মিনিন শব্দের অর্থ কী ?
(ক) তোমরা ইমান আন (খ) বিশ্বাসী
(গ) তোমরা ইমান আনবে ? (ঘ) তোমরা ইমান আনবে না।
৩।‘ইউখাদিউন’ শব্দের অর্থ কী ?
(ক) প্রতারণা করা (খ) তামাশা করা
(গ) হতাশ করা (ঘ) বেয়াদবি করা
৪। ‘মারাদুন’ শব্দের অর্থ কী ?
(ক)মুক (খ) বধির
(গ) ব্যাধি (ঘ) সুস্থ
৫। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো -
র.তারা কাফিরদের খুশি রাখতে চায়
রর. তারা মুমিনদেরও খুশি রাখতে চায়
ররর. তারা আল্লাহকেও খুশি রাখতে চায়
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
উদ্দীপক,
একবার জামিল সাহেব কাপড় কেনার জন্য নিউ মার্কেটে যান। তিনি এক দোকানীর নিকট থেকে পছন্দমত একটি কাপড়
ক্রয় করেন। কিন্তু দোকানী কাপড়টি প্যাকেট করার সময় ক্রেতার পছন্দের কাপড়টি না দিয়ে তারই মত অন্য একটি কাপড়
প্যাকেট করে দেন। এতে ক্রেতা খুবই ক্ষুদ্ধ হন। বিষয়টি নিয়ে তিনি মসজিদের ইমামের সাথে কথা বলেন। ইমাম সাহেব
শুক্রবার জুমুআর খুতবায় প্রতারকের পরিণতি সম্পর্কে মানুষকে সতর্ক করেন।
ক. ইমান কী ? ১
খ. ‘না তারা আদৌ ইমানদার নয়’ - আয়াতের ব্যাখ্যা করুন। ২
গ. প্রতারনা দ্বারা এখানে কী বোঝানো হয়েছে ? ৩
ঘ. উদ্দীপকে যে বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার পরিণতি বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। ক ২। খ ৩। ক ৪। গ ৫। ঘ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]