ফাসাদ, পৃথিবী, সন্ত্রাস, বিশৃঙ্খলা, আব্দ, মুসলিহুন, মুফসিদূন।
১১. আর যখন তাদের বলা হয়, ‘পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না’ তখন তারা বলে, ‘আমরাই তো শান্তি স্থাপনকরী।’
১২. সাবধান! এরাই সন্ত্রাস সৃষ্টিকারী, কিন্তু এরা তা উপলব্ধি করে না।
শব্দার্থ
و-এবং। اذا-যখন। قيل-বলা হয়। ل-জন্য। هم-তাদের। سدوا ت فلا- ঝগড়া বা অশান্তি সৃষ্টি করো না। فى-মধ্যে।
الارض-পৃথিবী। قالوا-তারা বলে। نما ا-নিশ্চয়, অবশ্যই। نحن-আমরা। مصلحون-শান্তি স্থাপনকারী। الا-সাবধান।
ان-নিশ্চয়। هم-তারা। المفسدون-অশান্তি সৃষ্টিকারী। و-এবং। لكن-কিন্তু। لا-না। يشعرون- তারা বুঝে।
ব্যাখ্যা ও শিক্ষা
মহান আল্লাহ মুনাফিকদেরকে উদ্দেশ্য করে যখন সমাজে অশান্তি, সন্ত্রাস ও বিপর্যয় সৃষ্টি করতে নিষেধ করেন তখন তারা
বলে, আসলে আমরাই হলাম প্রকৃত শান্তিকামী-শান্তি স্থাপনকারী। কিন্তু তারাই যে সত্যিকার অর্থে অশান্তি ও বিশৃঙ্খলা
সৃষ্টিকারী এ চেতনাই তাদের নেই। স্বার্থপরতায় নিমজ্জিত কপট লোকদের এটাই বৈশিষ্ট্য। তারা কখনো নিজেদের ভুলের
প্রতি নযর দিতে সময় পায় না।
ক্স মূলত মুনাফিকরা নিজেদের সৃষ্ট সন্ত্রাস ও বিশৃঙ্খলাকে মীমাংসা এবং নিজেদেরকে মীমাংসাকারী মনে করে।
ক্স প্রকাশ্যভাবে ফাসাদ সৃষ্টিকারী চোর-ডাকাতের প্রতিকার করা তো সহজ; কিন্তু যারা কপটচারিতায় মানবতা হারিয়ে
ফেলেছে, তাদের কল্যাণের ছদ্মাবরণে বরং সমাজে বিপর্যয় প্রসার লাভ করে। অতএব মুনাফিকী চরিত্র বর্জন করে খাঁটি
মুসলিমদের জীবন শুরু করতে হবে।
সারসংক্ষেপ
মুনাফিকরা মানবতার শত্রæ, সমাজের শত্রæ, জাতির শত্রæ ও ইসলামের শত্রæ। এরা সমাজে-দেশে- দলের মধ্যে বিশৃঙ্খলা
সৃষ্টি করে। সমাজের মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ ঝগড়া-ফাসাদ-সন্ত্রাস সৃষ্টি করে নিজের ফায়দা হাসিলের ধান্ধায় থাকে
এ জন্য এদের থেকে সাবধান থাকতে হবে।
বহু নির্বাচনী প্রশ্ন
১। ফাসাদ শব্দের অর্থ কী ?
(ক) বিশৃঙ্খলা সৃষ্টি করা (খ) শৃঙ্খলা আনয়ন করা
(গ) শান্তি স্থাপন করা (ঘ) সন্দেহ পোষণ করা
২. কাদের দমন করা সহজ নয় ?
(ক) চোর-ডাকাতদের (খ) মুনাফিকদের
(গ) ঘুষখোরদের (ঘ) সুদখোরদের
৩.‘মুসলিহুন’ শব্দের অর্থ কী ?
(ক)শান্তি স্থাপনকারী (খ) অশান্তি স্থাপনকারী
(গ) নামায প্রতিষ্ঠাকারী (ঘ) রোযা পালনকারী
৪। ‘লা তুফসিদু’ শব্দের অর্থ কী ?
(ক) শান্তি সৃষ্টি করো না (খ) সুখে থেকো না
(গ) অশান্তি সৃষ্টি করো না (ঘ) অসুস্থ থেকো না
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক-১
সোহেল ও ফয়সাল একই গ্রামে বসবাস করেন। তারা উভয়ে দুষ্ট প্রকৃতির লোক এবং একে অপরের সহায়তাকারী। গ্রামে
কোন কিছু নিয়ে সমস্যা সৃষ্টি হলে তারা তা মিটমাট করার পরিবর্তে তিলকে তাল বানিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করেন।
সমাজে এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে বেড়ানোই এদের। সমাজে দ্ব›দ্ব-ফাসাদ সৃষ্টি করে তারা আনন্দ পায়।
এর কারণ জানতে চাইলে তারা উভয়ে বলে, আমরা তো সমাজে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি।
ক. ফাসাদ কী ? ১
খ. ‘পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না - আয়াতের ব্যাখ্যা করুন। ২
গ. সোহেল ও ফয়সালের চরিত্রে কীসের পরিচয় পাওয়া যায় ? ৩
ঘ. উদ্দীপকের আলোকে মুনাফিকের চরিত্র বিশ্লেষণ করুন। ৪
উদ্দীপক-২
অধ্যাপক মিজানুর রহমান একদিন ইসলাম শিক্ষা ক্লাসে সামাজিক অবক্ষয়ের বিষয়টি আলোচনা করতে গিয়ে বলেন,
সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ভাল মানুষ তারাই ভালো মানুষের ভাব দেখান। তারা জনগণের সামনে নিজেদেরকে ভাল
মানুষ হিসাবে প্রকাশ করার চেষ্টা করলেও সমাজে তারাই সন্ত্রাসীদের মদদদাতা ও গডফাদার। সমাজকে সংশোধন করতে
হলে আগে সন্ত্রাসীদের মদদদাতা ও গডফাদারদের সংশোধন হওয়া আবশ্যক । অতঃপর অধ্যাপক মিজানুর রহমান
কুরআনের এই
ক. মুসলিহুন শব্দের অর্থ কী ? ১
খ. কুরআনে ‘মুফসিদুন’ বলতে কাদের বুঝানো হয়েছে ? ২
গ. মুনাফিকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন। ৩
ঘ. মুমিন ও মুনাফিকের পার্থক্য উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। ক ২। খ ৩। ক ৪। গ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র