উপহাস কী ? দালালাহ শব্দের অর্থ কী মুহতাদীন’ শব্দের অর্থ কী ?


১৫. আল্লাহ্ই তাদের সাথে তামাশা করেন। এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াবার অবকাশ দেন।
শব্দার্থ
يستھز ُئ
ِ
ْ َ ْ َ -উপহাস করেন। ب-সংগে। هم-তাদের। و-এবং। يمد-অবকাশ দিতেছেন। هم-তাদের। فى-মধ্যে।
طغيان-অবাধ্যতা। هم-তাদের। يعمهون -উদভ্রান্ত হয়ে বেড়ায়।
ব্যাখ্যা ও শিক্ষা
মুনাফিকরা মুসলিমদের নিকট গিয়ে ঈমানের ভণিতা প্রদর্শন করত। নিজেদেরকে পাক্কা ইমানদার বলে জাহির করত। আর
অন্যদিকে কাফির-মুশরিক দলপতিদের নিকট গিয়ে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলত যে, ‘আমরা তাদের সাথে
ইমান এনেছি বলে হাসি-তামাশা করে থাকি।’ তাদের এ জঘন্য প্রহসনমূলক আচরণের পরিণাম তুলে ধরে এ আয়াত
অবতীর্ণ হয়।
মহান আল্লাহ মুনাফিকদের ঘৃণ্য আচরণের শাস্তি সম্পর্কে ঘোষণা দিচ্ছেন এ রূপেÑ
ক্স আল্লাহ তা‘আলাও তাদের উপহাসের জবাব দিচ্ছেন। তিনি তাদেরকে আরো অবকাশ দিয়ে যাচ্ছেন যাতে তারা তাদের
ঔদ্ধত্যে আরো হতবুদ্ধি ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। অপরাধের মাত্রা কানায় কানায় পূর্ণ হয়ে গেলে একদিন হঠাৎ
তাদের ওপর আল্লাহর গযব আপতিত হয়।
ক্স উপহাসের বদলে এ শাস্তি বিধানকেই আল্লাহর উপহাস বলে উল্লেখ করেছেন। কারণ আল্লাহর পূতঃপবিত্র মহান সত্তা
উপহাস করার ন্যায় মানবীয় আচরণ হতে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র। কাজেই
ক্স আল্লাহ মুনাফিকদেরকে তাদের ঠাট্টার প্রতিফল দান করবেন।
ক্স মুনাফিকদের বিদ্রƒপের প্রতিফল তাদের ওপরই বর্তাবে। তারা ইমানদারদের কোন ক্ষতি সাধন করতে পারবে না।
ক্স আল্লাহ মুনাফিকদের লাঞ্ছিত করবেন।
ক্স পরকালে তাদেরকে দোযখের অতল গহীনে নিক্ষেপ করা হবে।
ক্স অতএব সর্বতোভাবে মুনাফিকী ত্যাগ করে খাঁটিভাবে ইমানদার হয়ে আল্লাহর প্রিয় পাত্র হওয়া সকলেরই কর্তব্য।
১৬. এরা হিদায়াতের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করে। সুতরাং তাদের ব্যবসায় লাভজনক হয়নি, তারা সৎপথেও পরিচালিত নয়।
শব্দার্থ
اولئك এরাই, তারাই। الذين-যারা। اشتروا-ক্রয় করেছে। الضللة-ভ্রষ্টতা। ب-পরিবর্তে। الهدى -সৎপথ। فঅতঃপর। ما-না। ربحت-লাভজনক হয়েছে। تجارة-ব্যবসায়। هم-তাদের। و-এবং। ما-না। بحنواচ-তারা হয়েছে।
مهتدين-সৎপথ প্রাপ্ত।
ব্যাখ্যা ও শিক্ষা
এ আয়াতে হিদায়াত তথা সত্য-সুন্দর ইসলামের পথ গ্রহণের পরিবর্তে মুনাফিকরা যে পথভ্রষ্টতা গ্রহণ করেছে এতে
মুনাফিকদের কী লাভ হল তারই বর্ণনায় মহান আল্লাহ বলেন- তারাই সেসব লোক, যারা হিদায়াতের বিনিময়ে গোমরাহী
ক্রয় করেছে। এতে তারা লাভবান হতে পারেনি।
বরং চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা স্বীয় কার্যকলাপের দরুন সুপথগামী হয়নি। বরং পথভ্রষ্টতার পংকে নিমজ্জিত রয়েছে।
ক্স মহান আল্লাহ মুনাফিকীকে ব্যবসায়ের সাথে তুলনা করে তাদের অবস্থা পরিস্কার করে দিয়েছেন। মুনাফিকরা সৎপথের পরিবর্তে অসৎপথ গ্রহণ করেছে। সুতরাং তাদের এ বিনিময় লাভজনক হয়নি।
সারসংক্ষেপ
মুনাফিকরা সুবিধাভোগের জন্য ইসলাম গ্রহণের ভনিতা করে থাকে। সুবিধা দেখলে আগায় এবং বিপদ দেখলে পালায়।
তাদের এই ভÐামির ব্যবসায় দ্বারা তারা ইহকাল বা পরকাল কোনোটাতেই লাভবান হতে পারবে না।
অ্যাকটিভিটি (নিজে করি)
/শিক্ষার্থীর কাজ
শিক্ষার্থীগণ পরস্পর আলোচনা করে মুনাফিকদের চরিত্র উ¤েœাচন করুন।
পাঠোত্তর মূল্যায়ন
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘ইয়াসতাহযিউ’ শব্দের অর্থ কী ?
(ক) উপহাস করেন (খ) চালাকী করেন
(গ) জটিলতা সৃষ্টি করেন (ঘ) বিশৃঙ্খলা সৃষ্টি করেন
২। ‘মুহতাদীন’ শব্দের অর্থ কী ?
(ক) অসৎপথ প্রাপ্ত (খ) সৎপথ প্রাপ্ত
(গ) বাঁকা পথ (ঘ) পেচানো পথ
৩।‘তুগইয়ান’ শব্দের অর্থ কী ?
(ক) অবাধ্যতা (খ) আনুগত্য
(গ) অনুসরণ করা (ঘ) অনুকরণ করা
৪। দালালাহ শব্দের অর্থ কী ?
(ক) কিছু ফেলে আসা (খ) ভ্রষ্টতা
(গ) সভ্যতা (ঘ) অন্যায়
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
বাবার প্রথম সন্তানের নাম আকবর। আকবরের কাজে-কর্মে ইমানদারের বৈশিষ্ট্য প্রকাশ পায় না। কারণ সে নানা ধরনের
অন্যায় কাজ করে বেড়ায়। মুখে ঈমানের কথা বললেও সবার অজান্তে সে মুসলমানের ক্ষতিই করে বেশি। এতে তার বাবা
খুবই দুঃখ পান। একদিন ছেলেকে জোর করে মহল্লার মসজিদের ইমাম সাহেবের নিকট নিয়ে গেলেন। ইমাম সাহেব তাকে
অনেক বুঝানোর পর সে অঙ্গীকার করে যে, সে আর কখনো মুসলমানের কোন ক্ষতি করবে না। কিন্তু কিছুদিন যেতে না
যেতেই সে সব কিছু ভুলে যায়।
ক. উপহাস কী ? ১
খ. ‘আল্লাহ তাদের সাথে উপহাস করেন’ - আয়াতের ব্যাখ্যা করুন। ২
গ. আকবরের আচরণ অনুযায়ী তাকে কী নামে অভিহিত করা যায় ? ৩
ঘ. আখিরাতে আকবরের পরিণতি সূরা বাকারার আলোকে তুলে ধরুন। ৪
উত্তরমালা: ১। ক ২। খ ৩। ক ৪। খ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]