১৭. তাদের উপমা, যেমন এক ব্যক্তি আগুন জ্বালাল, অতঃপর যখন এর চারদিক আলোকিত করল তখন আল্লাহ তাদের
জ্যোতি ছিনিয়ে নিলেন। আর তাদের এমন ঘোর অন্ধকারে ফেলে দিলেন যে, তারা আর কিছুই দেখতে পেল না।
শব্দার্থ
مثلৃদ-ষ্টান্ত, উপমা। هم-তাদের। مثلهم-তাদের দৃষ্টান্ত। كمثلৃদ-ষ্টান্তের ন্যায়। الذى-েয ব্যক্তি। استوقد-প্রজ্বলিত
করল। نار-আগুন। ف-অতঃপর। اذا-যখন। اضاءت-আলোকিত হল। ماحوله -তার চারপাশ। االله ذهب-আল্লাহ
ছিনিয়ে নিলেন। نورهم-তাদের আলো। ذهب-শব্দের অর্থ সে নিয়েছে। কিন্তু এ শব্দের পরের যদি হরফে জার (যের
প্রদানকারী হরফ) আসে তবে অর্থ হবে- সে ছিনিয়ে নিয়েছে, و-এবং। ترك-তিনি ছেড়ে দিয়েছেন। وتركهم-এবং فى-
মধ্যে। ظلمة-গভীর, অন্ধকার। يبصرون- তারা দেখে। لايبصرون-তারা দেখে না।
ব্যাখ্যা ও শিক্ষা
এ আয়াতে আল্লাহ একটি দৃষ্টান্তের মাধ্যমে মুনাফিকদের প্রকৃত অবস্থা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, তাদের দৃষ্টান্ত হল
এমন এক ব্যক্তির ন্যায়, যে ব্যক্তি রাতের অন্ধকারে আগুন জ্বালাল। সেই আগুনের শিখায় যখন চারপাশ আলোকিত হল,
সত্য-মিথ্যা, হক ও বাতিল, সঠিক পথ ও ভ্রান্ত পথের মধ্যে পার্থক্য নির্ণিত হল ; তখন আত্মপূজার অন্ধকারে বিভ্রান্ত
মুনাফিকরা সে আলোতেও কিছু দেখতে পেল না। আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন এবং তাদের ঘোর অন্ধকারে
ছেড়ে দিলেন।
এখানে আলো প্রজ্জলনকারী হিসেবে রাসূল (স)-কে বুঝানো হয়েছে। তিনি যখন ইসলামের আলোকে চতুর্দিকের অজ্ঞতার
অন্ধকার দূরীভ‚ত করলেন তখন মুনাফিক ও কাফির ব্যতীত সকলেই সেই আলোকরশ্মিতে নিজেদের জীবন উদ্ভাসিত
করে সাফল্যমÐিত করল। তারা অন্ধকার থেকে আলোয় এল। অর্থাৎ ইসলামের আলোকে আলোকিত হল। তারা হিদায়াত
লাভ করল।
‘আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন’ এই বাক্যাংশ দ্বারা কারও মনে এই ভুল ধারণা আসা উচিত নয় যে, তাদের
অন্ধকারে নিমজ্জিত থাকার দায়িত্ব তাদের ওপর বর্তাবে না। কেননা আল্লাহ রব্বুল আলামীন ঠিক তাদেরই দৃষ্টিশক্তি হরণ
করেন, যারা নিজেরা সত্য সন্ধানী নয়। যে নিজে হিদায়াতের পরিবর্তে গুমরাহী উত্তম বলে মনে করে এবং নিজে সত্যের
উজ্জ্বল আলো দেখতে প্রস্তুত নয়। অতএব তারা নিজেরাই যখন সত্যের আলোকচ্ছটা থেকে মুখ ফিরিয়ে বাতিলের
অন্ধকারে নিমজ্জিত হতে ইচ্ছা করল তখন আল্লাহও তাদের সেই ইচ্ছা বাস্তবে রূপদান করলেন।
১৮. তারা বধির, বোবা, অন্ধ। সুতরাং তারা (সৎপথের দিকে) আর ফিরে আসবে না।
শব্দার্থ
صم-বধির। بكم-মূক, বোবা। পع-অন্ধ। ف-অতঃপর। هم-তারা। لا-না। يرجعون-ফির আসবে। لايرجعونঅতঃপর আর ফিরে আসবে না।
ব্যাখ্যা ও শিক্ষা
এ আয়াতে তাদের চূড়ান্ত ও করুণ পরিণতির কথা ঘোষণা করে বলা হয়েছে যে, সত্য কথা শ্রবণের ব্যাপারে এরা বধির,
সত্যকথা বলার ব্যাপারে এরা বোবা এবং সত্য দর্শনের ব্যাপারে এরা অন্ধ। মুনাফিকরা ইসলামের ও মানবতার ঘোর
দুশমন। তাই এদের শাস্তি ভয়ানক।ِ
“অবশ্যই মুনাফিকরা জাহান্নামের সর্বনি¤œ স্তরে শাস্তি ভোগ করবে।” (সূরা নিসা-৪:১৪৫)
সারসংক্ষেপ
এ আয়াত থেকে যে শিক্ষা গ্রহণ করব তা হল :
১. মুনাফিকরা ইসলাম, মুসলিম এবং আল্লাহ ও রাসূলের দুশমন।
২. এরা সব সময় ইসলামের ক্ষতি করে।
৩. মুনাফিকরা সত্য গ্রহণে এগিয়ে আসে না, বুঝতে চেষ্টা করে না এবং সত্য বলে না।
৪. মুনাফিকরা বধির, মূক ও অন্ধ।
৫. তারা ন্যায় ও সত্যের বদলে অন্যায় ও অসত্যকে বেশি ভালোসে।
৬. তারা সত্য দেখে না ও তা উপলব্ধি করতে চায় না।
৭. আমরা সব রকমের মুনাফিকী থেকে বেঁচে থাকব
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘জুলুমাত’ শব্দের অর্থ কী ?
(ক) গভীর অন্ধকার (খ) চালাকী করেন
(গ) জটিলতা সৃষ্টি করেন (ঘ) বিশৃঙ্খলা সৃষ্টি করেন
২. কারা আলোতে কিছু দেখতে পায়নি ?
(ক) কাফিররা (খ) মুনাফিকরা
(গ) বোকারা (ঘ) চালাকরা
৩.আয়াতে নূর শব্দের অর্থ কী ?
(ক) দৃষ্টিশক্তি (খ) মনের শক্তি
(গ) চিন্তাশক্তি (ঘ) শারীরিক শক্তি
৪। কারা সৎপথের দিকে ফিরে আসবে না ?
র. যারা বধির রর. যারা মুক ররর. যারা অন্ধ
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন :
উদ্দীপক,
হাসান একজন মুদি দোকানদার। প্রথম দিন থেকেই সে তার আসল চরিত্র গোপন রেখে সৎভাবে দোকান পরিচালনা করতে
থাকে। এতে তার সুনাম ও খ্যাতি মহল্লায় ছড়িয়ে পড়ে। দোকানে বিক্রিও ভালো হয়। কারণ প্রথম দিকে সে দোকানে
খাঁটি মালামাল বিক্রি করত। ওজনও ঠিকঠাক মত দিত। কিন্তু দোকান চালু হয়ে যাবার পর এখন সে আসল মালের সাথে
ভেজাল মিশিয়ে অধিক ব্যবসায়ের দিকে মন দেয়। এমনকি ওজনেও কম দিতে থাকে । এতে ক্রেতাদের নিকট তার
চেহারা উন্মোচিত হয়ে পড়ে। ফলে মহল্লার মানুষ তার দোকান থেকে কেনা-কাটা ছেড়ে দেয়।
ক. জুলুমাত কী ? ১
খ. রাতের আধারে আগুন জ্বালানোর ফলে কী অবস্থার সৃষ্টি হয়েছিল ? বুঝিয়ে লিখুন। ২
গ. ‘আল্লাহ তাদের আলো ছিনিয়ে নিলেন’ বলতে আয়াতে কী বোঝানো হয়েছে ? ব্যাখ্যা করুন। ৩
ঘ. ১৭ নং আয়াতে বর্ণিত মুনাফিকদের প্রকৃত অবস্থা বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। ক ২। খ ৩। ক ৪। ঘ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র