রাইবুন, (সন্দেহ), সূরা, অনুরূপ, শুহাদা, সাদিকীন, ইরশাদ, বান্দা।
২৩. আমি আমার বান্দার ওপর যা নাযিল করেছি তাতে যদি তোমাদের কোন সন্দেহ থাকে, তাহলে তার অনুরূপ কোন
সূরা রচনা করে নিয়ে আস এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারী ডেকে নিয়ে এস, যদি তোমরা সত্যবাদী
হও।
শব্দার্থ
و-এবং। ان-যদি। تمঢ়ك-েতামরা হও। فى-মধ্যে। ريب-সন্দেহ, সংশয়। ريب فى تمঢ়ك وان-এবং যদি তোমরা সন্দিহান
হও। مما-যা, যা থেকে। نزلنا-আমি নাযিল করেছি। ৭৮-ওপর। عبدنا -আমার বান্দা। عبدنا ৭৮ -আমার বান্দার
ওপর। فأتوا-তাহলে নিয়ে এস, আনায়ন কর। سورة-েকান একটি সূরা। مثله-তার অনুরূপ। وادعواে -ডকে আন, ডাক।
شهداء-সাক্ষী ও সহযোগিতাকারীগণ। منথে-েক। دون-ব্যতীত, ছাড়া। االله دون-আল্লাহ ছাড়া। ان-যদি। تمঢ়ك-
তোমরা হও। صادقين- সত্যবাদী। صدقين تمঢ়ك ان-যদি তোমরা সত্যবাদী হও।
ব্যাখ্যা ও শিক্ষা
মহান আল্লাহ কাফির-মুনাফিক তথা আল্লাহদ্রোহী শক্তির প্রতি চ্যালেঞ্জ ঘোষণা করে বলেছেন, আমার প্রিয় বান্দা হযরত
মুহাম্মাদ (স)-এর প্রতি আমার প্রেরিত যে কিতাব (আল-কুরআন) নাযিল করেছি, তা আমার প্রেরিত কিনা, সে বিষয়ে
তোমাদের মনে যদি কোন প্রকার সন্দেহ-সংশয় জেগে থাকে, তাহলে তোমরা অনুরূপ একটি সূরা রচনা করে এস। না
পারলে সমগ্র পৃথিবী হতে তোমাদের সকল সমর্থক ও একমনা লোকদের সাহায্য-সহায়তা নিয়ে হলেও কুরআনের একটি
ছোট সূরা রচনা করে আনায়ন করো।
কিন্তু না, তোমরা তা কখনই পারবে না। আল্লাহ ব্যতীত এ কাজ কেউই করতে পারবে না। জাহান্নামের আগুন ও কঠিন
শাস্তিকে ভয় কর। কেননা এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, এটা মানব রচিত কোন গ্রন্থ নয়। কুরআনের এ
আয়াতখানা বিশ্ববাসীর প্রতি চ্যালেঞ্জ। তৎকালীন আরব বিশ্বের সমস্ত কবি-সাহিত্যিক সম্মিলিত প্রচেষ্টা চালিয়েও এ চ্যালেঞ্জ
গ্রহণ করতে পারেনি এবং তারা লজ্জায় নির্বাক ও স্তব্ধ হয়ে গিয়েছিল। আরবের অন্যতম কবি ‘লাবীদ' কুরআনের ক্ষুদ্রতম
সূরা আল-কাউসারের অনুরূপ কোন সূরা রচনায় ব্যর্থ হয়ে বলেছিলেন-
এ আয়াতের বিশ্লেষণ ও ব্যাখ্যা হতে যে শিক্ষণীয় বিষয় পাওয়া যায়, তা হচ্ছে-
(ক) হযরত মুহাম্মাদ (স) আল্লাহর বান্দা ও রাসূল, এরই একটি দলিল হচ্ছে আল-কুরআন।
(খ) কুরআন মহান আল্লাহর বাণী, এটা মানব-রচিত কোন রচনা কর্ম নয়।
(গ) আল-কুরআন যে আল্লাহর বাণী, এতে কোন সন্দেহ-সংশয়ের অবকাশ নেই।
(ঘ) কুরআন সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিরন্তন মু‘জিযা।
১। ‘রাইবুন’ শব্দের অর্থ কী ?
(ক) সন্দেহ (খ) বিশ্বাস (গ) আশ্বাস (ঘ) মিথ্যা
২। ২৩ নং আয়াতটিতে আল্লাহ কাদের সাথে চ্যালেঞ্জ করেছেন ?
র. কাফিরদের সাথে রর. মুনাফিকদের সাথে ররর. আল্লাহদ্রোহীদের সাথে
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩। ‘সুরাতুন’ শব্দের অর্থ কী ?
(ক) নামায (খ) যে কোন একটি সূরা (গ) রোযা (ঘ) হজ্জ
৪। ‘ছাদিকীন’ শব্দের অর্থ কী ?
(ক) সত্যবাদী (খ) মিথ্যাবাদী
(গ) ওয়াদা পালনকারী (ঘ) ওয়াদা ভঙ্গকারী
৫। আল্লাহর সাথে চ্যালেঞ্জে টিকতে না পেরে কাফির-মুনাফিকদের অবস্থা কেমন হয়েছিল ?
(ক) হাসি পেয়েছিল (খ) লজ্জায় নির্বাক হয়ে গিয়েছিল
(গ) কান্না পেয়েছিল (ঘ) মরে গিয়েছিল
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
মুরাদ ও ফুয়াদ দুই বন্ধু। মুরাদ প্রতিদিন ফজরের নামায আদায় করে কুরআন তিলাওয়াত করে থাকে। মুরাদ মনে-প্রাণে
বিশ্বাস করে যে, কুরআনের প্রতিটি অক্ষরের বিনিময়ে দশটি নেকী রয়েছে। পক্ষান্তরে ফুয়াদ কুরআনকে অন্যান্য আসমানি
গ্রন্থের মতই মনে করে।
ক. আলোচ্য উদ্দীপকে ‘সূরা’ বলতে কী বুঝানো হয়েছে ? ১
খ. ‘কুরআন আল্লাহর বাণী’ বুঝিয়ে বলুন। ২
গ. কুরআন মানবরচিত কোন গ্রন্থ নয়- ব্যাখ্যা করুন। ৩
ঘ. কুরআন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মু‘জিযা- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। ক ২। ঘ ৩। খ ৪। ক ৫। খ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র