জান্নাতেরর নিয়মতরাজির বর্ণনা দিন।

আগুন, ইন্ধন, মানুষ, পাথর, কাফির।
২৪. অতঃপর যদি তোমরা এমনটা করতে না পার এবং নিঃসন্দেহে তোমরা এটা কখনও করতে পারবে না। অতএব
তোমরা ভয় কর, সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা কাফিরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
শব্দার্থ
ف-অতঃপর, সুতরাং, অতএব। ان-যদি। فان-অতঃপর যদি, সুতরাং যদি, অতএব যদি। لم-না। تفعلوا-েতামরা কর।
تفعلوا-অতঃপর যদি তোমরা না কর। و-এবং। لن-কখনও না। تفعلوا-েতামরা করতে পারবে। تفعلوا ولن- এবং
তোমরা কখনও করতে পারবে না। تقوا ا-েতামরা ভয় কর। نار-আগুন। التى-যা। وقود-লাকড়ি, জ্বালানি। ها-এর।
وقودها التى النار فاتقوا - সুতরাং সেই আগুনকে ভয় কর যার জ্বালানি হবে। الناس-মানুষ। حجارة-পাথর। دت৮ا-ৈতরি
করা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে। ل-জন্য। كفرون- কাফিরগণ। للكفرين -কাফিরদের জন্য।
ব্যাখ্যা ও শিক্ষা
এ আয়াতটি কুরআনের অন্যতম মু‘জিযা, আল্লাহর চিরন্তন ভবিষ্যদ্বাণী ও চ্যালেঞ্জ। আলোচ্য আয়াতে বলা হয়েছে যে,
কাফির, মুশরিক ও অমুসলিমগণ সকলে ঐক্যবদ্ধভাবে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কুরআনের অনুরূপ কোন সূরা তারা
রচনা করতে পারবে না। আল্লাহ তা‘আলার এ ঘোষণা ও চ্যালেঞ্জ শোনার পর কাফির ও মুশরিকরা ক্রোধে ফেটে পড়ে
এবং এ চ্যালেঞ্জের মোকাবিলায় সর্বশক্তি নিয়োগ করে।
‘মানুষ ও পাথর হবে যার জ্বালানি’ দ্বারা বুঝা যায় যে, কেবল কাফিররাই জাহান্নামের জ্বালানি হবে না; বরং সে সাথে
তাদের নিজেদের হাতে গড়া পাথরের মূর্তিসহ যেগুলোকে তারা দেবতা হিসেবে উপাসনা করত, সেগুলোও দোযখের ইন্ধন
এবং জ্বালানি হবে। এসব দেবতা ও মূর্তিগুলো কোন অবস্থাতেই আল্লাহর সমকক্ষ নয়, তা সেখানে বাস্তবে দেখানো হবে।
কুরআনের আয়াতে এরূপ চ্যালেঞ্জ প্রদান করা হয়েছে। বর্তমানেও এ চ্যালেঞ্জ কার্যকর রয়েছে এবং কিয়ামত পর্যন্ত তা
কার্যকর ও বলবৎ থাকবে। কিন্তু কোন যুগেই কোন পক্ষ এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। এ আয়াতে আল্লাহ তা‘আলা সে ঘোষণাই জারি করেছেন।
২৫. আর যারা ইমান এনেছে ও ভালো কাজ করেছে তাদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ
দিয়ে ঝরণাধারা প্রবাহিত। যখনই সেই জান্নাত থেকে তাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে তখন তারা বলবে, আমাদেরকে
পূর্বে জীবিকা হিসেবে যা দেওয়া হত এটা তো তাই। তাদেরকে অনুরূপ ফলই দেওয়া হবে। এবং সেখানে তাদের জন্য
পূতপবিত্র সঙ্গিনী রয়েছে এবং তারা সেখানে চিরকাল থাকবে।
শব্দার্থ
و-এবং। بشر-সুসংবাদ দাও। الذين-যারা। امنوا -ইমান এনেছে। عملوا-তারা করেছে। الصالحات - সৎকর্মসমূহ।
الصلحت وعملوا -এবং সৎকর্ম করেছে। ان-েয। لهم - তাদের জন্য। جنت-বাগানসমূহ। تجرى-প্রবাহিত হচ্ছে। تحتনিচে। ها-তা। تحتها-এর নিচ (নি¤œদেশ) দিয়ে। الانهار-ঝরনাধারাসমূহ। لمচا- যখনই। رزقوا-তাদের (রিযিক) খেতে
দেওয়া হয়। منها-তা থেকে। ثمرةে -কান ফলমূল। رزق-জীবিকা, খাবার। قالوا -তারা বলে। الذى -এটা, এটি। رزقناআমাদেরকে খেতে দেওয়া হল। قبل-পূর্বে, আগে। به توا وا-তাদেরকে দেওয়া হবে, এটা তাদের সামনে পরিবেশন করা
হবে। متشبحبها -অনুরূপ। ل-জন্য। هم-তাদের। فى-মধ্যে। فيها-এতে, এর মধ্যে। مطهرة-পাক-পবিত্র। مطهرة ازواجসতী-সাধ্বী স্ত্রীগণ। هم-তারা। فيها-এতে, তাতে। فيها وهم-এবং তারা সেখানে। خالدون -চিরকাল থাকবে।
ব্যাখ্যা ও শিক্ষা
যারা কুরআনকে আল্লাহর বাণী ও হযরত মুহাম্মাদ (স) কে আল্লাহর নবী হিসেবে মেনে নিয়ে আল্লাহ ও রাসূলের নির্দেশিত
পন্থায় নিজেদের জীবন পরিচালনা করে আলোচ্য আয়াতে তাদের জন্য চির শান্তিময় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে।
আল্লাহর একত্ব ও রাসূলের রিসালাতের অস্বীকারকারীগণ তাদের উপাস্য দেব-দেবীসহ যেমন দোযখে ভীষণ শাস্তি ভোগ
করবে, তেমনি তাদের বিপরীত আল্লাহভীরু সৎকর্মশীল লোকেরা জান্নাতে মহাসুখ ও পরম শান্তি উপভোগ করবে।
এ আয়াতে জান্নাতের পরম শান্তির উদাহরণগুলোর মধ্য থেকে যেসব উপকরণের কথা উল্লেখ করা হয়েছে তা নি¤œরূপ:
১. তলদেশ দিয়ে প্রবাহমান ঝরণাধারা
২. বিভিন্ন ফল-মূল
৩. সতী-সাধ্বী স্ত্রী
৪. চিরকাল অবস্থান।
১. তলদেশ দিয়ে প্রবহমান ঝরণাধারা
জান্নাতে আল্লাহ ইমানদার ও সৎকর্মশীল বান্দাদের চিত্তবিনোদনে ও পিপাসা নিবারণের জন্য এমন স্বচ্ছ পানির ঝরণা সৃষ্টি
করেছেন যার পানি সুশীতল, সুগন্ধময় ও সুমিষ্ট হবে।
২. বিভিন্ন ফল-মূল
আল্লাহ তা‘আলা জান্নাতীদের আহারের জন্য নানা রকম ফল-মূলের ব্যবস্থা করবেন। বেহেশতে অসংখ্য ফল ও ফুলের
বৃক্ষরাজি থাকবে। বেহেশতিরা যখন যা খেতে চাইবে তখন তা দেওয়া হবে। ফল-মূলের আকৃতি পৃথিবীর বিভিন্ন ফলমূলের অনুরূপ হবে; কিন্তু স্বাদে ও গন্ধে পৃথিবীর ফল অপেক্ষা বহুগুণে উত্তম ও স্বতন্ত্র হবে। পরিচিত ফল-মূল পরিবেশনের
কারণ এই যে, অপরিচিত ফল-মূলের প্রতি মানুষের মন সহজে আকৃষ্ট হয় না। সুতরাং আকর্ষণ সৃষ্টির উদ্দেশেই আল্লাহ
জান্নাতবাসীদের সামনে পরিচিত ফল-ফলাদি পরিবেশন করতে বলবে
৩. পবিত্র ও সতী সাধ্বী স্ত্রী
আল্লাহ তা‘আলা জান্নাতে মানুষের প্রশান্তির জন্য সঙ্গী প্রদান করবেন। বেহেশতে স্বামী ও স্ত্রীর সম্পর্ক অত্যন্ত নির্মল ও
পবিত্র হবে। কোনরূপ গোলমাল ও মনোমালিন্য সৃষ্টি হবে না। পৃথিবীতে যদি স্বামী-স্ত্রী উভয়েই সত্যপন্থী হয় তবে
বেহেশতেও তারা স্বামী-স্ত্রী হিসেবেই বসবাস করবে।
৪. চিরস্থায়ী অবস্থান
ইমানদার নর-নারী জান্নাতে চিরকাল অবস্থান করবেন। কারণ আনন্দ যদি স্থায়িভাবে উপভোগ করার নিশ্চয়তা না থাকে
তবে মনে পরিপূর্ণ প্রশান্তি আসে না। শান্তি চলে যাওয়ার দুঃশ্চিন্তা প্রতি মুহ‚র্তে মনে উদিত হলে মনে পরিপূর্ণ স্বস্তি থাকে
না। তাই আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বেহেশতে মানুষ চিরকাল অবস্থান করবে। হাদীসে উল্লেখ করা হয়েছে যে,
চূড়ান্তভাবে মানুষকে বেহেশতে ও দোযখে প্রবেশ করানোর পর দুম্বা আকারের মৃত্যুকে সকলের সামনে জবাই করে ফেলা
হবে, যাতে জান্নাতীদের মনে মৃত্যুভয় এবং জাহান্নামীদের মনে শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার আশা সৃষ্টি হতে না হয়।
সারসংক্ষেপ
এ আয়াত থেকে আমরা এ শিক্ষা গ্রহণ করতে পারি যে১. দুনিয়া ও আখিরাতে সফলতার জন্য ইমান আনা জরুরি।
২. আল্লাহ ও রাসূলের প্রতি ঈমানের সাথে সাথে তার নাযিলকৃত কুরআনকে জীবন বিধান রূপে গ্রহণ করতে হবে।
৩. সৎ কর্মমূলক জীবন পদ্ধতি গ্রহণ করতে হবে।
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘কুদু’ শব্দের অর্থ কী ?
(ক) জ্বালানী (খ) কাঠ
(গ) আগুন (ঘ) পানি।
২। ২৪ নং আয়াতটি কী ধরনের ?
র. আল্লাহর মু‘জিযা রর. আল্লাহর চিরন্তন ভবিষ্যদ্বাণী
ররর. আল্লাহর চ্যালেঞ্জ
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩. ‘হিজারাতুন’ শব্দের অর্থ কী ?
(ক) রড (খ) পাথর
(গ) কয়লা (ঘ)কাঠ
৪.‘ছালিহাত’ শব্দের অর্থ কী ?
(ক) সৎকর্ম (খ) অসৎ কর্ম
(গ) নিজের ইচ্ছামত কাজ (ঘ) পরের ইচ্ছামত কাজ
৫। জান্নাতের উপকরণের মধ্যে রয়েছে -
র. জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহমান ঝরণাধারা
রর.বিভিন্ন ফলমূল
ররর. সতী-সাধ্বী স্ত্রী
নিচের কোনটি সঠিক ?
(ক) র (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক,
মাওলানা মুবারক জুমু‘আর বয়ানে বলেন- যুগে যুগে পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থের আবির্ভাব হয়েছে, কিন্তু আল-কুরআন ছাড়া
অন্য কোন ধর্মগ্রন্থই অবিকৃত অবস্থায় টিকে থাকেনি। আল-কুরআন সম্পর্কেও কাফিরদের সন্দেহ ছিল। কিন্তু আল্লাহ
তা‘আলাই এ গ্রন্থের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহর পক্ষ হতে বিভিন্ন সময় চ্যালেঞ্জ করা করা হয়েছে। কুরআনের
অনুরূপ ছোট্ট একটি সূরা রচনা করে দেখানোর কথা বলা হয়েছে। কিন্তু কেউ তাতে সফল হয়নি। বস্তুত কুরআন কিয়ামত
পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকবে। কুরআন রক্ষার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন। এ কারণেই আজ কুরআনের শিক্ষা
ও প্রচার বিশ্বময় ছড়িয়ে পড়েছে।
ক. কুরআনের চিরন্তনতার ব্যাপারে কাদের সাথে চ্যালেঞ্জ করা হয়েছিল ? ১
খ. ‘মানুষ ও পাথর হবে জাহান্নামের জ্বালানি’ -ব্যাখ্যা করুন । ২
গ. ২৫ নং আয়াতের আলোকে জান্নাতের চিত্র তুলে ধরুন । ৩
ঘ. জান্নাত কাদের জন্য চিরস্থায়ী আবাসস্থল ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা: ১। ক ২। ঘ ৩। খ ৪। ক ৫। ঘ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]