ছাগলের রোগ ব্যবস্থাপনা সম্পর্কে বর্ণনা কর সুস্থ ছাগলের বৈশিষ্টগুলো কি কি তা জান

ছাগলের রোগ ব্যবস্থাপনা
একথা মনে রাখা প্রয়োজন যে মুক্তভাবে ছাগল প্রতিপালনের তুলনায় আবদ্ধ অবস্থায় ছাগল পালন অনেক বেশি
ঝুকিপূর্ণ। এ ব্যবস্থায় বৈজ্ঞানিক চিন্তা ভাবনা ও প্রযুক্তির সমন্নয় না ঘটালে খামারীকে বিস্তর সমস্যার সম্মুখীন হতে হয়।
এটা একটি বাস্তব উপলব্ধি। এজন্য ছাগলের সুখ-সাচ্ছন্দ্য ও স্বাস্থ্যর প্রতি খামারীকে স্বতন্ত্র ভাবে দৃষ্টি দিতে হবে। ছাগলের
খামারে রোগের প্রাদুর্ভাব ঘটলে মারাত্মক ক্ষতি হয়ে থাকে। তাই বিভিন্ন রোগ দমনের জন্য যথাযথ ব্যবস্থা নেয়া অত্যন্ত
জরুরি। তা না হলে খামার থেকে লাভের আশা করা যায় না। খামারে ছাগল আনার পর থেকে প্রতিদিনই প্রতিটি ছাগলের
স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। প্রথম পাঁচ দিন সকাল ও বিকালে দুবার থার্মোমিটার দিয়ে ছাগলের দেহের তাপমাত্রা
পরীক্ষা করতে হবে। হঠাৎ কোনো রোগ দেখা মাত্রই গবাদি প্রাণি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। তীব্র শীতের
সময় ছাগী বা বাচ্চাদের গায়ে চট পেঁচিয়ে দেয়া যেতে পারে। মাচার নিচ এবং ঘর প্রতিদিন সকালে পরিস্কার করতে হবে
এবং কর্মসূচি অনুযায়ী জীবাণুনাশের ব্যবস্থা নিতে হবে।
সুস্থ ছাগলের বৈশিষ্ট্য
সুস্থ ছাগলের নাড়ীর স্পন্দন প্রতি মিনিটে ৭০-৯০ বার, শ^াস প্রশ^াস প্রতি মিনিটে ২৫-৪০ বার এবং তাপমাত্রা ৩৯.৫০
সেঃ
হওয়া উচিত। সুস্থ ছাগল দলবদ্ধভাবে চলাফেরা করে, মাথা সবসময় উঁচু থাকে, নাসারন্ধ্র থাকবে পরিস্কার, চামড়া নরম,
পশম মসৃণ ও চকচকে দেখাবে এবং পায়ু অঞ্চল থাকবে পরিচ্ছন্ন।
ছাগল সুস্থ রাখতে যেসব ব্যবস্থাদি গ্রহণ করা আবশ্যক সেগুলোর মধ্যে রয়েছে:
কর্মসূচি অনুযায়ী টিকা প্রদান: ভাইরাসজনিত রোগ যেমন এনথ্রাক্স ব্রæসেলোসিস ইত্যাদি খুবই মারাত্মক বলে এগুলোর
বিরুদ্ধে যথারীতি টিকা প্রদান করতে হবে। যেসব ছাগীকে পূর্বে পিপিআর, গোটপক্স, একথাইমা, ব্রæসেলোসিস ইত্যাদি
টিকা দেয়া হয়নি তাদেরকে গর্ভের ৫ম মাসে উক্ত ভ্যাকসিনগুলি দিতে হবে। বাচ্চার বয়স যখন ৫ মাস তখন তাকে
পিপিআর ভ্যাকসিন ও অন্যান্য প্রয়োজনীয় ভ্যাকসিন দিতে হবে।
কৃমিনাশক ঔষধ প্রয়োগ: সকল ছালকে নির্ধারিত মাত্রায় বছরে দুইবার কৃমিনাশক ঔষধ প্রদান করতে হবে। কৃমিনাশক
কর্মসূচি অনুসরণের জন্য গবাদি প্রাণি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সঠিক ব্যবস্থা গ্রহন করতে হবে।
ছাগলের খামারের জৈব নিরাপত্তা
খামার এলাকায় বেড়া বা নিরাপত্তা বেস্টনী এমনভাবে নির্মাণ করতে হবে যাতে সেখানে অনাকাঙ্খিত ব্যক্তি, শেয়াল- কুকুর
ও অন্যান্য বন্যপ্রাণী প্রবেশ করতে না পারে। প্রবেশপথে ফুটপাতে বা পা ধোয়ার জন্য ছোট চৌবাচ্চায় জীবাণুনাশক
মেশানো পানি রাখতে হবে। খামারে প্রবেশের আগে খামারে গমনকারী তার জুতা/পা ডুবিয়ে জীবাণু মুক্ত করবেন।
খামারের জন্য সংগৃহিত নূতন ছাগল সরাসরি খামারে পূর্বে বিদ্যমান ছাগলের সাথে রাখা যাবে না। নতুন আনীত ছাগলদের স্বতন্ত্র ঘরে সাময়িক ভাবে পালনের ব্যবস্থা করতে হবে।
এ ধরনের ঘরকে পৃথকীকরণ ঘর বা আইসোলেশন শেড বলে। অন্ততপক্ষে দুই সপ্তাহ এই শেডে রাখা বিশেষ জরুরি।
এসব ছাগলের জন্য প্রাথমিক কিছু চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। প্রথমে এদেরকে কৃমিনাশক খাওয়াতে হবে। এজন্য
বহিঃপরজিবী এবং আন্তঃপরজিবীর জন্য কার্যকর কৃমিনাশক প্রয়োগ করতে হবে। চর্মরোগ প্রতিরোধের জন্য প্রতিটি
ছাগলকে ০.৫% ম্যালাথিয়ন দ্রবণে গোসল করাতে হবে। আইসোলেশন শেডে ছাগল রাখার পর ১৫ দিনের মধ্যে যদি
কোনো রোগ না দেখা দেয় তাহলে প্রথম পিপিআর রোগের এবং সাত দিন পর গোটপক্সের ভ্যাকসিন প্রয়োগ করতে
হবে। শেষ টিকা প্রদানের সাত দিন পর এসব ছাগলকে মূল খামারে নেয়া যেতে পারে। প্রদিদিন সকাল এবং বিকালে
ছাগলের ঘর পরিষ্কার করতে হবে। কোনো ছাগল যদি অসুস্থ হয় তাহলে তাকে আলাদা করে আইসোলেশন শেডে রেখে
চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি কোনো ছাগল মারা যায় তবে অবশ্যই তার কারণ শনাক্ত করতে হবে। ল্যাবরেটরিতে
রোগ নির্ণয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মৃত ছাগলকে খামার থেকে দূরে নিয়ে মাটির গভীরে পুঁতে বা আগুন
দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। রোগাক্রান্ত ছাগলের ব্যবহার্য সকল সরঞ্জামাদি ও দ্রব্যাদি সঠিকভাবে জীবানুমুক্ত করতে হবে।
শিক্ষার্থীর কাজ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে দলগতভাবে ছাগলের খাদ্য ব্যবস্থাপনা, ছাগলের খামারের জৈব নিরাপত্তা এবং ছাগলের রোগ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করবেন।
সারসংক্ষেপ
ছাগল পরিষ্কার পরিছন্ন পরিবেশে থাকতে পছন্দ করে। এদের বাসস্থানে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা করতে হয়।
ছাগল সবসময় শুকনো ও উঁচুস্থান পছন্দ করে। ছাগলের যাতে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল লাখতে হবে। কারণ
ঠান্ডায় এরা নিউমোনিয়াসহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়। তাই শীতের সময় মেঝেতে ধানের খড় অথবা নাড়া বিছিয়ে দিতে হয়। শীতের সময় ছাগলকে ঠান্ডা থেকে রক্ষার জন্য এদের ঘরের দেয়ালে প্রয়োজনে চটের বস্তা টেনে দিতে হবে।
পাঠোত্তর মূল্যায়ন-১৩.৬
বহুনির্বাচনি প্রশ্ন
১। ছাগলকে বছরে কয়বার নির্ধারিত মাত্রায় কৃমিনাশক ঔষধ প্রদান করতে হবে?
(ক) এক বার (খ) দুই বার
(গ) তিন বার (ঘ) চার বার
২। নতুন ছাগলকে আইসোলেশন শেডে কতদিন রাখতে হবে?
(ক) ৭ দিন (খ) ১০ দিন
(গ) ১৪ দিন (ঘ) ২০ দিন
সৃজনশীল প্রশ্ন
১। জসিম সাহেব উন্নত জাতের ৫টি গাভী কিনে তা পালন করা শুরু করলেন। একদিন লক্ষ্য করলেন মাস খানেক পর
এক দিন দেখলেন একটি গাভী কিছু খাচ্ছে না। ক্ষুরে ঘা এর মত কিছু লক্ষ্য করলেন এবং গবাদি প্রাণি চিকিৎসকের
কাছে দেখালেন। তিনি বিভিন্ন পরামর্শ দিলেন।
ক) গবাদি প্রাণির ক্ষুরা রোগ কী?
খ) ক্ষুরা রোগ প্রতিরোধে ডাক্তারের ব্যবস্থাপত্র ব্যাখ্যা করুন।
গ) ক্ষুরা রোগ প্রতিরোধে ডাক্তারের ব্যবস্থাপত্র ব্যাখ্যা করুণ।
ঘ) বাংলাদেশে প্রাণিসম্পদ উন্নয়ণে বিভিন্ন রোগবালাই প্রধাণ সমস্যা বিষয়টি বিশ্লেষণ করুণ।
২। সবুর মিয়া কযেক বছর ধরে গরুর খামার পরিচালনা করছেন প্রতিবছর সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দরভাবে খামার
পরিচালনা করেন। কিন্তু পারিবারিক একটা সমস্যার কারণে তেমন যতœ ও বাসস্থানের সংস্কার করতে না পারায় গরুর
ঘর স্যাঁতস্যাতে পরিবেশের সৃষ্টি হয়। এবং একটি গরু খিচুনি দিয়ে মারা যায়।
ক) গবাদি প্রাণির ব্যাকটেরিয়া জণিত রোগ কি?
খ) গবাদিপ্রাণির অপুষ্টি জণিত রোগের নাম গুলি উল্লেখ করুণ।
গ) সবুর মিয়ার গরু যে রোগে আক্রান্ত হয়েছল তার লক্ষণগুলো ব্যাখ্যা করুন।
ঘ) সবুর মিয়অর গরুগুলোর সমস্যা কিভাবে করা যেতে পারে। বিশ্লেষণ করুন।
উত্তরমালা
পাঠোত্তর মূল্যায়ন- ১৩.১ ঃ ১। গ ২। ক ৩। ক
পাঠোত্তর মূল্যায়ন- ১৩.২ ঃ ১। গ ২। খ ৩। ক
পাঠোত্তর মূল্যায়ন- ১৩.৩ ঃ ১। গ ২। খ ৩। ক ৪। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ১৩.৪ ঃ ১। ঘ ২। ক ৩। ক ৪। গ ৫। ক
পাঠোত্তর মূল্যায়ন- ১৩.৫ ঃ ১। ক ২। গ ৩। ঘ ৪। খ ৫। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ১৩.৬ ঃ ১। ক ২। গ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]