মেলার উপযোগী বৃক্ষ প্রজাতি সম্পর্কে বল স্থান ভিত্তিক বৃক্ষ নির্বাচনের বিষয়ে সবিস্তারে লিখ

বৃক্ষ মেলা বাংলাদেশের শহর ও গ্রামে বসবাসকারী মানুষদের মাঝে বৃক্ষ রোপণের ব্যাপক আগ্রহ সৃষ্টি করতে
সক্ষম হয়েছে। এজন্য বৃক্ষ রোপণের মাধ্যমে সফলতা লাভ করতে হলে সঠিক প্রজাতির বৃক্ষ নির্বাচন করা
খুবই গুরুত্বপূর্ণ। সব স্থানে সব প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা যায় না। ভূমির প্রকৃতি, মাটির বৈশিষ্ট, আর্থ-সামাজিক
পরিবেশ ইত্যাদির উপর বিবেচনা করে বৃক্ষের চারা রোপণ করলে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। নি¤েœ স্থানভেদে
কোথায় কি বৃক্ষ লাগাতে হবে তার তালিকা প্রদান করা হলোক. বসত বাড়ির আশে পাশে লাগানোর গাছ : আম, কাঁঠাল, পেয়ারা, জাম, বেল, নিম সুপারি, নারিকেল, আমড়া,
কামরাঙ্গা, ডালিম, কুল, লেবু, লিচু, সজিনা, তেজপাতা, শরিফা, আতা ইত্যাদি। বাড়ীর সম্মুখে পাতাবাহার ও অন্যান্য
ফুলের গাছ ও সব্জীর বাগান থাকবে। বাড়ীর উত্তম পশ্চিমে উচু বড় বৃক্ষ এবং দক্ষিণে-পূর্বে নীচু ও মাধ্যম উচ্চতার
বৃক্ষ লাগাতে হবে যাতে বাড়িতে প্রচুর আলো বাতাস পাওয়া যায়।
খ. কৃষি জমির ধারে ও আইলে রোপণের উপযোগি বৃক্ষ : কৃষি জমির বাউন্ডারিতে জীবন্ত বেড়ার প্রজাতি যেমন- অড়হর,
ডোলকমলি, ফণিমণসা ইত্যাদি। কৃষি জমির আইলে শিকড় কম বিস্তারকারী কিন্তু গভীরমূলী, ডাল পালা ছাটাইযোগ্য
বৃক্ষ যেমন- বাবলা, আকাশমনি, সাদা কড়ই, কালোকড়ই, মিনজিরি, ইপিল ইপিল, ঘোড়ানিম ইত্যাদি।
গ. পুকুর পাড়ে লাগানোর উপযোগী বৃক্ষ : পাড়ের মাটি শক্ত করে ধরে রাখতে পারে আবার পুকুরে রোদ প্রবেশে বাঁধা
সৃষ্টি না করে এমন বৃক্ষ প্রজাতি নির্বাচন করা ভালো। যেমন : নারিকেল, সুপারি, তাল, লিচু, ডালিম, আম, খেজুর
ইত্যাদি। পুকুরের উত্তর-পশ্চিম কোনায় বাঁশের ঝাড় সৃষ্টি করা যায়।
ঘ. রাস্তা ও সড়কের ধারের জন্য উপযোগী বৃক্ষ : উঁচু সুদৃশ্য বৃক্ষ প্রজাতিসমূহের চারা যেমন- মেহগনি, শিশু, আকাশমনি
ইউক্যালিপটাস, জারুল, রেইনট্রি, সেগুন, শীল কড়ই, আম, জাম, কাঁঠাল, নিম, হরিতকী, অর্জুন, তেলসুর, পলাশ,
কদম ইত্যাদি।
ঙ. শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা : প্রতিষ্ঠান সমূহের আঙিনা ও আশেপাশে শোভাবর্ধনকারী ও ছায়া প্রদানকারী বৃক্ষের
চারা রোপণ করতে হয়। যেমন-কৃষ্ণচূড়া, দোদরা, ইউক্যালিপটাস, জারুল, নিম, আম, কাঁঠাল, লিচু, বকুল,
কাঠবাদাম, সেগুন ইত্যাদি।
চ. নদীর ধার ও বাঁধের উপযোগী বৃক্ষ : বেশি শিকড় বিস্তার করে, শক্ত ও মজবুত, পানি সহিষ্ণু বৃক্ষ প্রজাতি যেমন :
হিজল, ছাতিম, পিটালি, তাল খেজুর, বট, মান্দার, জিয়লগাজী, পিটালী ইত্যাদি।
ছ. গ্রামের হাট বাজার : ছায়া বিস্তার করে আবার পক্ষীকূলের খাদ্য ও আবাস উপযোগী বৃক্ষ প্রজাতি যেমন : বট, অশ্বথ,
রেইনট্রি, তেঁতুল, মেহগনি, আম, জাম, কাঠাল ইত্যাদি।
জ. উচুঁ অনাবাদি পতিত জমিতে : ফলজ ও বনজ বৃক্ষ যেমন : আম, জাম, কাঁঠাল, আমলকি, বহেরা অর্জুন, নিম,
মেহগনি, সেগুন, শীলকড়ই, আকাশমনি, মহুয়া, নাগেশ্বর ইত্যাদি।
ঝ. উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী তৈরীর উপযোগী বৃক্ষ : লবণাক্ততা সহ্য করতে পারে এবং ঝড় ঝাপটা প্রতিরোধ
সক্ষম বৃক্ষ প্রজাতি যেমন- তাল, নারিকেল, খেজুর, সুপারি, সোনালু, ঝাউ, আকশমনি, জারুল, গাব, গর্জন, তেতুল,
অর্জুন, শিরিষ, শীলকড়ই, চম্পাফুল ইত্যাদি।
ঞ. স্যাঁতস্যাঁতে নিচু জমিতে : জলাবদ্ধতা সহনশীল বৃক্ষ প্রজাতি যেমন- হিজল, কদম, পিটালি, বাঁশ, বেত, মূর্তা, মান্দার,
জারুল, অশোক, শিমুল, ছাতিম, পইনাল, চালতা, পিতরাজ, কাঞ্চন, শেওড়া ইত্যাদি।
ত. পাহাড়ি এলাকার জন্য উপযোগী বৃক্ষ : গর্জন, গামার, সেগুন, শীলকড়ই, চাম্পাফুল, চাপালিশ, কাঁঠাল, জলপাই,
আকাশমনি ইত্যাদি।
থ. বাড়ির ছাদে লাগানোর উপযোগী বৃক্ষ : বাসা বাড়ির ছাদ বিশেষ করে শহর অঞ্চলের বাড়ির ছাদে গাছ লাগানোর
একটি প্রবণতা উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বাড়ির ছাদে শাক-সব্জীর চারাই প্রধানত গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বৃক্ষ
জাতীয় গাছপালা লাগাতে আগ্রহী হলে ফলজ, ঔষধি জাতীয় বৃক্ষ লাগানোই শ্রেয়। এজন্য উপযোগি বৃক্ষ যেমন: আম, সফেদা, লেবু, ডালিম, আমড়া, করমচা, আমলকি, কামরাঙ্গা, জামরুল, শরিফা ইত্যাদি।
সারসংক্ষেপ
জনগণ গাছ লাগানোর জন্য যে সকল স্থান নির্বাচন করে তার প্রকৃতি, মাটির বৈশিষ্ট্য ও আর্থ-সামাজিক
পরিবেশের কারণে বৃক্ষ প্রজাতি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ । স্থানোপযোগী বৃক্ষ র্বিাচনে ব্যর্থ হলে ঐ বৃক্ষথেকে
উপযোগিতা পাওয়া সম্ভব নয় একটি বৃক্ষ রোপণ করে তা থেকে উপযোগতা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
পাঠোত্তর মূল্যায়ন-১৬.২
বহুনির্বাচনি প্রশ্ন
১। জলাবদ্ধতা সহনশীল গাছ কোনগুলো ?
ক) হিজল, কদম ও পিটালী খ) গর্জন, গামার ও সেগুন
গ) আম, জাম ও কাঁঠাল ঘ) সাজনা, তেজপাতা ও দারুচিনি
২। শহর এলাকায় কোথায় গাছ লাগানোর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ?
ক) বাসাবাড়ির ছাদে খ) বাড়ির বারান্দায়
গ) জানালার কার্ণিশে ঘ) ঘরের মধ্যে
নিচের উদ্দীপকের আলোকে ৩ নং ও ৪ নং প্রশ্নের উত্তর দিন ।
নলডাঙ্গা গ্রামের কৃষকরা বৃক্ষ মেলা পরিদর্শনের সময় কৃষি জমির বাউন্ডারীতে ও আইলে গাছ লাগিয়ে অর্থনৈতিকভাবে
লাভবান হওয়ার বিষয়ে জানতে পারে। উল্লেখিত স্থানে লাগানোর উপযোগী বৃক্ষ প্রজাতি ও তাদের বৈশিষ্ট্যগুলো
কৃষকরা মেলা থেকে ভালভাবে জেনে নেয়।
৩। কৃষি জমির বাউন্ডারীতে জীবন্ত বেড়া তৈরীর উপযোগী বৃক্ষ কোনগুলো ?
ক) অড়হর, ঢোলকলমি, ফণিমণসা খ) আম, জাম, কাঁঠাল
গ) সেগুন, গর্জন, শাল ঘ) হরিতকি, বয়রা, আমলকি
৪। উদ্দীপকের কৃষি জমির আইলে লাগানো বৃক্ষ সমূহের বৈশিষ্ট্য হলো -
র. কম শিকড় বিস্তারকারী।
রর. শিকড় গভীরমূলী।
ররর. ডালপালা ছাঁটাই সহনশীল।
নিচের কোনটি সঠিক ?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]