উপজেলা ও জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলা বর্ণনা করবৃক্ষ মেলা সপ্তাহ সম্পর্কে বল

বৃক্ষ রোপণ আন্দোলনকে জোরদার করণের জন্য প্রতিবছর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্দোগে অন্যান্য
মন্ত্রণালয়ের ও স্থানীয় সরকারের সহযোগিতায় উপজেলা ও জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপণ সপ্তাহের
আয়োজন করা হয়ে থাকে। নি¤েœ উপজেলা ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বৃক্ষমেলা সম্মন্ধে আলোচনা করা হলো।

উপজেলা পর্যায়ের কৃষি ও বৃক্ষমেলা
গ্রামীণ জনগণকে বৃক্ষ রোপণে উৎসাহিত করার জন্য প্রত্যক বছর দেশের প্রতিটি উপজেলায় বৃক্ষ ও কৃষি মেলার আয়োজন
করা হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্দ্যোগে প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারদের সার্বিক তত্তা¡বধানে সংশ্লিষ্ট কৃষি
অফিসার ও বৃক্ষমেলার আয়োজন করে থাকেন। অনেক সময় প্রতিটি জেলায় অবস্থিত বন বিভাগ কর্তৃক জেলা ও কোনো
কোনো ক্ষেত্রে উপজেলা পর্যায়ে বৃক্ষ মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলাসমূহ সাধারণত ৩-৭ দিন ব্যাপি অনুষ্ঠিত
হয়। এসব মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারার পাশাপাশি বিভিন্ন প্রকার ফসলের জাত কৃষি পণ্য,
উৎপাদন উপকরণ, কৃষি প্রযুক্তি ও বিক্রয় করা হয়।
উপজেলা বৃক্ষ মেলার বৈশিষ্ট্য:
ক. উপজেলা পর্যায়ে জুন-জুলাই মাসে প্রতিবছর কৃষি ও বৃক্ষ মেলা অনুষ্টিত হয়।
খ. সাধারণত উপজেলা কৃষি বিভাগ এবং বন বিভাগের তত্ত¡বধানে ও উপজেলা নির্বাহী অফিসারের পৃষ্ঠপোষাকতায়
মেলা অনুষ্ঠিত হয়।
গ. এ মেলায় কৃষকদের উৎপাদিত ভালোমানের ফল, ফসল, কৃষি উপকরণাদি প্রদর্শিত হয়।
ঘ. মেলায় কৃষি সম্প্রাসারণ বিভাগ, বনবিভাগ, সরকারি ও বেসরকারী নার্সারী বিভিন্ন প্রকারের বৃক্ষের চারা ও বৃক্ষ
রোপণের প্রযুক্তি কৃষকদেরকে প্রদর্শন করেন।
ঙ. মেলায় জনসমাগম বাড়ানোর জন্য বিভিন্ন ধরণের বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চ. মেলায় কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে আসতে অনুপ্রাণিত হয় সেজন্য আকর্ষনীয় পুরস্কারের
ব্যবস্থা রাখা হয়।
জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপণ সপ্তাহ
জাতীয় পর্যায়ে বৃক্ষমেলা ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রতিবছর ৫ই জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ঢাকার শেরেবাংলা নগরে বাণিজ্য
মেলার মাঠের বিশাল চত্বরের সুপরিসর স্থানজুড়ে এ মেলার আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ
মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বন অধিদপ্তর মাসব্যাপী এ বৃক্ষমেলার আয়োজন করে থাকে। বৃক্ষমেলার মূল উদ্দেশ্য হল
বৃক্ষরোপণকে একটি অভিযানে রূপান্তরিত করার জন্য জনমানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। এ উদ্দেশ্যকে সাফল্যমন্ডিত
করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবছর ৫ জুন বিশ্বপরিবেশ দিবসে এ মেলার উদ্বোধন
করেন। মেলার তাৎপর্য বৃহত্তর গণমানুষের কাছে পৌছানোর লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, ব্যানার, ফেস্টুন, পোষ্টার, স্টিকার দিয়ে
ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হয়। এছাড়া বেতার টেলিভিশনে অনুষ্টান, ভিডিও ছবি প্রদর্শন, পত্র পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র
প্রকাশ করে বৃক্ষ রোপণে জনগণ এর আগ্রহ সৃষ্টির সর্বাত্মক প্রচেষ্ট চালানো হয়। এ মেলা আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য
হলো বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ভেষজ উদ্ভিদের প্রদর্শনী, বিপণন ও রোপণে মানুষকে উৎসাহিত করা। নগরবাসীর
আগ্রহ সৃষ্টির জন্য এ মেলায় প্রচুর অর্ণামেন্টাল গাছ পালার সমরোহ ঘটানো হয় যাতে মানুষ এগুলোর সাথে পরিচিত হতে
পারে। সারাদেশ থেকে বড় বড় নার্সারীসহ, বৃক্ষ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান এ মেলায় অংশ গ্রহণ
করে। ইদানিংকালে মাসব্যাপী এ বৃক্ষমেলায় কোটি কোটি টাকার বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ভেষজ ও অর্ণামেন্টাল
গাছের চারা বিক্রয় হয়। এই সাথে চলে ব্যাপক বৃক্ষ রোপণ অভিযান । সাধারণ মানুষ ছাড়াও এই সময়ে বিভিন্ন সরকারি
ও বেসরকারী প্রতিষ্ঠানের উদ্দ্যোগে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপণ করা হয়। বিগত তিনদশকে এ বৃক্ষমেলার কারণেই বৃক্ষ রোপণের হার যেমন বেড়েছে, গাছপালার পরিমাণও বেড়েছে।
সারসংক্ষেপ
জাতীয় পর্যায় ছাড়াও দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে বৃক্ষ মেলার আয়োজন সারাদেশের ব্যাপক সংখ্যক জনগণের দৃষ্টি
আকর্ষণ করতে সক্ষম হয়। ফলে মেলা আয়োজনের মূল উদ্দেশ্য সহজেই অর্জিত হয়। মেলার পাশাপাশি বৃক্ষ রোপণ
সপ্তাহ পালন করায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জায়গায় বৃক্ষ রোপণের পাশাপাশি জনসাধারণের ব্যক্তি উদ্যোগে প্রচুর পরিমানে বৃক্ষ রোপণের সুযোগ সৃষ্টি হয়।
পাঠোত্তর মূল্যায়ন-১৬.৩
বহুনির্বাচনি প্রশ্ন
১। জাতীয় বৃক্ষ মেলা কোথায় অনুষ্ঠিত হয় ?
ক) রমনা পার্কে খ) মিরপুর বোটানিক্যাল গার্ডেনে
গ) সংসদ ভবন এলাকায় ঘ) শেরে বাংলা নগর বাণিজ্য মেলার মাঠে
২। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত কৃষি ও বৃক্ষ মেলার উদ্দেশ্য কী ?
ক) জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা খ) চিত্তবিনোদনে সাহায্য করা
গ) পরিবেশের উন্নতি করা ঘ) বন সম্প্রসারণ করা
নিচের উদ্দীপকের আলোকে ৩ নং ও ৪ নং প্রশ্নের উত্তর দিন।
গ্রামীণ জনসাধারণকে বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য জাতীয় পর্যায় ছাড়াও উপজেলা পর্যায়ে প্রত্যেক বছর কৃষি
পণ্য ও বৃক্ষের প্রর্দশনী হয়।
৩। উদ্দীপকে উল্লেখিত মেলার উদ্দেশ্য কি ?
ক) বাণিজ্য সম্প্রসারণ করা খ) কৃষি সামগ্রী ও বৃক্ষ প্রজাতির প্রর্দশনী করা
গ) গান বাজনা ও চলচ্চিত্র প্রর্দশন করা ঘ) রথযাত্রা উপলক্ষে খাবার দাবার বিক্রি করা
৪। উপজেলা পর্যায়ের উক্ত মেলা -
র. ৩-৭ দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
রর. উপজেলা কৃষি অফিসার আয়োজন করেন।
ররর. উপজেলা চেয়ারম্যান আয়োজন করেন।
নিচের কোনটি সঠিক ?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
ব্যবহারিক : কৃষি ও বৃক্ষ মেলা পরিদর্শন ও প্রতিবেদন তৈরী
মূলতত্ত¡ : জনসাধারণকে কৃষি, বন, বনায়নের গুরুত্ব ও পরিবেশের উপর বনের প্রভাব সম্পর্কীয় ধারণা
বাস্তবিকভাবে প্রদানের একটি উৎকৃষ্ট প্রচেষ্টা হলো কৃষি ও বৃক্ষ মেলা। এ ধরণের মেলা পরিদর্শনের ফলে
সরেজমিনে বৃক্ষ প্রজাতি নির্বাচনের সরাসরি ধারণা জ¤েœ। এতে করে পারিবারিক ও বাণিজ্যিক ভিত্তিতে বাগান সৃজনের
আগ্রহ সৃষ্টি হয়। ফলে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভবনা তৈরী হয় এবং পরিবেশরও উন্নয়ন হয়।
প্রয়োজনীয় উপকরণ :
১. মেলার লোকেশন ম্যাপ
২. নোট বুক
৩. কলম, পেন্সিল, স্কেল ও রাবার
কাজের ধারা :
১. শ্রেণি শিক্ষকের তত্ত¡াবধানে নিকটবর্তী কৃষি ও বৃক্ষ মেলা পরিদর্শন করতে হবে।
২. মেলার স্টলগুলোতে প্রর্দশিত কৃষি প্রযুক্তিসমূহ পর্যবেক্ষণ করে এর সম্বন্ধে বিস্তারিত জ্ঞান আহরণ করতে হবে।
৩. ফসলসমূহের এবং এর জাতসমূহের তালিকা প্রস্তুত করতে হবে।
৪. মেলায় আগত প্রতিষ্ঠান ভিত্তিক কৃষি পণ্য, লাগসই প্রযুক্তি ও বৃক্ষসমূহের তালিকা করতে হবে।
৫. স্টলগুলোতে রক্ষিত কৃষি প্রযুক্তি ও বৃক্ষ প্রজাতির উপর প্রকাশিত প্রকাশনাসমূহ সংগ্রহ করতে হবে।
সৃজনশীল প্রশ্ন
১। শাহরিয়ার ও কমল দুই বন্ধু তাদের এলাকায় অনুষ্ঠিত কৃষি ও বৃক্ষ মেলা দেখতে যায়। মেলায় বিভিন্ন ধরণের ফল ও
ফুলের গাছ দেখে তারা মুগ্ধ হয় এবং গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ হয়। পরবর্তীতে উভয়ই লেখাপড়ার পাশাপাশি নার্সারী
বানিয়ে জীবিকা অর্জনের উৎস তৈরী করে।
ক) কৃষি মেলা কী ?
খ) বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করণে বৃক্ষ মেলার ভ‚মিকা কী ?
গ) শাহরিয়ার ও কমলের দেখা কৃষি ও বৃক্ষ মেলার বর্ণনা দিন।
ঘ) উদ্দীপকের বন্ধুদ্বয়ের নার্সারী স্থাপনের সিদ্ধান্ত আত্মকর্মসংস্থানে কীভাবে ভ‚মিকা রেখেছে - মূল্যায়ন করুন।
২। বাংলাদেশে প্রতিবছর জুন থেকে আগষ্ট পর্যন্ত তিন মাসব্যাপী জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান
বাস্তবায়ন করার জন্য বৃক্ষ মেলার আয়োজন করা হয়। বৃক্ষরোপণ অভিযানের মূল উদ্দেশ্য দেশে গাছগাছালির পরিমান বাড়িয়ে পরিবেশ সংরক্ষণ করা।
ক) বৃক্ষ মেলা কী ?
খ) বৃক্ষ মেলার গুরুত্ব ব্যাখ্যা করুন।
গ) উদ্দীপকের মেলার বৈশিষ্ট্য বর্ণনা করুন।
ঘ) উদ্দীপকের মেলার মূল উদ্দেশ্যের যথার্থতা মূল্যায়ন করুন।
উত্তরমালা
পাঠোত্তর মূল্যায়ন- ১৬.১ ঃ ১। ক ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ১৬.২ ঃ ১। ক ২। ক ৩। ক ৪। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ১৬.৩ ঃ ১। ঘ ২। ক ৩। খ ৪। ক

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]