সমাজকর্ম : প্রকৃতি এবং পরিধি

বর্তমান বিশ্বের দ্রæত পরিবর্তনশীল ও জটিল সমাজের বহুমুখী সমস্যা মোকাবিলায়
সমাজকর্মের উদ্ভব। সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতি, জ্ঞান ও দক্ষতানির্ভর সাহায্যকারী
পেশা, যা ব্যক্তি, দল ও সমষ্টি তথা মানুষের জীবনমান উন্নয়নে পরিকল্পিত পরিবর্তন
আনয়নের মাধ্যমে তাদের সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে। সমাজকর্ম সামাজিক
বিজ্ঞানের একটি শাখা, যা একাধারে একটি বিজ্ঞান ও কলা। শিল্পবিপ্লবের ফলে সমাজ ব্যবস্থা
জটিল থেকে জটিলতর রূপ লাভ করার প্রেক্ষাপটে প্রথাগত সমাজকল্যাণ ব্যবস্থা অপর্যাপ্ত হয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক সমাজকর্মের আবির্ভাব হয়েছে। সমাজকর্মের ধারণা
সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা, যা সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল
ও সমষ্টি তথা মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে মানুষ তার বস্তুগত ও অবস্তুগত সম্পদের সর্বোত্তম ব্যবহারের
মাধ্যমে নিজেই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়ে উঠে। সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সম্পদ ও অন্তর্নিহিত
শক্তিকে জাগ্রত করে এবং সমস্যা সমাধান প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। তাই সমাজকর্মকে
বসঢ়ড়বিৎরহম পেশা হিসেবে অভিহিত করা হয়। আধুনিক শিল্পসমাজের বহুমুখী ও জটিল সমস্যা মোকাবিলার জন্য
সমাজকর্ম পেশার উদ্ভব হয়েছে; যদিও পেশাদার তথা আধুনিক সমাজকর্মের শিকড় প্রথিত রয়েছে পারস্পরিক
সহমর্মিতা, সহানুভূতি ও ধর্মীয় অনুপ্রেরণায় পরিকল্পিত সেচ্ছাসেবী সমাজসেবা কার্যক্রম ও প্রচেষ্টার মধ্যে।
সমাজকর্ম একটি বিজ্ঞান ও কলা, যা ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা মোকাবিলায় বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর প্রাতিষ্ঠানিক ও
পেশাগত কর্মকাÐ পরিচলিত করে। শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা জটিল থেকে জটিলতর হওয়ার প্রেক্ষাপটে সমাজকর্ম পেশার আবির্ভাব হয়েছে। সমাজকর্ম সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা যার সূচনা ও বিকাশ একদিনে
হয়নি। বস্তুত সর্বজনীন মানবমর্যাদা ও মানবাধিকারকে সমুন্নত রেখে মানবকল্যাণ নিশ্চিতকরণ প্রচেষ্টার একটি অংশ
হিসেবে সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নৃ-বিজ্ঞান, মনোচিকিৎসাসহ বিজ্ঞানের অন্যান্য শাখার জ্ঞান
ও দক্ষতার সমন্বয়ে সমাজকর্ম একটি সমন্বিত ব্যবহারিক সামাজিক বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করেছে।
শিল্পবিপ্লবোত্তর সময়ে মানুষের জীবনযাত্রার সামাজিক ও অর্থনৈতিক গতিশীলতার পাশাপাশি সৃষ্টি হয় মনো-সামাজিক
সংকট ও সমস্যা। এই সংকট ও সমস্যা ক্রমেই জটিল আকার ধারণ করলে প্রচলিত সমাজকল্যাণ ও সমাজসেবা
অপ্রতুল, অপর্যাপ্ত ও অকার্যকর হয়ে উঠে। এই প্রেক্ষাপটে নতুনভাবে বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্য ও সেবামূলক
ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দেয়। এর ফলশ্রæতিতে বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতানির্ভর পেশাগত কর্মকাÐ
হিসেবে সমাজকর্মের সূচনা হয়। ইংল্যান্ডে সর্বপ্রথম সমাজকর্মের সূত্রপাত হলেও আমেরিকায় পেশাদার সমাজকর্মের
ধারণা, পদ্ধতি ও কৌশল পূর্ণতা লাভ করেছে। সমাজকর্মের বিকাশে যাঁরা বিশেষ অবদান রেখেছেন তাঁরা হলেন
জ্যান এড্যামস (১৮৬০Ñ১৯৩৫), ম্যারী এ্যালেন রিচমন্ড
(১৮৬১Ñ১৯২৮) এবং উইলিয়াম হ্যানরি বিভারিজ (১৮৭৯Ñ১৯৬৩)। সমাজকর্ম
মূলত বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটি পেশাগত কর্মকাÐ, যা মানুষকে তার সামাজিক ভূমিকা পালন ক্ষমতার সংরক্ষণ,
সমৃদ্ধিকরণ, উন্নয়ন ও পুনরুদ্ধারে সক্রিয় ও সক্ষম করে অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টিতে ভূমিকা পালন করে।
সারসংক্ষেপ
পাঠোত্তর মূল্যায়ন-১.১
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। আধুনিক শিল্পসমাজের জটিলতর সমস্যা মোকাবিলার প্রচেষ্টা হিসেবে কোন পেশার সূচনা হয়?
ক) সমাজকল্যাণ খ) মনোবিজ্ঞান
গ) সমাজকর্ম ঘ) দর্শন
২। আধুনিক সমাজকর্ম পেশার পূর্ণাঙ্গ বিকাশ ঘটে কোন দেশে?
ক) ইংল্যান্ড খ) আমেরিকা
গ) অস্ট্রেলিয়া ঘ) বাংলাদেশ
সমাজকর্মের সংজ্ঞা
সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি ও কৌশলনির্ভর একটি পেশাগত কর্মকাÐ ও প্রক্রিয়া, যা সামাজিক
কল্যাণ (ঝড়পরধষ ইবঃঃবৎসবহঃ) আনয়নে প্রয়াস চালায়। আমেরিকার ঘধঃরড়হধষ অংংড়পরধঃরড়হ ড়ভ ঝড়পরধষ
ডড়ৎশবৎং (ঘঅঝড) কর্তৃক প্রকাশিত সমাজকর্ম অভিধানের (১৯৯৫) সংজ্ঞানুযায়ী, “সমাজকর্ম হলো ব্যক্তি, দল ও
শিল্পবিপ্লবোত্তর আধুনিক শিল্পসমাজের জটিল সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধানের প্রয়াসে সমাজকর্ম ধারণার উদ্ভব ও
বিকাশ ঘটে। সমাজকর্ম মূলত একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান যা সাহায্যকারী ও সক্ষমকারী মানবহিতৈষী
পেশাগত সেবাকর্ম হিসেবে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে বস্তুগত ও অবস্তুগত সম্পদের সর্বোত্তম ব্যবহারের
মাধ্যমে তাদের যাথাযথ সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে।
সমষ্টিকে সাহায্য করার এক পেশাগত কর্মকাÐ, যা তাদের সামাজিক ভূমিকা পালন ক্ষমতাকে পুনরুদ্ধার ও শক্তিশালী
করে এবং সামাজিক পরিবেশকে এই লক্ষ্যের উপযোগী করে গড়ে তোলে।” বর্তমানে
ঘঅঝড কর্তৃক প্রদত্ত এই সংজ্ঞাটি বহুল প্রচলিত। ওয়াল্টার এ. ফ্রিডল্যান্ডার
(১৯৯৬) তাঁরগ্রন্থে বলেন, “সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক
বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতাভিত্তিক এমন এক পেশাদার সেবাকর্ম, যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা
অর্জনের জন্য একক বা দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে।”
আরমান্ডো টি. মোরেলস এবং ব্রাডফোর্ড ডবিøউ শেফর গ্রন্থে বলেন, “সমাজকর্ম ক্রমবর্ধমান
সমাজের জটিলরুপ ধারনকারী সমস্যা সমাধানের জন্য সৃষ্ট একটি ব্যবস্থা যা সমাজের পরিবার, বন্ধু-বান্ধব, প্রতিবেশী
ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানে প্রচলিত আন্তক্রিয়ার মাধ্যমে কার্যকরভাবে তাদের চাহিদা পূরণকে জটিল করে
তোলে।” এর ব্যাখ্যানুযায়ী, “সমাজকর্ম হলো এমন একটি সুসংগঠিত প্রচেষ্টা যা ব্যক্তি ও পরিবারকে সমষ্টির সাথে
সামঞ্জস্যবিধানে সহায়তা করে এবং একইভাবে সমষ্টিকেও ব্যক্তি ও পরিবারের প্রয়োজন পূরণে উপযোগী করে সংজ্ঞানুযায়ী, “সমাজকর্ম হলো
অনুশীলনভিত্তিক একটি পেশা ও জ্ঞানের একটি বিশেষ শাখা যা সামাজিক পরিবর্তন ও উন্নয়ন, সামাজিক সংহতি
এবং জনগণের সক্ষমতা ও স্বাধীনতার উন্নয়ন সাধিত করে। সামাজিক ন্যায়-বিচার, মানবাধিকার, সামষ্টিক
দায়িত্ববোধ এবং বৈচিত্র্যময়তার প্রতি সম্মানবোধের নীতিমালা সমাজকর্মের মূল কেন্দ্রবিন্দু।”
বিভিন্ন সমাজবিজ্ঞানী ও সমাজকল্যাণ প্রতিষ্ঠান প্রদত্ত সংজ্ঞার আলোকে বলা যায়, সমাজকর্ম হচ্ছে একটি পেশাগত
প্রক্রিয়া, যা মানুষের ব্যক্তিগত, দলীয় ও সমষ্টিগত ক্ষেত্রে পরিকল্পিত পরিবর্তন আনয়ন, মানবীয় শক্তি-সামর্থ্য
বাড়ানো ও পুনরুদ্ধার করা এবং এক্ষেত্রে অনুকূল সামাজিক পরিবেশ গড়ে তুলে সাহায্যার্থীর ক্ষমতায়ন ও সক্ষমতা
লাভে সহায়তা করে। অন্যভাবে বলা যায় যে, সমাজকর্ম একটি সাহায্যকারী প্রক্রিয়া ও পেশা, যা কতগুলো পদ্ধতির
মাধ্যমে মানুষের সমস্যার টেকসই সমাধান করে এবং ব্যক্তিগত, দলীয় এবং সামাজিক সম্পর্ক উন্নয়নে সক্ষম করে
তুলতে সর্বদা সচেষ্ট থাকে।
সারসংক্ষেপ
সমাজকর্ম একটি পেশাগত কর্মকাÐ। সমাজকর্ম হচ্ছে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে পদ্ধতিনির্ভর,
আধুনিক বিজ্ঞানভিত্তিক ও সেবামূলক একটি প্রক্রিয়া, যা সমাজস্থ মানুষের ব্যক্তিগত, দলীয় ও সামাজিক সম্পর্ক
উন্নয়ন এবং সন্তোষজনক জীবন লাভে সক্ষম করে তোলে।
পাঠোত্তর মূল্যায়ন-১.২
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। “সমাজকর্ম একটি বহুমুখী পেশা” (ঝড়পরধষ ড়িৎশ রং ধ ঢ়ৎড়ভবংংরড়হ ড়ভ সধহু ভধপবং.) Ñএটি কার উক্তি?
ক) ড.অ ঋৎরবফষধহফবৎ খ) অৎসধহফড় ঞ. গড়ৎধষবং
গ) জবী অ. ঝশরফসড়ৎব ঘ) ঊহপুপষড়ঢ়বফরধ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশ
২। সমাজকর্ম হচ্ছে একটিÑ
ক) সাহায্যকারী পেশা খ) বদান্যতানির্ভর প্রচেষ্টা
গ) সমাজকল্যাণমূলক তৎপরতা ঘ) বাহ্যিক সাহায্যদান প্রক্রিয়া
৩। ক্রমবিকাশমান আধুনিক শিল্পসমাজের সামাজিক জটিলতার ফসল কী?
ক) সনাতন সমাজকর্ম খ) চিকিৎসা সমাজকর্ম
গ) পেশাদার সমাজকর্ম ঘ) আধুনিক সমাজকর্ম

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]