সামাজিক নীতি প্রণয়নে সমাজকর্মীর ভূমিকা
আধুনিক সমাজব্যবস্থায় কাক্সিক্ষত উন্নয়নে সামাজিক নীতি বহুল পরিচিত একটি প্রত্যয়। আধুনিক সমাজকর্মের
সমস্যা সমাধান প্রক্রিয়ায় হস্তক্ষেপ কৌশল হিসেবে বিবেচিত। পেশাদার সমাজকর্মে মূলত ১৯৮০’র দশকে সামাজিক
নীতির অনুশীলন শুরু হয়। এজন্য সমাজকর্মে সামাজিক নীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বভাবতই একজন সমাজকর্মী
সমাজকর্মের অনুশীলন করতে গিয়ে সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সামাজিক
নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সুনির্দিষ্ট কিছু পর্যায় রয়েছে। সমাজকর্মী সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার প্রতিটি ধাপেই গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে থাকেন। নিচে সামাজিক নীতি প্রণয়নে সমাজকর্মীর ভূমিকা আলোচনা করা হলো :
১. সামাজিক সমস্যা চিহ্নিতকরণ : বিশেষ কোনো সামাজিক সমস্যার প্রেক্ষাপটে সামাজিক নীতি প্রণীত হয়। এক্ষেত্রে
সমাজকর্মীগণ তাদের পেশাগত জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা দ্বারা সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও অগ্রাধিকার ভিত্তিতে
সেগুলো মোকাবিলায় যথাযথ সামাজিক নীতি প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করে থাকেন। মূলত সমাজকর্মীর কাজ হলো
সমস্যার কারণ, প্রকৃতি, ব্যপ্তি নির্ণয়ের মাধ্যমে সমস্যা নির্ধারণ এবং সমস্যা মোকাবিলার জন্য প্রয়োজনীয় নীতি প্রণয়নে
সহায়তা করা।
২. নীতি প্রণয়নে প্রাসঙ্গিক তথ্য সরবরাহ : বাস্তবভিত্তিক তথ্যের উপর ভিত্তি করে সামাজিক নীতি প্রণীত হয়। সমাজকর্মী
সামাজিক গবেষণা কৌশল প্রয়োগ করে সামাজিক নীতি প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্যার সাথে সম্পৃক্ত বাস্তব ও যথাযথ
তথ্য সরবরাহে সহায়তা করে থাকেন। সামাজিক নীতি যাতে বাস্তবমুখী ও যথার্থ সমস্যাকেন্দ্রিক হয় সেজন্য সমাজকর্মীরা
তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সাহায্য করতে তথ্য সরবরাহকারীর ভূমিকা পালন
করে থাকেন।
৩. নীতি প্রণয়ন কমিটির সদস্যের ভূমিকা পালন : সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ায় নীতি প্রণয়ন কমিটি গঠন একটি
গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে সমাজকর্মীগণ কমিটির সদস্য হিসেবে কিংবা পরামর্শদাতা হিসেবে ভূমিকা পালন করে থাকেন।
সমাজকর্মীগণ নীতি প্রণয়ন প্রক্রিয়ায় লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর মতামত প্রকাশ ও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে কমিটির
সদসদের প্রভাবিত করে থাকেন। এতে বাস্তব অবস্থা প্রতিফলিত হয়।
৪. খসড়া নীতি প্রণয়ন : সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পর্যায় হলো খসড়া নীতি প্রণয়ন। এক্ষেত্রে সমাজকর্মী
যথাযথ তথ্য সরবরাহের মাধ্যমে নীতির খসড়া প্রস্তাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। খসড়া প্রস্তাব তৈরির
সময়ে সমাজকর্মী জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন নিশ্চিত করতে যথাযথ ভূমিকা পালন করেন।
৫. নীতি বিশ্লেষণ ও অনুধ্যান : খসড়া নীতি প্রণয়নের পরবর্তী পর্যায় হলো প্রণীত খসড়া নীতি বিশ্লেষণ ও অনুধ্যান। এ
পর্যায়ে নীতির বিভিন্ন দিক অনুধ্যান ও বিশ্লেষণের মাধ্যমে এর যথার্থতা যাচাই করা হয়। নীতি বিশ্লেষণ ও অনুধ্যানের
বিভিন্ন পর্যায়ে সমাজকর্মীগণ বিশেষজ্ঞের ভূমিকা পালন করে থাকেন। পাশাপাশি সামাজিক গবেষণার মাধ্যমে নীতির বাস্তব
প্রয়োগ উপযোগিতা পরীক্ষা করে যৌক্তিক কাঠামোর উপর প্রতিষ্ঠায় সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
৬. নীতির প্রচার ও জনসমর্থন আদায় : সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ায় প্রণীত খসড়া নীতির যথাযথ প্রচারের মাধ্যমে
জনমত গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ পর্যায়ে সমাজকর্মীগণ তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে নীতির
প্রয়োজনীয়তা ও ইতিবাচক ফলাফল প্রচারে ভূমিকা রাখেন। এক্ষেত্রে বিভিন্ন গনমাধ্যম যেমনÑ রেডিও, টেলিভিশন,
সংবাদপত্র, বিভিন্ন বøগ ও ওয়েবসাইটের মাধ্যমে এই প্রচারণা চালিয়ে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
এছাড়া আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমেও জনমত গঠনে সমাজকর্মী সক্রিয় ভূমিকা পালন করে।
৭. খসড়া নীতির পরীক্ষামূলক অনুশীলন : নীতি প্রণয়ন প্রক্রিয়ায় প্রণীত খসড়া নীতি বাস্তবে প্রয়োগ করে এর ফলাফল
মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এক্ষেত্রে সমাজকর্মী গবেষণা কৌশল প্রয়োগ করে মাঠ পর্যায়ে সরাসরি তথ্য সংগ্রহ করে
নীতির যথার্থতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন সমাজকর্মী খসড়া নীতি অনুশীলনের মাধ্যমে এর সফলতা ও
দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে পরিবর্তন ও সংশোধনে সহায়তা করে থাকেন।
৮. চূড়ান্ত নীতি প্রণয়ন : সামাজিক নীতি প্রণয়নের সর্বশেষ পর্যায় হলো চূড়ান্ত নীতি প্রণয়ন। খসড়া নীতি প্রণয়ন,
বিশ্লেষণ ও কার্যকারিতা যাচাই শেষে প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তনের মাধ্যমে নীতিকে চূড়ান্ত রূপ দেয়া হয়। একজন
সমাজকর্মী নীতি প্রণয়নের প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, নীতির সক্ষমতা ও প্রয়োগ উপযোগিতা
বিশ্লেষণের মাধ্যমে নীতিকে বাস্তব উপযোগী এবং কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এক্ষেত্রে
সমাজকর্মী একাধারে একজন সংগঠক, বিশেষজ্ঞ, জনমত গঠনকারী, গবেষক, বিশ্লেষক ও পরামর্শক হিসেবে ভূমিকা
রাখেন।
১০.১০.২ সামাজিক নীতি বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা
সামাজিক নীতির বাস্তবায়নে সমাজকর্মীর মুখ্য ভূমিকা হলো প্রণীত নীতিকে বাস্তবে রূপদান করা। নীতি বাস্তবায়ন স্তরে
বিভিন্ন ব্যক্তি, দল, সংগঠন, জনসমষ্টি ও প্রতিষ্ঠানের মধ্যে নীতির বাস্তব অনুশীলনে কতগুলো বাহন বা মাধ্যম ব্যবহৃত
হয়। এসকল ক্ষেত্রে সমাজকর্মী তার পেশাগত জ্ঞান, দক্ষতা, পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে সামাজিক নীতি বাস্তবায়নে
যথাযথ ভূমিকা পালন করে থাকেন। নিচে সামাজিক নীতি বাস্তবায়নের বিভিন্ন মাধ্যম ও পর্যায়ে সমাজকর্মীর ভূমিকা
আলোচনা করা হলো :
১. আইন : দেশের শাসনতন্ত্র ও সামাজিক আইনে সরকারের জনস্বার্থ ও সমাজসেবার দিকনির্দেশনা পাওয়া যায়।
এক্ষেত্রে সংবিধান ও সামাজিক আইন সামাজিক নীতি বাস্তবায়নের অন্যতম মাধ্যম। সামাজিক নীতি বাস্তবায়নে প্রয়োজনীয়
সামাজিক আইন প্রণয়নের ক্ষেত্রে যেমন সমাজকর্মী আইন প্রণেতাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে আইন প্রণয়নে
সহায়তা করেন তেমনি আইন বাস্তবায়নে আইন বাস্তবায়নকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা করে থাকেন।
এক্ষেত্রে সমাজকর্মী জনগণকে আইনের প্রয়োজনীয়তা ও সুফল সম্পর্কে সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা পালন করে
থাকেন।
২. প্রশাসন : প্রশাসন ব্যবস্থা সামাজিক নীতি বাস্তবায়নের অন্যতম হাতিয়ার। মূলত প্রশাসনিক কাঠামোর আওতায় নীতি
বাস্তবায়িত হয়। এক্ষেত্রে প্রশাসনিক প্রক্রিয়ায় জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কার্যকর ভূমিকা পালনের মাধ্যমেই নীতির সুষ্ঠু
বাস্তবায়ন সম্ভব। একজন সমাজকর্মী প্রশাসন ব্যবস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে সামাজিক
নীতির কার্যকর বাস্তবায়নে ভূমিকা পালন করে থাকেন।
৩. উন্নয়ন পরিকল্পনা : সামাজিক নীতি বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো উন্নয়ন পরিকল্পনা। সামাজিক নীতি
অধিকতর বাস্তবধর্মী ও কার্যকর করার অন্যতম উপায় হলো জাতীয় উন্নয়ন পরিকল্পনা। এক্ষেত্রে সমাজকর্মী কার্যকর উন্নয়ন
পরিকল্পনা প্রণয়নে স্থানীয় ও জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিকল্পনা প্রণয়কারীদের প্রয়োজনীয় সহযোগিতা
প্রদান করে থাকেন।
৪. গবেষণা : সামাজিক গবেষণার মাধ্যমে নীতি বাস্তবায়নের উপায় ও সমস্যা দূরীকরণের কর্মপন্থা নির্ধারিত হয়। আবার
নীতির অধিকতর কার্যকর ও সমৃদ্ধকরণে সামাজিক গবেষণা ব্যবহৃত হয়। একজন সমাজকর্মী যেমন সামাজিক গবেষণার
মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সরবরাহ করে নীতি প্রণয়নে কার্যকর ভূমিকা পালন করে তেমনি নীতির যথার্থ বাস্তবায়ন,
নীতিকে অধিকতর উপযোগী করে তোলাসহ নীতির প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তনে সামাজিক গবেষণা পরিচালনা করে
থাকেন।
৫. প্রশিক্ষণ : সামাজিক নীতির কার্যকর বাস্তবায়নে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। প্রশিক্ষণের মাধ্যমে নীতি
বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট কর্মীদের নীতির খুটিনাটি সকল বিষয়ের সঙ্গে যেমন পরিচিত করে তোলা হয়, তেমনি নীতির
যথাযথ বাস্তবায়নে তাকে দক্ষ করে তোলা হয়। এক্ষেত্রে সমাজকর্মীগণ তাদের পেশাগত জ্ঞান, দক্ষতা, কৌশল প্রয়োগ
করে নীতি বাস্তবায়ন কর্মীদেরকে কারিগরি জ্ঞান ও দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলতে, পরিবর্তন প্রক্রিয়ার সাথে যথাযথ
সামঞ্জস্যবিধানে এবং কার্যকর যোগাযোগ স্থাপনে পারদর্শী করে তুলতে কার্যকর ভূমিকা পালন করে থাকেন।
সমাজকর্মীগণ সামাজিক নীতি বাস্তবায়নের এসকল পর্যায়ে কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি নীতি বাস্তবায়নে দেশজ
সম্পদ ব্যবহার, কাক্সিক্ষত অনুকূল সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিবেশ গঠন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে নীতি
বাস্তবায়ন, বাস্তবায়ন প্রক্রিয়ার কর্মতৎপরতার পরিবীক্ষণ, মূল্যায়ন ও বাস্তবায়ন স্তরে প্রয়োজনীয় হস্তক্ষেপ পরিচালনাসহ
নানামুখী ভূমিকা পালন করে থাকেন।
সারসংক্ষেপ
সমাজের সার্বিক উন্নয়নে সমাজকর্মী বা পরিবর্তন প্রতিনিধি হিসেবে কাজ করেন। সামাজিক উন্নয়নের
মূল ভিত্তি হলো সামাজিক নীতি। স্বভাবতই সামাজিক উন্নয়নের ধারাকে চলমান রাখতে প্রয়োজনীয় সামাজিক নীতি
প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন জরুরি। এক্ষেত্রে সমাজকর্মীগণ সমাজের অনুভূত চাহিদা বা সমস্যা নির্ণয়ের মাধ্যমে
সামাজিক নীতির চূড়ান্ত প্রণয়ন পর্যন্ত নীতি প্রণয়ন প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে সমাজকর্মের পেশাগত জ্ঞান, দক্ষতা ও
কৌশল প্রয়োগের মাধ্যমে যথাযথ ভূমিকা পালন করে থাকেন। তেমনি নীতি বাস্তবায়ন স্তরেও সমাজকর্মীগণ যথাযথ
ভূমিকা পালনের মাধ্যমে নীতির কার্যকর বাস্তবায়নের দ্বারা কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করে থাকেন।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। পেশাদার সমাজকর্মে সামাজিক নীতির অনুশীলন শুরু হয় কবে?
ক) ১৯৬০ এর দশকে খ) ১৯৭০ এর দশকে
গ) ১৯৮০ এর দশকে ঘ) ১৯৯০ এর দশকে
২। সমাজ উন্নয়নে পরিবর্তকের বাহক কে?
ক) সমাজকর্মী খ) সাংবাদিক
গ) ইঞ্জিনিয়ার গ) সমাজবিজ্ঞানী
৩। সামাজিক নীতি বাস্তবায়ন প্রক্রিয়ায় সমাজকর্মীগণ সহায়তা করেনÑ
র. নীতি বাস্তবায়নে দেশজ সম্পদ ব্যবহারে
রর. নীতি বাস্তবায়নে অনুকূল রাজনৈতিক পরিবেশ গঠনে
ররর. বাস্তবায়ন প্রক্রিয়ার কর্মতৎপরতায় পরিবীক্ষণে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র