পরিকল্পনা কী?
কোনো কাজ করার পূর্বে কাজটি কেন, কোথায়, কীভাবে কখন এবং কার মাধ্যমে সম্পন্ন হবে এমন সুশৃঙ্খল ও
সুপরিকল্পিত পূর্বচিন্তা থাকা আবশ্যক। কেননা এরূপ পূর্বচিন্তা কাজটিকে অর্থবহ ও কার্যকর রূপদানের মাধ্যমে কাক্সিক্ষত
লক্ষ্যার্জন নিশ্চিত করে। কোনো কার্য সম্পাদনের এরূপ পূর্বচিন্তাই হলো পরিকল্পনা। মূলত কোনো কার্য সম্পাদনের পূর্বে
নির্ধারিত চিত্র বা নকশাকে পরিকল্পনা বলা হয়। পরিরকল্পনা হলো কোনো কাজের বর্তমান ও ভবিষ্যতের মধ্যকার
সেতুবন্ধন। কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আওতাধীন সম্পদের সুসম বণ্টন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার
সুশৃঙ্খল পদক্ষেপই হলো পরিকল্পনা।
অধ্যাপক নিউম্যানের মতে, পরিকল্পনা হলো ভবিষ্যতে কী করতে হবে, তার জন্য অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করা। এইচ. বি
ট্রেকার বলেন, পরিকল্পনা হলো সচেতন ও সুচিন্তিত নির্দেশনা, যাতে সম্মিলিত উদ্দেশ্য অর্জনের যৌক্তিক ভিত্তি সৃষ্টি করা
হয়।
আর্থার ডানহাম পরিকল্পনার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, পরিকল্পনা হচ্ছে মূলত একটি বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া, সুশৃঙ্খলভাবে কাজ
করার মানসিক প্রস্তুতি, কাজ করার আগে চিন্তা করা এবং অনুমানের পরিবর্তে সঠিক তথ্যের আলোকে কোনো কাজ
সম্পাদন করা।
সুতরাং বলা যায় যে, বহুমুখী অভীষ্ট লক্ষ্যসমূহের মধ্য থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যসমূহ চিহ্নিত করে নির্দিষ্ট সময়ের
মধ্যে উক্ত লক্ষ্যসমূহ অর্জনের জন্য সম্পদ আহরণ এবং আহরিত সম্পদের সুসম বণ্টন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার
প্রক্রিয়াই হলো পরিকল্পনা।
১০.১১.২ সামাজিক পরিকল্পনা
সাধারণত সামাজিক পরিকল্পনা বলতে সমাজের সামগ্রিক কল্যাণ সাধনের লক্ষ্যে রাষ্ট্র কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত
ব্যাপকভিত্তিক পরিকল্পনাকে বুঝায়। সমাজজীবনে বাঞ্ছিত সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন আনয়নের উদ্দেশ্যে গৃহীত
সুচিন্তিত ও সুপরিকল্পিত পদক্ষেপ ও নিদনির্দেশনাই হলো সামাজিক পরিকল্পনা। মূলত জনগণের সামগ্রিক জীবনমানের
উন্নয়ন সাধনই সামাজিক পরিকল্পনার উদ্দেশ্য। এক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন, আধুনিক ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে
জনগণের নিরক্ষরতা ও অজ্ঞতা দূরীকরণ, পুষ্টি ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দারিদ্র্য ও বেকারত্ব হ্রাস, নারীর ক্ষমতায়ন,
সম্পদের সুষম বন্টন প্রভৃতির মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গৃহীত সুশৃঙ্খল ও সুপরিকল্পিত দিকনির্দেশনাই
হলো সামাজিক পরিকল্পনা।
সমাজকর্ম অভিধান অনুযায়ী, সামাজিক পরিকল্পনা হচ্ছে পূর্বসিদ্ধান্ত অনুযায়ী আর্থ-সামাজিক কাঠামো গঠন ও যুক্তিসংগত
সামাজিক পরিবর্তন সাধনের প্রক্রিয়া।
কিম্বল ইয়ং এর মতে, কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে সাামজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের জন্য গৃহীত কর্মসূচিই
হলো সামাজিক পরিকল্পনা।
পি. এন শর্মা ও সি. শাস্ত্রী বলেন, সংক্ষেপে বলতে গেলে সামাজিক পরিকল্পনার প্রধান কাজ হলো ধারাবাহিক ও কার্যকর
সেবা নিশ্চিত করা এবং উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, যা জনগণের জীবনমানকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে।
সূতরাং বলা যায় যে, সামাজিক পরিকল্পনা হলো বাঞ্ছিত আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে জনগণের
সামগ্রিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে গৃহীত সুচিন্তিত ও সুশৃঙ্খল কর্মপ্রক্রিয়া, যা রাষ্ট্র কর্তৃক জনগণের কল্যাণে গৃহীত ও
বাস্তবায়িত হয়।
সারসংক্ষেপ
আধুনিক বিজ্ঞাননির্ভর সমাজব্যবস্থায় মানুষ অদৃষ্টবাদিতার পরিবর্তে যুক্তিকে গ্রহণ ও অনুশীলনের মাধ্যমে নিজের
সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে চায়। এক্ষেত্রে কোনো কাজ করার জন্য সে পূর্বেই সবদিক
চিন্তাভাবনা করে রাখে। এটাই হলো পরিকল্পনা। অন্যদিকে মানুষের সামগ্রিক জীবনমানের উন্নয়নের জন্য রাষ্ট্রকর্তৃক
গৃহীত পূর্ব সিদ্ধান্তই হলো সমাজিক পরিকল্পনা, যা রাষ্ট্র কর্তৃক জনগণের কল্যানে বাস্তবায়িত হয়। মূলত দেশের
জনসংখ্যা বৃদ্ধির ভারসাম্য রক্ষার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, গৃহায়ন ব্যবস্থার উন্নয়ন, দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণ, সামাজিক
সংহতি স্থাপন, নারীর ক্ষমতায়ন প্রভৃতির মাধ্যমে জনগণের সক্ষমতা বৃদ্ধি করাই হলো সামাজিক পরিকল্পনার মূল
উদ্দেশ্য।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। কোন কাজ সম্পদনের জন্য কোনটি আবশ্যক?
ক) পূর্ব চিন্তা খ) পূর্ব পরিকল্পনা
গ) পূর্ব অভিজ্ঞতা ঘ) পূর্ব অনুমান
২। “ভবিষ্যতে কী করতে হবে, তার জন্য অগ্রিম সিদ্ধান্ত হলো পরিকল্পনা।”Ñ উক্তিটি কার?
ক) আর্থার ডানহাম খ) অধ্যাপক নিউম্যান
গ) কিম্বল ইয়ং ঘ) শর্মা ও শাস্ত্রী
৩। সামাজিক পরিকল্পনার প্রধান কাজ হলোÑ
র. ধারাবাহিক ও কার্যকর সেবা নিশ্চিত করা
রর. উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা
ররর. সামাজিক পরিবর্তন সাধন করা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র