বিশ্বের উন্নত দেশে সমাজকর্ম শিক্ষা
প্রাচীনকালে দানশীলতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগত উদ্যোগে সমাজকল্যাণমূলক প্রচেষ্টা
চালানো হতো, যা মূলত বস্তুগত সহায়তার মাধ্যমে সমস্যার সাময়িক সমাধানের মধ্যে সীমাবদ্ধ ছিল। শিল্পবিপ্লবের ফলে
সমাজে উদ্ভূত বহুমুখী ও জটিল সমস্যার বৈজ্ঞানিক সমাধানে আধুনিক সমাজকর্মের উদ্ভব ঘটে। সমাজকর্ম পেশার বিকাশে
উন্নত বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে ইংল্যান্ড ও আমেরিকার অবদান সবচেয়ে বেশি। সমাজকর্মের গোড়াপত্তন ইংল্যান্ডে
হলেও পেশাগত মযার্দা প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম আমেরিকায়। আঠারো ও উনিশ শতকে ইংল্যান্ড ও আমেরিকায় সৃষ্ট
অর্থনৈতিক সমস্যা ও মনো-সামাজিক চাপ মোকাবিলার কৌশল হিসেবে সমাজকর্ম শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা
হয়। সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮৯৮ সালে এবং পরবর্তীতে ইউরোপসহ সারাবিশ্বে সমাজকর্মের পেশাগত অনুশীলনের
যাত্রা শুরু হয়। বিংশ শতাব্দীর গোড়া থেকে আমেরিকা ও ইউরোপসহ বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশের ঐতিহ্যবাহী
বিশ্ববিদ্যালয়গুলোতে সমাজকর্ম একটি পেশাগত ব্যবহারিক সামাজিক বিজ্ঞান হিসেবে পঠিত ও অনুশীলিত হয়ে আসছে।
সেই সময় থেকে অদ্যবধি আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে প্রায় দুই
হাজারের অধিক বিশ্ববিদ্যালয়ে ৫০ হাজারের বেশি শিক্ষার্থী সমাজকর্মে উচ্চশিক্ষা লাভ করছে। সেখানে লাইসেন্সধারী ও
রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সমাজকর্মীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমাজকর্ম অনুশীলন করছে। অনেকে ব্যক্তিগত পর্যায়ে ক্লিনিক
খুলে সমাজকর্ম অনুশীলন করছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব সোশ্যাল ওয়ারকার্স এর এক তথ্যানুযায়ী বিশ্বের ৯০টি
অঞ্চলে সাড়ে সাতলাখ পেশাদার সমাজকর্মী এর সদস্যভুক্ত। সমাজকর্মীদের আন্তর্জাতিক পর্যায়ের সংগঠন ইন্টারন্যাশনাল
ফেডারেশন অব সোশ্যাল ওয়ারকার্স (ওঋঝড), জাতিসংঘের ঊঈঙঝঙঈ এবং টঘওঈঊঋ এর বিশেষ পরামর্শক
হিসেবে কাজ করছে। এছাড়া জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত সংস্থা যেমনÑ ডঐঙ, ওখঙ, ঈড়সসড়হবিধষঃয
ঙৎমধহরংধঃরড়হ ভড়ৎ ঝড়পরধষ ডড়ৎশ (ঈঙঝড), অসহবংঃু ওহঃবৎহধঃরড়হধষ সহ বিভিন্ন সংস্থার সাথে
অংশিদারীত্বের ভিত্তিতে সমাজকর্মীরা কাজ করছে। নিম্নে উন্নত বিশ্বের দেশ হিসেবে যুক্তরাজ্য (ইংল্যান্ড), আমেরিকা,
অস্ট্রেলিয়া, জাপান ও চীনের সমাজকর্ম শিক্ষা সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা হলো :
১. ইংল্যান্ডে সমাজকর্ম শিক্ষা
ইংল্যান্ডের সমাজকর্ম শিক্ষার ইতিহাসই বিশ্বব্যাপী সমাজকর্মের ইতিহাস হিসেবে পরিচিত। বিংশ শতাব্দীতে ইংল্যান্ডেই
মূলত সমাজকর্ম শিক্ষার প্রথম সূত্রপাত ঘটে। ইংল্যান্ডের দান সংগঠন সমিতির (ঈঙঝ) দর্শনের উপর ভিত্তি করে
ঋধনরধহ ঝড়পরবঃু এবং ঝবষঃষবসবহঃ গড়াবসবহঃ দারিদ্র্য সম্পর্কিত ‘ঝপযড়ড়ষ ড়ভ ঊপড়হড়সরপং’
প্রতিষ্ঠা করে। এই প্রতিষ্ঠানটি ১৯১৩ সালে খড়হফড়হ ঝপযড়ড়ষ ড়ভ ঊপড়হড়সরপং এর অন্তর্ভুক্ত হয়। লিভারপুলে
ঝপযড়ড়ষ ড়ভ ঝড়পরধষ ঝপরবহপব প্রতিষ্ঠিত হয় ১৯০৪ সালে। এটি ১৯১৮ সালে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। বার্মিংহাম
বিশ্ববিদ্যালয়ে ১৯০৮ সালে সমাজকর্ম শিক্ষা চালু হয়। বর্তমানে ইংল্যান্ডের ৮৩টি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম কোর্স চালু
রয়েছে। চিকিৎসা সমাজকর্মীদের প্রশিক্ষণের জন্য ওহংঃরঃঁঃব ড়ভ অষসড়হবৎং প্রশিক্ষণ কোর্স চালু হয় ১৯২০-১৯৩০
সালের মধ্যে। পরবর্তীতে এগুলোর আওতায় সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, প্রবেশন সেবা, শিশুকল্যাণ সেবা ও ফ্যামিলি
সোশ্যাল ওয়ার্ক এর উপর প্রশিক্ষণ কোর্স চালু করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তায়
গুণগত পরিবর্তন আনয়নে বিভারিজ রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া জাতীয় স্বাস্থ্যসেবা আইন-১৯৪৬,
জাতীয় বীমা আইন-১৯৪৬ এবং শিশু আইন-১৯৪৮ সমাজকর্মের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সূচিত করে। এসব আইনের
উপর ভিত্তি করে ১৯৪৭ সালে চিকিৎসা সেবার উপর কেন্দ্রীয় প্রশিক্ষণ কাউন্সিল, ১৯৬২ সালে সমাজকর্ম প্রশিক্ষণ কাউন্সিল
এবং ১৯৬৩ সালে চিকিৎসা সমাজকর্মী প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করা হয়। স্থানীয় সমাজসেবা আইন, ১৯৭০ অনুসারে
সমাজকর্ম শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণের কাঠামো তৈরি করা হয়। এই আইন অনুসারে ঝববনড়যহ ঈড়সসরঃঃবব
স্বাস্থ্য ও শিশুকল্যাণ বিভাগকে সমন্বিত করে সমাজসেবা দপ্তরের অধীনে সমাজসেবা বিভাগ সৃষ্টির সুপারিশ করা হয়। যার
ফলে ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডে পেশাদার সমাজকর্মীদের কাজ করার নবদিগন্ত উম্মোচিত হয়। এ সময় কেন্দ্রীয়
সমাজকর্ম শিক্ষা ও প্রশিক্ষণ কাউন্সিল গঠিত হয়। এই কাউন্সিলের আওতায় ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় বয়স্ক সেবা,
পারিবারিক পরামর্শ কেন্দ্র ও অপরাধ সংশোধন কেন্দ্র চালু করা হয়। পরবর্তীতে ১৯৮০ এর দশকে ইংল্যান্ডে সরকারি
উদ্যোগে সমষ্টিকেন্দ্রিক সেবার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সমষ্টিকেন্দ্রিক সেবাকে আরো জোরদারকরণের লক্ষ্যে তিনটি
আইন প্রণয়ন করা হয়। এগুলো হলো ১৯৮৩ সালের মানসিক স্বাস্থ্য আইন, ১৯৮৯ সালের শিশু আইন এবং ১৯৯০
সালের স্বাস্থ্য ও সমষ্টি সেবা আইন। এসব আইনের মাধ্যমে ইংল্যান্ডে সমাজসেবার ক্ষেত্রে এক ইতিবাচক পরিবর্তন সূচীত
হয় যা সমাজকর্ম পেশার মানোন্নয়নে ভূমিকা রাখে।
২. আমেরিকায় সমাজকর্ম শিক্ষা
ইংল্যান্ডের সমাজসেবার উপর ভিত্তি করে আমেরিকায় সমাজকর্ম শিক্ষা চালু হয়। আমেরিকার সমাজকর্ম শিক্ষার ইতিহাস
প্রায় ১০০ বছরের। আধুনিক সমাজকর্মের জ্ঞান ও শিক্ষা বিকাশে আমেরিকার অবদান অনস্বীকার্য। দান সংগঠন সমিতি
১৮৯৮ সালে নিউইয়র্কে ঝপযড়ড়ষ ড়ভ চযরষধহঃযৎড়ঢ়ু প্রতিষ্ঠা করে। সমাজকর্ম শিক্ষার প্রবর্তনে সর্বপ্রথম এনা এল.
ডয়েস (অহহধ খ. উধবিং) ১৮৯০ সালে শিকাগো শহরে অনুষ্ঠিত ওহঃবৎহধঃরড়হধষ ঈড়হমৎবংং ড়ভ
ঈযধৎরঃরবং ঈড়ৎৎবপঃরড়হ ধহফ চযরষধহঃযৎড়ঢ়ু সম্মেলনে সমাজসেবায় পেশাগত প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব
উপস্থাপন করেন। ম্যারী ই. রিচমন্ড (গধৎু ঊ. জরপযসড়হফ) ১৮৯৭ সালে সমাজসেবায় সর্বপ্রথম ব্যবহারিক
প্রশিক্ষণ দানের জন্য ঞৎধরহরহম ঝপযড়ড়ষ ভড়ৎ অঢ়ঢ়ষরবফ চযরষধহঃযৎড়ঢ়ু স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন।
এই পরিকল্পনার অংশ হিসেবে ১৮৯৮ সালে নিউইয়র্ক শহরে সমাজকর্মের ওপর এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
আমেরিকায় এ কোর্সের মাধ্যমে সমাজকর্মের পেশাগত শিক্ষার প্রবর্তন করা হয়। সমাজকর্মের জ্ঞান বৃদ্ধির জন্য ১৮৯১
সালে ঈযধৎরঃরবং জবারবি নামে একটি প্রত্রিকা প্রকাশ করা হয়। আমেরিকাতে ১৯০৪ সাল থেকে পেশাগত
সমাজকর্ম শিক্ষার সূত্রপাত হয়। এই সময় থেকে অর্থাৎ ১৯০৪ থেকে ১৯১৯ সাল পর্যন্ত মাত্র ১৫ বছরের মধ্যে ১৫টি
সমাজকর্মভিত্তিক স্কুল প্রতিষ্ঠিত হয়। ফলে ১৯১৯ সালে সমস্ত স্কুলের সমন্বয়ে অংংড়পরধঃরড়হ ড়ভ ঞৎধরহরহম
ঝপযড়ড়ষ ভড়ৎ চৎড়ভবংংরড়হধষ ঝড়পরধষ ডড়ৎশ গড়ে ওঠে। সমাজকর্মভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান
উন্নতকরণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৯২৭ সালে অসবৎরপধহ অংংড়পরধঃরড়হ ড়ভ ঝপযড়ড়ষ ঝড়পরধষ
ডড়ৎশ (অঅঝঝড) প্রতিষ্ঠিত হয়। অঅঝঝড এর উদ্যোগে ১৯৩৫ সালে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমাজকর্ম শিক্ষা
চালু করা হয়। এ সময়ে দু’বছর মেয়াদি মাষ্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। সমাজকর্ম শিক্ষার ক্ষেত্রে বিদ্যমান ত্রæটি
বিচ্যুতি দূর করার জন্য ১৯৪৬ সালে ঘধঃরড়হধষ ঈড়ঁহপরষ ড়হ ঝড়পরধষ ডড়ৎশ ঊফঁপধঃরড়হ গঠন করা হয়।
ঈঝডঊ এর সাথে সমাজকর্ম শিক্ষার মান উন্নয়নে কাজ করার জন্য ১৯৫২ সালে (ঘঅঝঝঅ) গঠিত হয়। আমেরিকায় সমাজকর্ম শিক্ষার ইতিহাসে
ঈঝডঊ এর ভূমিকা উল্লেখযোগ্য। এটি আমেরিকার সমাজকর্ম শিক্ষার প্রথম পর্যায়ের সংগঠন। ঈঝডঊ সমাজকর্ম
শিক্ষার মানোন্নয়নের জন্য পর্যালোচনা, নতুন নতুন সমাজকর্ম কর্মসূচি প্রবর্তন, প্রচলিত সমাজকর্ম কর্মসূচি মূল্যায়ন,
সমাজকর্ম শিক্ষার সাথে সংশ্লিষ্ট প্রকাশনা প্রকাশ ও বিতরণ এবং সমাজকর্ম কর্মসূচি উন্নয়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করে
থাকে। ঈঝডঊ কে এক্ষেত্রে সহায়তা করে আমেরিকার শিক্ষা দপ্তর পরবর্তীতে এই সংগঠনটি
নামে কাজ করে। তবে ১৯৭০ সালের পূর্বে সংস্থাটি যুক্তরাষ্ট্র এবং কানাডায় সমাজকর্ম শিক্ষার বিস্তারে
অবদান রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রে ঈঝডঊ এর অনুমোদনপ্রাপ্ত প্রায় এক হাজারের মতো বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মে স্নাতক,
স্নাতাকোত্তর ও পিএইচ.ডি. ডিগ্রি প্রদান করা হচ্ছে। আমেরিকার ঈঝডঊ সারাবিশ্বে সমাজকর্ম শিক্ষার মানোন্নয়নে
সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে বিবেচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পেশাদার বিষয় হিসেবে সমাজকর্ম
বিষয়ে পাঠদানের জন্য ঈঝডঊ এর অনুমোদন বাধ্যতামূলক। সমাজকর্মের সর্ববৃহৎ পেশাগত সংগঠন হচ্ছে আমেরিকার
জাতীয় সমাজকর্মী সমিতি (ঘঅঝড) যা ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়ে সারা বিশ্বে পেশার সামগ্রিক উন্নয়নে কাজ করছে।
৩. অস্ট্রেলিয়ায় সমাজকর্ম শিক্ষা
ইংল্যান্ড ও আমেরিকার পরই অস্ট্রেলিয়াতে সমাজকর্ম পেশা হিসেবে আত্মপ্রকাশ করেছে। অস্ট্রেলিয়ায় সমাজকর্ম পেশা
হিসেবে সর্বজন স্বীকৃত। আস্ট্রেলিয়াতে ১৯২৯ সালে প্রথম সিডনি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মের উপর প্রশিক্ষণ কার্য
পরিচালনা করা হয়। পরবর্তীতে ১৯৩৩ সালে মেলাবোর্নে এবং ১৯৩৬ সালে অ্যাডিলিডে দুই বছর মেয়াদি স্নাতক পূর্ব
ডিপ্লোমা কোর্স চালু করা হয়। সারাদেশে সমাজকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ কর্মসূচি
প্রবর্তনের প্রেক্ষিতে ১৯৪৬ সালে অঁংঃৎধষরধহ অংংড়পরধঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশবৎ (অঅঝড) প্রতিষ্ঠা করা
হয়। সমাজকর্ম শিক্ষার প্রসারে ১৯৫৭ সালের গঁৎু জবঢ়ড়ৎঃ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা এই রিপোর্টের
ভিত্তিতে ফেডারেল সরকারের আর্থিক সাহায্য, রাজ্য সরকারের মঞ্জুরী এবং অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয় কমিশনের সাহায্য
প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়। এছাড়া ১৯৬৪-৬৫ সালে গঁৎু জবঢ়ড়ৎঃ বিশ্ববিদ্যালয়গুলোতে সাব-গ্রাজুয়েট কোর্সসমূহ বাদ
দেয়ার পরামর্শ দেয়। ফলে এক দশকে অস্ট্রেলিয়াতে সমাজকর্ম স্কুলের সংখ্যা ৪টি থেকে ১৩টি উন্নীত হয়। অস্ট্রেলিয়ান
সরকারের বিশেষ আর্থিক সহায়তায় ১৯৬০এর দশকের শেষের দিকে এবং ৭০এর দশকের প্রথম দিকে মেলবোর্নে তিনটি
নতুন সমাজকর্ম স্কুল প্রতিষ্ঠিত হয়। এছাড়াও ১৯৭৪ সালে সরকার সমাজকর্মে স্নাতকোত্তর কোর্সকে উৎসাহিত করার জন্য
৩০টি স্নাতকোত্তর সমাজকর্ম পুরস্কার (চড়ংঃ এৎধফঁধঃব ঝড়পরধষ ডড়ৎশ অধিৎফ) প্রদান করে। অস্ট্রেলিয়ায়
১৯৮০ এর দশকে সমাজকর্মের শিক্ষকরা অঁংঃৎধষরধহ অংংড়পরধঃরড়হ ভড়ৎ ঝড়পরধষ ডড়ৎশ ঊফঁপধঃরড়হ
(অঅঝডঊ) এ অংশগ্রহণ করেন। অঅঝডঊ ১৯৮৯ সালে অঁংঃৎধষরধহ অংংড়পরধঃরড়হ ভড়ৎ ঝড়পরধষ
ডড়ৎশ ধহফ ডবষভধৎব ঊফঁপধঃরড়হ (অঅঝডডঊ) তে রূপান্তরিত হয়। অঅঝডডঊ এর একটি
সাধারণ কাউন্সিল এবং দুটি স্ট্যান্ডিং কমিটি ছিলো। স্ট্যাডিং কমিটির একটি ছিল সমাজকর্ম শিক্ষার জন্য (ভড়ৎ ংড়পরধষ
ড়িৎশ বফঁপধঃরড়হ) এবং অন্যটি ছিল কল্যাণকর্ম শিক্ষার জন্য (ভড়ৎ বিষষভধৎব ড়িৎশ বফঁপধঃরড়হ)।
এছাড়াও ১৯৭৫ সালে সমাজকর্ম স্কুলের প্রধানগণ (যবধফং) মিলে আরেকটি স্ট্যান্ডিং কমিটি গঠন করে। বর্তমানে
অস্ট্রেলিয়ার সমাজকর্ম বিষয়ে যে সমস্ত কোর্স ও শিক্ষা কার্যক্রম চালু রয়েছে তার প্রাথমিক উদ্দেশ্য হলো এমন গ্র্যাজুয়েট
তৈরি করা যারা যে কোনো বিষয় বা পরিস্থিতিকে জটিল বা সমালোচনামূলক বিশ্লেষণ করতে সক্ষম হবে। অস্ট্রেলিয়ান
অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ারকার্স এর তথ্যানুযায়ী ২৯টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর
পর্যায়ে এ্যাক্রিডিটেড কোর্স চালু রয়েছে।
৪. জাপানে সমাজকর্ম শিক্ষা
জাপানে ১৯২০ সালে আধুনিক সমাজকর্ম শিক্ষার সূত্রপাত ঘটে। পরবর্তী সময়ে এ পেশার বিকাশ, প্রসার ও গুণগত মান
বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এ অবস্থা থেকে
উত্তরণের জন্য জাপানে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভূত হয়। এ প্রেক্ষিতে আমেরিকা সরকার জাপানে
সমাজকর্ম শিক্ষা প্রসারে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে। ফলশ্রæতিতে ১৯৫০ সালে জাপানের কিয়োটোতে (কুড়ঃড়)
অবস্থিত উড়ংযরংযধ টহরাবৎংরঃু-তে সর্বপ্রথম সমাজকর্ম শিক্ষায় মাস্টার্স কোর্স প্রবর্তন করা হয়। জাপানে
জাপানিজ এ্যাসোসিয়েশন অব স্কুলস অব সোশ্যাল ওয়ার্ক (ঔঅঝঝড) ১৯৫৫ সাল থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা
করছে। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ে শিক্ষা দেয়া হচ্ছে। সেই সাথে টোকিওতে জাপান কলেজ অব
সোশ্যাল ওয়ার্ক নামে একটি পৃথক বিশ্ববিদ্যায়ের প্রতিষ্ঠা করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত
২,৩৮,১৩০ জন শিক্ষার্থী সমাজকর্মে কোর্স সম্পন্ন করে পেশাদার সমাজকর্ম হিসেবে সাটিফির্কেট ও লাইসেন্সপ্রাপ্ত
হয়েছেন।
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র