সমাজকর্ম পেশার বিকাশে ন্যাশনাল এসোসিয়েশন অব সোশ্যাল ওয়ারকার্স’র কার্যক্রম

ন্যাশনাল এসোসিয়েশন অব সোশ্যাল ওয়ারকার্স কী ?
ন্যাশনাল এসোসিয়েশন অব সোশ্যাল ওয়ারকার্স বা জাতীয় সমাজকর্মী সমিতি বিশ্বে পেশাগত সমাজকর্মীদের
অন্যতম বৃহত্তম পেশাগত সংগঠন। সমাজকর্মের সদস্যনির্ভর এ সংগঠনটির সদস্য সংখ্যা ১৯৯১ সালে ১,৩০,০০০ এর
উপর পৌঁছায়, ২০১২ সালে এই সদস্য সংখ্যা হয় প্রায় ১ লাখ ৪৫ হাজার।
সমাজকর্মের প্রথম পেশাগত সংগঠন আমেরিকান এসোসিয়েশন অব সোশ্যাল ওয়ারকার্স ১৯২৯ সাালে প্রতিষ্ঠিত হয়।
সমাজকর্মের পেশাগত শিক্ষাকে সুসমন্বিত ও সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমেরিকায় ১৯৫২ সালে জাতীয়
সমাজকর্ম শিক্ষা পরিষদ গঠন করা হয়। পরিষদ সমাজকর্মকে একক ও স্বতন্ত্র পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য
সমাজকর্মের পেশাগত সংগঠনগুলোকে সমন্বিত করার পদক্ষেপ গ্রহণ করে। পেশাদার সমাজকর্মীদের বৃহৎ সংগঠন জাতীয়
সমাজকর্মী সমিতি (ঘঅঝড) ১৯৫৫ সালে আমেরিকার কর্মরত সমাজকর্মীদের বিভিন্ন পেশাগত সংগঠনের সমন্বয়ে গঠিত
হয়।
২.৪.২ সমাজকর্ম পেশার বিকাশে ঘঅঝড’র কার্যক্রম ও ভূমিকা
ঘঅঝড বা জাতীয় সমাজকর্মী সমিতির প্রধান উদ্দেশ্য হলো সমাজকর্ম সেবার প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন; সমাজকর্ম
শিক্ষা ও গবেষণার উন্নয়ন; সমাজকর্ম বিষয়ে জনগণের ধারণা বৃদ্ধি করা; সমাজকর্মীদের বেতন-ভাতাদি, কর্মপরিবেশ ও
অবস্থার উন্নয়ন করা; পেশাগত মানদÐের উন্নয়ন ও সমাজকর্মীদের যোগ্যতা প্রত্যায়িত করা এবং বিশ্বের বিভিন্ন দেশে
পেশা হিসেবে সমাজকর্মের উন্নয়নে প্রচেষ্টা চালানো।
সমাজকর্ম অনুশীলনের মান বজায় রাখার লক্ষ্যে ১৯৬০ সালে ঘঅঝড সমাজকর্মের পেশাগত নৈতিক মানদÐ প্রণয়ন
করে। ১৯৯৬ সালে টাস্কফোর্সের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি বিধানের লক্ষ্যে নৈতিক মানদÐ গুলোকে বেশ
কয়েকবার সংশোধন করে ঘঅঝড কর্তৃক গৃহীত মানদন্ডসমূহ সমাজকর্মকে পেশার মর্যাদাদানের পাশাপাশি পেশার
মানোন্নয়নে বিশেষ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।
পেশাগত কার্যানুশীলনের ক্ষেত্রে আনুষ্ঠানিক স্বীকৃতি একটি আবশ্যকীয় বিষয়। সাধারণত পেশাগত লাইসেন্স বা রেজিষ্ট্রেশন
প্রদানের মাধ্যমে কোনো পেশাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়। সমাজকর্মীদের সার্টিফিকেট ও রেজিষ্ট্রেশন প্রদান জাতীয়
সমাজকর্মী সমিতির দায়িত্ব। ঘঅঝড ১৯৬১ সালে অপধফবসু ড়ভ ঈবৎঃরভরবফ ঝড়পরধষ ডড়ৎশবৎং প্রতিষ্ঠা করে। ফলে
এর মাধ্যমে সুনির্দিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতার প্রেক্ষিতে সমাজকর্মীদের পেশাগত মান ও যোগ্যতা উন্নয়নের লাইসেন্স ও
পেশাগত সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা গৃহীত হয়। পেশাগত সমাজকর্ম শিক্ষার উন্নয়ন ও প্রসারের লক্ষ্যেও ঘঅঝড
নিয়মিতভাবে পাঠ্যপুস্তক, জার্নাল এবং রেফারেন্স তথ্যাদি প্রকাশ করছে।
ঘঅঝড এর উল্লেখযোগ্য প্রকাশনী ত্রৈমাসিক প্রত্রিকা, "ঞযব ঝড়পরধষ ডড়ৎশ”। এছাড়া সংগঠনটি প্রতিবছর ঝড়পরধষ
ডড়ৎশ ণবধৎ ইড়ড়শ নিয়মিত প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। পরবর্তীতে “সমাজকর্মের বিশ্বকোষ (ঊহপুপষড়ঢ়বফরধ ড়ভ
ঝড়পরধষ ডড়ৎশ) প্রকাশ সমাজকর্ম পেশার উন্নয়নের ক্ষেত্রে এ সমিতির অনন্য অবদান হিসেবে বিবেচিত হয়।
সুতরাং বলা যায় যে, জাতীয় সমাজকর্মী সমিতি প্রত্যক্ষভাবে সমাজকর্ম পেশার মান উন্নয়ন ও বিকাশে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন দেশে বর্তমানে সমাজকর্ম শিক্ষার প্রসার ও বাস্তবায়নে এ সমিতির অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
সারসংক্ষেপ
সমাজকর্মের পেশাগত মর্যাদা দানে পেশাদার সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পেশাদার সমাজকর্মের নৈতিক
মানদন্ড প্রতিষ্ঠায়, সমাজকর্মকে পেশাগত স্বীকৃতি প্রদানে এবং সমাজকর্ম শিক্ষার প্রসারে ন্যাশনাল এসোসিয়েশন অব
সোশ্যাল ওয়ারকার্স এর ভূমিকা গুরুত্বপূর্ণ।
পাঠোত্তর মূল্যায়ন-২.৪
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯২৯ সালে খ) ১৯৩৯ সালে
গ) ১৯৪৯ সালে ঘ) ১৯৫৯ সালে
২। সমাজকর্মীদের বৃহৎ সংগঠন ঘঅঝড কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৪৫ সালে খ) ১৯৫৫ সালে
গ) ১৯৬৫ সালে ঘ) ১৯৭৫ সালে

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]