সমাজকর্ম পেশার বিকাশে শিল্পবিপ্লবের ভূমিকা
শিল্পবিপ্লবের ফলে পৃথিবীর সার্বিক চেহারা বদলে গেছে এবং পরিবর্তন ঘটেছে মানবজীবনের সকল ক্ষেত্রে।
অর্থনীতি, রাজনীতি, সমরনীতি সকল ক্ষেত্রেই শিল্পবিপ্লবের প্রভাব পড়েছে। শিল্পবিপ্লবের প্রভাব পুরোটাই ইতিবাচক নয়,
বরং কিছু কিছু ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাবও রয়েছে। পারিবারিক ভাঙ্গন, পারিবারিক বিশৃঙ্খলা, সামাজিক বিছিন্নতা,
অস্থিতিশীলতা, সামাজিক অসঙ্গতি, নিরাপত্তাহীনতা ইত্যাদি বিপ্লব পরবর্তী সময়ে বেগবান হয়। এসব সমস্যার যৌক্তিক
সমাধান দানশীলতা নির্ভর প্রাচীন সমাজকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে দেয়া সম্ভব ছিল না; এবং এরই প্রেক্ষিতে উদ্ভুত
সমস্যার সমাধানের লক্ষ্যে এবং সুস্থ্য সামাজিক পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রেখে ভারসাম্যপূর্ণ সামাজিক ও
মানসিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে উদ্ভব ঘটে আধুনিক পেশাদার সমাজকর্মের। সমাজকর্ম পেশার বিকাশে শিল্পবিপ্লবের
ভূমিকা হলো :
১. সুসংগঠিত সেবা কার্যক্রমের প্রয়োজনীয়তা : নতুন সুসংগঠিত সামাজিক কার্যক্রমের মাধ্যমে বহুমুখী সমস্যা সমাধানে
মানবতাবাদী ও ধর্মীয় অনুশাসনভিত্তিক সমাজসেবার পরিবর্তে আধুনিক বিজ্ঞানভিত্তিক সুসংগঠিত ও যৌক্তিক
সমাজসেবা কার্যক্রম অপরিহার্য হয়ে উঠে। এরই ভিত্তিতে গড়ে উঠে পেশাদার সমাজকর্মের।
২. সমাজকর্মের ব্যবহারিক শিক্ষার সূচনা : শিল্পবিপ্লব পরবর্তী মনোসামাজিক সমস্যা সমাধানে ব্যবহারিক প্রশিক্ষণের সূচনা
হয়। ১৯০০ সালে সর্বপ্রথম আমেরিকার হাসপাতালগুলোতে জরপযসড়হফ ব্যবহারিক প্রশিক্ষণের শুরু করেন।
৩. সমাজকর্মভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্ভব : সমাজকর্ম বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষায় পেশাদার সমাজকর্মীর চাহিদা পূরণের
জন্য ঘবি ণড়ৎশ ঝপযড়ড়ষ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশ ও ঞধঃধ ওহংঃরঃঁঃব ড়ভ ঝড়পরধষ ডড়ৎশ এর মতো সমাজকর্মভিত্তিক
শিক্ষাপ্রতিষ্ঠান প্রসার লাভ করে।
৪. মনস্তাত্তি¡ক সমাজকর্মের উদ্ভব : মানসিক হাসপাতালগুলোতে মনস্তাত্তি¡ক পরামর্শ প্রদানের জন্য মনস্তাত্তি¡ক সমাজকর্মের
উদ্ভব ঘটে। ১৮৩৭ সালে এডওয়ার্ড সেগুয়ান মানসিক রোগীদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন।
৫. সমাজকর্ম পদ্ধতির উদ্ভব : শিল্পবিপ্লবের ফলে উদ্ভূত নানাবিধ সামাজিক ও মনস্তাত্তি¡ক সমস্যা মোকাবিলায় পেশাদার
সমাজকর্মের সুনির্দিষ্ট পদ্ধতির উদ্ভব ঘটে।
৬. অপরাধ বিজ্ঞানের বিকাশ : শিল্পবিপ্লবের ফলে বিভিন্ন ধরনের অপরাধ বিজ্ঞানের জ্ঞানের প্রয়োজন হয়।
কার্যত শিল্পবিপ্লবের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কল্যাণকামী মানুষদের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে। জ্ঞান
বিজ্ঞানের উৎকর্ষতা চিন্তাশীল মানুষের চিন্তার পরিসর বৃদ্ধি করেছে। মানুষ মানুষের কল্যাণ নিয়ে চিন্তা, আলোচনা,
পর্যবেক্ষণ ও গবেষণা শুরু করে। কিন্তু সময়ের সাথে সাথে সমস্যার গতি-প্রকৃতি পরিবর্তন হয়ে এক রূপ থেকে অন্যরূপ
ধারণ করে। ফলে প্রয়োজনীয়তা দেখা দেয় পেশাদার সমাজকর্মীর। কার্যত, শিল্পবিপ্লব পরবর্তী সমাজের সামাজিক
প্রয়োজনের প্রেক্ষিতে সমাজকর্ম পেশাদারিত্ব লাভ করে।
সারসংক্ষেপ
শিল্পবিপ্লবের ফলে সৃষ্ট জটিল ও পরস্পর সম্পর্কযুক্ত সমস্যা সমাধানকল্পে সমাজকর্মে পেশাগত শিক্ষা কার্যক্রমের সূত্রপাত
ঘটে। শিল্পবিপ্লবই সনাতন সমাজকল্যাণ ধারাকে সংগঠিত করে প্রাতিষ্ঠানিক এবং পদ্ধতিগত ধারায় রূপান্তরিত করেছে।
পাঠোত্তর মূল্যায়ন-২.৮
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। শিল্পায়ন ও শহরায়নজনিত সমস্যা মোকাবিলায় অধিক যুক্তিযুক্ত উপায় কোনটি?
ক) প্রচলিত সেবা দান সম্প্রসারণ খ) সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ
গ) সনাতন পদ্ধতির অনুশীলন ঘ) বৈজ্ঞানিক জ্ঞান ও তথ্যের অনুশীলন
২। শিল্পবিপ্লবের ফলে সৃষ্ট জটিল ও বহুমুখী সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের যে পদ্ধতির উদ্ভব হয়েছে?
র. মৌলিক পদ্ধতি রর. প্রাথমিক পদ্ধতি ররর. সহায়ক পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
চূড়ান্ত মূল্যায়ন
ক. বহুনির্বাচনী প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। সমাজকর্ম পেশার সূত্রপাত হয় কোথায়?
ক) ইংল্যান্ডে খ) ভারতে গ) আমেরিকায় ঘ) জার্মানিতে
২। সমাজকর্মকে পেশার মর্যাদায় উপনীত হতে যে আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেÑ
র. ১৬০১ সালের দরিদ্র আইন
রর. ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইন
ররর. ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সুপারিশে প্রণীত আইনসমূহ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৩। নির্ভরশীল শিশু বলা হয়Ñ
র. এতিমদের রর. বেওয়ারিশদের ররর. বিকলাঙ্গদের
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৪। সমাজকর্মকে পেশার মর্যাদায় উপনীত করতে যে সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেÑ
র. ঈঙঝ রর. ঘঅঝড ররর. ঈঝডঊ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়–ন এবং ৫-৭ নং প্রশ্নের উত্তর দিন :
সাগর ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইনের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করে। সে দেখতে পায় এখানে দরিদ্রদেরকে
একাধিক ভাগে বিভক্ত করা হয়েছে। এই আইনটি দরিদ্রদের জন্য একটি গঠনমূলক পদক্ষেপ ছিল।
৫। উদ্দীপকে বর্ণিত দরিদ্র আইনটি প্রণীত হওয়ার সাল হিসেবে সমর্থনযোগ্য কোনটি?
ক) ১৩৪৯ সালে খ) ১৩৫২ সালে গ) ১৫০১ সালে ঘ) ১৬০১ সালে
৬। উক্ত আইনে দরিদ্রদেরকে বিভক্তিকৃত শ্রেণির সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৭। উক্ত আইনটির অন্যতম বৈশিষ্ট্য কী?
ক) অধিকার আইন খ) সামাজিক আইন গ) শ্রমিক আইন ঘ) নিরাপত্তা আইন
৮। ঘঅঝড গঠিত হয় কত সালে?
ক) ১৯৪৫ সালে খ) ১৯৫৫ সালে গ) ১৯৬৫ সালে ঘ) ১৯৭৫ সালে
খ.সৃজনশীল প্রশ্ন
১। তুলারামপুর ইউনিয়নে অনেক সরকারি ও বেসরকারি সংস্থা দারিদ্র্য নিরসনে কাজ করে। সবগুলো সংস্থার কাজের
সমন্বয় সাধনের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একটি সমিতি গঠন করেন। এই সমিতি সাহায্যের পুনরাবৃত্তি রোধ
করে। বিভিন্ন সাহায্যকারী প্রতিষ্ঠানের কর্মীদের অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থা করে এই সমিতি। আর সমিতির লক্ষ্য হয়
বস্তুগত সাহায্যের পরিবর্তে আত্মনির্ভরশীলতা সৃষ্টির।
ক) আমেরিকায় দান সংগঠন সমিতি গড়ে ওঠে কখন? ১
খ) শিল্পবিপ্লব কীভাবে পুঁজিবাদের বিকাশ ঘটায়? ২
গ) উদ্দীপকে তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান সমাজকর্মের ইতিহাসের কোন সমিতির অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন?
ব্যাখ্যা করুন। ৩
ঘ) ‘দারিদ্র্য নিরসনে সমাজকর্মের ইতিহাসের উক্ত সমিতি উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে’ Ñউক্তিটি বিশ্লেষণ করুন। ৪
২। অনিদের এলাকায় চাষীরা এখন হালচাষে লাঙ্গল বলদের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করে। আগে ছোট ছোট যন্ত্র ব্যবহার
করে ঘরে বসে শিল্পদ্রব্য তৈরি হতো। এখন বৃহৎ যন্ত্রপাতি ব্যবহার করে কারখানায় বিভিন্ন দ্রব্য উৎপাদন করা হয়।
ক) কত সালে দরিদ্র আইন সংস্কার করা হয়? ১
খ) ঈঝডঊ সম্পর্কে ধারণা দিন। ২
গ) উদ্দীপকে অনিদের এলাকায় কিসের প্রভাব লক্ষ্য করা যায়?Ñ ব্যাখ্যা করুন। ৩
ঘ) ‘অনিদের এলাকায় ঘটে যাওয়া বিষয়টির অবিমিশ্র আশীর্বাদ রয়েছে’Ñ উক্তিটি বিশ্লেষণ করুন। ৪
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র