সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য
সমাজকর্মের মূল লক্ষ্য হলো সমাজস্থ প্রতিটি স্তরের মানুষকে তার সামাজিক ভূমিকা পালনে সক্রিয় ও
সক্ষম করে গড়ে তোলা এবং অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টি করে সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা। একটি
মানবোচিত পেশাগত কর্মকাÐ হিসেবে সমাজকর্ম মানুষের যথাযথ
সামাজিক ভূমিকা পালন এবং পরিবেশের সঙ্গে কার্যকর সামাজিক মিথষ্ক্রিয়ার ক্ষমতা উন্নয়নে সক্ষম করে তোলে।
এ প্রসঙ্গে সমাজকর্ম বিশ্বকোষে বলা হয়েছে, সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য হলো ব্যক্তি, পরিবার, দল, সংগঠন এবং
সমষ্টিকে কর্মসম্পাদন, দারিদ্র্য বিমোচন, প্রতিরোধ ও সম্পদ ব্যবহারে সাহায্য করার মাধ্যমে তাদের সামাজিক
ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন, পুনরুদ্ধার, সংরক্ষণ এবং শক্তিশালীকরণ।
ড. অ. ঋৎরবফষধহফবৎ এর মতে, বিজ্ঞান, কলা ও পেশা হিসেবে সমাজকর্মের লক্ষ্য হলো মানুষকে এমনভাবে
সাহায্য করা যাতে প্রতিটি ব্যক্তি, দল ও সমষ্টি সামাজিক, মানসিক এবং দৈহিক কল্যাণের অধিকারী হতে পারে।
সমাজকর্মের উদ্দেশ্য প্রসঙ্গে ই. জ. এবং ই. এধষধধিু (১৯৭৫) তাঁদের "ঝড়পরধষ ডড়ৎশ চৎড়পবংং”
গ্রন্থে বলেন, (১৯৮৬) এর মতে, সমাজকর্মের আবির্ভাব হয়েছে সমাজস্থ
অপেক্ষাকৃত অসহায় ও অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীকে সাহায্য প্রদানের জন্য। তাঁদের
মতে, সমাজকর্ম যতœ , নিরাময় এবং পরিবর্তন ) এই তিনটি লক্ষ্যকে সামনে নিয়ে
অগ্রসর হয়। এক্ষেত্রে প্রতিকার, প্রতিরোধ এবং উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করা সমাজকর্মের উদ্দেশ্য।
সমাজকর্ম একটি গতিশীল পেশা ) হিসেবে সময়ের প্রয়োজনে এর লক্ষ্য-উদ্দেশ্যে পরিবর্তন
এসেছে। ১৯৮১ সালে সমাজকর্মের নি¤েœাক্ত
উদ্দেশ্যসমূহ নির্ধারণ করেছে :
১. জনগণের সমস্যা সমাধান, উপযোজন এবং ক্ষমতার উন্নয়ন সাধন
২. সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো
৩. কার্যকর মানবসেবা ব্যবস্থা গড়ে তোলা
৪. সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন
এ প্রসঙ্গে এবং (১৯৯২ : ৪-৫) তাঁদের গ্রন্থ : অহ
পারস্পরিক দ্ব›দ্ব নিরসন (, বিচার্য বিষয়সমূহকে মোকাবিলা
( এবং মানবীয় চাহিদা পূরণ করা ) হচ্ছে সমাজকর্মের উদ্দেশ্য।
তাঁরা আরো বলেন, সমাজকর্ম পেশার সুস্পষ্ট লক্ষ্য হচ্ছে মানবীয় অবস্থায় জীবনযাত্রার মান উন্নয়ন ও সমৃদ্ধি করা
তাঁরা নি¤েœাক্ত চিত্রের মাধ্যমে সমাজকর্মের উদ্দেশ্যসমূহ তুলে ধরেছেন :
মূলত মানুষ ও তার পরিবেশের মধ্যকার পারস্পরিক সম্পর্কই হচ্ছে সমাজকর্মের লক্ষ্য-উদ্দেশ্যের মূল ভিত্তি।
মানুষকে সামাজিক অবস্থানের সাথে সংগতি বিধান করে যথাযথ সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলাই
সমাজকর্মের মূল লক্ষ্য।
সমাজকর্ম হচ্ছে একটি এমপাওয়ারিং পেশা, যা সমাজের দুঃস্থ, অসহায়, বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ
মানবগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য ভূমিকা পালন করে থাকে। সমাজকর্ম বিশ্বকোষে বলা হয়েছে, সমাজকর্ম অনুশীলনের
উদ্দেশ্য হলো সাংগঠনিক বা প্রশাসনিক পরামর্শ এবং সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে নীতি, সেবা,
সম্পদ এবং কর্মসূচি প্রণয়ন ও অনুসরণ করা; যাতে ঝুঁকিপূর্ণ মানব গোষ্ঠীর ক্ষমতায়ন বৃদ্ধিসহ আর্থ-সামাজিক ক্ষেত্রে
ন্যায়বিচার ব্যবস্থার উন্নতি ঘটে।
সমাজকর্ম একটি মানবোচিত এবং কর্মমুখী কর্মকাÐ হিসেবে সামাজিক নীতি
পরিবর্তন, সংশোধন ও উন্নয়নের লক্ষ্যে অবদান রাখে। মানুষের সামাজিক ভূমিকা পালন ও সামাজিক
সামঞ্জস্যবিধানে সক্ষম করে তোলার লক্ষ্যে সমাজকর্ম সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্তি¦কসহ সকল দিকের প্রতি নজর
দিয়ে থাকে। সমাজে প্রাপ্ত সম্পদ ও সুযোগ-সুবিধার সঙ্গে মানুষের সংযোগ স্থাপনের লক্ষ্যে সমাজকর্ম কাজ করে।
সমাজের পরিকল্পিত ও গঠনমূলক পরিবর্তন আনয়ন সমাজকর্মের অন্যতম লক্ষ্য। সমাজের উন্নয়ন নিশ্চিতকরণের
লক্ষ্যে নেতৃত্ব সৃষ্টি, উন্নয়ন কর্মকাÐে জনগণের সক্রিয় ও স্বতস্ফূর্ত অংশগ্রহণ, মানব সম্পদ উন্নয়ন, মানুষের সুপ্ত
ক্ষমতা ও প্রতিভার বিকাশের লক্ষ্যে সমাজকর্ম প্রয়াস চালায়।
সারসংক্ষেপ
পাঠোত্তর মূল্যায়ন-১.৩
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। সমাজকর্ম পেশার মূল লক্ষ্য কোনটি?
ক) মানুষের কল্যাণ নিশ্চিত করা খ) নির্ভরশীল মনোভাব সৃষ্টি করা
গ) মানুষকে সামাজিক ভূমিকা পালনে সক্ষম করা ঘ) জনগণের ভোটাধিকার নিশ্চিত করা
২। ঘঅঝড কর্তৃক ১৯৮১ সালে সমাজকর্মের কয়টি উদ্দেশ্য চিহ্নিত করা হয়েছে?
ক) দুইটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
সারসংক্ষেপ
সমাজকর্ম সমাজস্থ মানুষের সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন, সংরক্ষণ ও পুনরুদ্ধারের লক্ষ্যে পরিকল্পিত,
প্রাতিষ্ঠানিক ও পেশাদার প্রচেষ্টা চালায়। সমাজকর্মের লক্ষ্য হলো ব্যক্তি, দল ও সমষ্টি তথা সমাজস্থ মানুষকে
এমনভাবে সাহায্য করা, যাতে প্রাপ্ত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে তারা নিজেই নিজের সমস্যা সমাধান
করতে সক্ষম হয়ে উঠে। বস্তুত সমাজকর্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষের বিভিন্নমূখী সমস্যার প্রতিকার, প্রতিরোধ ও
উন্নয়নমূলক তথা সার্বিক সমাধান নিশ্চিত করা। সংক্ষেপে বলা যায়
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র