সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য ও গুরুত্ব

সমাজকর্ম ব্যবহারিক সামাজিক বিজ্ঞানের একটি শাখা, যা বহুমুখী পেশা হিসেবে সুপ্রতিষ্ঠিত ও পরিচিত।
বৈজ্ঞানিক জ্ঞান, মানব হিতৈষী দর্শন এবং সামাজিক সম্পর্ক বিষয়ক জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধভিত্তিক সাহায্যকারী পেশা
হিসেবে সমাজকর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যা অন্য পেশা থেকে পৃথক সত্ত¡া লাভ করেছে।
সমাজকর্ম শুধু একটি পেশাগত প্রচেষ্টা নয়; এটি একটি বিজ্ঞান ও কলা। সমাজকর্ম হচ্ছে সামাজিক বিজ্ঞানের সেই শাখা
যার নিজস্ব সমন্বিত জ্ঞানভাÐার ও পেশাগত মূল্যবোধ রয়েছে এবং যেখানে তাত্তি¡ক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষারও
সুযোগ রয়েছে।
মানুষ ও তার পরিবেশ এবং সামাজিক ভূমিকার প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি পোষণ সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য। সমাজকর্ম
অনুশীলনে মানুষকে সামাজিক পরিবেশের আওতায় বিবেচনা করা হয়। মানুষ ও তার সমস্যাকে এককভাবে বিবেচনা করা
হয় না। অর্থাৎ æঞড়ঃধষ ঢ়বৎংড়হ রহ ঃযব ঃড়ঃধষ বহারৎড়সবহঃ” এরূপ দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়া হয়।
সমাজকর্ম সমাজের সুবিধাবঞ্চিত ও সমস্যাগ্রস্ত মানুষের কল্যাণে একটি বহুমুখী দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানবিক (যঁসধহরঃধৎরধহ)
এবং ঊসঢ়ড়বিৎরহম পেশা হিসেবে স্বীকৃত। ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতার পুনরুদ্ধার, সংরক্ষণ ও উন্নয়ন এবং
সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করে সমাজের সার্বিক কল্যাণ আনয়নে সমাজকর্ম প্রয়াস চালায়।
সমাজকর্ম সামাজিক উন্নতি (ংড়পরধষ নবঃঃবৎসবহঃ) আনয়নে প্রতিশ্রæতিবদ্ধ। ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে
পধৎরহম, পঁৎরহম এবং পযধহমরহম হচ্ছে সমাজকর্ম পেশার তিনটি বিশেষ দিক। সমাজকর্ম মূল্যবোধ, জ্ঞান ও
দক্ষতাভিত্তিক পেশাগত কর্মকাÐ, যা সামাজিক হস্তক্ষেপ, সামাজিক উপযোজন, সামাজিক উদ্ভাবন এবং পরিকল্পিত
সামাজিক পরিবর্তন কৌশলের মাধ্যমে সাহায্যার্থীকে সমস্যা সমাধানে সক্ষম করে তোলে।
সমাজকর্ম অনুশীলনে পরিবর্তন প্রতিনিধি ব্যবস্থা (পযধহমব ধমবহঃ ংুংঃবস), সাহায্যার্থী ব্যবস্থা (পষরবহঃ ংুংঃবস), লক্ষ্য
ব্যবস্থা (ঃধৎমবঃ ংুংঃবস) এবং কার্যক্রম ব্যবস্থা (ধপঃরড়হ ংুংঃবস) পেশাটিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যমÐিত করেছে। সমাজকর্ম
একটি সুশৃংখল বৈজ্ঞানিক পদ্ধতিভিত্তিক পেশা যার পদ্ধতি মূলত দুই ধরনের। যথাÑ মৌলিক সমাজকর্ম পদ্ধতি এবং
সহায়ক সমাজকর্ম পদ্ধতি। ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সংগঠন হচ্ছে সমাজকর্মের মৌলিক পদ্ধতি।
অন্যদিকে, সমাজকর্ম প্রশাসন, সামাজিক কার্যক্রম ও সমাজকর্ম গবেষণা হচ্ছে সমাজকর্মের সহায়ক পদ্ধতি।
সমাজকর্ম পেশার স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রসঙ্গে ঈযধৎষবং তধংঃৎধি তাঁর "ওহঃৎড়ফঁপঃরড়হ ঃড় ঝড়পরধষ ডড়ৎশ ধহফ ঝড়পরধষ
ডবষভধৎব” গ্রন্থে বলেন, æঝড়পরধষ ড়িৎশ রং ফরংঃরহপঃ ভৎড়স ড়ঃযবৎ ঢ়ৎড়ভবংংরড়হং (ংঁপয ধং- চংুপযড়ষড়মু ধহফ
চংুপযরধঃৎু) নু ারৎঃঁব ড়ভ ঃযব ৎবঢ়ড়হংরনরষরঃু ধহফ সধহফধঃব ঃড় ঢ়ৎড়ারফব ংড়পরধষ ংবৎারপব।”
সমাজকর্মের সেবাদান কার্যক্রমে পেশাদার সমাজকর্র্মীর পাশাপাশি সাহয্যার্থীও সমস্যা সমাধান প্রক্রিয়ায় সক্রিয়, বহুমুখী ও
গতিশীল (ফুহধসরপ) ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে সমাজকর্র্মী সক্ষমকারী, সংযোগকারী, সমন্বয়কারী, মধ্যস্থাকারী,
পরামর্শ প্রদানকারী, পরিবর্তনকারীসহ অনুঘটের ভূমিকা পালন করে থাকে। সমাজকর্মী পরিবর্তন প্রতিনিধি হিসেবে
সাহায্যার্থীর মধ্যে কাঙ্খিত ও বাঞ্ছিত পরিবর্তন আনয়নে করে যথাযথ সামাজিক ভূমিকা পালনে তাকে সক্ষম করে তোলে।
সাহায্যার্থীর সাথে পেশাগত সম্পর্ক (ৎধঢ়ঢ়ড়ৎঃ) স্থাপন সমাজকর্ম পেশার অন্যতম বৈশিষ্ট্য। অন্যান্য পেশায় সাহায্যার্থীর
সাথে পেশাজীবীর সুনির্দিষ্ট পেশাগত সম্পর্ক স্থাপনের প্রয়োজন নেই বললেই চলে। সমাজকর্ম অনুশীলনে সাহায্যার্থীর
প্রকৃত সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধানে পেশাগত সম্পর্ক স্থাপন অত্যাবশক ও গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া সাহায্যার্থীর
সাথে সমাজকর্র্মীর এই পেশাগত সম্পর্ক স্থাপন, সমস্যা অনুধ্যান, সমস্যা নির্ণয়, সমস্যা সমাধান, অনুসরণ ও মূল্যায়ন
সকল স্তরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সমাজকর্ম মূল্যবোধ নিরক্ষেপ নয় বরং মূল্যবোধ নির্দেশিত (াধষঁব মঁরফবফ) পেশা। সমাজকর্মের নিজস্ব পেশাগত
মূল্যবোধ ও নীতিমালা রয়েছে। ব্যক্তির অন্তর্নিহিত মূল্য ও মর্যাদার স্বীকৃতি, আত্মনিয়ন্ত্রণ অধিকার, সকলের সমান সুযোগ,
আত্মপরিপূর্ণতার সুযোগ, সমাজের প্রতি ব্যক্তির কর্তব্য, ব্যক্তির প্রতি সমাজের কতর্ব্য, পর্যাপ্ত সুযোগ, আত্মনির্ভরতা,
সম্পদের সর্বোত্তম ব্যবহার ও জীবন সংক্রান্ত সার্বিক দৃষ্টিভঙ্গী হচ্ছে সমাজকর্মের নিজস্ব মূল্যবোধ।
সমাজকর্ম অনুশীলনে শৈল্পিক দক্ষতা প্রয়োগ করা হয়। সমাজকর্মীর সহমর্মিতা, আত্মবিযুক্ত ভালবাসা, উষ্ণতা, আন্তরিকতা,
সৃজনশীলতা, কল্পনাশক্তি, বিচারবোধ ও ব্যক্তিগত ভঙ্গিমা হচ্ছে শৈল্পিক দক্ষতা। বর্তমানে সমাজকর্মের ক্ষেত্র বিকাশ ও
প্রসার লাভ করেছে। পরিবার ও শিশুসেবা, স্বাস্থ্য ও পুনর্বাসন, মানসিক স্বাস্থ্য, কিশোর অপরাধ ও অপরাধ সংশোধন,
প্রবীণকল্যাণ, আবসনসহ নানা ক্ষেত্রে সমাজকর্ম অনুশীলন হচ্ছে। এছাড়া মানবিক সমস্যার সাথে সংশ্লিষ্ট সমাজকর্মের কিছু
শাখা যেমনÑ চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম, শিল্প সমাজকর্ম
মিলিটারী সমাজকর্ম ও প্রবীণকল্যাণ, যা পেশাটির বৈচিত্র্যময় পরিধি তোলে ধরে।
বাংলাদেশ উš§ুক্ত বিশ^বিদ্যালয় এইচএসসি প্রোগ্রাম
ইউনিট তিন পৃষ্ঠা ৪১
বিশ্বব্যাপী সমাজকর্ম পেশার বিকাশ, উন্নয়ন ও স¤প্রসারণে জাতীয় ও আন্তজাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের পেশাগত সংগঠন
সক্রিয় রয়েছে। সমাজকর্র্মীদের পেশাগত স্বার্থ সংরক্ষণে এসব সংগঠনসমূহ কার্যকর ভূমিকা পালন করছে। এসব সংগঠনের
মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব সোশ্যাল ওয়ারকার্স, ন্যাশনাল এসোসিয়েশন অব সোশ্যাল
ওয়ারকার্স, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক এসোসিয়েশন, সোসাইটি ফর সোশ্যাল ওয়ার্ক এ্যান্ড রিসার্চ, এসোসিয়েশন অব
ফ্যামেলী কেস ওয়াকার্স, এসোসিয়েশন অব সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়াকার্স, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব সোশ্যাল
ওয়ারকার্স, ইণ্টারন্যাশনাল এসোসিয়েশন অব স্কুলস অব সোশ্যাল ওয়ার্ক এবং এশিয়া পেসিফিক এসোসিয়েশন অব
সোশ্যাল ওয়ার্ক। বাংলাদেশ কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশন নামে একটি পেশাদার সংগঠন বাংলাদেশে সমাজকর্ম
পেশার মানোন্নয়নে কার্যকর রয়েছে।
৩.৩.২ সমাজকর্ম পেশার গুরুত্ব
বর্তমানে বিশ্বব্যাপী সমাজকর্মের পেশাগত অনুশীলন তাৎপর্যপূর্ণ। সমাজকর্ম পেশার উন্নয়ন ও বিকাশে কাউন্সিল অন
সোশ্যাল ওয়ার্ক এডুকেশন, ন্যাশনাল এসোসিয়েশন অব সোশ্যাল ওয়ারকার্স, ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব স্কুলস অব
সোশ্যাল ওয়ার্ক এবং এশিয়া প্যাসিফিক এসোসিয়েশন ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশনের মতো সংগঠনসমূহ গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করছে।
বিশ্বায়নের এই যুগে শিল্পসমাজের পরস্পর জটিল ও বহুমুখী সমস্যার পরিকল্পিত সমাধানে সমাজকর্ম পেশার উত্তরোত্তর
প্রসার ঘটছে। বর্তমানে সমাজকর্ম বিশ্বব্যাপী একটি সর্বজনীন গুরুত্বপূর্ণ পেশা হিসেবে স্বীকৃত। সমাজকর্ম সমাজের
অবহেলিত, অসুবিধাগ্রস্ত, বঞ্চিত, শোষিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর বাঞ্ছিত পরিবর্তন এবং স্বার্থ সংরক্ষণ তথা জীবনমান
উন্নয়নে বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর প্রয়াস চালায়। ব্যক্তির মূল্যমর্যাদার স্বীকৃতি দিয়ে প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহার করে
সমস্যা সমাধানে সক্ষম করে তোলার প্রচেষ্টা হিসেবে সমাজকর্ম পেশার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
পশ্চাৎপদ জনগোষ্ঠীর মানবধিকার সংরক্ষণ ও উন্নয়ন এবং ক্ষমতায়নে সমাজকর্র্মীরা অগ্রদূত হিসেবে ভ‚মিকা পালন করছে।
নারীকল্যাণ, শিশুকল্যাণ, যুবকল্যাণ, প্রবীনকল্যাণ, শ্রমকল্যাণ, প্রতিবন্ধীকল্যাণসহ সকল ক্ষেত্রেই সমাজকর্ম পেশার সফল
প্রয়োগ লক্ষণীয়। আধুনিক সমাজে সমাজকর্ম একটি অপরিহার্য কল্যাণধর্মী পেশা হিসেবে প্রতিষ্ঠিত। সুতরাং বলা যায় যে,
বর্তমান সমাজের বহুমুখী জটিল সমস্যার সমাধান ও বিভিন্ন মানুষের কল্যাণ সাধনে সমাজকর্ম পেশার গুরুত্ব অনস্বীকার্য।
সারসংক্ষেপ
সমাজকর্ম বহুমুখী দৃষ্টিভঙ্গিসম্পন্ন একটি মানবিক ও এ্যাম্পাউয়ারিং পেশা, যা মানুষের সামাজিক ভূমিকা পালন ক্ষমতা
পুনরুদ্ধার, সংরক্ষণ ও উন্নয়নে প্রাপ্ত সম্পদের সদ্ব্যবহার করে। সমাজকর্ম একাধারে একটি বিজ্ঞান ও কলা হিসেবে
পধৎরহম, পঁৎরহম এবং পযধহমরহম এই ত্রিমুখী লক্ষ্যে এর জ্ঞান, মূল্যবোধ ও দক্ষতা প্রয়োগ করে। সমাজকর্র্মী
পরিকল্পিত পরিবর্তন আনয়নের লক্ষ্যে অনুঘটকের ভূমিকা পালন করে থাকে। সামাজিক উন্নতি (ংড়পরধষ নবঃঃবৎসবহঃ)
আনয়নের লক্ষ্যে মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম ও সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়ন এবং
সহায়ক পদ্ধতি হিসেবে সমাজকর্ম গবেষণা, সামাজিক কার্যক্রম ও সমাজকল্যাণ প্রশাসন প্রয়োগ করে থাকে। সমাজকর্ম
কৌশলের মধ্যে রয়েছে সামাজিক হস্তক্ষেপ, সামাজিক উপযোজন, সামাজিক উদ্ভাবন ও পরিকল্পিত সামাজিক পরিবর্তন,
যা সমাজকর্ম পেশার স্বতন্ত্র বৈশিষ্ট্য। তাই ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতিভিত্তিক প্রচেষ্টা
হিসেবে সমাজকর্ম শিক্ষার গুরত্ব বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আধুনিক বিশ্বের জটিল মনো-সামাজিক ও আর্থ-সামাজিক সমস্যা
সমাধানের একটি জ্ঞান, পদ্ধতি ও দক্ষতাভিত্তিক প্রয়াস হিসেবে সমাজকর্ম পেশার গুরুত্ব ও তাৎপর্য অনস্বীকার্য।
পাঠোত্তর মূল্যায়ন-৩.৩
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। সমাজকর্ম পেশার স্বতন্ত্র বৈশিষ্ট্য কোনটি?
ক) সামাজিক হস্তক্ষেপ খ) সাহায্য প্রদান
গ) নির্দিষ্ট জ্ঞান ঘ) নির্দিষ্ট দক্ষতা

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]