মূল্যবোধের বৈশিষ্ট্য

মূল্যবোধ সমাজস্থ প্রত্যেক মানুষের জীবন ধারণের নির্দেশনা দিয়ে থাকে। মূল্যবোধ এক ধরনের বিশ্বাস, যা ব্যক্তি তথা
মানুষের সার্বিক বিশ্বাস ব্যবস্থার (ঃড়ঃধষ নবষরবভ ংুংঃবস) কেন্দ্রে অবস্থান করে ব্যক্তির করণীয় অথবা মর্যাদা অর্জন
সম্পর্কে বিশ্বাসবোধের জন্ম দেয়। বিভিন্ন সংজ্ঞা হতে মূল্যবোধের যে বৈশিষ্ট্য চিহ্নিত করা যায় তা হলো :
১. মূল্যবোধ হচ্ছে মানুষের বিশ্বাস ও আদর্শের সমষ্টি;
২. মূল্যবোধ মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করে;
৩. মূল্যবোধ একটি অলিখিত সামাজিক বিধান;
৪. মূল্যবোধ মানুষের আচরণের ভাল-মন্দ বিচার করে;
৫. মূল্যবোধ একটি বিমূর্ত, অলিখিত ও আপেক্ষিক প্রত্যয়;
৬. মূল্যবোধের কোনো সর্বজনীন রূপ নেইÑ সমাজ ও সময়ভেদে পরিবর্তনশীল।
৩.৪.৩ মূল্যবোধের ধরন
মানুষ সামাজিক জীব হিসেবে সমাজে বিভিন্ন ধরনের মূল্যবোধকে আশ্রয় করে জীবন যাপন করে। সমাজজীবনে মানুষ চার
ধরনের মূল্যবোধের মুখোমুখী হয়। যথাÑ সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ ও পেশাগত মূল্যবোধ।
১. সামাজিক মূল্যবোধ : সামাজিক মূল্যবোধ সমাজের অন্যতম ভিত্তি, যা মানুষের সামাজিক সম্পর্ক এবং আচার-আচরণ
নিয়ন্ত্রণ করে। সাধারণভাবে বলা যায়, সামাজিক মূল্যবোধ হলো সেসব নীতিমালা, বিশ্বাস, দর্শন, ধ্যান-ধারণা ও সংকল্প,
যা মানুষের সামাজিক সম্পর্ক ও আচার-আচরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। সমাজবিজ্ঞানী ফ্রান্সিস ই. ম্যারিল
(ঋৎধহপরংবং ঊ. গবৎরষ) তাঁর "অহধষুংরহম ঝড়পরধষ চৎড়নষবসং” গ্রন্থে বলেন, “সামাজিক মূল্যবোধ হলো মানুষের
দলীয় কল্যাণের জন্য আচরণ সংরক্ষণ করা, যা মানুষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে।” সমাজকর্ম অভিধানের (১৯৯৫)
ব্যাখ্যানুযায়ী, “সামাজিক মূল্যবোধ হলো সেসব প্রথা, আচরণগত মান এবং নীতিমালা যেগুলো ব্যক্তি বা কোনো একটি দল
বা সংস্কৃতিতে বাঞ্ছনীয় বলে মনে করা হয়।” (ঝড়পরধষ াধষঁব রং ঃযব পঁংঃড়সং, ংঃধহফধৎফং ড়ভ পড়হফঁপঃ ধহফ
ঢ়ৎরহপরঢ়ষবং পড়হংরফবৎবফ ফবংরৎধনষব নু ধ পঁষঃঁৎব, ধ মৎড়ঁঢ় ড়ভ ঢ়বড়ঢ়ষব ড়ৎ ধহ রহফরারফঁধষ.) সামাজিক মূল্যবোধ
ব্যক্তি ও সমাজের অভিন্ন আকাঙ্খার অভিব্যক্তি। আমাদের সমাজের মূলবোধের সাথে যেমন সৌদি আরবের মূল্যবোধের
মিল পাওয়া যাবে না, তেমনি করে প্রাচ্যের সাথে পাশ্চাত্যের সমাজের সামাজিক মূল্যবোধের পার্থক্য পরিলক্ষিত হবে।
উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, বাংলাদেশের সমাজে কারো সাথে কুশল বিনিময়ে সালাম, নমস্কার অথবা আদাব দেয়া
হয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজে মড়ড়ফ সড়ৎহরহম, মড়ড়ফ ধভঃবৎহড়ড়হ অথবা মড়ড়ফ বাবহরহম বলা হয়ে
থাকে। অর্থাৎ একটি সমাজের মূল্যবোধগত রীতি আরেকটি সমাজ হতে আলাদা করা যায়। সামাজিক মূল্যবোধ গঠনে
বিভিন্ন উপাদান যেমনÑ ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, স্থানীয় কৃষ্টি, ধর্মীয় বিশ্বাস, যুদ্ধ, সমস্যা, চাহিদা ও সম্পদ প্রভাব
বিস্তার করে।
২. ধর্মীয় মূল্যবোধ : সাধারণভাবে ধর্মীয় অনুশাসন এবং নির্দেশনার ভিত্তিতে গড়ে ওঠা সামগ্রিক বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, রীতিনীতি, আদশর্, দর্শন, আচার-আচরণ, মতামত ইত্যাদির সমষ্টি হলো ধর্মীয় মূল্যবোধ। মূল্যবোধ হিসেবে ক্রিয়াশীল ধর্মীয়
নীতি, নির্দেশনাগুলো সকল ধর্মেই প্রায় অভিন্ন প্রকৃতির। মানবীয় মর্যাদার স্বীকৃতি, সামাজিক দায়িত্ব, শ্রমের মর্যাদা, আর্তের
সেবা, ভ্রাতৃত্ববোধ ইত্যাদি ধর্মীয় মূল্যবোধ হিসেবে স্বীকৃত।
৩. ব্যক্তিগত মূল্যবোধ : ব্যক্তিগত মূল্যবোধ হচ্ছে ব্যক্তির আচার-আচরণ নিয়ন্ত্রণে নিজস্ব কিছু মূল্যবোধ, যা ব্যক্তির
বিশ্বাসবোধ, রুচিবোধ, ধ্যান-ধারণা ও নীতিবোধ থেকে সৃষ্টি হয়। ব্যক্তিগত মূল্যবোধের আলোকে ব্যক্তি তার জীবনযাপনে
অভ্যস্ত হয়ে থাকে। যেমনÑ আলম সাহেব ভিক্ষুককে ভিক্ষা দান করেন কিন্তু কালাম সাহেব ভিক্ষুককে ক্ষুদ্র পুঁজি দিয়ে
সাহায্য করেন। এক্ষেত্রে দুজনেরই মূল্যবোধ দুস্থ-গরীব ও অসহায়কে সাহায্য করা। তবে দু’জন ভিন্নভাবে সাহায্য করেন।
৪. পেশাগত মূল্যবোধ : পেশাগত মূল্যবোধ প্রতিটি পেশার স্বতন্ত্র বৈশিষ্ট্য। পেশার উদ্দেশ্য ও পেশাগত প্রতিষ্ঠানের সঙ্গে
সামঞ্জস্যপূর্ণ যে মূল্যবোধ পেশাগত কার্যক্রমকে স্বক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে তা হচ্ছে পেশাগত মূল্যবোধ। পেশাগত
মূল্যবোধ এক পেশাকে অন্য পেশা থেকে পৃথক সত্ত¡া দান করে। যেমনÑ ‘গোপনীয়তা বজায় রাখা’ সমাজকর্ম পেশার
একটি মূল্যবোধ।
সারসংক্ষেপ
মূল্যবোধ একটি আপেক্ষিক ও বিমূর্ত ধারণা, যা মানুষের আচরণের ভাল-মন্দ বিচারের মানদÐ হিসেবে বিবেচিত। এটি
একটি অলিখিত সামাজিক বিধান। মূল্যবোধকে চার ভাগে ভাগ করা যায়। যথাÑ সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ,
ব্যক্তিগত মূল্যবোধ ও পেশাগত মূল্যবোধ।
পাঠোত্তর মূল্যায়ন-৩.৪
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। মূল্যবোধ শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক) চৎরপব খ) ঠধষঁবং গ) ঠধষঁব ঘ) অনংঃৎধপঃ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]