সমাজকর্ম মূল্যবোধের ধারণা

সমাজকর্ম একটি বৈজ্ঞানিক জ্ঞান ও পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা ( যা সাহায্যার্থীর
সামাজিক ভূমিকা পালন ক্ষমতা সমৃদ্ধি, সংরক্ষণ ও পুনরুদ্ধারে প্রাপ্ত বস্তুগত ও অবস্তুগত সম্পদের সদ্ব্যবহার করে থাকে।
অন্যান্য পেশার ন্যায় সমাজকর্মেরও কতিপয় পেশাগত মূল্যবোধ রয়েছে, যা সমাজকর্ম মূল্যবোধ নামে পরিচিত। সমাজকর্ম
অনুশীলনে পেশাগত মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মীর জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার
ভিত্তিতে স্থান-কাল-পাত্র নিরপেক্ষ কিছু মূল্যবোধ গড়ে উঠেছে, যা পেশাগত আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। সাধারণত যেসব
আদর্শ, বিশ্বাস, ধারণা, মৌলিক নীতিমালা ও স্বীকার্য সত্যের উপর পেশাদার সমাজকর্মের সামগ্রিক সমস্যা সমাধান প্রক্রিয়া
পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় সেগুলোর সমষ্টিই হলো সমাজকর্ম মূল্যবোধ। সমাজকর্ম মূল্যবোধ সম্পর্কে জুডিথ সেভেন ও
অন্যান্যরা তাঁদের æঝড়পরধষ ডড়ৎশ ঝশরষষ : উবসড়হংঃৎধঃবফ ইবমরহরহম উরৎবপঃ চৎধপঃরপব” গ্রন্থে বলেন, “সমাজকর্ম
একটি অনুশীলনধর্মী পেশা, যা কিছু মৌলিক মূল্যবোধ যেমনÑ আত্মনিয়ন্ত্রণ, ক্ষমতায়ন, গোপণীয়তা এবং সকল মানুষের
মূল্য ও মর্যাদার বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত।” সমাজবিজ্ঞানী চালর্স এ. লেভী (ঈযধৎষবং ঝ. খবাু) তাঁর æঞযব ঠধষঁব
ইধংব ড়ভ ঝড়পরধষ ডড়ৎশ” গ্রন্থে বলেন, “জনগণের পছন্দ, ফলাফল, তাদের অধিকতর পছন্দের ধারণা ও জনগণের সাথে
কাজ করার রীতিগত সমষ্টি হলো সমাজকর্ম মূল্যবোধ।”
সমাজকর্ম একটি মানবকল্যাণমুখী পেশাগত কর্মকাÐ। সমাজকর্ম অনুশীলন ও সমাজকর্মীর কাজের পরিধি নিয়ন্ত্রণ,
নির্দেশনা প্রদান ও পেশাগত কর্মকাÐ পরিচালনায় সমাজকর্ম মূল্যবোধ গুরুত্বপূর্ণ। সর্বোপরি বলা যায়, যেসব আদর্শ,
বিশ্বাস, ধারণা, নীতিমালা ও স্বীকার্য সত্যের উপর পেশাদার সমাজকর্মের সামগ্রিক সমস্যা সমাধান প্রক্রিয়া পরিচালিত ও
নিয়ন্ত্রিত হয়, সেগুলোর সমষ্টিই হলো সমাজকর্ম মূল্যবোধ। যেমনÑ ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি, ব্যক্তির আত্ম-নিয়ন্ত্রণ
অধিকার, সকলের সমান সুযোগ দান, সম্পদের সর্বোত্তম ব্যবহার ইত্যাদি।
সারসংক্ষেপ
সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মীর আচার-আচরণ নিয়ন্ত্রণে ও পেশাগত কর্মকাÐ পরিচালনায় যেসব আদর্শ, বিশ্বাস,
ধারণা, নীতিমালা অনুসরণ করা হয় সেগুলোর সমষ্টিই হচ্ছে সমাজকর্ম মূল্যবোধ। যেমনÑ ব্যক্তির মূল্য ও মর্যাদার
স্বীকৃতি, আত্ম-নিয়ন্ত্রণের অধিকার, সম্পদের সর্বোত্তম ব্যবহার ইত্যাদি।
পাঠোত্তর মূল্যায়ন-৩.৫
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। সমাজকর্ম মূল্যবোধ হচ্ছেÑ
ক) সমাজকর্মীর আচার-আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনার ভিত্তি
খ) সাহায্যার্থীর আচার-আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনার ভিত্তি
গ) সমাজকর্মী ও সাহায্যার্থীর আচার-আচরণ নিয়ন্ত্রণের ভিত্তি
ঘ) সমাজকর্মী ও সাহায্যার্থীর আচার-আচরণ পরিচানলনার ভিত্তি
২। নিচের কোনটি সমাজকর্মের মূল্যবোধ?
ক) সমান সেবাদান খ) সম্পদের সর্বোত্তম ব্যবহার
গ) আচার-আচরণ নিয়ন্ত্রণ ঘ) আচার-আচরণ পরিচালনা

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]