বর্তমান বিশ্বে সমাজকর্ম যে একটি পেশা তা নিয়ে বির্তকের কোনো অবকাশ নেই। তবে বাংলাদেশে সমাজকর্ম পেশা কি না
তা নিয়ে বিতর্ক রয়েছে। বাংলাদেশে সমাজকর্মের নিজস্ব জ্ঞান ভান্ডার রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার সমাজকর্মী
তৈরির লক্ষ্যে সমাজকর্ম বিষয়ে ¯œাতক (সম্মান), ¯œাতকোত্তর, এম.ফিল, ও পিএইচ.ডি. শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
তাত্তি¡ক জ্ঞানকে ব্যবহারিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োগ করে বিশেষ নৈপূণ্য ও দক্ষতার অধিকারী হওয়ার জন্য
সমাজকর্ম শিক্ষায় ¯œাতক (সম্মান) ও ¯œাতকোত্তর পর্যায়ে কমপক্ষে ৬০ কর্মদিবস করে আবশ্যিক ব্যবহারিক প্রশিক্ষণের
ব্যবস্থাও রয়েছে। অন্য যে কোনো পেশার চেয়ে সমাজকর্ম অধিক জনকল্যাণমুখী। বাংলাদেশেও সমাজকর্মী দ্বারা যেসব
কর্মসূচি পরিচালিত হয় তা সমাজের মানুষের কল্যাণে নিবেদিত। বাংলাদেশে পেশাদার সমাজকর্মীরা বিভিন্ন সরকারি ও
বেসরকারি প্রতিষ্ঠানে যথাযথ পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট। সমাজকর্ম পেশার মূল্যবোধগুলো বাংলাদেশের সমাজকর্মীরা
পেশাগত দায়িত্ব পালনে অনুসরণ করে থাকেন। এছাড়া তারা ঘঅঝড কর্তৃক ১৯৬০ সালে নির্ধারিত পেশাগত নীতিমালা
বা বিভিন্ন নৈতিক মানদÐ মেনে চলেন। তবে বাংলাদেশে ইঈঝডঊ ব্যতীত তেমন কোনো পেশাগত সংগঠন নেই।
এছাড়া বিভিন্ন কারণে সমাজ বা রাষ্ট্র কর্তৃক সমাজকর্মকে পেশা হিসেবে এখনও পুরোপুরি স্বীকৃতি দেয়া হয়নি। বাংলাদেশে
সমাজকর্ম প্রায় সবগুলো বৈশিষ্ট্যপূরণ করলেও জোরালো পেশাগত সংগঠন ও সামগ্রিক স্বীকৃতি না পাওয়ার ফলে এটিকে
একটি পূর্ণাঙ্গ পেশা বলা যায় না। তবে আশা করা যায়, অদূর ভবিষ্যতে বাংলাদেশে সমাজকর্ম পূর্ণাঙ্গ পেশার স্বীকৃতি লাভ
করবে।
সারসংক্ষেপ
বর্তমানে সমাজকর্ম একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে স্বীকৃত। কেননা পেশার বৈশিষ্ট্য বা মানদÐের আলোকে বিচার করলে
দেখা যায় যে, অন্যান্য পেশার মত সমাজকর্মও সকল বৈশিষ্ট্য অর্জন করেছে। সমাজকর্ম সুশৃংখল জ্ঞানভাÐার, তাত্তি¡ক
ভিত্তি, বিশেষ নৈপূণ্য ও দক্ষতা, পেশাগত দায়িত্ব, পেশাগত কর্তৃত্ব, জনকল্যাণমুখীতা, উপার্জনশীলতাসহ সকল
বৈশিষ্টের অধিকারী হওয়ায় পেশাগত স্বীকৃতি রয়েছে। তাই সমাজকর্ম নিঃসন্দেহে একটি পেশা। বাংলাদেশে শক্তিশালী
পেশাগত সংগঠন ও সামাজিক স্বীকৃতি তথা রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবে পেশার অন্যান্য বৈশিষ্ট্য পূরণ করা সত্তে¡ও পূর্ণাঙ্গ
পেশা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি। তবে আশা করা যায় সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশে সমাজকর্ম একটি
পূর্ণাঙ্গ পেশা হিসেবে স্বীকৃতি লাভ করবে।
পাঠোত্তর মূল্যায়ন-৩.৭
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। বর্তমান বিশ্বে সমাজকর্মের অবস্থান কি?
ক) পেশাগত স্বীকৃতি প্রাপ্ত খ) পেশাগত স্বীকৃতি প্রাপ্ত নয়
গ) পেশাগত স্বীকৃতি লাভের পর্যায়ে ঘ) পেশাগত স্বীকৃতি পাবে না
২। বাংলাদেশে সমাজকর্ম পূর্ণাঙ্গ পেশা না হওয়ার প্রধান প্রতিবন্ধকতা কোনটি?
ক) পেশাগত সংগঠনের অভাব খ) রাষ্ট্রীয় স্বীকৃতির অভাব
গ) পেশাগত নীতিমালার অভাব ঘ) তাত্তি¡ক ভিত্তির অভাব
চূড়ান্ত মূল্যায়ন
ক. বহুনির্বাচনি প্রশ্ন
১। সমাজে মানুষের আচরণের মানদÐ হিসেবে কাজ করে কোনটি?
ক) সামাজিক মূল্যবোধ খ) ধর্মীয় মূল্যবোধ গ) রাজনৈতিক মূল্যবোধ ঘ) সাংস্কৃতিক মূল্যবোধ
২। অৎসধহফড় ঞ. গড়ৎধষবং এবং ইৎধফভড়ৎফ ড. ঝযবধভড়ৎ সমাজকর্মের পেশাগত মূল্যবোধকে কয়টি ধারায় বিভক্ত করেছেন?
ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
৩। আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি (ঘঅঝড) প্রণীত সমাজকর্মের মূল্যবোধের মধ্যে রয়েছেÑ
র. ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি রর. মানব বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শন
ররর. সুবিধাভোগীদের ক্ষমতায়ন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
৪। সমাজবিজ্ঞানী ঊধৎহবংঃ এৎববহড়িড়ফ পেশার স্বতন্ত্র বৈশিষ্ট্য উল্লেখ করেছেনÑ
র. সুশৃংখল জ্ঞান ভাÐার
রর.পেশাগত কর্তৃত্ব
ররর. পেশাগত সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৫। পেশা ও বৃত্তির মধ্যে সম্পর্ক হচ্ছেÑ
র. পেশা হতে হলে বৃত্তি হতে হবে রর. সকল পেশাই বৃত্তি ররর. সকল বৃত্তিই পেশা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
৬। সমাজকর্ম পেশা গুরুত্বপূর্ণÑ
র. সমস্যার কার্যকর সমাধানে
রর. সামাজিক ভূমিকা পালনে সক্ষম করায়
ররর. কাঙ্খিত ইতিবাচক পরিবর্তন আনয়নে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
৭। সমাজকর্ম পেশা ও সমাজকর্মীর আচরণ-আচরণ নিয়ন্ত্রণ করেÑ
র. পেশাগত মূল্যবোধ রর. নীতিমালা ররর. সংগঠন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপটি পড়–ন এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দিন :
৮। উদ্দীপকে ‘?’ চিহ্নিত স্থানে কোনটি বসবে?
ক) আদর্শ খ) নীতিমালা গ) মূল্যবোধ ঘ) প্রথা
৯। উদ্দীপকে ‘?’ চিহ্নিত স্থানে প্রত্যয়টির গুরুত্ব হলোÑ
র. ভালো-মন্দ নির্ধারক
রর. আচার-আচরণ পরিচালনা
ররর. নৈতিক ও অনৈতিক দিক নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দিন :
মাহমুদা আক্তার ঢাকা মেডিকেলের সমাজসেবা বিভাগে সমাজকর্মী হিসেবে দায়িত্বে নিয়োজিত। তিনি হাসপাতালে
দুঃস্থ ও অসহায় রোগীদের সাহায্য প্রদান করেন। কিন্তু তিনি প্রায়ই সাহায্যার্থীর সাথে খারাপ আচরণ করেন এবং
আপত্তিকর শব্দ প্রয়োগ করেন। ফলে কর্তৃপক্ষ তাকে নোটিশ দিয়েছে।
১০। মাহমুদা আক্তারের আচরণে সমাজকর্মের কোন মূল্যবোধটির অনুপস্থিতি লক্ষ্যণীয়?
ক) ব্যক্তির আত্ম-নিয়ন্ত্রণ অধিকার খ) ব্যক্তির সমান সুযোগ দান
গ) ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি ঘ) সামগ্রিক দৃষ্টিভঙ্গি
১১। উদ্দীপকটিতে সমাজকর্মের কোন শাখার প্রতি ইঙ্গিত করা হয়েছে?
ক) সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক খ) স্কুল সোশ্যাল ওয়ার্ক
গ) মেডিকেল সোশ্যাল ওয়ার্ক ঘ) ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দিন :
ঊষা একজন গৃহিণী। তিনি তার চার সন্তান রাঙ্গা, ফুলু, শিলু ও রানাকে পড়ালেখা করিয়েছেন। তার স্বামী বিভু খুব
একটা শিক্ষিত নন। তিনি একজন ব্যবসায়ী। ঊষার দুই সন্তান রাঙ্গা ও ফুলু শিক্ষকতা করেন। শিলু ও রানা ব্যাংকে
কর্মরত আছে। ঊষাকে সাংসারিক কাজে সহযোগিতা করে মণি নামের একটি মেয়ে। বিনিময়ে মণিকে প্রতি মাসে
এক হাজার পাঁচশত টাকা দেয়া হয়।
১২। উদ্দীপকটিতে কাদের কাজকে বৃত্তি বলা হবে?
ক) ঊষা ও মণি খ) ঊষা, মণি ও বিভু গ) মণি ও বিভু ঘ) ঊষা ও বিভু
১৩। উক্ত কাজকে কেন বৃত্তি বলার কারণÑ
র. বিশেষ জ্ঞান ও যোগ্যতায় অভাব
রর. পেশাগত সংগঠনের অবশ্যকতা নেই
ররর. জনকল্যাণমুখী নয়
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র