সমাজকল্যাণের ধারণা

সমাজকল্যাণের সংজ্ঞা
সমাজবদ্ধ জীবনযাপন থেকেই মানবকল্যাণ তথা সমাজকল্যাণের প্রেরণা সৃষ্টি হয়। আর এর সাথে যুক্ত হয়
ধর্মীয় অনুপ্রেরণা। বস্তুত অপরের প্রতি সহমর্মিতা, সহানুভূতি এবং ধর্মের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে দরিদ্র অসহায় অক্ষম
মানুষকে সহযোগিতার মনোভাব থেকেই ধীরে ধীরে সমাজকল্যাণ বৃহত্তর পরিসরে বিস্তৃতি লাভ করে। পরবর্তীতে অষ্টাদশ
ও ঊনবিংশ শতাব্দীতে শিল্পবিপ্লবের ফলশ্রæতিতে সমাজকাঠামো পরিবর্তনের সাথে সাথে সেবা ও সহযোগিতার ক্ষেত্রও
পরিবর্তিত হয়। আর এর ফলে ধীরে ধীরে প্রয়োজন অনুভূত হয় আধুনিক সমাজকল্যাণ ব্যবস্থার। মূলত পরিবর্তনশীল
সমাজব্যবস্থায় পরিবর্তিত নতুন নতুন ও জটিল সমস্যার সমাধানে বিকাশ ঘটে পেশাগত সমাজকর্মের। সমাজকল্যাণ
সমাজকর্মের সনাতন রূপ আর সমাজকর্ম সমাজকল্যাণের পরিশীলিত বৈজ্ঞানিক রূপ। সমাজকল্যাণের ধারণা পেতে হলে
অবশ্যই কতগুলো সংজ্ঞার বিশ্লেষণ প্রয়োজন। সমাজসংস্কার আন্দোলনÑ সতীদাহ প্রথা উচ্ছেদ, বিধবা বিবাহ ও নারী শিক্ষা
বলেন, সমাজকল্যাণ হলো সমাজসেবা ও সামাজিক প্রতিষ্ঠানের এমন এক সংগঠিত (সাহায্য) পদ্ধতি যা ব্যক্তি ও দলকে
সন্তোষজনক স্বাস্থ্য ও জীবনমান লাভ এবং ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক অর্জনে সহায়তা করে, যা তাদের সুপ্ত ক্ষমতার
বিকাশ সাধন করে পরিবার ও সমাজের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে উন্নতি লাভ করতে সক্ষম করে তোলে।
জড়নবৎঃ খ. ইধৎশবৎ সম্পাদিত ”ঞযব ঝড়পরধষ ডড়ৎশ উরপঃরড়হধৎু” তে বলা হয়েছে, সমাজকল্যাণ হলো একটি দেশের
বিভিন্ন কর্মসূচি, সুযোগ-সুবিধা ও সেবার একক ব্যবস্থা যা মানুষের ঐসব সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্যগত চাহিদা
পূরণে সহায়তা করে যেগুলো সমাজ সংরক্ষণের জন্য মৌলিক বলে বিবেচিত।
উপর্যুক্ত সংজ্ঞাগুলোতে সমাজকল্যাণের ব্যাপক দৃষ্টিভঙ্গির পরিচয় ঘটে। শুধু ব্যক্তি, দল, সমষ্টি নয় গোটা সমাজের মানুষের
কল্যাণে সমাজকল্যাণ নিয়োজিত।
সারসংক্ষেপ
সমাজকল্যাণ যেমন একটি সংগঠিত সাহায্য ব্যবস্থা তেমনি এটি একটি সুসংঘবদ্ধ জ্ঞানের শাখা বা পাঠ্য বিষয়।
সমাজকল্যাণ একটি সমন্বিত বিষয়। বিভিন্ন জ্ঞান ও বিষয়ের সমারোহে এটি সমৃদ্ধ। এটি প্রধানত একটি বাস্তবধর্মী,
কর্মমুখী এবং অনুশীলনধর্মী বিষয়।
পাঠোত্তর মূল্যায়ন-৪.১
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। ডবষভধৎব অর্থ কী?
ক) সমাজ খ) সেবা
গ) নিরাপত্তা ঘ) কল্যাণ
২। ড. অ. ঋৎরবফষধহফবৎ এর বইয়ের নাম কী?
ক) ওহঃৎড়ফঁপঃরড়হ ঃড় ঝড়পরধষ ডবষভধৎব খ) ঝড়পরধষ ডড়ৎশ উরপঃরড়হধৎু
গ) ঝড়পরধষ ডড়ৎশ ণবধৎ ইড়ড়শ ঘ) ঝড়পরবঃু ঞড়ফধু

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]