সামাজিক পরিবর্তন কী?
পরিবর্তন হলো এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তর। সেদিক থেকে বলা যায় যে, সামাজিক পরিবর্তন হলো
সমাজের এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তর। তবে সমাজের এই রূপান্তর বা পরিবর্তন সব সময়ই একরকম হয় না।
সমাজ কখনো উন্নতির পথে অগ্রসর হয় আবার কখনো সমাজের গতি ব্যাহত হয়। সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক কাঠামো,
সাংস্কৃতিক ঐতিহ্য, মূল্যবোধ, আচার-আচরণ, অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, অনুশাসন ইত্যাদির সম্মিলিত
বা সামষ্টিক রূপই হলো সমাজব্যবস্থা। সামাজিক পরিবর্তনে সমাজের এই সমস্ত উপাদানগুলো তার পুরাতন অবস্থা হতে
নতুন অবস্থায় উন্নীত হয়। সমাজবিজ্ঞানী স্যামুয়েল কোয়েনিং সামাজিক পরিবর্তন বলতে মানুষের জীবনযাপন রীতিতে
সংঘটিত পরিবর্তনকে বুঝিয়েছেন যা সাধারণত অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন উপাদানের কারণে হয়ে থাকে।
অন্যদিকে রবার্ট এল. বার্কার তাঁর সমাজকর্ম অভিধানে সামাজিক পরিবর্তন বলতে সময়ের ব্যবধানে একটা সমাজের
আইন, আদর্শ, মূল্যবোধ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাতে যে পরিবর্তন আসে তাকেই বুঝিয়েছেন। পরিবর্তনের কারণ একটি নয়
বরং বহুমাত্রিক। অর্থাৎ সামাজিক পরিবর্তনের ক্ষেত্র কখনো স্থায়ী, কখনো বা অস্থায়ী; কখনো প্রগতিশীল কখনো
পশ্চাৎমুখী, কখনো পরিকল্পিত, কখনো অপরিকল্পিত; কখনো একমুখী, কখনো বহুমুখী হতে পারে। তবে এই পরিবর্তন একটি
অবশ্যম্ভাবী ও স্বাভাবিক ঘটনা। এ পরিবর্তন দু’ভাবে ঘটতে পারে। যেমনÑ ক) প্রাকৃতিক পরিবর্তন ও খ) পরিকল্পিত পরিবর্তন
।
ক. প্রাকৃতিক পরিবর্তন : এটিকে অপরিকল্পিত পরিবর্তনও বলা হয়। সময়ের ব্যবধানে বা অন্যান্য কারণে রীতিনীতি,
আচার-অনুষ্ঠান, প্রতিষ্ঠান, আদর্শ, মূল্যবোধ ইত্যাদি ও সামাজিক ব্যবস্থাতে যে পরিবর্তন ঘটে তাকেই প্রাকৃতিক সামাজিক
পরিবর্তন বলে। গ্রামীণ সমাজব্যবস্থায় এই ধরনের পরিবর্তন ঘটে থাকে।
খ. পরিকল্পিত পরিবর্তন : উদ্দেশ্যমূলকভাবে সুচিন্তিত পরিকল্পনার ভিত্তিতে বিভিন্ন কর্মকাÐের ফলে সমাজের যে পরিবর্তন
আসে তাকে পরিকল্পিত পরিবর্তন বলা হয়। শিল্পায়ন ও নগরায়ন তার উদাহরণ। প্রাকৃতিক বা পরিকল্পিত যে ধরনেরই
সামাজিক পরিবর্তন হোক না কেন সমাজজীবনে এগুলোর কম বেশি ভালো ও মন্দ উভয় প্রভাব থাকবেই।
৪.৬.২ সামজিক পরিবর্তনের কারণ
প্রকৃতপক্ষে সুনির্দিষ্ট কোনো একটি কারণকে সামাজিক পরিবর্তনের জন্য এককভাবে দায়ী করা চলে না। বিভিন্ন
সমাজবিজ্ঞানী সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে বিভিন্ন উপাদানের কথা বলেছেন। ব্যক্তির সচেতনতা, কাঠামোগত
পরিবর্তন, বাহ্যিক প্রভাব, বিপ্লব, যুদ্ধ, অভিন্ন উদ্দেশ্য এই সমস্ত উপাদানের প্রভাবে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়।
সামাজিক পরিবর্তনের অন্যান্য সাধারণ কারণগুলো হলো :
ক. প্রাকৃতিক বা ভৌগোলিক কারণ : ভৌগোলিক পরিবেশের পরিবর্তন সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ। কোনো
নির্দিষ্ট এলাকার আবহাওয়া ও জলবায়ু সে এলাকার জনসাধারণের জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে।
খ. রাজনৈতিক কারণ : রাজনৈতিক পরিবর্তনের ফলে সমাজকাঠামোর ও মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। বাংলাদেশ
স্বাধীন হওয়ার পর এদেশের সমাজজীবনের পরিবর্তন লক্ষ্য করা যায়।
গ. অর্থনৈতিক কারণ : অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটলে সামাজিক পরিবর্তন সাধিত হয়। যেমনÑ ধনতান্ত্রিক
অর্থনৈতিক অবস্থা থেকে সমাজতান্ত্রিক অবস্থায় রুপান্তর ঘটলে সমাজকাঠামো, চিন্তাধারা ও সামাজিক মূল্যবোধের
পরিবর্তন ঘটে।
এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক কারণ, জনসংখ্যা কাঠামোতে পরিবর্তন, শিক্ষার প্রসার, যুদ্ধবিগ্রহ, সমাজসংস্কার,
উন্নয়নমূলক কার্যক্রম ইত্যাদি নানা কারণে সামাজিক পরিবর্তন সূচিত হতে পারে।
সুতরাং বলা যায় যে, সামাজিক পরিবর্তন কখনো একটি কারণে আবার কখনো একাধিক কারণের সম্মিলিত প্রতিক্রিয়ায়
সাধিত হতে পারে।
৪.৬.৩ সমাজকর্মের সাথে সামাজিক পরিবর্তনের সম্পর্ক
সমাজকর্ম ও সামাজিক পরিবর্তনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। সমাজ সদা পরিবর্তনশীল। এই পরিবর্তন ইতিবাচক ও
নেতিবাচক দু’ভাবেই সমাজের উপর প্রভাব বিস্তার করে। আর সামাজিক পরিবর্তনের প্রভাব নেতিবাচক হওয়ায় বা
মঙ্গলজনক না হওয়ার ফলে সমাজে নানাবিধ জটিলতা ও সমস্যা তৈরি হয়। এই সমস্যা ও জটিলতা থেকে রক্ষা পাওয়ার
উপায় হিসেবে আধুনিক পেশাগত সমাজকর্মের লক্ষ্য, উদ্দেশ্য, প্রক্রিয়া ও কৌশলের পরিবর্তন সার্ধিত হয়েছে যুগে যুগে।
সমাজকর্মের সুচনাই হয়েছে শিল্পায়ন ও শহরায়নজনিত সৃষ্ট সমস্যা মোকাবিলার জন্যই।
১. সমাজকে উন্নতির পথে অগ্রসর হতে হলে অবশ্যই পরিবর্তন জরুরি। সমাজকর্ম সমাজের ও সমাজস্থ মানুষের কাক্সিক্ষত
জীবনমান নিশ্চিতকরণ ও ক্ষতিকর প্রভাব বিস্তারকারী পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য
সমাজকর্মের জ্ঞান অর্জনের পাশাপাশি একজন সমাজকর্মীকে সামাজিক পরিবর্তনের জ্ঞান অর্জন করতে হবে।
২. পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। আর সমাজকর্মের অন্যতম কাজ হলো মানুষকে
পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্যবিধানে সচেষ্ট করে তোলা যাতে তারা নিজেরাই সক্ষম হতে পারে নতুন পরিস্থিতি
মোকাবিলায়।
৩. সামাজিক পরিবর্তনের ফলে পারিবারিক ভাঙ্গন ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পাশাপাশি সামাজিক কাঠামো, রীতিনীতি ও
সামাজিক সম্পর্কের অবনতি দেখা দেয়; আর তৈরি হয় বিভিন্ন অসামঞ্জস্যতা। সমাজকর্ম ঐ সমস্ত সমস্যা ও জটিলতা
মোকাবিলা করে মানুষকে স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করে।
সারসংক্ষেপ
মূলত সামাজিক পরিবর্তন হলো সমাজের রূপান্তর। এই পরিবর্তনের গতি কোথাও দ্রæত, কোথাও ধীর-মন্থর। সামাজিক
পরিবর্তনের দ্বারা সমাজ কাঠামোর পরিবর্তন, যেমনÑ সমাজের আয়তন, বিভিন্ন অংশের গঠন বা ভারসাম্য অথবা এর
সংগঠনের ধরনের পরিবর্তনকে ইঙ্গিত করে। আবার সামাজিক মূল্যবোধ, আদর্শ ও রীতিনীতি যেগুলো সমাজকাঠামোকে
সুসংহত রাখে এবং এর বিভিন্ন অংশের মধ্যে ভারসাম্য স্থাপনে সহায়তা করে, এগুলোর যেকোনো রূপান্তরও সামাজিক
পরিবর্তন নির্দেশ করে।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। কোনটি সমাজের চিরায়ত বৈশিষ্ট্য?
ক) পরিবর্ধন খ) পরিমার্জন
গ) পরিবর্তন ঘ) রূপান্তর
২। সমাজিক পরিবর্তন মূলতÑ
র. সমাজকাঠামোর পরিবর্তন
রর. সামাজিক সংগঠনের পরিবর্তন
ররর. সামাজিক কার্যাবলীর পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র