নওয়াব ফয়জুন্নেসা কুমিল্লা জেলার সম্ভ্রান্ত নবাব পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে
গেছেন। নারীদের উন্নতি ও অগ্রগতি সাধনের জন্য তিনি নিজ গ্রামে মেয়েদের জন্য এম.এ. স্কুল, কুমিল্লায় ফয়জুন্নেসা
গার্লস হাইস্কুল ও একটি পাঠশালা, পশ্চিম গাঁওয়ে স্বীয় কন্যার নামে বদরুন্নেসা উচ্চ বিদ্যালয় ও বদরুন্নেসা মেমোরিয়াল
হল প্রতিষ্ঠা করেন। উল্লেখিত প্রতিষ্ঠানগুলো নওয়াব ফয়জুন্নেসার অমর কীর্তি যা আজও নারী শিক্ষায় অবদান রাখছে।
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। বেগম
রোকেয়া উপলব্ধি করতে পেরেছিলেন যে, মহিলাদের শিক্ষিত করে তুলতে না পারলে তাদের অধিকার সচেতন করে তোলা
সম্ভব নয়। কাজেই তিনি নারী শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য এক দুঃসাহসী উদ্যোগ গ্রহণ করেন। ১৯১২ সালে স্বল্প পুঁজিতে
মাত্র ৮ জন ছাত্রী নিয়ে স্বামীর নামানুসারে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়াও
১৯২৯ সালে কলকাতায় বেগম রোকেয়া ‘মুসলিম মহিলা ট্রেনিং স্কুল’ প্রতিষ্ঠা করেন। নারীদের মধ্যে নেতৃত্বের বিকাশ এবং
সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি ১৯১৬ সালে আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা
সমিতি নামে একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের মাধ্যমে নারীমুক্তি আন্দোলন শুরু করেন। ১৯৩১ সালে
কলকাতায় পশ্চিম বঙ্গীয় মহিলা শিক্ষা সম্মেলনে বেগম রোকেয়া ‘ঊফঁপধঃরড়হ ষফবধষং ভড়ৎ ঃযব গড়ফবৎহ ওহফরধহ
এরৎষং’ শীর্ষক এক প্রবন্ধ উপস্থাপন করে নারী শিক্ষার গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরেন। বেগম রোকেয়া তাঁর সাহিত্যকর্ম দিয়ে
তৎকালীন মুসলিম সমাজের রক্ষণশীল মনোভাব, ধ্যানধারণা, মূল্যাবোধ ও দৃষ্টিভঙ্গিতে চরম আঘাত হানেন। মতিচুর,
পদ্মরাগ, অবরোধ বাসিনী, সুলতানার স্বপ্ন প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম । নারীকল্যাণের ক্ষেত্রে বেগম রোকেয়ার
অবদান তাই অনস্বীকার্য।
সারসংক্ষেপ
যুগে যুগে মানবহিতৈষী দর্শন ও ধর্মীয় মূল্যবোধ সমাজ সেবায় মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে। কখনো নিজ প্রচেষ্টায়
কখনো যৌথ প্রচেষ্টায় সমাজে প্রচলিত কুসংস্কার, কুপ্রথা, ক্ষতিকর রীতিনীতির মুলোৎপাটনের মাধ্যমে সমাজ জীবনকে
সুচারুরূপে পরিচালনায় উদ্যোগ গ্রহণ করেছেন বিভিন্ন সমাজ সংস্কারক ও মানব হিতৈষীগণ। তাঁদের নিরলস প্রচেষ্টায়
আজ সমাজ পুনর্গঠিত হয়েছে; হয়েছে গতিশীল। তাই গতিশীল সমাজ ব্যবস্থার অন্যতম ধারক ও বাহক হিসেবে
উল্লেখিত মানবহিতৈষীদের অবদান অনস্বীকার্য।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। সতী শব্দের অর্থ কী?
ক) সঙ্গী সাথী খ) আগুনে পোড়ানো গ) সতী-সাধ্বী স্ত্রী ঘ) সহমরণ
২। লর্ড বেন্টিঙ্ক কত সালে সতীদাহ প্রথা রহিত করেন?
ক) ১৮১১ খ) ১৮২৯ গ) ১৮১৮ ঘ) ১৮১৯
৩। বাংলায় নারী জাগরণের অগ্রদূত কে?
ক) সামছুন্নাহার খ) নওয়াব ফয়জুন্নেসা গ) বেগম রোকেয়া ঘ) নওয়াব বদরুন্নেসা
৪। ভারতীয় উপমহাদেশে অন্যতম প্রথা সতীদাহ প্রথায় প্রকাশ পায়Ñ
র. বর্বরতা
রর. অমানবিকতা
ররর. ধর্মীয় গোঁড়ামী
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
চূড়ান্ত মূল্যায়ন
ক. বহুনির্বাচনি প্রশ্ন
১। আধুনিক সমাজকর্ম কোন বিষয়ের উপর নির্ভরশীল?
ক) বৈজ্ঞানিক পদ্ধতি খ) অবৈজ্ঞানিক পদ্ধতি গ) প্রথা ঘ) কুসংস্কার
২। কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয়েছিল?
ক) ১৭২৯ সালে খ) ১৮২৯ সালে গ) ১৬২৯ সালে ঘ) ১৯২৯ সালে
৩। সামাজিক নিরাপত্তার উদাহরণ হলোÑ
ক) বার্ধক্যের নির্ভরশীলতায় পরিচালিত কার্যক্রম খ) শিল্পদুর্ঘটনা ও বিকলঙ্গতায় গৃহীত কর্মসূচি
গ) বেকারত্বজনিত অক্ষমতায় প্রচলিত কর্মসূচি ঘ) অসুস্থতাজনিত সেবা কার্যক্রম
৪। সমাজসেবা ও সমাজকল্যাণ এর মধ্য সাদৃশ্য হলো উভয়েইÑ
র. মানবকল্যাণে নিয়োজিত
রর. সরকারি-বেসরকারি পর্যায়ে সংগঠিত সেবা কার্যক্রম
ররর. শুধুমাত্র প্রশিক্ষণ ও প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন কর্মসূচি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৫। কী কারণে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়?
র. প্রাকৃতিক কারণ
রর. ধর্মীয় আদর্শগত কারণ
ররর. জনসংখ্যার পরিবর্তনজনিত কারণ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৬। সামাজিক নিয়ন্ত্রণের বাহন হলোÑ
র. পরিবার রর. রাষ্ট্র ররর. গণমাধ্যম
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৭। সমাজের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক) একতা খ) সততা গ) শৃঙ্খলা ঘ) পরিবর্তনশীলতা
খ. সৃজনশীল প্রশ্ন
১। এশাদের গ্রামের নারীরা শিক্ষা গ্রহণ করছে না। নানা বাধাবিঘেœর কারণে নারীশিক্ষার হার কম। এশা বাড়ি বাড়ি গিয়ে
মেয়েদের শিক্ষার জন্য উজ্জীবিত করে। গ্রামের বিত্তশালীদের সহায়তায় গ্রামে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করে।
ক) সামাজিক পরিবর্তন কয় ধরনের? ১
খ) সমাজসংস্কার বলতে কী বুঝেন? ২
গ) উদ্দীপকে এশা কোন মহীয়সী নারীর আদর্শে উজ্জীবিত?Ñ ব্যাখ্যা করুন। ৩
ঘ) “সমাজকর্মে এই ধরনের উদ্যোগ অনেক গুরুত্বপূর্ণ ”Ñ কথাটি বিশ্লেষণ করুন। ৪
২। জনাব আইয়ুব হোসেন একজন ধর্মভীরু ধনী ব্যক্তি। তিনি ধর্মীয় অনুপ্রেরণায় পরকালীন মুক্তির আশায় মানুষের সেবা
করে থাকেন। অন্যদিকে জালাল সাহেব সমাজকর্মের জ্ঞান ও দক্ষতাসম্পন্ন পেশাদার সমাজকর্মী। তিনি তার
সেবাকর্মের বিনিময়ে নির্দিষ্ট পারিশ্রমিক পেয়ে থাকেন।
ক) ধর্ম গোলা কী? ১
খ) শিল্পবিপ্লব বলতে কী বোঝায়? ২
গ) জনাব আইয়ুব হোসেনের সেবাকর্ম ও জালাল সাহেবের সেবাকর্মে সমাজকর্মের কোন কোন ধারণার প্রতিফলন
দেখা যায়?Ñ ব্যাখ্যা করুন। ৩
ঘ) জনাব আইয়ুব হোসেন ও জালাল সাহেবের সমাজকল্যাণমূলক কাজ সমাজকর্মের যে দুটি ধারণাকে প্রতিফলিত
করে তাদের মধ্যে পার্থক্য আলোচনা করুন। ৪
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র