সমাজকল্যাণের ধারণা প্রাচীন। মানবসভ্যতার সূচনালগ্ন থেকেই এর উৎপত্তি। ধর্মীয় অনুভূতি ও মানবতাবোধ থেকেই
সমাজকল্যাণের যাত্রা শুরু হয়। মূলত ধর্মীয় অনুশাসন ও মানুষকে সাহায্য করার অনুপ্রেরণা থেকেই সনাতন
সমাজকল্যাণের ধারণা গড়ে ওঠে। আর মানবকল্যাণে এ ধরনের কাজের ধারা থেকেই ঐহিত্যগত সমাজকল্যাণের উৎপত্তি।
সমাজকল্যাণ বলতে প্রাক-শিল্পযুগের সমাজকল্যাণকে বোঝায়। সে যুগের বিচ্ছিন্ন ও অসংগঠিত সমাজসেবাই ঐতিহ্যগত
সমাজকল্যাণ নামে পরিচিত। দুঃস্থ ও আর্তমানবতায় ঐহিত্যগত সমাজকল্যাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে দানশীলতা, সদকা, যাকাত, ধর্মগোলা, সরাইখানা, দেবোত্তর প্রথা,
বায়তুলমাল, ওয়াক্ফ ও এতিমখানা উল্লেখযোগ্য।
ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠান হিসেবে দানশীলতা (
দানশীলতা কী?
ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে দানশীলতা অন্যতম। মানুষ যখন থেকে সমাজবদ্ধ হয়েছে তখন
থেকেই মানুষের কল্যাণে এগিয়ে এসেছে। সাহায্যের হাত বাড়িয়েছে যার যাত্রা শুরু দানশীলতার মাধ্যমে।
দানশীলতার ইংরেজি প্রতিশব্দ ' থেকে এসেছে। যার অর্থ মানবপ্রেম। সাধারণভাবে
দানশীলতা বলতে নিঃস্বার্থভাবে অপরের কল্যাণে দান করার প্রথাকে বোঝায়। অর্থাৎ সমাজের দুঃস্থ, অসহায় ও
অভাবগ্রস্তদের প্রতি দয়াপরাবশ হয়ে নিঃস্বার্থভাবে সাহায্য প্রদানকে দানশীলতা বলা হয়। বিশিষ্ট সমাজবিজ্ঞানী এম. জে.
গজধর এর মতে, দুস্থ, অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের কল্যাণার্থে নিঃশর্তভাবে সাহায্য করার মাধ্যমে প্রকাশিত মানবপ্রেমই
হচ্ছে দানশীলতা।
সমাজকর্ম অভিধানের সংজ্ঞানুযায়ী, অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর জন্য দ্রব্যসামগ্রী ও নিঃস্বার্থ সেবা প্রদানই হলো দানশীলতা।
সুতরাং বলা যায় দানশীলতা হলো আর্তপীড়িত ও দুস্থদের সাহায্যদানের এক প্রক্রিয়া, যার ভিত্তি হলো ধর্মীয় অনুভূতি ও
অনুশাসন।
৫.১.২ দানশীলতার গুরুত্ব
মানবজীবনে দানশীলতার গুরুত্ব অপরিসীম। কেননা দানশীলতার হাত ধরেই সমাজকল্যাণের যাত্রা শুরু। পাশাপাশি
আধুনিক সমাজকর্মকে পেশাগত রূপদানের ভিত্তি হলো উক্ত প্রতিষ্ঠান অর্থাৎ সমাজকর্ম শিক্ষার বিস্তারে ও বিকাশে
দানশীলতা অবদান রেখেছে। এছাড়াওÑ
১. পরলৌকিক মুক্তি এবং অসহায় শ্রেণির দুর্দশা লাঘবে দানশীলতা পরিচালিত হয়।
২. ইসলামে দানশীলতাকে ইহকালীন মঙ্গল ও পারলৌকিক মুক্তির উপায়রূপে বর্ণনা করা হয়েছে।
৩. স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সৃষ্টির ভিত্তি হিসেবে দানশীলতার অবদান অনস্বীকার্য।
৪. সমস্যার তাৎক্ষণিক সমাধানে দানশীলতার অবদান রয়েছে।
৫. দানশীলতার অনুপ্রেরণায় ইংল্যান্ডে ও আমেরিকায় ‘দান সংগঠন আন্দোলন’ গড়ে ওঠে এবং দান সংগঠন আন্দোলন
থেকেই ‘দান সংগঠন সমিতি’ গড়ে ওঠে, যা আধুনিক ও পেশাদার সমাজকর্ম সৃষ্টির ধারক ও বাহক।
৫.১.৩ দানশীলতার সীমাবদ্ধতা
মানবকল্যাণে দানশীলতা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও আধুনিক সমাজকর্মের দৃষ্টিকোন থেকে এর অনেক সীমাবদ্ধতা বা ত্রæটি
রয়েছে। যেমন :
১. দানশীলতা অপরিকল্পিত ও বিচ্ছিন্ন সমাজসেবা।
২. দানশীলতা দাতার ইচ্ছার উপর নির্ভরশীল, ব্যক্তির চাহিদা ও সমস্যা এখানে গুরুত্বপূর্ণ নয়।
৩. সমস্যার স্থায়ী ও যৌক্তিক সমাধানে অপারগ।
৪. সাহায্যগ্রহীতাকে পরনির্ভর করে গড়ে তোলে।
৫. দানশীলতা করুণা ও আবেগ মিশ্রিত; ফলে ব্যক্তির মূল্য ও মর্যাদা বিঘিœত হয়।
৬. এটি মানুষকে শ্রমবিমুখ করে তোলে।
দানশীলতার উপর্যুক্ত সীমাবদ্ধতা থাকা সত্তে¡ও সারা পৃথিবীতে আর্তমানবতার সেবায় এর অবদান অর্থবহ ও গুরুত্বপূর্ণ।
এটি সমাজসেবার অনন্য উদাহরণ।
সারসংক্ষেপ
দানশীলতার অনুভূতিই উনিশ শতকের শেষার্ধে ইংল্যান্ড ও আমেরিকায় বিভিন্ন আন্দোলনের অনুপ্রেরণা জোগায় যা
পরবর্তীতে পেশাদার সমাজকল্যাণের জন্ম দেয়। বর্তমান বিশ্বের অনুন্নত ও দরিদ্র দেশসমূহে সামাজিক নিরাপত্তা কর্মসূচি
অত্যন্ত সীমিত বিধায় দুঃস্থ, অসহায় ও দরিদ্র শ্রেণির নিরাপত্তাবিধানে দানশীলতার গুরুত্ব অনস্বীকার্য।
পাঠোত্তর মূল্যায়ন-৫.১
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। কোনটি সনাতন বা ঐতিহ্যগত সমাজকল্যাণের সবচেয়ে পুরোনো অথচ শক্তিশালী রূপ?
ক) বায়তুলমাল খ) সরাইখানা
গ) ধর্মগোলা ঘ) দানশীলতা
২। দানশীলতার মূলভিত্তি হলোÑ
র. সমাজসেবা রর. মানবপ্রেম ররর. ধর্মীয় দর্শন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৩। সমাজের বঞ্চিত, পশ্চাৎপদ, দুঃস্থ ও অসহায় শ্রেণির কল্যাণে সাহায্য করা কথাটির মূল লক্ষ্য?
ক) দানশীলতার খ) বায়ুতলমালের
গ) যাকাতের ঘ) ধর্মগোলার
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র