যাকাত কী,
যাকাত আদায়ের খাতগুলো চিহ্নিত কর, যাকাত ব্যয়ের খাতগুলো চিহ্নিত , সমাজকল্যাণে যাকাতের গুরুত্ব

যাকাত কী?
যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সর্বশেষ স্তম্ভ যার অর্থ হলো প্রশংসা করা, প্রাচুর্য লাভ করা ও সংশোধন
করা। এছাড়াও যাকাতের অন্যতম দুটি অর্থ হলো পবিত্র করা ও বৃদ্ধি করা। ঐতিহ্যগত বা সনাতন সমাজকল্যাণ প্রতিষ্ঠান
গুলোর মধ্যে যাকাত অন্যতম। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার মূলভিত্তি এবং মৌলিক ইবাদত হলো যাকাত, যা ইসলাম
ধর্মের প্রধান কল্যাণমূলক পদক্ষেপ ও প্রতিষ্ঠান।
যাকাত আদায় করলে অর্থ-সম্পদ ব্যক্তি বিশেষের হাতে কুক্ষিগত না থেকে সমাজে দরিদ্রদের হাতে স¤প্রসারিত হয় এবং
এর সাহায্যে অনেক অসহায় ও দরিদ্র শ্রেণির অর্থনৈতিক উন্নতি সাধিত হয়।
আবার পবিত্রতা অর্থে যাকাত মানুষের মধ্য হতে কৃপণতা, কপটতা, অপবিত্রতা ও লোভ লালসা থেকে মুক্ত করে পবিত্র রাখে।
সমাজকর্ম অভিধানের সংজ্ঞানুযায়ী, আল্লামা
বদরুদ্দীন আইনী (রা.) এর মতে, ব্যক্তি মালিকানাধীন সম্পদের নিসাব পূর্তির পর যে কোনো মুসলিম দরিদ্রকে শরীয়তের
নির্ধারণ অনুযায়ী সেখান থেকে ধনসম্পদ দেওয়াই যাকাত। তবে দরিদ্র মুসলিমটি হাক্কানী বংশোদ্ভূত হবে না।
ইসলামী শরিয়তের বিধানানুযায়ী কোনো মুসলমানের সম্পদ যাবতীয় ব্যয় নির্বাহের পর বার্ষিক নির্দিষ্ট সীমার উর্ধ্বে উদ্বৃত্ত
থাকলে, নির্দিষ্ট হারে নির্দিষ্ট শ্রেণির মধ্যে বাধ্যতামূলকভাবে বিতরণ করাই যাকাত।
যাকাত ফরজ হওয়ার কতগুলো শর্ত রয়েছে, তা হলো :
১. মুসলিম হওয়া
২. প্রাপ্তবয়স্ক হওয়া
৩. জ্ঞানসম্পন্ন হওয়া
৪. স্বাধীন হওয়া
৫. নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া
৬. ঋণমুক্ত হওয়া
৭. এক বছর পূর্ণ মালিকানায় সম্পদ থাকা
৫.৩.২ যাকাত আদায়ের খাতসমূহ
ইসলাম ধর্মানুযায়ী আল্লাহ কর্তৃক নির্ধারিত কতগুলো খাতে যাকাত আদায় করা হয়; সেগুলো নিম্নরূপ :
১. স্বর্ণ : কোনো ব্যক্তির নিকট সাড়ে সাত তোলা স্বর্ণ থাকলে তার উপর শতকরা আড়াই ভাগ স্বর্ণ বা সমপরিমাণ মূল্য
যাকাত দান করতে হবে।
২. রৌপ্য : সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য থাকলে শতকরা আড়াই ভাগ বা সমপরিমাণ মূল্য যাকাত হিসেবে দান করতে হবে।
৩. স্বর্ণ ও রৌপ্য : স্বর্ণ ও রৌপ্য মিলিতভাবে সাড়ে বায়ান্ন তোলা রৌপ্যের মূল্যের সমপরিমাণ হলে শতকরা আড়াই ভাগ
হারে যাকাত দিতে হবে।
৪. নগদ অর্থ : বৎসর শেষে যাবতীয় খরচ বাদে যে পরিমাণ নগদ অর্থ ব্যাংক, বীমা, প্রভিডেণ্ট ফান্ড, বৈদেশিক মুদ্রা বা
জমা অর্থ থাকে তার উপর শতকরা আড়াই টাকা হারে যাকাত দান করা বাধ্যতামূলক।
৫. উৎপন্ন ফসল : সেচবিহীন উৎপন্ন ফসলের ১/১০ ভাগ এবং যান্ত্রিক সেচের ফলে উৎপন্ন ফসলের ১/২০ ভাগ যাকাত
দান ফরজ।
৬. গৃহপালিত পশু : লাভজনক উদ্দেশ্যে পশুপালন করলে পশুর সংখ্যার উপর নির্দিষ্ট হারে যাকাত দান করতে হবে।
ক. প্রতি ৩০টি গরু বা মহিষের জন্য এক বছরের অধিক বয়সের ১টি বাছুর যাকাত দান ফরজ।
খ. প্রতি ৪০টি ছাগল, ভেড়া বা দুম্বার জন্য ১ বছরের অধিক বয়সের ১টি বাছুর যাকাত দান করা ফরজ।
৭. ব্যবসায়িক পণ্য : ব্যবসায়িক পণ্য বা মুলধনের পরিমাণ সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য বা সাড়ে সাত তোলা স্বর্ণের মূল্যের
সমান হলে শতকরা আড়াই টাকা হারে যাকাত দান বাধ্যতামূলক।
৮. খনিজ দ্রব্য : যে কোনো ভূমিতে খনিজ দ্রব্য, গুপ্তধন বা অনুরুপ সম্পদ পাওয়া গেলে তা ব্যবহারের পূর্বে ১/৫ ভাগ
হিসেবে যাকাত দান ফরজ।
৫.৩.৩ যাকাত ব্যয়ের খাতসমূহ
ইসলাম ধর্মে জনকল্যাণের ক্ষেত্রে যাকাত একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ব্যবস্থা হিসেবে পরিগণিত হয়। এটি ধনী মুসলমানদের
জন্য বাধ্যতামূলক কর বিশেষ। যাকাতের অর্থ যেকোনো খাতে ব্যয় করা যাবে না। আল্লাহ যাকাত বণ্টনের খাতগুলো
নির্দিষ্ট করে দিয়েছেন। আর তা হলো :
১. ফকির বা নিঃস্ব ব্যক্তি;
২. মিসকিন বা দরিদ্র শ্রেণি;
৩. যাকাত আদায়কারী ব্যক্তি;
৪. মুক্তিকামী ক্রীতদাস;
৫. অর্থসংকটে নিপতিত পথিক;
৬. আল্লাহর সাধনায় সদা নিবেদিত ব্যক্তি;
৭. ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তি; এবং
৮. ইসলাম গ্রহণ তথা ধর্মান্তরিত হওয়ার ফলে বিপন্ন ব্যক্তি।
৫.৩.৪ সমাজকল্যাণে যাকাতের গুরুত্ব
যাকাতের আর্থ-সামাজিক, নৈতিক ও ধর্মীয় গুরুত্ব অনন্য ও অপরিসীম। ইসলামের অন্যতম ও গুরুত্বপূর্ণ সমাজকল্যাণ
প্রতিষ্ঠান হিসেবে জনকল্যাণে যাকাত এক অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে
সমাজকল্যাণে যাকাতের গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো :
১. সম্পদের সুষম বণ্টন : ইসলাম ধনী কর্তৃক নিরঙ্কুশ সম্পদ সঞ্চয়কে সমর্থন করে না। বরং সম্পদের মালিককে তার
মোট সম্পদের ২.৫ শতাংশ অসহায় ও দরিদ্রদের অবস্থার উন্নয়নে দান করার নির্দেশ দিয়েছে, যা সম্পদের সুষম বণ্টন
নিশ্চিত করে।
২. ভ্রাতৃত্ব ও বন্ধন সৃষ্টি : যাকাত প্রদানের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সহানুভূতি, সমবেদনা ও সহনশীলতা
সৃষ্টি হয়। এর ফলে সমাজের বঞ্চিত শ্রেণির সাথে সম্পর্কের বন্ধন তৈরি হয়।
৩. নিরাপত্তা ও কল্যাণ : যাকাত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। যাকাতের মাধ্যমে দুঃস্থ অসহায় শ্রেণির মৌল মানবিক
চাহিদা পূরণের নিশ্চয়তা দেয়া হয়।
৪. ন্যায়বিচার প্রতিষ্ঠা : যাকাত ধনীদের আরো ধনী ও গরীবদের/দরিদ্রদের আরো দরিদ্র হওয়া থেকে বিরত রাখে।
সমাজের অস্বচ্ছলদের প্রতি দায়িত্ব পালনে স্বচ্ছলদের উদ্বুদ্ধ করে। ফলে মানুষের মধ্যে সদ্ভাব ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।
৫. নৈতিক ও মানবিক মূল্যবোধ : যাকাতের মাধ্যমে মানবমনের সুন্দর প্রবৃত্তিগুলো জাগ্রত হয় ফলে নৈতিক ও মানবিক
মূল্যাবোধগুলো ভ্রাতৃত্বের অভাব মোচনে সক্রিয় থাকে।
সারসংক্ষেপ
যাকাত ইসলামে অবশ্য পালনীয় একটি ব্যবস্থা যার মাধ্যমে দরিদ্রের প্রতি ধনীদের দায়িত্ব-কর্তব্য প্রতিফলিত হয়।
ইসলামের বিধান অনুযায়ী সম্পদশালী ব্যক্তিবর্গ যথাযথভাবে যাকাত প্রদান করলে দরিদ্রের দুঃখ কষ্ট অনেকটা হ্রাস পায়।
এটি সামাজিক সাহায্যনির্ভর সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্যতম দৃষ্টান্ত। ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ হলো যাকাত।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। কোনটি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি?
ক) খয়রাত খ) সদ্কা গ) যাকাত ঘ) ওয়াক্ফ
২। কোনটি বিশ্বের সর্বপ্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা?
ক) যাকাত খ) চ্যারিটি গ) ওয়াক্ফ ঘ) দেবোত্তর
৩। যাকাতের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে ঐতিহ্যগত সমাজকল্যাণেরÑ
র. সুসংগঠিত বৈশিষ্ট্য
রর. বিশৃঙ্খলার বৈশিষ্ট্য
ররর. প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]