সমাজকর্মের পরিধি সম্পর্কে বর্ণনা কর

সমাজকর্মের পরিধি
সমাজকর্মের পরিধি বলতে সাধারণত সমাজকর্মের অনুশীলন বা প্রয়োগক্ষেত্রকে (ভরবষফং ড়ভ ংড়পরধষ ড়িৎশ
ঢ়ৎধপঃরপব) বোঝায়। সমাজকর্মের ব্যবহারিক বা প্রায়োগিক দিক নিয়েই এর পরিধি নির্ধারিত হয়। পেশা হিসেবে
সমাজকর্ম মানুষকে তার পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে কার্যকরভাবে আন্তঃক্রিয়ায় সাহায্য করে, তাই এর পরিধি
ব্যাপক ও বিস্তৃত। এ প্রসঙ্গে জ. অ. ঝশরফসড়ৎব এবং গ. এ. ঞযধপশবৎধু বলেন, “বৃহৎ দৃষ্টিকোণ হতে সমাজের
অধিক সংখ্যক মানুষের দৈহিক, মানসিক, আবেগীয়, আধ্যাত্মিক ও আর্থিক প্রয়োজনপূরণ এবং কল্যাণ সাধনই
সমাজকর্মের অন্তর্ভুক্ত।” (ঝড়পরধষ ড়িৎশ, রহ ধ নৎড়ধফ ংবহংব, বহপড়সঢ়ধংংবং ঃযব বিষষ নবরহম ধহফ রহঃবৎবংঃং
ড়ভ ষধৎমব হঁসনবৎ বসড়ঃরড়হধষ, ংঢ়রৎরঃঁধষ ধহফ বপড়হড়সরপ হববফং.) অন্যদিকে মনীষী ঊষরুধনবঃয
ডরপশবহফবহ বলেন, “সমাজকর্মের অন্তর্ভুক্ত হলো সেসব আইন, কর্মসূচি, সুযোগ-সুবিধা ও সেবামূলক কার্যক্রম,
যেগুলো জনগণের কল্যাণের জন্য স্বীকৃত মৌলিক প্রয়োজনাদি পূরণের নিশ্চয়তা বিধান বা জোরদার ও উত্তম
সামাজিক শৃংঙ্খলা রক্ষায় নিয়োজিত।” (ঝড়পরধষ ডড়ৎশ রহপষঁফবং ঃযড়ংব ষধংি, ঢ়ৎড়মৎধসং, নবহবভরঃং ধহফ
ংবৎারপবং যিরপয ধংংঁৎব ড়ৎ ংঃৎবহমঃযবহ ঢ়ৎড়ারংরড়হং ভড়ৎ সববঃরহম ংড়পরধষ হববফং ৎবপড়মহরুবফ ধং নধংরপ
ঃড় ঃযব বিষষনবরহম ড়ভ ঃযব ঢ়ড়ঢ়ঁষধঃরড়হ ধহফ ঃযব নবঃঃবৎ ভঁহপঃরড়হ ড়ভ ঃযব ংড়পরধষ ড়ৎফবৎ.) সমাজকর্ম পেশার
বিকাশে ঝঃধঃব ইড়ধৎফং ড়ভ ঈযধৎরঃরবং, ঈযধৎরঃু ঙৎমধহরুধঃরড়হ ঝড়পরবঃু (ঈঙঝ) এবং ঝবঃঃষবসবহঃ ঐড়ঁংব
গড়াবসবহঃ কার্যক্রমগুলো কতগুলো ধারা (ফরসবহংরড়হং) যেমনÑ যতœনির্ভর (পধৎরহম), প্রতিকারধর্মী (পঁৎরহম),
পরিবর্তনমূলক (পযধহমরহম), সেবামূলক (ংবৎারপরহম) ও ক্ষমতায়নমূলক (বসঢ়ড়বিৎরহম) সংযুক্ত করেছে, যা
সমাজকর্মের ক্ষেত্রকে বিস্তৃত ও ব্যাপক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সমাজকর্মের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে মানুষ ও তার পরিবেশ (বহারৎড়হসবহঃ) এবং এমনকি প্রতিবেশ (বপড়ষড়মু), যা
মানুষের ওপর প্রভাব বিস্তার করে থাকে। সমাজ ও সামাজিক সমস্যা নিয়ে সমাজকর্ম আলোচনা করে থাকে।
সামাজিক সমস্যার স্বরূপ, প্রকৃতি, কারণ ও প্রভাব বিশ্লেষণে প্রয়োজন সামাজিক গবেষণা। তাই সমাজকর্মের বিস্তৃত
পরিধির আওতায় সামাজিক গবেষণা অন্তর্ভুক্ত।
সামাজিক উন্নয়ন নিশ্চিতকরণ সমাজকর্মের অন্যতম লক্ষ্য। সামাজিক নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন এবং তা
যথাযথভাবে বাস্তবায়ন ব্যতীত সামাজিক সমস্যা মোকাবিলা করে সামাজিক উন্নয়ন আনয়ন সম্ভব নয়। এজন্য
সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন ও তার সঠিক বাস্তবায়ন সমাজকর্মের পরিধিভুক্ত। এছাড়া সামাজিক নিরাপত্তা
ব্যবস্থা নিশ্চিতকরণ, সমাজ সংস্কার, সমষ্টি উন্নয়ন, সংশোধনমূলক কার্যক্রম ও মানব সম্পদ উন্নয়ন সমাজকর্মের
আওতাভুক্ত।
সমাজকর্মের পরিধি প্রসঙ্গে বলতে গিয়ে ইৎবহফধ উঁইড়রং এবং কধৎষধ কৎড়মংৎঁফ গরষবু (১৯৯২) তাঁদের
"ঝড়পরধষ ডড়ৎশ : অহ ঊসঢ়ড়বিৎরহম চৎড়ভবংংরড়হ” গ্রন্থে উল্লেখ করেন, পরিবার ও শিশুদের সেবা (ভধসরষু ধহফ পযরষফৎবহ’ং ংবৎারপবং), স্বাস্থ্য ও পুনর্বাসন (যবধষঃয ধহফ ৎবযধনরষরঃধঃরড়হ), মানসিক স্বাস্থ্য (সবহঃধষ যবধষঃয), তথ্য ও প্রেরণ (রহভড়ৎসধঃরড়হ ধহফ ৎধভবৎৎধষ), জীবিকাভিত্তিক সমাজকর্ম (ড়পপঁঢ়ঃরড়হ ংড়পরধষ ড়িৎশ), কিশোর ও অপরাধী সংশোধন (লাঁবহরষব ধহফ ধফঁষঃ পড়ৎৎবপঃরড়হং), বয়স্ক বা প্রবীণ সেবা (মবৎড়ঃড়মরপধষ ংবৎারপবং), স্কুল সমাজকর্ম (ংপযড়ড়ষ ংড়পরধষ ড়িৎশ), বাসস্থান (যড়ঁংরহম), আয় নির্বাহ (রহপড়সব সধরহঃহধহপব) এবং সমষ্টি উন্নয়ন (পড়সসঁহরঃু ফবাবষড়ঢ়সবহঃ) হচ্ছে সমাজকর্মের প্রধান অনুশীলনক্ষেত্র। আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি (ঘঅঝড) প্রকাশিত ঊহপুপষড়ঢ়বফরধ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশ-এ সমাজকর্মের নি¤েœাক্ত ক্ষেত্রসমূহ উল্লেখ করা হয়েছে : ১. মাদকাসক্তি নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও চিকিৎসা সেবা ২. বয়ষ্ক সেবা ৩. শিশু ও পরিবার কল্যাণ সেবা ( ৪. সমষ্টির কল্যাণ ও মানবসেবা পরিকল্পনা (ঈড়সসঁহরঃু বিষভধৎব ধহফ ঢ়ষধহহরহম যঁসধহ ভড়ৎ ংবৎারপবং); ৫. অপরাধ ও কিশোর অপরাধী সংশোধন সেবা (ঈড়ৎৎবপঃরড়হধষ ংবৎারপবং ভড়ৎ পৎরসব ধহফ ফবষরহয়ঁবহপু); ৬. প্রতিবন্ধী ও দৈহিক প্রতিবন্ধী সেবা (ঝবৎারপবং ভড়ৎ ফরংধনরষরঃু ধহফ ঢ়যুংরপধষ যধহফরপধঢ়); ৭. সমাজকর্ম পেশার উন্নয়নে শিক্ষা সেবা (ঊফঁপধঃরড়হধষ ংবৎারপবং ভড়ৎ ঢ়ৎড়ভবংংরড়হধষ ফবাবষড়ঢ়সবহঃ ড়ভ ংড়পরধষ ড়িৎশ); ৮. পরিবেশ এবং সামাজিক পরিকল্পনা (ঊহারৎড়হসবহঃ ধহফ ংড়পরধষ ঢ়ষধহহরহম); ৯. পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা পরিকল্পনা (ঋধসরষু ঢ়ষধহহরহম ধহফ ঢ়ড়ঢ়ঁষধঃরড়হ ঢ়ষধহহরহম); ১০. পরিবারিক সেবাÑ পারিবারিক শিক্ষা, পরামর্শ (ঋধসরষু ংবৎারপবং- ভধসরষু ষরভব বফঁপধঃরড়হ, পড়ঁহংবষরহম); ১১. স্বাস্থ্য সেবাÑ কমিউনিটি মানসিক স্বাস্থ্য, প্রজনন পরামর্শ, স্বাস্থ্য ও হাসপাতাল পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্য), জনস্বাস্থ্য কর্মসূচি (ঐবধষঃয ংবৎারপবং- পড়সসঁহরঃু সবহঃধষ যবধষঃয, মবহবঃরপ পড়ঁহংবষরহম, যবধষঃয ধহফ যড়ংঢ়রঃধষ ঢ়ষধহহরহম সধঃবৎহধষ ধহফ পযরষফ যবধষঃয, ঢ়ঁনষরপ যবধষঃয ঢ়ৎড়মৎধস); ১২. গৃহায়ন ও গৃহকেন্দ্রিক সেবা (ঐড়ঁংরহম ধহফ যড়সব সধশবৎ ংবৎারপবং); ১৩. মানসিক স্বাস্থ্য এবং বুদ্ধি প্রতিবন্ধী সেবা (ঝবৎারপবং ভড়ৎ সবহঃধষ যবধষঃয ধহফ ৎবঃধৎফধঃরড়হ); ১৪. অভিবাসী পুনর্বাসন সেবা ; ১৫. প্রতিবেশি সেবা ; ১৬. শিশু ও প্রবীণ সংরক্ষণ সেবা ১৭. সরকারি সমাজকল্যাণ সেবা ১৮. সামাজিক সাহায্য এবং সামাজিক নিরাপত্তা সেবা ১৯. চিত্তবিনোদন এবং পরিবেশ উন্নয়ন পরিকল্পনা ( ২০. সমাজকর্ম গবেষণা ( ২১. বিদ্যালয় সমাজকর্ম ( ২২. সামাজিক নীতি উন্নয়ন ( ২৩. যুবসেবা এজেন্সী এবং কর্মসূচি ২৪. শ্রমকল্যাণ, শিল্প ও ব্যবসার ক্ষেত্রে সমাজকর্ম সেবা ২৫. সংখ্যালঘু সেবা ২৬. পল্লী সমাজসেবা প্রতিষ্ঠান ( কানাডার মণ্ট্রিলে ২০০০ সালে অনুষ্ঠিত সাধারণ সভায় সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্র হিসেবে ব্যক্তি সমস্যা, সমাজে বিদ্যমান প্রতিবন্ধকতা, বৈষম্য, অবিচারসহ প্রভৃতি সামাজিক সমস্যা চিহ্নিত করা হয়। সমাজকর্ম পেশা মানবকল্যাণ ব্যবস্থা জোরদারকরণ, দারিদ্র্য বিমোচন, মানব নির্যাতন ও মানব বঞ্চনা অবসানসহ মৌলমানবিক চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ। সমাজকর্ম সকল শ্রেণীর মানুষের কল্যাণে গবেষণাধর্মী একটি পেশা হিসেবে প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক কর্মকাÐ পরিচালনা করে, যা সমাজকর্মের পরিধিভুক্ত। এ প্রসঙ্গে
সারসংক্ষেপ
সমাজকর্ম যেহেতু মানুষ ও তার সমস্যা নিয়ে কাজ করে, তাই এর পরিধি বিস্তৃত। বর্তমান সময়ের প্রেক্ষাপটে সমস্যা
জটিল ও বহুমুখী রূপ লাভ করায় এর প্রয়োগক্ষেত্র তথা পরিধি বিস্তার লাভ করছে। মানব জীবনের সুপ্ত ক্ষমতার
বিকাশ ঘটিয়ে নিজ সমস্যা সমাধানে নিজেকেই সক্ষম করে তোলার ক্ষেত্রে প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক
কর্মকাÐ ও প্রচেষ্টা হিসেবে সমাজকর্মের পরিধি বিস্তৃত ও প্রসারিত।
পাঠোত্তর মূল্যায়ন-১.৫
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। সমাজকর্মের পরিধিভুক্ত কোনটি?
ক) মানুষ ও সমস্যা খ) রাষ্ট্র ও আইন
গ) শিক্ষা ও সম্পদ ঘ) সমস্যা ও সম্পদ
২। সমাজকর্ম কোন ধরনের প্রচেষ্টা চালায়?
ক) প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক খ) প্রতিবাদ, প্রতিরোধ ও সেবামূলক
গ) আন্দোলন, কার্যক্রম ও উন্নয়নমূলক ঘ) উন্নয়নমূলক ও প্রতিবাদমূলক

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]