বায়তুলমাল কী তা ব্যাখ্যা কর, সমাজকল্যাণে বায়তুলমালের গুরুত্ব আলোচনা কর

বায়তুলমাল কী?
বায়তুলমাল জনকল্যাণে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। যেসব সনাতন সমাজকল্যাণ প্রতিষ্ঠান ইসলাম ধর্মের
মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে জনকল্যাণে অবদান রেখে আসছে সেগুলোর মধ্যে বায়তুলমাল অন্যতম। ইসলামের প্রথম খলিফা
হযরত আবু বকর (রা.) এর প্রবর্তন করেন।
‘বায়তুলমাল’ শব্দটি গঠিত হয় ‘বায়ত’ এবং ‘মাল’ এ দু’টি শব্দের সমন্বয়ে। বায়ত অর্থ ঘর; আর মাল অর্থ ধন বা
সম্পদ। সুতরাং বায়তুলমাল শব্দের অর্থ সম্পদের ঘর বা ধনাগার। প্রকৃতপক্ষে ইসলামী শাসনকালে খোলাফায়ে
রাশেদীনের যুগে প্রবর্তিত রাজকোষকে বায়তুলমাল বলা হয়ে থাকে। ব্যক্তিগত, সমষ্টিগত ও রাষ্ট্রীয় প্রয়োজনাদি পূরণের
জন্য বায়তুলমাল গঠিত হয়।
বায়তুলমালের আয়ের উৎস অনেক। যেসব উৎস হতে সম্পদ জমা হতো সেগুলো হচ্ছে মুসলমানদের ভূমি, রাজস্ব ও
খনিজ সম্পদের ধার্যকৃত কর; অমুসলিমদের অধিকারভুক্ত জমির খাজনা ও গনিমতের মাল; উত্তরাধিকারবিহীন জমিজমা,
জিজিয়া কর, সদ্কা, জাকাত ও দেশের সমষ্টিগত চাহিদা পূরণের জন্য আদায়কৃত চাঁদা বাবদ লব্ধ অর্থ। মূলত বায়তুলমাল
রাষ্ট্রের সকল নাগরিকের সম্পদ। বায়তুলমালের মাধ্যমেই জনগণের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা বিধানের নিশ্চয়তাকে
রাষ্ট্রীয় দায়িত্ব বলে স্বীকার করে নেয়া হয়।
৫.৭.২ বায়তুলমালের গুরুত্ব
ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানের মধ্যে বায়তুলমাল অন্যতম। এটি প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের জনকল্যাণ ও সমাজকল্যাণ
কাজে সম্পৃক্ততার সূত্রপাত ঘটে। তাই বায়তুলমালকে এক ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসুচি হিসেবে গণ্য করা হয়।
বর্তমানে এটির অস্তিত্ব না থাকলেও ঐতিহ্যগত সমাজকল্যাণে এই প্রতিষ্ঠানটির ভূমিকা গুরুত্বপূর্ণ। মানবকল্যাণে এটি
নি¤েœাক্ত ভূমিকা পালন করে :
১. দারিদ্র্য বিমোচনে বায়তুলমাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দুঃস্থ, অসহায় ও বঞ্চিত শ্রেণির রক্ষা কবচ হিসেবে বিবেচিত।
২. প্রতিবন্ধী, বয়স্ক ও এতিম শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করা হতো বায়তুলমালের সম্পদের মাধ্যমে।
৩. বায়তুলমাল হতে ইসলামী বিধান মতে সুদমুক্ত ঋণ প্রদান করা হতো। অভাবগ্রস্ত ব্যক্তি এই ঋণের মাধ্যমে স্বাবলম্বী হতো।
৪. যাকাতের অর্থ পৃথকভাবে বায়তুলমালে জমা রাখা হতো এবং নির্ধারিত ৮টি খাতে যাকাতের অর্থ সংকুলান না হলে
বায়তুলমাল থেকে সহায়তা করা হতো।
৫. বায়তুলমালে গচ্ছিত সম্পদ থেকে রাষ্ট্রীয় শাসনের ব্যয়ভার মেটানোর পর উদ্বৃত্ত অর্থ সমাজসেবামূলক কাজে ব্যবহার
করা হয়।
৬. বায়তুলমালের মাধ্যমে জনগণের মৌল মানবিক চাহিদা পূরণ, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও মানবকল্যাণে সার্বিক
সেবাদান ব্যবস্থা গড়ে তোলা হয়, যা জনকল্যাণমূলক রাষ্ট্রের ভিত্তি গড়ে তোলে।
সারসংক্ষেপ
ঐতিহ্যগত সমাজকল্যাণে বায়তুলমাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানে
সুসংগঠিত ও সুপরিকল্পিত উপায়ে প্রাতিষ্ঠানিক তহবিল গঠন তথা সমস্যার সমাধানে অর্থের যোগানের ক্ষেত্রে একটি
মোটামুটি স্থায়ী তহবিল করা সম্ভব।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। বায়ত শব্দের অর্থ কী?
ক) মাল খ) ঘর গ) আটক ঘ) পবিত্রতা
২। বায়তুলমালের জমাকৃত সম্পদের খাতসমূহের অন্তর্ভুক্তÑ
র. উত্তরাধিকার বিহীন ধনসম্পত্তি
রর. অমুসলিম নাগরিকদের কাছ থেকে আদায়কৃত জিজিয়া কর
ররর. মানবহিতৈষী ব্যক্তিবর্গের স্বেচ্ছায় দানকৃত ধনসম্পদ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]